অর্থনীতি ৯ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : দারিদ্র্যের হার অনেক বেশি হওয়ায় বাংলাদেশকে দারিদ্র্যের দেশ বলা যায়। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। বাংলাদেশ ব্যুরোর সর্বশেষ ২০১০ সালের সীমানা অনুযায়ী বাংলাদেশের দারিদ্র্য দাঁড়িয়েছে ৩১.৫ শতাংশ যা ২০০৫ সালে ৪০ শতাংশ ছিল। জনসংখ্যার একটি বৃহৎ অংশ দরিদ্র হওয়ায় বাংলাদেশকে দারিদ্র্যের দেশ বলা যায়।
অর্থনীতি ৯ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির ধারণা দাও।
উত্তর: অর্থনৈতিক প্রবৃদ্ধি: একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারমূল্যের সমষ্টির বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয়। সাধারণত জিডিপি বৃদ্ধির বার্ষিক হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। মাথাপিছু আয় বৃদ্ধির হার দ্বারাও অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিমাপ করা হয়।
অর্থনৈতিক উন্নয়ন: অর্থনৈতিক উন্নয়ন বলতে এমন একটি চলমান গতিধারাকে বোঝায়, যা কতগুলো শক্তির সংযোগ, যার ফলে জনগণের মাথাপিছু আয় ক্রমাগত বৃদ্ধি পায়। শক্তিসমূহ হচ্ছে, উৎপাদন, জাতীয় আয়, ভোগ, বিনিয়োগ, নিয়োগ, জীবনযাত্রার মান বৃদ্ধি প্রভৃতি।
অতএব, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মোট জাতীয় আয় বৃদ্ধিই যথেষ্ট। আর অর্থনৈতিক উন্নয়ন হলে বুঝতে হবে প্রবৃদ্ধির সাথে অর্থনৈতিক অবস্থার গুণগত পরিবর্তন হয়েছে। এজন্য লেখা যায়, অর্থনৈতিক উন্নয়ন = অর্থনৈতিক প্রবৃদ্ধি + অর্থনীতির গুণগত পরিবর্তন।
২. প্রবৃদ্ধি কি উন্নয়নের অংশ? বুঝিয়ে লিখ।
উত্তর: অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো অর্থনৈতিক উন্নয়নের অংশবিশেষ। অর্থনৈতিক উন্নয়নের সংজ্ঞা হতে আমরা জানি, অর্থনৈতিক উন্নয়ন হলো অর্থনীতির সামগ্রিক পরিবর্তনের মাধ্যমে জনগণের মাথাপিছু আয়ের ক্রমাগত বৃদ্ধি। আর প্রবৃদ্ধি বলতে বোঝায় অর্থনৈতিক অবকাঠামোর কোনো ধরনের পরিবর্তন ছাড়াই মোট জাতীয় আয় বৃদ্ধি। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের মাথাপিছু আয় বৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক অবস্থার অবকাঠামোগত পরিবর্তন। তাহলে দেখা যায়, অর্থনৈতিক উন্নয়ন = অর্থনৈতিক প্রবৃদ্ধি + অর্থনীতির গুণগত পরিবর্তন।
৩. অনুন্নত দেশের ৬টি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর: অনুন্নত দেশের ৬টি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো:
১. অনুন্নত দেশের মাথাপিছু আয় খুবই কম হয়।
২. অনুন্নত দেশে মূলধন গঠনের হার খুবই কম থাকে।
৩. সাধারণত অনুন্নত দেশগুলো অধিক কৃষিনির্ভর হয়।
৪. অনুন্নত দেশগুলো শিল্পক্ষেত্রে অত্যন্ত অনগ্রসর হয়।
৫. অনুন্নত দেশগুলোর একটি অন্যতম বৈশিষ্ট্য হলো জনসংখ্যার দ্রুত বৃদ্ধি।
৬. অনুন্নত দেশের অর্থনৈতিক কাঠামো অত্যন্ত দুর্বল হয়।
৪. উন্নত দেশের ৬টি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর: উন্নত দেশের ৬টি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো:
১. উন্নত দেশের মাথাপিছু আয় অনুন্নত দেশ অপেক্ষা বেশি হয়।
২. উন্নত দেশগুলো সাধারণত শিল্পনির্ভর হয়ে থাকে।
৩. উন্নত দেশগুলো সর্বাধিক কারিগরি ও প্রযুক্তি জ্ঞানের অধিকারী হওয়ায় দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব হয়।
৪. উন্নত দেশগুলোতে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়।
৫. উন্নত দেশগুলোর জনসংখ্যা সীমিত বা কাম্য আকারের হয়।
৬. উন্নত দেশগুলোর শিক্ষার হার বেশি থাকে।
৫. অর্থনৈতিক উন্নয়নের অন্তরায়সমূহ কী?
উত্তর: অর্থনৈতিক উন্নয়নের অন্তরায়সমূহ নিচে দেওয়া হলো:
১. কৃষির উপর নির্ভরশীলতা; ২. অনুন্নত কৃষি ব্যবস্থা; ৩. মূলধনের অভাব; ৪. উদ্যোক্তার অভাব; ৫. দারিদ্র্যের দুষ্টচক্র; ৬. রাজনৈতিক অস্থিতিশীলতা; ৭. বৈদেশিক সাহায্য নির্ভরতা; ৮. বাজার দুর্বলতা; ৯. প্রযুক্তি প্রয়োগে বাধা; ১০. কর্মমুখী, শিক্ষিত ও দক্ষ জনশক্তির অভাব।
৬. কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার নাম উল্লেখ কর।
উত্তর: কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার নাম নিচে উল্লেখ করা হলো:
১. বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক); ২. স্বনির্ভর বাংলাদেশ; ৩. প্রশিকা; ৪. আশা; ৫. শক্তি ফাউন্ডেশন; ৬. টিএমএসএস; ৭. এসএসএস (সোসাইটি ফর সোস্যাল সার্ভিসেস); ৮. ব্যুরো বাংলাদেশ।
৭. বেকারত্বের ধারণা দাও।
উত্তর: কাজ করতে সক্ষম ব্যক্তি প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক, কিন্তু কাজ না পাওয়া অবস্থাকেই বেকারত্ব বলে।
৮. বেকারত্ব নিরসনের কয়েকটি উপায় উল্লেখ কর।
উত্তর: বেকারত্ব নিরসনের কয়েকটি উপায় নিচে দেওয়া হলো:
১. অনুন্নত দেশের কৃষি ব্যবস্থায় ছদ্মবেশী বেকারত্ব বিদ্যমান। ছদ্মবেশী বেকারত্ব দূর করতে হলে ব্যাপক পরিমাণে শিল্পায়ন করতে হবে।
২. অনুন্নত দেশে অধিক পরিমাণে মূলধন বিনিয়োগ করতে হবে।
৩. কৃষিকাজে প্রয়োজনীয় যন্ত্রপাতিসমূহ উৎপাদনের জন্য গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন করতে হবে।
৪. কৃষি জমিতে বহু ফসল উৎপাদন ব্যবস্থা করতে হবে।
৫. পর্যাপ্ত পরিমাণ ঋণ সুবিধার ব্যবস্থা করতে হবে।
৯. বাংলাদেশকে দারিদ্র্যের দেশ বলা হয় কেন?
উত্তর: দারিদ্র্যের হার অনেক বেশি হওয়ায় বাংলাদেশকে দারিদ্র্যের দেশ বলা যায়। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। বাংলাদেশ ব্যুরোর সর্বশেষ ২০১০ সালের সীমানা অনুযায়ী বাংলাদেশের দারিদ্র্য দাঁড়িয়েছে ৩১.৫ শতাংশ যা ২০০৫ সালে ৪০ শতাংশ ছিল। জনসংখ্যার একটি বৃহৎ অংশ দরিদ্র হওয়ায় বাংলাদেশকে দারিদ্র্যের দেশ বলা যায়।
১০. প্রযুক্তি ও দক্ষ জনগোষ্ঠীর অভাবে অনুন্নত দেশ প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করতে পারে না কেন?
উত্তর: প্রযুক্তি ও দক্ষ জনগোষ্ঠীর অভাবে অনুন্নত দেশ প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করতে পারে না। অনেক অনুন্নত দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। কিন্তু এসব দেশে শিক্ষাব্যবস্থা অনুন্নত। প্রযুক্তি গঠনের অভাবে দক্ষ মানবসম্পদ সৃষ্টি হয় না। ফলে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর মতো প্রেক্ষাপট তৈরি হয় না তাই অনুন্নত দেশের প্রাকৃতিক সম্পদ অব্যবহৃতই থেকে যায়।
আরও দেখো—অর্থনীতি অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের অর্থনীতি ৯ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরীক্ষা প্রস্তুতির জন্য এই অধ্যায় থেকে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো—প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও অধ্যায়ভিত্তিক সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য উপরের লিংকটি ভিজিট করো।
Discussion about this post