শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য অর্থনীতি ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত অর্থনীতি প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
অর্থনীতি ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. বেকারত্ব কাকে বলে?
উত্তর: কাজ করতে সক্ষম ব্যক্তি প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না এ অবস্থাকেই বেকারত্ব বলে।
২. মানবসম্পদ কাকে বলে?
উত্তর: জনসংখ্যার যে অংশ যখন শিক্ষা ও দক্ষতার ভিত্তিতে শ্রমশক্তিতে পরিণত হয় তখন তাদেরকে মানবসম্পদ বলে।
৩. দারিদ্র্য কী?
উত্তর: সমাজে যারা অন্যদের তুলনায় আপেক্ষিকভাবে কম আয় করেন, কম ভোগ করেন, কম সম্পদের মালিক, কম শান্তিতে আছেন এবং সর্বদাই নিজেদেরকে অ- ক্ষমতাবান ও বিপন্ন বোধ করেন। তাদেরকে সাধারণত দরিদ্র বলে গণ্য করা হয়।
৪. অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?
উত্তর: অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে একটি দেশের দ্রব্য ও সেবা উৎপাদনের পরিমাণগত বৃদ্ধিকে বোঝায়।
৫. মাথাপিছু আয় কাকে বলে?
উত্তর: কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট জাতীয় আয়কে উক্ত বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে ।
৬. ফার্ম কী?
উত্তর: একটি নির্দিষ্ট পণ্যের উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে ফার্ম বলে।
৭. বাংলাদেশে কাদেরকে দরিদ্র বলা হয়?
উত্তর: বাংলাদেশে আমরা তাদেরকেই দরিদ্র বলি, যারা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ক্যালরি ও ন্যূনতম প্রয়োজনীয় উপকরণটুকু যোগাড় করতে পারে না।
৮. অর্থনৈতিক উন্নয়ন কী?
উত্তর: অর্থনীতির সামগ্রিক পরিবর্তনের মাধ্যমে জনগণের মাথাপিছু আয়ের ক্রমাগত বৃদ্ধিকে অর্থনৈতিক উন্নয়ন বলা হয়।
৯. আশা কত সাল থেকে কাজ করছে?
উত্তর: আশা ১৯৯২ সাল থেকে কাজ করছে।
১০. ব্যুরো বাংলাদেশ কতটি জেলায় কাজ করে?
উত্তর: ব্যুরো বাংলাদেশ ৪২টি জেলায় কাজ করে।
১১. এসএসএস-এর পূর্ণরূপ কী?
উত্তর: এসএসএস-এর পূর্ণরূপ হলো সোসাইটি ফর সোসাল সার্ভিসেস।
১২. প্রশিকা প্রাথমিকভাবে কয়টি জেলায় কাজ শুরু করে?
উত্তর: প্রশিকা প্রাথমিকভাবে ২টি জেলায় কাজ শুরু করে।
শিক্ষার্থীরা, ওপরে অর্থনীতি ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post