অর্থনীতি ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর : সঞ্চয়ের বাহনরূপে কাজ করে থাকে অর্থ। মানুষ তার আয়ের কিছু অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চায়। কিন্তু দ্রব্য পচনশীল হওয়ায় তা জমিয়ে রাখা সম্ভব হয় না। তবে অর্থের কোনো ক্ষয় নেই বলে এটি সঞ্চয় করা নিরাপদ ও সুবিধাজনক। এজন্য মানুষ তার উদ্বৃত্ত পণ্যসামগ্রী বিক্রয় করে অর্থ সঞ্চয় করে। এভাবে অর্থ সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে থাকে।
অর্থনীতি ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
সৃজনশীল প্রশ্ন—১: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
রত্না একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। তার প্রতিষ্ঠান জনগণকে ঋণ দিতে পারে না। কিন্তু অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিচালনার ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে কাজ করে। অন্যদিকে তার বান্ধবীও অন্য একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। এটি জনগণের সঞ্চিত অর্থ জমা রাখে এবং এর বিপরীতে অতিরিক্ত অর্থ প্রদান করে।
ক. বিনিময় প্রথা কী?
খ. সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের কার্যাবলি বর্ণনা কর।
গ. রত্না প্রতিষ্ঠানের প্রকৃতি ব্যাখ্যা কর।
ঘ. রত্না প্রতিষ্ঠানের সাথে তার বান্ধবীর প্রতিষ্ঠানের পার্থক্য বিশ্লেষণ কর।
১ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. এক দ্রব্যের পরিবর্তে অন্য একটি দ্রব্য বিনিময়ের মাধ্যমে মানুষের অভাব পূরণ করার ব্যবস্থাই হলো বিনিময় প্রথা।
খ. সঞ্চয়ের বাহনরূপে কাজ করে থাকে অর্থ। মানুষ তার আয়ের কিছু অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চায়। কিন্তু দ্রব্য পচনশীল হওয়ায় তা জমিয়ে রাখা সম্ভব হয় না। তবে অর্থের কোনো ক্ষয় নেই বলে এটি সঞ্চয় করা নিরাপদ ও সুবিধাজনক। এজন্য মানুষ তার উদ্বৃত্ত পণ্যসামগ্রী বিক্রয় করে অর্থ সঞ্চয় করে। এভাবে অর্থ সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে থাকে।
গ. প্রাতিষ্ঠানিক কার্যের প্রকৃতিগত দিক বিশ্লেষণে রতœার কর্মরত প্রতিষ্ঠানটিকে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আখ্যায়িত করা যায়। একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে কেন্দ্রীয় ব্যাংকের অবদান অপরিসীম। একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা মূলত ওই দেশের দ্রব্য ও সেবার দামস্তরের স্থিতিশীলতার মাধ্যমে প্রকাশ পায়। কেন্দ্রীয় ব্যাংক দামস্তর, মুদ্রাস্ফীতি ও বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে।
দামস্তরের হ্রাস বা বৃদ্ধি ঘটলে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারে টাকার যোগান বাড়াতে বা কমাতে পারে। রতœার কর্মরত প্রতিষ্ঠানটি তথা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণ নিয়ন্ত্রণ করে অর্থের যোগানের হ্রাস, বৃদ্ধি করতে পারে। মূলধন গঠন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে তথ্য, পরামর্শ প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক। এভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে কেন্দ্রীয় ব্যাংক প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে যা উদ্দীপকে ইঙ্গিত করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য দেশের অর্থনেতিক উন্নয়ন এবং জনকল্যাণ সর্বোচ্চকরণ। সুতরাং বলা যায়, রতœার কর্মরত প্রতিষ্ঠানটি দেশের সমগ্র আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান তথা কেন্দ্রীয় ব্যাংক।
ঘ. কার্যের প্রকৃতিগত দিক বিশ্লেষণে রত্নার বান্ধবীর কর্মরত প্রতিষ্ঠানটি হলো বাণিজ্যিক ব্যাংক, যার সাথে রত্নার কর্মরত প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের যথেষ্ট পার্থক্য রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক উভয়ই আর্থিক প্রতিষ্ঠান। দেশের অর্থনৈতিক উন্নয়নের চাকা সচল করতে উভয়ের রয়েছে নানামুখী ভূমিকা। তবে কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকের কাজের উদ্দেশ্য, প্রকৃতি এবং পরিধিগত দিক বিশ্লেষণে উভয়ের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। রত্নার যে প্রতিষ্ঠানে চাকরি করে তা দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান তথা কেন্দ্রীয় ব্যাংক এবং তার বান্ধবী যে প্রতিষ্ঠানে কাজ করে তা একটি বাণিজ্যিক ব্যাংক।
এ দুটি ব্যাংকের মধ্যে পার্থক্য অনেক। বাণিজ্যিক ব্যাংক মূলত মুনাফাকে প্রাধান্য দেয়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য জনগণের সার্বিক উন্নয়ন। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক সরকারের আর্থিক উপদেষ্টা, ক্লিয়ারিং হাউস, নোট প্রচলনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যাবলি সম্পন্ন করে থাকে। দেশের অন্যান্য বাণিজ্য ব্যাংকগুলোর ঋণদান নিয়ন্ত্রণসহ সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক তাদের কাজকর্ম পরিচালনা করে থাকে। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হলো জনগণের কাছ থেকে আমানত গ্রহণ এবং ঋণ প্রদান। উপরিউক্ত আলোচনায় দেখা যাচ্ছে, রত্নার প্রতিষ্ঠানের সাথে তার বান্ধবীর প্রতিষ্ঠানের বিস্তর পার্থক্য বিদ্যমান। তা সত্ত্বেও এ দুটি ব্যাংক-ই দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে একে অপরের সহযোগী হিসেবে কাজ করেছে।
সৃজনশীল প্রশ্ন—২: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
হারুনের স্ত্রীর একটি শাড়ির খুবই প্রয়োজন। কিন্তু তার কাছে একটি ছাগল ছাড়া কিছুই নেই। হারুন তার ছাগল নিয়ে তাঁতির কাছে গেলে তাঁতি একটি শাড়ির বদলে ছাগল নিতে চায়। কিন্তু হারুন একটি শাড়ির বদলে ছাগলটি দিতে রাজি হয়নি। পরে সবার কাছে গ্রহণযোগ্য একটি দ্রব্য আবিষ্কৃত হওয়ায় এ অসুবিধা দূর হয়।
ক. বিহিত অর্থ কাকে বলে?
খ. নিকাশঘর বলতে কী বোঝায়?
গ. হারুন তাঁতির কাছে গিয়ে শাড়ি কিনতে না পারার কারণ ব্যাখ্যা কর।
ঘ. সবার কাছে গ্রহণযোগ্য দ্রব্যটির ভূমিকা তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন—৩: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
তমিজ মিয়া একজন কৃষক। নিজের ৯০ শতাংশ জমির সাথে অন্যের জমি বর্গা নিয়ে আমনের ধান চাষ করেন। চলতি বন্যায় ফসল নষ্ট হওয়ায় তিনি অসহায় হয়ে পড়েন। লোক মুখে শুনতে পায় শুধু কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধির জন্য সরকার একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছে। তিনি এ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে পুনরায় ধান চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটান।
ক. ব্যাংক কী?
খ. কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘর বলতে কী বোঝ?
গ. তমিজ মিয়া যে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল তার স্বরূপ বিশ্লেষণ কর।
ঘ. এ ধরনের ব্যাংক কি দেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটায়? মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন—৪: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
মুনিয়া গত এক বছর ধরে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা ও ১০ টাকার নোট ব্যক্তিগত মাটির ব্যাংকে জমা করে। পার্শ্ববর্তী দেশে ভ্রমণের জন্য টাকাগুলো নিয়ে ব্যাংকে রূপান্তর করতে গেল। কিন্তু ব্যাংক কর্মকর্তা তার কিছু টাকা ফেরত দিলেন এবং বাকি টাকার সমপরিমাণ ডলার প্রদান করলেন।
ক. কাগজি নোট কাকে বলে?
খ. স্থায়ী আমানত বলতে কী বোঝায়?
গ. মুনিয়া যে টাকাগুলো রূপান্তর করতে পারল না, তা কোন প্রকার মুদ্রার অন্তর্গত? ব্যাখ্যা কর।
ঘ. মুনিয়া যে টাকাগুলো রূপান্তর করতে পারল পাঠ্যবইয়ের আলোকে তার প্রকৃতি বিশ্লেষণ কর।
আরও দেখো—অর্থনীতি অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের অর্থনীতি ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরীক্ষা প্রস্তুতির জন্য এই অধ্যায় থেকে ৪টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো—প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য উপরের লিংকটি ভিজিট করো।
Discussion about this post