অষ্টম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক জনাব ছাবেদ আলী ৮ম শ্রেণিতে উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনা সংগ্রাম অধ্যায়টি পড়ানোর সময় বললেন, এ দেশে এক সময় জমিদারি প্রথা থাকলেও বিদেশি একটি শাসক গোষ্ঠীকে রাজস্ব প্রদান করতে হতো এবং ওই গোষ্ঠী তৎকালীন জমিদারি ব্যবস্থার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। পাশাপাশি শিক্ষা ও সামাজিক ক্ষেত্রেও তাদের অবদান অনস্বীকার্য।
ক. উপনিবেশিক যুগের সময়কাল কত?
খ. ‘ওয়েস্টফালিয়ার চুক্তি’ বলতে কী বোঝায়?
গ. জনাব ছাবেদ আলী কোন বিদেশি শক্তির শাসনব্যবস্থার কথা বলেছেন? ব্যাখ্যা করো।
ঘ. “শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে উক্ত শাসক শ্রেণির অবদান অনস্বীকার্য’- তোমার মতামত উপস্থাপন করো।
►► অধ্যায় ১ : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
►► অধ্যায় ২ : বাংলাদেশের মুক্তিযুদ্ধ
►► অধ্যায় ৩ : বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন
►► অধ্যায় ৪ : ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য
►► অধ্যায় ৫ : সামাজিকীকরণ ও উন্নয়ন
সৃজনশীল প্রশ্ন ২ : মনু মিয়া কৃষি কাজ ও মৎস্য চাষ করে তার ছেলেকে কারিগরি প্রশিক্ষণ শিখিয়ে সৌদি আরবে পাঠায়। আরিফ তার প্রেরিত অর্থে নিজ গ্রামে কারিগরি প্রশিক্ষণ গড়ে তোলে । ফলে অনেকে প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন বিষয়ে দক্ষতা লাভ করে।
ক. জিডিপি কাকে বলে?
খ. রেমিটেল বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত কৃষকের কর্মকাণ্ড বাংলাদেশের অর্থনীতির যে খাতকে নির্দেশ করে তার ব্যাখ্যা করো ।
ঘ. মানবসম্পদ উন্নয়নে মনু মিয়ার গৃহীত পদক্ষেপ কি যথেষ্ট বলে মনে হয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : সুমন ও তার ফুপাতে৷ ভাই সুজন দুজনে ৮ম শ্রেণিতে পড়ে। দুজনই ভালো ছাত্র। সুমন পড়ালেখার ফাকে ফাকে টিভিতে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান দেখে ও দেশ-বিদেশের খবর শোনে । কিন্তু সুজন আজকাল পড়াশোনায় ফাঁকি দিয়ে মোবাইলে সারাদিন ভিডিও গেম খেলে এবং ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে তথা আদান-প্রদানে ব্যস্ত থাকায় পরীক্ষায় ফলাফল খারাপ করছে।
ক. অভিভাবন প্রক্রিয়া কী?
খ. “ই-মেইল” এবং “ই-কমার্স” এ দুটির কার্যপদ্ধতি পার্থক্য কী?
গ. সুমনের ক্ষেত্রে সামাজিবীকরণের কোন উপাদানটি কাজ করছে? ব্যাখ্যা করো।
ঘ. সুজনের ক্ষেত্রে তথ্য-প্রযুক্তির সহজলভ্যতা ও অতি ব্যবহার তাকে পথভ্রষ্ট করতে পারে__ তোমার মতামত ব্যক্ত করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : শিক্ষিত শামসুল কারিগরি প্রশিক্ষণ নিয়ে ২০০৫ সালে মধ্যপ্রাচোর দেশ কাতারে চলে যায়। ২০১৫ সালে দেশে ফিরে সে একটি বোতলজাত পানি তৈরির কারখানা ও একটি পাপোস ও কার্পেট তৈরির কারখানা গড়ে তোলে। কারখানা দুটিতে প্রায় ৬০০ লোকের কর্মসংস্থান হয়েছে।
ক. HDP এর পূর্ণরূপ লেখ।
খ. মাথাপিছু আয় বলতে কী বোঝায়?
গ. সামসুল সাহেব কীভাবে দক্ষ মানবসম্পদে পরিণত হলো? ব্যাখ্যা করো।
ঘ. সামসুল সাহেবের কর্মকাণ্ড দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে- তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : রংপুরের মহানগর এলাকার একটি পাড়ার কিছু মাদকাসক্ত বখাটে ছেলের উচ্ছৃঙ্খল আচরণে এলাকার মানুষজন অতিষ্ঠ হয়েছিল। ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়ে সম্মিলিতভাবে মসজিদের ইমামের মাধ্যমে মসজিদে খুত্বার সময় ধর্মীয় বিধিনিষেধ ও অপকারিতা সম্পর্কে অত্যন্ত জোরালো মন্তব্য দেন। এতে উদ্বুদ্ধ হয়ে কিশোর বয়সের ছেলেরা মাদককে না বলুন” সংবলিত লিফলেট এলাকায় বিতরণ করেন।
ক. কোন ৩ টি দেশে কিশোর অপরাধের বয়স ৭ থেকে ১৬ বছর?
খ. স্থানীয় পর্যায়ে মাদকাসক্তি রোধে কী ভূমিকা রাখতে পারে?
গ. উদ্দীপকে এলাকাবাসীর উদ্যোগটি কোন ধরনের উদ্যোগ? ব্যাখ্যা করো।
ঘ. ‘এই ধরনের উদ্যোগই তরুণ সমাজকে সুপথে পরিচালিত করতে পারে’- তুমি কি একমত? ব্যখ্যা করো ।
সৃজনশীল প্রশ্ন ৬ : আরিফদের এলাকায় ‘সিরাজউদ্দৌলা” নাটক মঞ্চস্থ হয়েছে। আরিফ জানতে পারে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তার খালা ঘসেটি বেগম, মীর জাফর, উর্মিচাঁদ এবং রাজবল্লভ প্রমুখ ইংরেজ বণিকদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে। ১৭৫৭ সালের পলাশী যুদ্ধে নবাবের পরাজয় হলে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়।
ক. কত সালে আলীবর্দী খানের মৃত্যু হয়?
খ. রাজপরিবার এবং রাজকর্মচারীরা কেন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন?
গ. পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের প্রধান কারণগুলো ব্যাখ্যাকরো।
ঘ. “নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়েই বাংলায় ব্রিটিশ শাসনের ভিত্তি রচিত হয়।’_ উক্তিটি বিশ্লেষণ করো ।
সৃজনশীল প্রশ্ন ৭ : আধুনিক ও ইংরেজী শিক্ষার ফলে ঊনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে। ইংরেজি ও আধুনিক শিক্ষার সংস্পর্শে এসে স্থানীয় মানুষের মধ্যেও এক ধরনের চেতনার স্ফুরণ ঘটে । এই নবজাগরণের ক্ষেত্রে কয়েকজন বিশেষ অবদান আছে। বলা যায়, নবজাগরণের ফলে ভারতে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে ।
ক. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
খ. ঊনিশ শতকে বাংলায় নবজাগরণে কোন কোন ক্ষেত্রে কোন কোন মনীষি অবদান রেখেছিলেন? তাদের নাম লেখো ।
গ. এদেশে ইংরেজি শিক্ষা প্রচলের পেছনে ইংরেজদের মূল উদ্দেশ্য বর্ণনা করো।
ঘ. ‘নবজাগরণের ফলে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে’_ উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : বান্দরবান শহরের ছাত্র মামুন। বাবা-মায়ের সাথে সে আর্মি পাড়ায় থাকে। সে খেলাধুলা করে তার স্কুলের ছাত্রদের সাথে। বাবা-মা স্বল্পশিক্ষিত হলেও সে খুব পরিপাটি, সহনশীল, সহযোগিতাপূর্ণ এবং মার্জিত। তার বড় ভাই এসএসসি পাস করেছে। সে ঘরে বসে রও কাজ করে। কলেজে ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণ করেছে! ফেসবুকে বন্ধুদের সাথে যোগাযোগ করে উচ্চ শিক্ষা বৃত্তির জন্য দরখাস্ত করেছে।
ক. টুইটার কী?
খ. সামাজিকীকরণ বলতে কী বোঝায়?
গ. মামুনের সামাজিকীকরণের ক্ষেত্রে কোন সামাজিক প্রতিষ্ঠানটি ভূমিকা পালন করেছে? ব্যাখ্যা করো ।
ঘ. মামুনের ভাইয়ের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভুমিকা মল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : জনাব কাশেম একটি স্থানীয় সরকার কাঠামোর নির্বাচিত প্রধান। তিনি ব্যতীত তার প্রতিষ্ঠানে আরও ১২ জন নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন। তিনি এলাকার রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ, নলকুপ বসানো, ডোবা, নালা পরিষ্কার করেন এবং এলাকার বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপন করেন। কিন্তু তার এলাকায় জনসংখ্যা বেড়ে গিয়ে বিদ্যালয়গুলোতে অতিরিক্ত শিক্ষার্থী হওয়ায় পড়াশোনা বিঘ্নিত হচ্ছে।
ক. বাংলাদেশে কয়টি সিটি কর্পোরেশন রয়েছে?
খ. যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের জনাব আবুল কাশেম কোন স্থানীয় সরকার কাঠামোর প্রধান? ব্যাখ্যা করো।
ঘ. জনাব আবুল কাশেম এর সম্পাদিত কাজ কি উক্ত স্থানীয় সরকারের জন্য যথেষ্ট বলে মনে হয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ১০ : জামিল ছোটকাল থেকে পিতা-মাতার কথামতো জীবনযাপনে অভ্যস্ত। কৈশোরে প্রতিবেশী রায়হানের সঙ্গে বন্ধুত্ব হয়। স্কুলে রায়হান ও জামিল এক সাথে শিক্ষা গ্রহণ করে এবং বিশ্ববিদ্যালয়েও সহপাঠী হিসেবে শিক্ষাজীবন শেষ করে । তারা আজ সমাজের অগ্রপথিক হিসেবে প্রতিষ্ঠিত।
ক. সামাজিকীকরণ কোন ধরনের প্রক্রিয়া?
খ. সামাজিকীকরণে ব্যক্তির ওপর পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো।
গ. জামিল ও রায়হানের একই সাথে শিক্ষাগ্রহণের ক্ষেত্রে সামাজিকীকরণের কোন উপাদানটির ভূমিকা লক্ষণীয়? ব্যাখ্যা করো।
ঘ. ‘ব্যক্তির সামাজিকীকরণ জন্ম থেকে মৃত্যু অবধি চলমান’- জামিল ও রায়হানের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১১ : আমিনা ও মিম দুই বোন। আমিনার স্বামীর হাস-মুরগির খামার আছে। তার সামান্য আয়ে দুই সন্তান নিয়ে সুখে দিন কাটে। কিন্তু মিমের স্বামী ভালো আয় করেন। পাঁচজন সন্তান নিয়ে তার অভাব মিটে না।
ক. জনসংখ্যা নীতি কী?
খ. জনসংখ্যাকে কীভাবে জনসম্পদে রূপান্তর করা যায়? ব্যাখ্যা করো।
গ. মিমের পরিবারের সমস্যার কারণ ব্যাখ্যা করো ।
ঘ. সরকারি ও বেসরকারী সমাধানের মধ্য দিয়েই এদেশ থেকে মিমের মতো মেয়েদের সমাধান সম্ভব-_ যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ১২ : ১৮৫৮ সালে ভারত শাসন আইন পাস হলে আব্দুল কাদির সাহেৰ তাদের কলেজ স্ট্রিটের বাসা ছেড়ে পরিবার নিয়ে তৎকালীন পূর্ব বাংলায় চলে আসেন। বিলাসব্যসনে বড় হওয়া কাদির সাহেবের সময় অতিবাহিত হয় সাদামাটা অনাড়ম্বর জীবনের মধ্য দিয়ে। ভারত শাসন আইন কেবল আব্দুল কাদির সাহেবের ওপর নয় বরং গোটা বাংলার সামাজিক জীবনে প্রভাব বিস্তার করেছিল।
ক. বঙ্গভঙ্গ কখন হয়?
খ. ১৮৫৮ সালে ভারত শাসন আইন পাস হয়েছিল কেন? বুঝিয়ে লেখো ।
গ. আব্দুল কাদির সাহেবের ওপর প্রভাব বিস্তারকারী ভারত শাসন আইনের বিভিন্ন দিক ব্যাখ্যা করো।
ঘ. আব্দুল কাদির সাহেবের অনাড়ম্বর জীবন ছিল ভারত শাসন আইনের পরবর্তী সময়ে গোটা বাংলার প্রতিচ্ছবি-_ বিশ্লেষণ করো ।
সৃজনশীল প্রশ্ন ১৩ : কর্ণফুলী নদীর তীরে সাজ্জাদের খ্রাম। সকালে খেলার মাঠে গিয়ে দেখল নদী পানিতে পূর্ণ। কিন্তু বিকাল বেলায় গ্রামের লোকজনের ছোটছুটি, গবাদিপশু ও মালামাল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া, ফসল সংরক্ষণের ব্যাপক প্রস্তুতি দেখে সে বুঝল তাদেরও এখন গ্রাম ছেড়ে যেতে হবে। তার পরিবারের সদস্যরা সাজ্জাদের দাদি ও ৩ বছরের ছোট বোনকে নিয়ে বেশি চিন্তা করছিল ।
ক. গ্রিন হাউস কী?
খ. ভূমিধস কেন হয়?
গ. সাজ্জাদের এলাকায় কোন দুর্যোগ দেখা দিয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত দুর্যোগ সাজ্জাদের পরিবারের ওপর যে প্রভাব ফেলেছে তা নিরূপণ করো।
►► অধ্যায় ১ : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
►► অধ্যায় ২ : বাংলাদেশের মুক্তিযুদ্ধ
►► অধ্যায় ৩ : বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন
►► অধ্যায় ৪ : ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য
►► অধ্যায় ৫ : সামাজিকীকরণ ও উন্নয়ন
অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post