একটি অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে উপস্থাপনের জন্য কভার পেজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অ্যাসাইনমেন্ট কভার পেজ লেখার নিয়ম জানা অবশ্যই জরুরি। কারণ শুধু ভিতরের লেখাই নয়, একজন শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট কভার পেজ কতটা গুরুত্বের সাথে তৈরি করেছে, তাও যাচাই করা হয়।
শিক্ষার্থীরা যারা অ্যাসাইনমেন্টের কভার পেজ লেখার নিয়ম জানো না, আজ আমরা তাদের জন্য একটি নমুনা কভার পেজ তৈরি করে দেখাবো। একটি কভার পেজে অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদনের শিরোনাম থাকে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর নাম, শ্রেণি, বিষয়, রোল এবং শাখা ইত্যাদি তথ্য উপস্থাপন করতে হয়।
অ্যাসাইনমেন্ট কভার পেজ লেখার নিয়ম
আমাদের দেয়া এই কভার পেজটিতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল তথ্য সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও একদম নিচে রয়েছে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নের নির্দেশনা। কভার পেজটি JPG ও PDF ফরমেটে দেয়া আছে। সুতরাং তোমরা চাইলে এটিকে প্রিন্ট করে তোমাদের অ্যাসাইনমেন্টের সাথে ব্যবহার করতে পারো।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে কভার পেজটি ডাউনলোড করে নাও। এরপরে প্রিন্ট করে তোমার অ্যাসাইনমেন্টের সাথে ব্যবহার করো।
Discussion about this post