অর্থনীতি ২য় পত্র ৯ম অধ্যায় mcq : বিভিন্ন অর্থব্যবস্থায় বিভিন্নভাবে অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয়। ক্লাসিক্যাল আমলে ধারণা করা হতো, সেই সরকারই উত্তম যে ব্যয় কম করে। কিন্তু বর্তমানে এই ধারণা সম্পূর্ণ উল্টো। এখন সেই সরকারই উত্তম যে ব্যয় বেশি করে।
কারণ উন্নয়নের পূর্বশর্তগুলোর মধ্যে অন্যতম হলো সরকার কর্তৃক ব্যয়। সরকার সেই ব্যয় কিভাবে করবে, কোন কোন উৎস হতে আয় অর্জন করবে, কোন কোন খাতে অর্জিত রাজস্ব ব্যয় করবে ইত্যাদির বিশদ বিবরণ সরকারি অর্থব্যবস্থায় স্থান পায়। কাজেই সরকারি অর্থব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা রাখা বাঞ্ছনীয়।
অর্থনীতি ২য় পত্র ৯ম অধ্যায় mcq
১. সরকারের আয়-ব্যয় সংক্রান্ত যাবতীয় বিষয়াদির আলোচনাকে কী বলে?
ক. সরকারি আয়
খ. সরকারি ব্যয়
গ. বাজেট
● সরকারি অর্থব্যবস্থা
২. দেশের ভেতরে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য সরকারের যে ব্যয় হয় তাকে কী বলে?
● রাজস্ব ব্যয়
খ. মূলধনী ব্যয়
গ. কেন্দ্রীয় ব্যয়
ঘ. স্থানীয় ব্যয়
৩. সরকারি ব্যয়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
● ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
৪. সরকারি অর্থব্যবস্থা মূলত কয়টি বিষয় নিয়ে আলোচনা করে?
ক. ২টি
খ. ৩টি
● ৪টি
ঘ. ৫টি
৫. উদ্দেশ্যের দিক থেকে সরকারি ব্যয় কত প্রকার?
● ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
৬. উৎপাদনের ভিত্তিতে সরকারি ব্যয় কত প্রকার?
● ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
৭. ব্যয়ের প্রকৃতির ভিত্তিতে সরকারি ব্যয় কত প্রকার?
● ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
৮. প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সরকারি ব্যয় কত প্রকার?
ক. ২ প্রকার
● ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
৯. সরকারি ঋণের ওপর সুদ প্রদান কোন ধরনের ব্যয়?
● রাজস্ব ব্যয়
খ. মূলধনী ব্যয়
গ. কেন্দ্রীয় ব্যয়
ঘ. স্থানীয় ব্যয়
১০. দেশের অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে সরকার কোন ধরনের ব্যয় করে?
ক. রাজস্ব ব্যয়
● মূলধনী ব্যয়
গ. কেন্দ্রীয় ব্যয়
ঘ. স্থানীয় ব্যয়
১১. সরকারের রাজস্ব ব্যয়ের খাতগুলো—
i. প্রতিরক্ষা ব্যয়
ii. শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপন
iii. মানবসম্পদ উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১২. সরকারের মূলধনী ব্যয়ের খাত হলো—
i. বিদ্যুৎ কেন্দ্র স্থাপন
ii. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
iii. কৃষি খাতে উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৩. দেশের অভ্যন্তরে জনপ্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনার ব্যয়কে বলা হয়—
i. রাজস্ব ব্যয়
ii. মূলধনী ব্যয়
iii. অনুন্নয়নমূলক ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৪. সম্পদ সৃষ্টি কিংবা বিদ্যমান সম্পদের সাথে অতিরিক্ত সম্পদের সংযোজন কাজের ব্যয়কে বলা হয়—
i. রাজস্ব ব্যয়
ii. উন্নয়নমূলক ব্যয়
iii. মূলধনী ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
আবেদ দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রাক-বাজেট পর্যালোচনায় দেখল যে সরকার প্রধানত দুইটি গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করে। এর একটিতে ছিল বেসামরিক প্রশাসনিক ব্যয় অন্যটিতে অবকাঠামো ব্যয়।
১৫. আবেদের দেখা সরকারের ব্যয়ের প্রধান খাত দুটি কী কী?
ক. কেন্দ্রীয় ব্যয় ও স্থানীয় ব্যয়
● রাজস্ব ব্যয় ও মূলধনী ব্যয়
গ. প্রকৃত ব্যয় ও উন্নয়নমূলক ব্যয়
ঘ. ঘাটতি ব্যয় ও হস্তান্তর ব্যয়
১৬. আবেদের দেখা প্রথম ব্যয়টির উদ্দেশ্য হলো—
i. অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষা
ii. সামাজিক নিরাপত্তা
iii. অর্থনৈতিক উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭. ঊনবিংশ শতাব্দীতে রাষ্ট্রকে কোন ধরনের রাষ্ট্র বলা হতো?
ক. পুলিশি রাষ্ট্র
● কল্যাণমূলক রাষ্ট্র
গ. আঞ্চলিক রাষ্ট্র
ঘ. নগর রাষ্ট্র
১৮. ব্যক্তি উদ্যোগে বিনিয়োগ কার্যক্রম পরিচালিত হলে কোনটির ব্যবহার নিশ্চিত হয় না?
● সম্পদের কাম্য ব্যবহার
খ. আয়ের সুষম বণ্টন
গ. সামাজিক নিরাপত্তা
ঘ. সুষম উন্নয়ন
১৯. সরকারি ব্যয়ের মূল উদ্দেশ্য কী?
ক. রাষ্ট্রীয় দায়িত্ব
খ. নির্বাচনি অঙ্গীকার
● জনকল্যাণ সাধন
গ. দারিদ্র্য বিমোচন
২০. অব্যাহতভাবে ও দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের ভেতরে কোনটি বজায় রাখা উচিত?
ক. পূর্ণ কর্মসংস্থান
খ. সামাজিক নিরাপত্তা স্থিতিশীল
● অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা
ঘ দ্রব্যমূল্য
২১. সরকারি আয়ের প্রধান উৎস কয়টি?
ক. ১
● ২
গ. ৩
ঘ. ৪
২২. কে প্রত্যক্ষ করের ভার বহন করে?
ক. ভোক্তা
খ. বিক্রেতা
গ. কর গ্রহীতা
● করদাতা
২৩. সরকার জনগণকে বিশেষ সেবা প্রদানের জন্য কী আদায় করে?
ক. জরিমানা
খ. কর
গ. শুল্ক
● ফি
২৪. আয়কর সাধারণত কত প্রকার?
ক. ১
● ২
গ. ৩
ঘ. ৪
২৫. কর্মোদ্যম ও সায় স্পৃহা হ্রাস করে কোন কর?
ক. ভ্যাট
● প্রত্যক্ষ কর
গ. পরোক্ষ কর
ঘ. বিক্রয় কর
২৬. কোন উৎস হতে বেশি কর রাজস্ব আসে?
ক. প্রত্যক্ষ কর
● পরোক্ষ কর
গ. আয় কর
ঘ. আমদানি কর
২৭. বাংলাদেশে ভ্যাট চালু হওয়ার পর নিচের কোন কর আদায় করা হয় না?
ক. আয়কর
● বিক্রয় কর
গ. আবগারি শুল্ক
ঘ. রপ্তানি কর
২৮. সরকারি ব্যয়ের উদ্দেশ্য হলো—
i. ভর্তুকি প্ৰদান
ii. কর্মসংস্থান বৃদ্ধি
iii. আঞ্চলিক বৈষম্য দূরীকরণ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. আধুনিক কল্যাণকামী রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত—
i. সামগ্রিক উন্নয়নের স্বার্থে ব্যয়
ii. অনুন্নয়নমূলক খাতে ব্যয় হ্রাস
iii. উন্নয়নমূলক খাতে ব্যয় বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩০. দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে সরকার ব্যয় কর—
i. নগদ অর্থ সহায়তা প্রদানে
ii. শিক্ষাবৃত্তি প্রদানে
iii. কাবিখা কার্যক্রমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩১. সরকারি ব্যয়ের অর্থসংস্থানের প্রধানত কয়টি উৎস রয়েছে?
ক. ১
● ২
গ. ৩
ঘ. ৪
৩২. করের প্রধান বৈশিষ্ট্য কয়টি?
ক. ১
● ২
গ. ৩
ঘ. ৪
৩৩. নিচের কোনটি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আদায় হয়ে থাকে?
ক. ভূমি রাজস্ব
খ. স্ট্যাম্প বিক্রয়
● আবগারি শুল্ক
ঘ. মাদক শুল্ক
৩৪. কোনো দেশের সরকার তার ব্যয় নির্বাহের জন্য মূলত কোন উৎসের ওপর নির্ভর করে?
● অভ্যন্তরীণ উৎস
খ. বৈদেশিক উৎস
গ. বাহ্যিক উৎস
ঘ. নতুন অর্থ সৃষ্টি
৩৫. কোনটি জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর আদায়কারী প্রতিষ্ঠান?
ক. NBR
● BRTA
গ. DFI
ঘ. Custom
৩৬. কোনটির মাধ্যমে সরকার ব্যয় করলে উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নে প্রভাব পড়বে?
ক. কর বহির্ভূত রাজস্বের দ্বারা
খ. কর রাজস্ব দ্বারা
● ঘাটতি অর্থসংস্থান দ্বারা
ঘ. বৈদেশিক বাণিজ্য দ্বারা
৩৭. কোন করের বোঝা অন্যের ওপর চাপানো যায় না?
ক. ভ্যাট
● প্রত্যক্ষ কর
গ. পরোক্ষ কর
ঘ. বিক্রয় কর
৩৮. কোন করের বোঝা অন্যের ওপর চাপানো যায়?
ক. ভ্যাট
খ. প্রত্যক্ষ কর
● পরোক্ষ কর
ঘ. বিক্রয় কর
৩৯. কোন করের বিনিময়ে সরাসরি কোনো সুবিধা পাওয়া যায় না?
ক. ভ্যাট
● প্রত্যক্ষ কর
গ. পরোক্ষ কর
ঘ. বিক্রয় কর
৪০. জনস্বার্থে কোনো দ্রব্যের উৎপাদন খরচের যে অংশ সরকার বহন করে তাকে কী বলে?
ক. উৎপাদন ব্যয়
খ. অপ্রত্যাশিত ব্যয়
● ভর্তুকি
ঘ. রিলিফ
৪১. অনুদান ও দান কী ধরনের রাজস্ব?
ক. কর রাজস্ব
● কর বহির্ভূত রাজস্ব
গ. বিশেষ ধরনের আদায়
ঘ. বিবিধ আয়
৪২. ‘মুসক’ কী?
ক. NBR
● VAT
গ. বিক্রয় কর
ঘ. আয়কর
৪৩. সরকার রসুলপুর নামক গ্রামের গরিব-দুঃখীদের জন্যে একটি গৃহায়ণ তহবিল গঠন করলো। গৃহায়ণ তহবিল গঠন ব্যয়টি কোন খাতের অন্তর্ভুক্ত?
ক. ভর্তুকি ব্যয়
খ. অপ্রত্যাশিত বায়
● সামাজিক নিরাপত্তা
ঘ. জনকল্যাণমূলক ব্যয়
৪৪. জাতীয় রাজস্ব বোর্ড আদায় করে
i. আমদানি শুল্ক
ii. VAT
iii. আয়কর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৫. উন্নয়নশীল দেশ ঘাটতি ব্যয়ের অর্থসংস্থানের জন্য ঋণ গ্রহণ করে-
i. কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে
ii. বাণিজ্যিক ব্যাংকের নিকট থেকে
iii. জনগণের নিকট থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৬. স্বাভাবিক অবস্থায় সরকারি ব্যয়ের অর্থসংস্থানের উত্তম পদ্ধতি হলো—
i. নতুন মুদ্রা সৃষ্টি
ii. কর আরোপ
iii. ঋণ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও:
সরকার দেশের একটি গুরুত্বপূর্ণ সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। অভ্যন্তরীণ উৎস হতে অর্থ সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে সরকার রাজস্ব আয় এবং রাজস্ব বহির্ভূত আয়ের আওতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
৪৭. উদ্দীপকে উল্লিখিত রাজস্ব আয়ের প্রধান উৎস কোনটি?
ক. ভ্যাট
খ. প্রত্যক্ষ কর
● পরোক্ষ কর
ঘ. বিক্রয় কর
৪৮. উদ্দীপকে উল্লিখিত রাজস্ব বহির্ভূত আয় হচ্ছে—
i. সরকারি ঋণ
ii. দান ও অনুদান
iii. ফি ও জরিমানা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৯. কর রাজস্বের কত শতাংশ আসে পরোক্ষ কর হতে?
ক. ৬০%
খ. ৭০%
● ৮০%
ঘ. ৯০%
৫০. কর প্রধানত কয় প্রকার?
ক. ১
● ২
গ. ৩
ঘ. ৪
►► আরো দেখো: অর্থনীতি ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। তবে তোমরা চাইলে অর্থনীতি ২য় পত্র ৯ম অধ্যায় mcq এর পিডিএফ-এ ১০০টি প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারবে। এর জন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে প্রশ্নোত্তরগুলো ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post