অর্থনীতি ৭ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : জনগণের আয়ের উদ্বৃত্ত অংশ ভবিষ্যতের জন্য ব্যাংক হিসাবে জমা রাখাকে আমানত বলে। বাণিজ্যিক ব্যাংকসমূহে জনগণ তাদের উদ্বৃত্ত অর্থ সঞ্চয় করে রাখতে পারে। ব্যাংকে সাধারণত তিনটি হিসাব খোলার মাধ্যমে জনগণ অর্থ আমানত করতে পারে। যেমন: চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী। এ হিসাব অনুযায়ী জনগণের কাছ থেকে ব্যাংকের অর্থ সংগ্রহকে আমানত বলে।
অর্থনীতি ৭ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. অর্থ বলতে কী বোঝায়?
উত্তর: অর্থ বলতে বোঝায় সরকার কর্তৃক প্রবর্তিত এমন একটি বস্তু বা দ্রব্যকে, যা দৈনন্দিন দেনা-পাওনা মেটানোর উপায় হিসেবে সর্বজনস্বীকৃত, সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসেবে গৃহীত।
অর্থ বিনিময়ের মাধ্যম, দ্রব্য ও সেবার মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসেবে সবচেয়ে সহজ এবং সবার কাছে স্বীকৃত একটি বিনিময় মাধ্যম। বিভিন্ন দেশে অর্থকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। যেমন-বাংলাদেশের টাকা, ভারতে রুপি, আমেরিকায় ডলার এবং ইউরোপের অধিকাংশ দেশে এটি ইউরো নামে পরিচিত।
২. বাণিজ্যিক ব্যাংক বলতে কী বোঝায়?
উত্তর: বাণিজ্যিক ব্যাংক বলতে এমন এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান বোঝায়, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা রেখে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে।
বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। এ উদ্দেশ্য পূরণে এ ব্যাংকসমূহ স্বল্প সুদে গ্রাহকদের অর্থ আমানত রাখে এবং তুলনামূলক বেশি সুদে গ্রাহকদের ঋণ প্রদান করে। সুতরাং দেখা যাচ্ছে, বাণিজ্যিক ব্যাংক হলো স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী প্রতিষ্ঠান।
৩. নিকাশঘর বলতে কী বোঝায়?
উত্তর: নিকাশঘর বলতে ব্যাংকের বাৎসরিক দেনা-পাওনার হিসাব নিষ্পত্তিকারী প্রতিষ্ঠানকে বোঝায়।
দৈনন্দিন ব্যবসা-বাণিজ্য ও লেনদেনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চেক, ব্যাংক ড্রাফট ও পোস্টাল অর্ডারের আদান-প্রদান হয়। ফলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে কত পাওনা বা কত দেনা তার সর্বশেষ হিসাব সংরক্ষণকে নিকাশঘর বলা হয়। অর্থাৎ নিকাশঘর হলো দেনা-পাওনা নিষ্পত্তিকারী প্রতিষ্ঠান।
৪. ধাতব মুদ্রা বলতে কী বোঝায়?
উত্তর: ধাতব মুদ্রা বলতে ধাতব খ- দ্বারা তৈরি মুদ্রা বোঝায়, যা মানুষের প্রাত্যহিক লেনদেনের কাজে ব্যবহৃত হয়। বাংলাদেশের প্রামাণিক এবং প্রতীক মুদ্রা নামে দুই প্রকারের ধাতব মুদ্রা প্রচলিত রয়েছে। এদেরকে বস্তুগত মূল্যমানের দিক দিয়ে ভাগ করা হয়েছে। ৫ টাকা, ২ টাকা, ৫০ পয়সা ইত্যাদি বাংলাদেশে প্রচলিত ধাতব মুদ্রা।
৫. প্রামাণিক মুদ্রা বলতে কী বোঝায়?
উত্তর: প্রামাণিক মুদ্রা বলতে বোঝায় এমন মুদ্রা, যা গলানোর মাধ্যমে ধাতু বিক্রি করলে দৃশ্যমান মূল্যের সমপরিমাণ মূল্য পাওয়া যায়। প্রামাণিক মুদ্রা হলো ধাতব মুদ্রা, যে ধাতব মুদ্রা গলানোর পরও সমান পরিমাণ মূল্য বজায় থাকে, তাই প্রামাণিক মুদ্রা।
৬. আমানত বলতে কী বোঝায়?
উত্তর: জনগণের আয়ের উদ্বৃত্ত অংশ ভবিষ্যতের জন্য ব্যাংক হিসাবে জমা রাখাকে আমানত বলে। বাণিজ্যিক ব্যাংকসমূহে জনগণ তাদের উদ্বৃত্ত অর্থ সঞ্চয় করে রাখতে পারে। ব্যাংকে সাধারণত তিনটি হিসাব খোলার মাধ্যমে জনগণ অর্থ আমানত করতে পারে। যেমন: চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী। এ হিসাব অনুযায়ী জনগণের কাছ থেকে ব্যাংকের অর্থ সংগ্রহকে আমানত বলে।
৭. কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংক সরকারের আর্থিক সংকট মোকাবিলাসহ গুরুত্বপূর্ণ আর্থিক কার্যাবলি সম্পাদন ও প্রয়োজনীয় নির্দেশনা দেয় বলে একে সরকারের ব্যাংক বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক সরকারের রাজস্ব পাওনা সরকারের হিসাবে জমা রাখে এবং সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে প্রদান করে। সরকারকে প্রয়োজনীয় ঋণ প্রদান করে এ ব্যাংক। সরকারের অর্থনৈতিক কর্মকা-, নীতিনির্ধারণে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করে বলে কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয়।
৮. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক গড়ে তোলা হয়েছে কেন?
উত্তর: শিল্প উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। ২০০৯ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা দুটি একীভূত হয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা করা হয়। শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সম্প্রসারণ, কৃষিভিত্তিক শিল্প স্থাপন, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, নারীকে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্য নিয়ে এ ব্যাংক যাত্রা শুরু করে।
৯. মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ ব্যাংক কীভাবে কাজ করে?
উত্তর: মানবসম্পদ উন্নয়নের জন্য গ্রামীণ ব্যাংক দেশের অবহেলিত জনসাধারণকে সংগঠিত করে ক্ষুদ্র ও কুটির শিল্পে ঋণ প্রদানসহ উপকরণ সরবরাহ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে। গ্রামীণ ব্যাংক বেকার জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে সংঘবদ্ধ করে প্রশিক্ষণ প্রদান করে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে ঋণ দান করে। ভিক্ষুকদের সুদবিহীন ঋণ দান করে তাদেরকে আত্মকর্মসংস্থানের সুযোগ করে এ ব্যাংক। তাছাড়া নারীদের কর্মে উদ্বুদ্ধকরণ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গ্রামীণ ব্যাংক নানাভাবে সহায়তা করে। এভাবে গ্রামীণ ব্যাংক মানবসম্পদ উন্নয়নে কাজ করে।
১০. সমবায় ব্যাংক কী? ব্যাখ্যা কর।
উত্তর: সমবায়ের নীতিমালার ভিত্তিতে গঠিত এবং পরিচালিত ব্যাংকই হলো সমবায় ব্যাংক। পারস্পরিক সহায়তার ভিত্তিতে স্বল্পসুদে ঋণ দানের উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে সমবায় ব্যাংক, সরকার ও দেশের সমবায়ীদের যৌথ মালিকানায় এ ব্যাংকটি পরিচালিত হচ্ছে। ব্যাংকটির শেয়ারের ৮৬% মালিক সমবায় প্রতিষ্ঠানগুলো এবং ১৪% সরকারের মালিকানায়। দারিদ্র্যবিমোচন, খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঋণ দান করে এ ব্যাংকটি।
আরও দেখো—অর্থনীতি অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের অর্থনীতি ৭ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরীক্ষা প্রস্তুতির জন্য এই অধ্যায় থেকে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো—প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও অধ্যায়ভিত্তিক সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য উপরের লিংকটি ভিজিট করো।
Discussion about this post