অর্থনীতি ২য় পত্র ৭ম অধ্যায় mcq : একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন সামগ্রিক দামস্তরের উপর নির্ভরশীল। সময়ের ব্যবধানে দেশের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে দামস্তরের উঠানামা হয়ে থাকে। যখন দামস্তর ক্রমাগত বৃদ্ধি পায় তখন দেশে মূল্যস্ফীতি দেখা দেয়। দামস্তরের ক্রমাগত উর্ধ্বগতি এবং দামস্তরের ক্রমাগত নিম্নগতি উভয়ই একটি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। মূল্যস্ফীতি বেশি পরিমাণে হলে ধনী গরিবের অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পায়।
অপরদিকে জনগণের সঞ্চয়ের পরিমাণ কমে বিনিয়োগের জন্য মূলধনের ঘাটতি দেখা দেয়। ফলে বিনিয়োগ কম হয়ে দেশের উৎপাদন কম হয় এবং দেশের অর্থনৈতিক অবস্থার মন্দাভাব সৃষ্টি হয়। অর্থনীতিতে কর্মসংস্থানের পরিমান কম হওয়ায় বেকারের সংখ্যা বৃদ্ধি পায়। আবার এই সকল পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সামাজিক অস্থিরতা দেখা দেয়। এই ইউনিটে মূল্যস্ফীতি ও এর কারণ এবং ফলাফল সম্পর্কে আমরা একটি ধারণা পেতে পারি।
অর্থনীতি ২য় পত্র ৭ম অধ্যায় mcq
১. প্রাচীনপন্থী অর্থনীতিবিদরা কীসের ভিত্তিতে মুদ্রাস্ফীতির সংজ্ঞা দিয়েছেন?
● অর্থের পরিমাণ
খ. চাহিদার পরিমাণ
গ. উৎপাদনের পরিমাণ
ঘ. বাজার প্রতিযোগিতা
২. কোনটি মুদ্রাস্ফীতির হ্রাসের জন্য দায়ী?
● অর্থ সরবরাহ হ্রাস
খ. উৎপাদন হ্রাস
গ. সরকারি ব্যয় বৃদ্ধি
ঘ. মজুরি বৃদ্ধি
৩. ‘অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে’— উক্তিটি কার?
● হট্টের
খ. পিগুর
গ. বিনস
ঘ. মার্শাল
৪. আধুনিক অর্থনীতিবিদরা মুদ্রাস্ফীতির সংজ্ঞা ও প্রকৃতি নির্ণয়ে কোনটি ব্যবহার করেন?
ক. জাতীয় উৎপাদন
● জাতীয় আয়সূচক
গ. জাতীয় বাজেট
ঘ. দ্রব্যমূল্য বৃদ্ধি
৫. অর্থের যোগান বৃদ্ধির সাথে সাথে কোনটি বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হবে না?
● দ্রব্যসামগ্রীর যোগান
খ. সম্পদের সুষম বণ্টন
গ. ভোগ প্রবণতা
ঘ. কার্যকর চাহিদা
৬. কোনটি মুদ্রাস্ফীতির অন্যতম বৈশিষ্ট্য?
ক. দামস্তর হ্রাস
খ. যোগান বৃদ্ধি
● ক্রয়ক্ষমতা হ্রাস
ঘ. চাহিদা হ্রাস
৭. মুদ্রাস্ফীতি মূলত কী নির্দেশ করে?
ক. দাম বৃদ্ধির হার
খ. যোগান স্বল্পতা
● দাম বৃদ্ধির প্রক্রিয়া
ঘ. আয় বৃদ্ধির প্রক্রিয়া
৮. অর্থের যোগান স্থির থেকে উৎপাদন কমে গেলে কোনটি দেখা দেয়?
ক. আয় হ্রাস
খ. দাম হ্রাস
● মুদ্রাস্ফীতি
ঘ চাহিদা হ্রাস
৯. জামাল সাহেব আগে অল্প টাকা দিয়েই প্রয়োজনীয় বাজার করতে পারতেন। কিন্তু বর্তমানে ব্যাগ ভর্তি টাকা দিয়েও পকেট ভর্তি বাজার হয় না। অর্থনীতিতে এ ধরনের সমস্যাকে কী বলে?
ক. আয় হ্রাস
খ. দাম হ্রাস
● মুদ্রাস্ফীতি
ঘ চাহিদা হ্রাস
১০. মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে অর্থের মূল্য কী হয়?
ক. বৃদ্ধি পায়
● হ্রাস পায়
গ. স্থির থাকে
ঘ. ক্রমে বৃদ্ধি পায়
১১. কোনটি মুদ্রাস্ফীতির কারণ?
ক. উৎপাদন ব্যয় হ্রাস
খ. উপকরণের দাম হ্রাস
● মুদ্রার অবমূল্যায়ন
ঘ. পরিবহন ব্যয় হ্রাস
১২. একটি দেশে মুদ্রাস্ফীতি ঘটলে-
i. দ্রব্যের দাম ক্রমেই বাড়ে
ii. কার্যকর চাহিদা দ্রুত বাড়ে
iii. অর্থের মূল্য ক্রমাগত কমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৩. একটি দেশে মুদ্রাস্ফীতি ঘটলে কমে যায়—
i. অর্থের ক্রয়ক্ষমতা
ii. অর্থের তুলনায় দ্রব্যের যোগান
iii. মানুষের আয়
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
মি. রাকিব একটি দেশ ভ্রমণে গিয়ে দেখল যে, ঐ দেশে ২০১৬ সালে সার্বিক দামস্তর ছিল ৫৬০ এবং ২০১৭ সালে সার্বিক দামস্তর হচ্ছে ৬১০, দেশটিতে মুদ্রার যোগান ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় দামস্তর ক্রমাগত বাড়ছে। ফলে মুদ্রাস্ফীতির হার ক্রমাগত বাড়ছে।
১৪. মি. রাকিবের ভ্রমণকৃত দেশটিতে ২০১৭ তে মুদ্রাস্ফীতির হার কত?
● ৮.৯৩%
খ. ৯.৪৫%
গ. ৯.৯৩%
ঘ. ১০.১১%
১৫. উক্ত হার পরিমাপে বিবেচনা করতে হয়-
i. চলতি বছরের দামস্তর
ii. ভিত্তি বছরের দামস্তর
iii. চলতি বছরের আয়স্তর
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬. উদ্ভবের কারণের ভিত্তিতে মুদ্রাস্ফীতি কত প্রকার?
● ২
খ. ৫
গ. ৭
ঘ. ৯
১৭. দেশে সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে কোন মুদ্রাস্ফীতি দেখা দেয়?
● চাহিদা প্ররোচিত
খ. ব্যয় প্ররোচিত
গ. আয় প্ররোচিত
ঘ. যোগান প্ররোচিত
১৮. দ্রব্যমূল্য দ্রুত গতিতে বাড়লে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়?
ক. ধীর মুদ্রাস্ফীতি
● উল্লম্ফন মুদ্রাস্ফীতি
গ. অতি উচ্চ মুদ্রাস্ফীতি
ঘ. চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি
১৯. অর্থনৈতিক কর্মকাণ্ডকে উজ্জীবিত করে কোন ধরনের মুদ্রাস্ফীতি?
ক. ধীর মুদ্রাস্ফীতি
● মৃদু মুদ্রাস্ফীতি
গ. অতি উচ্চ মুদ্রাস্ফীতি
ঘ. চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি
২০. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দাম নিয়ন্ত্রণ, রেশনিং, প্রভৃতি সরকারি ব্যবস্থা গ্রহণ করা হলে কোন ধরনের মুদ্রাস্ফীতি ঘটে?
ক. ধীর মুদ্রাস্ফীতি
খ. মৃদু মুদ্রাস্ফীতি
● দমিত মুদ্রাস্ফীতি
ঘ. চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি
২১. সরকার কর্তৃক প্রচলিত অর্থের পরিমাণ বৃদ্ধির ফলে দামস্তর বাড়লে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা যায়?
● মুদ্রা বৃদ্ধিজনিত
খ. ঋণ বৃদ্ধিজনিত
গ. চাহিদা বৃদ্ধিজনিত
ঘ. উৎপাদন ব্যয়জনিত
২২. দামস্তর ধীরে ধীরে এবং ক্রমশ বৃদ্ধি পেয়ে তা সহনীয় পর্যায়ে থাকলে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়?
ক. ধীর মুদ্রাস্ফীতি
● মৃদু মুদ্রাস্ফীতি
গ. অতি উচ্চ মুদ্রাস্ফীতি
ঘ. চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি
২৩. আর্থিক ব্যয় বৃদ্ধির ফলে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়?
● প্রকৃত মুদ্রাস্ফীতি
খ. মৃদু মুদ্রাস্ফীতি
গ. অতি উচ্চ মুদ্রাস্ফীতি
ঘ. চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি
২৪. উৎপাদন উপকরণের দাম বৃদ্ধির ফলে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়?
● ব্যয় প্ররোচিত
খ. চাহিদা প্ররোচিত
গ. অয় প্ররোচিত
ঘ. যোগান প্ররোচিত
২৫. কোন ধরনের মুদ্রাস্ফীতিতে বাহ্যিক উপাদান তথা বহির্বিশ্বে প্রভাব ফেলে?
● খরচ বৃদ্ধিজনিত
খ. চাহিদা বৃদ্ধিজনিত
গ. ধীর মুদ্রাস্ফীতি
ঘ. ঋণ বৃদ্ধিজনিত
২৬. কোন ধরনের মুদ্রাস্ফীতির স্থায়িত্ব স্বল্পকাল?
● খরচ বৃদ্ধিজনিত
খ. চাহিদা বৃদ্ধিজনিত
গ. ধীর মুদ্রাস্ফীতি
ঘ. ঋণ বৃদ্ধিজনিত
২৭. কোন ধরনের মুদ্রাস্ফীতিতে অর্থ প্রায় মূল্যহীন হয়ে পড়ে?
ক. পদসঞ্চারী মুদ্রাস্ফীতি
খ. মৃদু মুদ্রানীতি
● অতি মুদ্রাস্ফীতি
ঘ. দমিত মুদ্রাস্ফীতি
২৮. কীসের মাধ্যমে সমাজে মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মাত্রা বোঝা যায়?
● মুদ্রাস্ফীতি পরিমাপ
খ. আয় পরিমাপ
গ. মূল্য পরিমাপ
ঘ. ব্যয় পরিমাপ
২৯. কারণ অনুসারে মুদ্রাস্ফীতি হলো—
i. মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি
ii. ধাবমান মুদ্রাস্ফীতি
iii. ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. দাম বৃদ্ধির গতিবেগ অনুসারে মুদ্রাস্ফীতির প্রকারভেদ হলো—
i. ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি
ii. মৃদু বা সহনীয় মুদ্রাস্ফীতি
iii. ধাবমান বা অতি মুদ্রাস্ফীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৩১. মুদ্রাস্ফীতির সময় কর ও মুনাফা বৃদ্ধি পেলে কার আয় বাড়ে?
● সরকার
খ. কৃষক
গ. উৎপাদক
ঘ. উৎপাদনকারী
৩২. ব্যাংক হার বাড়লে বাণিজ্যিক ব্যাংকের সুদের হারে কী পরিবর্তন হয়?
● বাড়ে
খ. কমে
গ. অপরিবর্তিত থাকে
ঘ. উৎপাদন বন্ধ করে
৩৩. কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংককে ঋণ দেয় তাকে কী বলে?
ক. সুদের হার
খ. মুদ্রাস্ফীতি
● ব্যাংক হার
ঘ. কলমানি
৩৪. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা বেশি কার্যকর?
● আর্থিক ব্যবস্থা
খ. প্রত্যক্ষ নিয়ন্ত্রণ
গ. রাজস্বনীতি
ঘ. ঋণ নিয়ন্ত্রণ
৩৫. মুদ্রাস্ফীতির প্রতিকারের উপায় কোনটি?
ক. ব্যাংক হার হ্রাস
● খোলা বাজারে বন্ড বিক্রয়
গ. নগদ রিজার্ভ অনুপাত হ্রাস
ঘ. সম্প্রসারণমূলক ঋণনীতি গ্রহণ
৩৬. জনগণের মধ্যে সঞ্চয় প্রবণতা বাড়ানোর উপায় কোনটি?
ক. আমানতের সুদ হার হ্রাস
● আমানতের সুদ হার বৃদ্ধি
গ. বেতন বৃদ্ধি
ঘ. বেতন হ্রাস
৩৭. নিচের কোনটি দ্রব্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণের প্রত্যক্ষ উপায় নয়?
ক. মূল্য বেঁধে দেওয়া
খ. সরবরাহ নিয়ন্ত্রণ
● সুদ হার নিয়ন্ত্রণ
ঘ. রেশনিং ব্যবস্থা
৩৮. মুদ্রাস্ফীতি পরিমাপে কয় ধরনের সূচকের ব্যবহার করা হয়?
ক. দুই ধরনের
● তিন ধরনের
গ. চার ধরনের
ঘ. পাঁচ ধরনের
৩৯. উৎপাদকের মূল্য সূচক পদ্ধতিটি কত সাল থেকে ব্যবহৃত হচ্ছে?
ক. ১৯৯০
খ. ১৭৯৮
গ. ১৮৯৯
● ১৮৯০
৪০. উৎপাদকের মূল্যসূচক পরিমাপের কয়টি সূত্র রয়েছে?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৪১. বাংলাদেশে কোন কোন ক্ষেত্রে মুদ্রাস্ফীতির নেতিবাচক প্রভাব বেশি?
ক. ধনী কৃষক ও শিল্প উদ্যোক্তাদের ক্ষেত্রে
খ. সেবা উৎপাদন ক্ষেত্রে
● স্বল্প আয়ের ব্যক্তিবর্গ এবং সঞ্চয় ও পুঁজি গঠন ক্ষেত্রে
ঘ. ব্যবসায়ীদের ক্ষেত্রে
৪২. কোনটি পাইকারি মূল্যসূচক?
● উৎপাদকের দাম সূচক
খ. ভোক্তার দাম সূচক
গ. GNP মূল্য সূচক
ঘ. GNP Deflator
৪৩. ভোক্তার মূল্যসূচক শতকরা যে হারে বৃদ্ধি পায় তাকে কী বলে?
● মুদ্রাস্ফীতির হার
খ. মূল্যসূচকের হার
গ. উৎপাদকের মূল্যসূচক
ঘ. অব্যক্ত অবমূল্যায়ন সূচক
৪৪. উৎপাদনে ব্যবহৃত উপকরণসমূহের ব্যয় পরিমাপ করে কোনটি নির্ণয় করা যায়?
ক. মুদ্রাস্ফীতিজনিত ফাঁক
● উৎপাদকের মূল্যসূচক
গ. ভোক্তার মূল্যসূচক
ঘ. অব্যক্ত অবমূল্যায়ন সূচক
৪৫. সাধারণত মুদ্রাস্ফীতি পরিমাপ করা হয় কোন ভিত্তিতে?
● পয়েন্ট টু পয়েন্ট
খ. দশক ওয়ারি
গ. দামস্তর টু দামস্তর
ঘ. বছর টু বছর
৪৬. কোনো দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি নির্ণয়ের জন্য কোন পদ্ধতি শ্রেয়?
ক. মুদ্রাস্ফীতিজনিত ফাঁক
খ. উৎপাদকের মূল্যসূচক
গ. ভোক্তার মূল্যসূচক
● অবমূল্যায়ন সূচক
৪৭. পূর্ববর্তী বছরের সাথে যে বছরের দামস্তর তুলনা করা হয় তাকে কী বলে?
ক. হিসাবি বছর
খ. তুল্য বছর
গ. ভিত্তি বছর
ঘ. নির্ধারক বছর
৪৮. বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যে দাম বিবেচনা করা হয়, সেই দামের ভিত্তিতে কী নির্ণয় করা হয়?
ক. CPI
খ. EPI
● PPI
ঘ. GNP Deflator
৪৯. পণ্য সরবরাহের থেকে সম্ভাব্য ব্যয় ভিত্তি বছরের চেয়ে বেশি হলে সেই বাড়তি ব্যয়কে কী বলে?
ক. অব্যক্ত অবমূল্যায়ন
খ. উৎপাদকের মূল্যসূচক
● মুদ্রাস্ফীতিজনিত ফাঁক
ঘ. ভোক্তার মূল্যসূচক
৫০. সূচক সংখ্যা বৃদ্ধি পেলে কোনটি বৃদ্ধি পায়?
● মুদ্রাস্ফীতি
খ. যোগান
গ. অর্থমূল্য
ঘ. চাহিদা
►► আরো দেখো: অর্থনীতি ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। তবে তোমরা চাইলে অর্থনীতি ২য় পত্র ৭ম অধ্যায় mcq এর পিডিএফ-এ ১০০টি প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারবে। এর জন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে প্রশ্নোত্তরগুলো ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post