অর্থনীতি mcq মডেল টেস্ট : আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে। এখানে সৃজনশীল অংশের জন্য ৭০ নম্বরের মডেল টেস্ট এবং বহুনির্বাচনী অংশের জন্য ৩০ নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে।
অর্থনীতি MCQ মডেল টেস্ট ২০২৪
আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে। এখানে সৃজনশীল অংশের জন্য ৭০ নম্বরের মডেল টেস্ট এবং বহুনির্বাচনী অংশের জন্য ৩০ নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে।
১. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থের লেখক কে?
ক. এল রবিন্স
খ. স্যামুয়েলসন
গ. কৌটিলা
ঘ. অ্যাডাম স্মিথ
২. কোন মহাদেশে ‘বাণিজ্যবাদের’ প্রসার ঘটে?
ক. এশিয়া
খ. ইউরোপ
গ. আফ্রিকা
ঘ. আমেরিকা
৩. প্রথম দিকে অর্থনীতি বিষয় উপস্থাপন করেছে-
i. অ্যাডাম স্মিথ
ii. রিকার্ডো
iii. জন স্টুয়ার্ট মিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪. মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের সম্পর্ক কীরূপ?
ক. সমমুখী
খ. বিপরীতমুখী
গ. নিম্নমুখী
ঘ. উভয়মুখী
৫. অর্থনৈতিক দ্রব্য আমরা কীভাবে পেয়ে থাকি?
ক. মূল্য প্রদান করে
খ. সময় ব্যয় করে
গ. শ্রম ব্যয় করে
ঘ. চাহিদার মাধ্যমে
৬. অর্থনৈতিক কাজ কোনটি?
ক. সন্তানের পরিচর্যা
খ. ছিনতাই করা
গ. শ্রমিকের কাজ
ঘ. শখ করে বাগান করা
উদ্দীপকটি পগে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :
রফিক মিয়া একজন চাকরিজীবী। তিনি প্রতি মাসে ৩০,০০০ টাকা বেতন পান। খরচ শেষে প্রতি মাসে তিনি ২,০০০ টাকা ব্যাংকে জমা করেন।
৭. রফিকের টাকা জমানোকে অর্থনীতিতে কী বলে?
ক. সঞ্চয়
খ. বিনিয়োগ
গ. উৎপাদন
ঘ. সুযোগ ব্যয়
৮. রফিকের এ জমানো টাকা-
i. মূলধন বৃদ্ধি করে
ii. উৎপাদন বৃদ্ধি করে
iii. বিনিয়োগ বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯. ভোগের পরিমাণ বাড়লে, মোট উপযোগ—
ক. ক্রমহ্রাসমান হারে বাড়ে
খ. ক্রমবর্ধমান হারে বাড়ে
গ. ক্রমহ্রাসমান হারে কমে
ঘ. সমহারে বাড়ে
১০. আমাদের সব আকাঙ্ক্ষাকে বলা যায় না কোনটি?
ক. উপযোগ
খ. চাহিদা
গ. অভাব
ঘ. যোগান
১১. কোনো দ্রব্যের চাহিদা অধিক নির্ভর করে। ২ কিসের ওপর?
ক. দ্রব্যের যোগানের ওপর
খ. ভোক্তার রুচির ওপর
গ. দ্রব্যের মূল্যের ওপর
ঘ. বিকল্প দ্রব্যের ওপর
১২. চাহিদা বিধিটির অনুমিত শর্তগুলো হলো-
i. ক্রেতা যুক্তিশীল
ii. রুচি অপরিবর্তনীয়
iii. অভ্যাস পরিবর্তনীয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৩. যোগান বিধিটি কার দৃষ্টিকোণ হতে চিন্তা করা হয়?
ক. ক্রেতার
খ. ভোক্তার
গ. উৎপাদকের
ঘ. সঞ্চয়কারীর
১৪. অর্থনীতিতে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?
ক. চাহিদা
খ. ভোগ
গ. বণ্টন
ঘ. উৎপাদন
১৫. অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়?
ক. উপযোগ সৃষ্টি করা
খ. চাহিদা সৃষ্টি করা
গ. বিনিয়োগ সৃষ্টি করা
ঘ. যোগান সৃষ্টি করা
১৬. উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটি?
ক. মূলধন
খ. শ্ৰম
গ. ভূমি
ঘ. সংগঠন
উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
মি. হাসান একটি গার্মেন্টস ফ্যাক্টরির ব্যবস্থাপক। তিনি ফ্যাক্টরির খাজনা, কর্মচারীর মজুরি ও কাঁচামালের দাম প্রদান করেন।
১৭. উল্লিখিত কাজগুলো ব্যবস্থাপকের কী ধরনের কাজ?
ক. নীতিনির্ধারণ
খ. তত্ত্বাবধান
গ. বণ্টন
ঘ. ঝুঁকি গ্রহণ
১৮. মি. হাসানকে বলা যায়—
i. সংগঠক
ii. উদ্যোক্তা
iii. মালিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৯. নিট রপ্তানিতে-
ক. আমদানি = রপ্তানি
খ. আমদানি – রপ্তানি
গ. রপ্তানি + আমদানি
ঘ. রপ্তানি – আমদানি
২০. একটি দেশ উন্নত না অনুন্নত তা কিসের ওপর নির্ভর করে?
ক. মাথাপিছু জিডিপি
খ. জিএনপি
গ. জিডিপি
ঘ. নিট জাতীয় আয়
২১. কোনটির ফলে GDP বৃদ্ধি পেতে পারে?
ক. নতুন আবিষ্কার
খ. দক্ষতার উন্নতি
গ. নতুন ডিজাইনের যন্ত্রপাতি
ঘ. সবগুলো
২২. জিডিপি হিসাব বহির্ভূত বিষয়াদি কোনটি?
ক. সরকারি ঋণের সুদ
খ. ব্যক্তি প্রতিষ্ঠানের মুনাফা
গ. সরকারি প্রতিষ্ঠানের মুনাফা
ঘ. ভূমি আয় বা খাজনা
২৩. নিট জাতীয় আয়ে বিবেচিত বিষয় হলো-
i. চূড়ান্ত পর্যায়ের দ্রব্য
ii. চূড়ান্ত পর্যায়ের সেবা
iii. মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় বাদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৪. অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কী?
ক. কারিগরি জ্ঞান
খ. রাজনৈতিক স্থিতিশীলতা
গ. দক্ষ প্রশাসন
ঘ. দক্ষ জনশক্তি
২৫. কোনটি উন্নত দেশের বৈশিষ্ট্য?
ক. জনসংখ্যাধিক্য
খ. প্রাকৃতিক সম্পদ
গ. দক্ষ প্রশাসন
ঘ. কৃষি শিল্পের ক্রম উন্নয়ন
২৬. বাংলাদেশে সবচেয়ে বড় বেসরকারি সংস্থা কোনটি?
ক. ব্র্যাক
খ. আশা
গ. প্রশিকা
ঘ. টিএমএসএস
উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :
নিলয় একটি দেশে বাস করে। সে দেশের জনগণের সঞ্চয়ের পরিমাণ কম বলে মূলধন গঠনের পরিমাণ কম এবং জাতীয় আয় বৃদ্ধির তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি।
২৭. নিলয়ের দেশটি কোন ধরনের দেশ?
ক. উন্নত
খ. অনুন্নত
গ. উন্নয়নশীল
ঘ. স্বল্পোন্নত
২৮. নিলয়ের দেশটির প্রধান বৈশিষ্ট্য—
i. অনুন্নত কৃষি
ii. দক্ষ জনশক্তি
iii. উদ্যোক্তার অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i ও iii
২৯. ‘ভিজিডি’ কর্মসূচি চালু রয়েছে কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. মহিলা ও শিশু বিষয়ক
খ. খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা
গ. সমাজকল্যাণ
ঘ. স্থানীয় সরকার
৩০. দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটির প্রবর্তক কে?
ক. র্যাগনার নার্কস
খ. অ্যাডাম স্মিথ
গ. ডেভিড রিকার্ডো
ঘ. জে এম কেইন্স
আরো দেখো: এসএসসি সকল বিষয়ের মডেল টেস্ট
এসএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এসএসসি অর্থনীতি mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post