অর্ধাঙ্গী প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর : অত্যন্ত ব্যথিত হৃদয়ে বেগম রোকেয়া আবেগধর্মী যুক্তিপ্রধান এই রচনায় নারীসমাজকে জ্ঞানচর্চা ও কর্মব্রত, অধিকার সচেতনতা ও মুক্তি আকাঙ্ক্ষায় আকৃষ্ট করতে সচেষ্ট হয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন, সমাজ যে পূর্ণ ও স্বাভাবিক গতিতে অগ্রসর হতে পারছে না তার কারণ পরিবার ও সমাজজীবনের অপরিহার্য অর্ধেক শক্তি নারীসমাজের দুর্বল ও অবনত অবস্থা। এজন্য পুরুষসমাজের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতাকে দায়ী করেছেন তিনি।
অর্ধাঙ্গী প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর
১. রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে জন্মগ্রহণ করেন?
● ১৮৮০ সালে
খ. ১৮৮১ সালে
গ. ১৮৮২ সালে
ঘ. ১৮৮৩ সালে
২. বেগম রোকেয়ার জন্মস্থান ‘পায়রাবন্ধ’ গ্রাম কোন জেলায় অন্তর্গত?
ক. দিনাজপুর
খ. বগুড়া
গ. পাবনা
● রংপুর
৩. এদেশে নারীজাগরণের পথিকৃৎ কে?
ক. জাহানারা ইমাম
খ. সুলতানা রাজিয়া
● রোকেয়া সাখাওয়াত হোসেন
ঘ. সুফিয়া কামাল
৪. বেগম রোকেয়া জীবনের শুরুতে কেমন ছিলেন?
ক. সমাজসেবী
খ. পর্দাবিরোধী
● অন্তঃপুরবাসিনী
ঘ. শিক্ষাবিদ
৫. অবরোধবাসিনীদের কীভাবে উন্মক্ত বিশ্বে পদার্পণ করতে হবে?
ক. পর্দাপ্রথা ছেড়ে
খ. অন্তঃপুর ছেড়ে
● মনের দাসত্বমুক্ত হয়ে
ঘ. পাশ্চাত্য রীতি আয়ত্ত করে
৬. মুসলমান মেয়েদেও শিক্ষার জন্য রোকেয়া সাখাওয়াত হোসেন কী প্রতিষ্ঠা করেন?
● স্কুল
খ. মাদ্রাসা
গ. কলেজ
ঘ. বিশ্ববিদ্যালয়
৭. রোকেয়া সাখাওয়াত হোসেন দক্ষতা অর্জন করেছিলেন কোন কোন ভাষায়?
ক. ইংরেজি ও আরবিতে
খ. বাংলা ও ফারসিতে
● ইংরেজি ও বাংলায়
ঘ. আরবি ও ফারসিতে
৮. রোকেয়া সাখাওয়াত হোসেন কীসে ব্রত ছিলেন?
● সমাজসেবা
খ. নারীসেবা
গ. স্কুল প্রতিষ্ঠা
ঘ. নিজেকে প্রতিষ্ঠা
৯. বেগম রোকেয়া কোন উদ্দেশ্যে কলম ধরেছিলেন?
● নারী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য
খ. পুরুষদের মনোভাব পরিবর্তনের জন্য
গ. সমাজকে জাগানোর লক্ষ্যে
ঘ. নির্যাতিত নারীদের পক্ষে
১০. ‘পদ্মরাগ’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. সুফিয়া কামাল
খ. জাহানারা ইমাম
● রোকেয়া সাখাওয়াত হোসেন
ঘ. কামিনী রায়
১১. ‘সুলতানার স্বপ্ন’ কে রচনা করেছেন?
ক. নীলিমা ইব্রাহিম
খ. নওয়াব ফয়জুন্নেসা
খ. সেলিনা হোসেন
● রোকেয়া সাখাওয়াত হোসেন
১২. নিচের কোনটি বেগম রোকেয়ার রচনা?
● অবরোধবাসিনী
খ. ডাকঘর
গ. তেল-নুন- লকড়ি
ঘ. দেয়াল
১৩. মানিক জোয়ারদার একজন শিক্ষক। শ্রেণিকক্ষে বাংলা বিষয়ে পাঠদানের সময়ে তিনি একজন বিখ্যাত নারীর কথা বললেন, যিনি মুসলিম নারীদের বিদ্যাচর্চার জন্য স্কুল প্রতিষ্ঠা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন। শিক্ষক শ্রেণিকক্ষে কোন নারীর কথা উল্লেখ করেছেন?
ক. মঞ্জুশ্রী চৌধুরী
● রোকেয়া সাখাওয়াত হোসেন
গ. নীলিমা ইব্রাহিম
ঘ. সেলিনা হোসেন
১৪. বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৩০ সালে
খ. ১৯৩১ সালে
● ১৯৩২ সালে
ঘ. ১৯৩৩ সালে
১৫. বেগম রোকেয়া স্মরণীয় হয়ে আছেন—
i. বিদ্যাচর্চায়
ii. শিক্ষা সংগঠনে
iii. সামাজিক অগ্রগতি সাধনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৬. বেগম রোকেয়ার সাহিত্যকর্মে লক্ষণীয় বৈশিষ্ট্য হলো—
i. তীক্ষ্ন ও ঝজুতা
iii. সমাজ সচেতনতা
iii. পর্দাপ্রথার বিরোধিতা
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭. রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা গ্রন্থÑ
i. অবরোধবাসিনী
ii. মতিচুর
iii. চক্রবাক
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৮. রোকেয়া সাখাওয়াত হোসেন বরণীয় ও স্মরণীয় হয়ে আছেন—
i. শিক্ষাক্ষেত্রে নারীদের অগ্রগতি সাধনে
ii. অবরোধবাসিনীদের সামাজিক অগ্রগতি সাধনে
iii. নারীদের ইংরেজি শিক্ষায় দক্ষতাদানের জন্য
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৯. রোকেয়া সাখাওয়াত হোসেনের অসাধারণ কীর্তি-
ii. নারীদের বাংলা ভাষায় দক্ষতা দান
ii. নারীমুক্তি আন্দোলন
iii. মুসলমান মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
২০. রোকেয়া সাখাওয়াত হোসেন প্রতিষ্ঠা পেয়েছেন—
i. সাহসী লেখিকা হিসেবে
ii. সমাজ সচেতন নারী হিসেবে
iii. নারীমুক্তির অগ্রদূত হিসেবে
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২১. প্রায় সমগ্র নারীজাতির কথা উল্লেখ আছে কোনটিতে?
ক. ‘পদ্মরাগ’ গ্রন্থে
খ. ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থে
● ‘স্ত্রীজাতির অবনতি’ প্রবন্ধে
ঘ. ‘ভ্রাতা-ভগ্নী’ গল্পে
২২. ‘ভগিনী’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. ভাগনী
খ. ভাতিজী
গ. ভাগনে
● বোন
২৩. ‘আমাদের একটা রোগ আছে’—রোকেয়া সাখাওয়াত হোসেন কোন রোগের কথা বলেছেন?
ক. মাথাধরা
খ. দুর্বলতা
● দাসত্ব
ঘ. কপটতা
২৪. রোকেয়া তাঁর কোন প্রবন্ধে নারীদের ‘দাসত্ব’ রোগের কথা জানিয়েছেন?
ক. জাগো গো ভগিনী
খ. সুগৃহিণী
গ. অর্ধাঙ্গী
● স্ত্রীজাতির অবনতি
২৫. নারীদের অকর্মণ্য হওয়ার কারণ হিসেবে রোকেয়া কোন কারণটিকে চিহ্নিত করেছেন?
ক. পুরুষের মনোভাব
● মানসিক দাসত্ব
গ. সুশিক্ষার অভাব
ঘ. মেয়েদেও আলস্য
অর্ধাঙ্গী প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
২৬. রোকেয়া তাঁর কোন প্রবন্ধে পর্দাপ্রথা প্রসঙ্গে আলোচনা করেছেন?
ক. অর্ধাঙ্গী
খ. অবরোধবাসিনী
● স্ত্রীজাতির অবনতি
ঘ. পদ্মরাগ
২৭. ‘Enslaved’ শব্দে অর্থ কী?
ক. দেহের পঙ্গুত্ব
খ. পরের দাসত্ব
● মানসিক দাসত্ব
ঘ. পরাধীনত্ব
২৮. রোকেয়ার মতে, সমাজে গোলযোগ উপস্থিত হয় কী কারণে?
ক. যেকোনো কাজ করতে গেলে
খ. পুরাতন কাজ করতে গেলে
● নতুন কাজ করতে গেলে
ঘ. মারামারি করতে গেলে
২৯. ‘মানসিক দাসত্ব’ বোঝানোর জন্য লেখিকা কাদের কথা বলেছেন?
ক. ভারতীয়দের
খ. বাঙালিদের
গ. ফরাসিদের
● পার্সিদের
৩০. ‘অর্ধাঙ্গি’ প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন কাদের পরিবর্তিত অবস্থার কথা উল্লেখ করেছেন?
ক. পার্সি পুরুষদের
● পার্সি মহিলাদের
গ. আরব পুরুষদের
ঘ. আরব মহিলাদের
৩১. ‘অর্ধাঙ্গি’ প্রবন্ধে পার্সি মহিলাদের কী মোচন হয় নি?
ক. বেকারত্ব
খ. পর্দা
গ. মানসিক রোগ
● মানসিক দাসত্ব
৩২. পার্সি পুরুষগণ অন্ধভাবে কোন সভ্যতা অনুকরণ করে?
ক. ভারতীয় সভ্যতার
খ. পারস্য সভ্যতার
● বিলেতি সভ্যতার
ঘ. বাঙালি সভ্যতার
৩৩. বাংলাদেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে নারীদের অবস্থান কেমন?
ক. ক্রমশ নিম্নগামী
● পূর্বের থেকে উন্নত
গ. অত্যন্ত নিম্নমানের
ঘ. পুরুষের তুলনায় সামান্য
৩৪. পর্দার বাইরে আসা বলতে লেখিকা কী বুঝিয়েছেন?
ক. পরাধীনতার মুক্তি
খ. চাকরি করা
গ. শিক্ষিত হওয়া
● মানসিক স্বাধীনতা
৩৫. কলম্বসকে লোকেরা কী বলে অভিহিত করেছিল?
ক. মূর্খ
খ. সাহসী
● বাতুল
ঘ. জ্ঞানী
৩৬. ‘মানসিক দাসত্ব’ বলতে লেখিকা কী বোঝাতে চেয়েছেন?
● নারীর পরাধীনতাকে
খ. নারীর বুদ্ধিহীনতাকে
গ. নারীর একগুয়েমিকে
ঘ. নারীর অচৈতন্যতাকে
৩৭. নারীকে শিক্ষা দেওয়ার জন্য গুরুলোকে কোন দেবীকে আদর্শরূপে দেখিয়ে থাকেন?
ক. কালী
খ. শীতল
● সীতা
ঘ. দুর্গা
৩৮. রামচন্দ্রের সহচরী ছিলেন কে?
ক. প্রমিলা
খ. শীতলা
● সীতা
ঘ. পার্বতী
৩৯. রামচন্দ্র ছিলেন—
ক. প্রেমিক, তপস্বী
খ. তপস্বী, ধর্মগুরু
গ. ধার্মিক, শাস্ত্রকার
● প্রেমিক, ধার্মিক
৪০. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে লেখিকা সীতাকে কার সাথে তুলনা করেছেন?
ক. দেবীর সাথে
খ. রাবণের সাথে
● পুতুলের সাথে
ঘ. রামের সাথে
৪১. লেখিকার মতে, সীতা রামের নিকট থেকে কোন অধিকার পাননি?
● স্ত্রীর অধিকার
খ. সম্পদের অধিকার
গ. নারীর অধিকার
ঘ. ভালোবাসার অধিকার
৪২. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধ অনুসারে স্বামীত্বের ষোলোআনা পরিচয় দেন কে?
ক. কৃষ্ণ
খ. রাবণ
● রাম
ঘ. সীতার
৪৩. ‘তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে’—কার?
ক. দেবীর
খ. নারীর
গ. পুরুষের
● সীতার
৪৪. স্বামিত্বের প্রাধান্যের জন্য রাম সীতার ইচ্ছাশক্তিকে—
● প্রাধান্য দেন নি
খ. প্রাধান্য দিয়েছেন
গ. গুরুত্ব দিয়েছের
ঘ. বিবেচনা করেছেন
৪৫. স্বামী যখন পৃথিবী থেকে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন কী করেন?
ক. বালিশের ওয়াড়ে ফুল তোলেন
খ. বালিশের ওয়ার সেলাই করেন
● বালিশের ওয়ার দৈর্ঘ- প্রস্থ মাপেন
ঘ. বালিশের ওয়াড় পরিষ্কার করেন
৪৬. রোকেয়ার সময়কালীন নারীরা কীভাবে ব্যবহৃত হতো?
ক. প্রিয়তমা হিসেবে
● সেবাদাসী হিসেবে
গ. পুরুষের সহচরী হিসেবে
ঘ. মালিনি হিসেবে
৪৭. রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে, ‘নারী স্বামীর—’
ক. দাসী
খ. অর্ধাঙ্গ
গ. গৃহিণী
● অর্ধাঙ্গী
৪৮. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে নারীজাগরণের ক্ষেত্রে কোনটিকে প্রধান অন্তরায় মনো হয়?
ক. পর্দা
খ. অশিক্ষা
● স্বামীর
ঘ. ধর্ম
৪৯. শুরুকেশ বুদ্ধিমানগণ নারীর সাংসারিক জবিনকে কিসের সাথে তুলনা করেছেন?
ক. তুলাদণ্ডের দুই পাল্লার সাথে
খ. চন্দ্র ও সূর্যের সাথে
● দু চাকা বিশিষ্ট গাড়ির সাথে
ঘ. দুই আসন বিশিষ্ট গাড়ির সাথে
৫০. কোন ভাষায় কথায় স্ত্রীকে অংশিনী, উত্তমার্ধ বলা হয়?
ক. বাংলা
● ইরেজি
গ. ফারসি
ঘ. আরবি
◉ আরও দেখ: একাদশ-দ্বাদশ শ্রেণির সকল গল্প-কবিতার CQ-MCQ সমাধান
শিক্ষার্থীরা, উপরে একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা বই থেকে গন্তব্য কাবুল গল্পের mcq প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। আমি আশা করছি, এই প্রশ্নগুলো প্রাকটিস করলে তোমরা পরীক্ষার জন্য শতভাগ কমন পেয়ে যাবে। সবগুলো MCQ প্রশ্নের উত্তর পিডিএফ আকারে সংগ্রহের জন্য উপরে ‘ANSWER SHEET’ অপশনে ক্লিক করো।
Discussion about this post