অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর : যে কোনো পরিবেশ বা অবস্থা দুটি দিক থেকে বিচার করা হয়। যে অবস্থা আমাদের সুবিধা দেয়, ভালো করে, কোনো রকম ক্ষতির সম্ভাবনা থাকে না, এটি অনুকূল অবস্থা । যেমন- ভালো বন্ধুর সঙ্গ, শিক্ষকদের উৎসাহ, প্রশংসা, স্কুলে লেখাপড়া ইত্যাদি। এ অবস্থা আমাদের কাম্য।
অন্য দিকে যে অবস্থা আমাদের জন্য ক্ষতিকর, আমাদের ভালো করে না, এগিয়ে যাওয়ার জন্য সহায়ক নয়, সেটাই প্রতিকূল অবস্থা । যেমন- অসৎ সঙ্গ, বখাটে দলের হয়রানির শিকার, বাল্যবিবাহ ইত্যাদি । এগুলো আমাদের দুঃখজনক অভিজ্ঞতা দেয় যা কখনই চাই না।
বর্তমানে মাদকাসক্তি কথাটি এত বেশি প্রচলিত যে, তোমরাও এ সম্পর্কে ইতোমধ্যেই অনেক কিছু জেনে গেছ। সারাবিশ্ব আজ মাদকদ্রব্য সেবন সংক্রান্ত সমস্যায় জর্জরিত। আমাদের দেশেও মাদকাসক্তির ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। আমরা এখন মাদকদ্রব্য কী, কীভাবে এতে আসক্তি হয়, এর ক্ষতিকর দিকগুলো কী কী এবং এর ভয়ংকর পরিণতির কথা জানব।
অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : ১০ম শ্রেণির কামাল মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান। মা-বাবা দুজনেই চাকরি নিয়ে খুব ব্যস্ত। বন্ধু এজাজের সঙ্গে সে প্রাইভেট পড়তে যায়। ইদানীং সে ঘরে দেরি করে ফেলে, খেতে চায় না, পড়াশোনায় মনোযোগ কম এবং শরীর সবসময়েই খারাপ থাকে। কারণে-অকারণে এজাজের কাছে চলে যায়। মা-বাবা কিছু বলতে গেলে মিথ্যা বলতে সংকোচবোধ করে না। কামালের এই আচরণ মা-বাবাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে।
ক. প্রতিকূল অবস্থা কী?
খ. মাদকাসক্তি বলতে কী বোঝায়?
গ. এজাজেজর বন্ধুত্ব কামালের পড়াশোনাকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘ভালো বন্ধু নির্বাচনের মাধ্যমে বর্তমান অবস্থা উত্তরণ সম্ভব।’- উক্তিটির সাথে তুমি কি একমত? যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : জুলেখা সপ্তম শেণিতে গ্রামের স্কুলে পড়াশোনা করে। দাদা-দাদি ওর বিয়ের উদ্যোগ করছে। ছেলেপক্ষ অনেক কিছুই দাবি করছে। কিন্তু টিভিতে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো জানার পর জুলেখার বাবা এখন জুলেখার বিয়ে না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন।
ক. জাতিসংঘ সনদে কত বছর বয়সকে শিশু বলা হয়েছে?
খ. কম্পিউটারে আমরা সহজে তথ্য পাই কেন?
গ. দাদা-দাদির উদ্যোগ গ্রহনের মাধ্যমে জাতিসংঘের শিশু অধিকার সনদের কোন অধিকার লঙ্ঘিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. জুলেখার বাবার সিদ্ধান্তে জুলেখাকে দৈহিক ক্ষতি থেকে রক্ষা করেছে- তুমি কি একমত? যুক্তি দাও।
JSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post