অর্থনীতি ৮ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : কুটিরশিল্প বলতে পারিবারিক উদ্যোগে ঘরোয়া পরিবেশে সৃষ্ট আত্মকর্মসংস্থানমূলক শিল্প বোঝায়। সাধারণত পরিবারের সদস্যরা একত্রিত হয়ে কুটির শিল্প গড়ে তোলে।
তবে লাভজনক হলে পরবর্তীতে বাইরের লোকজনেরও কর্মসংস্থান হয়ে থাকে। কুটিরশিল্পের উৎপাদন, বাজারজাতকরণ, বিক্রয়-বিপণন সবকিছুতে পরিবারের সদস্যদের সক্রিয় ভূমিকা রয়েছে। তাঁতশিল্প রেশমশিল্প, কাঁসাশিল্প, বেতশিল্প, মৃৎশিল্প প্রভৃতি।
অর্থনীতি ৮ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কী কী?
উত্তর: নিচে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো:
ক. কৃষি খাতের প্রাধান্য; খ. শিল্পায়নের জন্য কর্মসূচি গ্রহণ; গ. মাথাপিছু আয়ের ক্রমবৃদ্ধি; ঘ. জীবনযাত্রার ক্রমোন্নতি; ঙ. বিনিময়যোগ্য পুঁজির প্রবাহ বৃদ্ধি; চ. খাদ্য ঘাটতি ও পুষ্টিহীনতা; ছ. জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস; জ. ব্যাপক বেকারত্ব; ঝ. প্রাকৃতিক ও মানবসম্পদের ব্যবহার বৃদ্ধি; ঞ. বৈদেশিক বাণিজ্যের ঘাটতি; ট. বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা; ঠ. অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর ক্রমোন্নতি; দ. বেসরকারিকরণ কর্মসূচি ও ধ. পরিকল্পনা গ্রহণ।
২. কৃষিখাতের উপখাতসমূহ কী কী?
উত্তর: কৃষিখাতের উপখাতসমূহ উল্লেখ করা হলো: ১. শস্য ও শাকসবজি; ২. প্রাণিসম্পদ; ৩. মৎস্যসম্পদ ও ৪. বনজসম্পদ।
৩. কৃষিখাতের উপখাতসমূহের উদাহরণভিত্তিক তালিকা প্রস্তুত কর।
উত্তর: নিচে কৃষিখাতের উপখাতসমূহের তালিকা উদাহরণ ভিত্তিক প্রদান করা হলো:
১. শস্য ও শাকসবজি চাষ: শস্য: ধান, গম, পাট, ডাল, আখ ইত্যাদি চাষ; শাকসবজি: আলু, শিম, লাউ, করলা ইত্যাদি চাষ।
২. প্রাণিসম্পদ: হাঁস-মুরগি, গরু-ছাগল, কবুতর, দুধ, ডিম, চামড়া ইত্যাদি।
৩. মৎস্যসম্পদ বোয়াল, পাবদা, টাকি, শোল, মাগুর ইত্যাদি মাছ; সামুদ্রিক মৎস্য: কোরাল, ছুরি, ভেটকি, লইট্যা ইত্যাদি।
৪. বনজসম্পদ: বাঁশ, বেত, শাল, সেগুন, অর্জুন, সুন্দরি ইত্যাদি।
৪. কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োজন কেন?
উত্তর: কৃষিজাত দ্রব্য তথা খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রয়োজন। বাংলাদেশের অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল হলেও, এদেশে এখনও সনাতন পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। তাই কৃষি উৎপাদন কম হচ্ছে। ফলে খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে। এদেশের অধিকাংশ মানুষের খাদ্যের চাহিদা পূরণে উৎপাদিত খাদ্যশস্য যথেষ্ট নয়। তাই প্রতিবছর প্রচুর খাদ্যশস্য আমদানি করতে হয়। কিন্তু কৃষিতে আধুনিক প্রযুক্তি তথা উন্নতসার, বীজ, কীটনাশক, ট্রাক্টর কৃত্রিম সেচব্যবস্থা চালু করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পেতে এবং আমদানি ব্যয়ও কমে আসবে।
৫. বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল কেন?
উত্তর: বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এবং এদেশের অর্থনীতি কৃষিভিত্তিক। তাই এদেশের ৭৫ ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষক। কৃষিকাজ করেই তাদের জীবিকার সংস্থান হয়। তাছাড়া এদেশে যেসব শিল্প গড়ে উঠেছে তার কাঁচামাল যোগান দিচ্ছে কৃষি। তাই দেখা যায়, এদেশের মানুষের জীবন-জীবিকা কৃষির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
৬. ক্ষুদ্রশিল্প বলতে কী বোঝায়?
উত্তর: ক্ষুদ্রশিল্প বলতে ঐ ধরনের শিল্প বোঝায়, যেখানে অল্প মূলধন এবং কম লোকবলের মাধ্যমেও শিল্প পরিচালনা করা যায়। বাংলাদেশে সাধারণত আত্মকর্মসংস্থানমূলক শিল্পগুলো ক্ষুদ্র শিল্প হিসেবে পরিচিত। এ ধরনের শিল্পের মধ্যে রয়েছে ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরি, দিয়াশলাই শিল্প, কাঠশিল্প, সাবানশিল্প, প্রসাধনীশিল্প এবং যানবাহন সার্ভিসিং ও মেরামত শিল্প।
৭. কুটিরশিল্প বলতে কী বোঝায়?
উত্তর: কুটিরশিল্প বলতে পারিবারিক উদ্যোগে ঘরোয়া পরিবেশে সৃষ্ট আত্মকর্মসংস্থানমূলক শিল্প বোঝায়। সাধারণত পরিবারের সদস্যরা একত্রিত হয়ে কুটির শিল্প গড়ে তোলে। তবে লাভজনক হলে পরবর্তীতে বাইরের লোকজনেরও কর্মসংস্থান হয়ে থাকে। কুটিরশিল্পের উৎপাদন, বাজারজাতকরণ, বিক্রয়-বিপণন সবকিছুতে পরিবারের সদস্যদের সক্রিয় ভূমিকা রয়েছে। তাঁতশিল্প রেশমশিল্প, কাঁসাশিল্প, বেতশিল্প, মৃৎশিল্প প্রভৃতি।
৮. বৃহৎশিল্প বলতে কী বোঝায়?
উত্তর: বৃহৎশিল্প বলতে এমন ধরনের শিল্পকে বোঝায় যেখানে বেশি মূলধন, অধিক জনবলের প্রয়োজন হয়। বৃহৎশিল্প সাধারণত প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় পরিচালিত হয়। এসব শিল্পের মধ্যে রয়েছে—বস্ত্র, চিনি, পাট, সিমেন্ট, কাগজ প্রভৃতি শিল্প।
৯. অর্থনৈতিক খাত বলতে কী বোঝায়?
উত্তর: অর্থনৈতিক খাত বলতে দেশের অর্থনীতিতে বিদ্যমান শাখা বা বিভাগসমূহ বোঝায়—যেগুলো নিজ নিজ পরিম-লে অর্থনৈতিক কর্মকা- সম্পাদন করে থাকে এবং যাদের সমষ্টিগত অবদানের দ্বারা দেশের অর্থনীতির ভিত্তি গড়ে ওঠে। বাংলাদেশের অর্থনীতির প্রধান তিনটি খাত রয়েছে, যাদের সমষ্টিগত অবদানে এদেশের অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠেছে। এগুলো হলো—কৃষি, শিল্প এবং সেবাখাত।
১০. সরকার কৃষিখাতের উন্নতির প্রচেষ্টা চালাচ্ছে কেন?
উত্তর: কৃষি আমাদের দেশের অর্থনীতির প্রধান ভিত্তি হওয়ায় সরকার এ খাতের উন্নতির প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের ৭৫ ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। প্রতিবছর কৃষি উল্লেখযোগ্য জাতীয় আয়ে অবদান রাখছে। তাছাড়া এদেশের শিল্পের কাঁচামালের প্রধান যোগানদাতা কৃষি। কৃষি আধুনিকীকরণ সম্ভব হলে জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হবে, আমদানি ব্যয় কমবে, প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। সর্বোপরি এদেশে শিল্পের বিকাশ ঘটবে। তাই সরকার কৃষি খাতের উন্নতির প্রচেষ্টা চালাচ্ছে।
আরও দেখো—অর্থনীতি অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের অর্থনীতি ৮ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরীক্ষা প্রস্তুতির জন্য এই অধ্যায় থেকে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো—প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও অধ্যায়ভিত্তিক সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য উপরের লিংকটি ভিজিট করো।
Discussion about this post