আমরা প্রায় সকলেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টা নিয়ে অনেক চিন্তিত । বিশেষ করে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা এই বিষয়টিকে অনেক বেশী সমীহ করে। কারণ, উচ্চ মাধ্যমিকের অনেক শিক্ষার্থীই এই বিষয়টিতে ভালো মার্কস তুলতে পারে না। এই বিষয়টি গণিতের চেয়ে কম কঠিন নয় । কিন্তু এটাকে কঠিন ভাবে না নিয়ে একিটু সহজ করে চিন্তা করলেই সহজ হয়ে যায় ।
আইসিটির প্রথম অধ্যায়টি অন্যান্য অধ্যায়ের চেয়ে তুলনামূক সহজ। আজ আমরা “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্বগ্রাম ও বাংলাদেশ প্রেক্ষিত” অধ্যায়টি নিয়ে বেশ কিছু সৃজনশীল প্রশ্ন উত্তর সহ দেয়ার চেষ্টা করবো। তোমারদের বোঝার সুবিধার্থে প্রথম অধ্যায় থেকে একটি নমুনা প্রশ্ন দেয়া হলো। বাকী প্রশ্নগুলো উত্তরসহ ডাউনলোড করতে পারবে নিচে দেয়া লিংক থেকে।
সৃজনশীল প্রশ্ন ১ : আসিফ আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ পায়। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে আমেরিকাতে যাওয়া সম্ভব হয়নি। অতঃপর বাংলাদেশে বসেই অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী অর্জন করল। আসিফ পড়াশুনার ফাকে ফাকে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করে। ফলে তার পারিবারিক অবস্থার উন্নতি হয়। তার বন্ধু মনির নতুন জাতের টমেটো চাষ করে আর্থিকভাবে লাভবান হয়।
ক. ন্যানো টেকনোলজি কী?
খ, নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা কর।
গ. আসিফের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী অর্জন কীভাবে সম্ভব হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে আসিফ ও মনির এর আর্থিক স্বচ্ছলতার কারণ তুলনামূলক বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : বাংলাদেশের প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিওর মাধ্যমে দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রাবন্দর উদ্বোধন করেন। অপরদিকে দেশের শিক্ষামন্ত্রী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক উপায়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণের কথা বলার প্রেক্ষিতে ABC কলেজের পরিচালনা পরিষদ শিক্ষার্থীদের জন্য ফেস-রিকগনিশন পদ্ধতি চালু করার কথা ভাবছে। যদিও বর্তমানে শিক্ষকদের জন্য আঙ্গুলের ছাপ পদ্ধতি চালু আছে।
ক. ই-কমার্স কী?
খ. ‘শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেয়া সম্ভব’_ব্যাখ্যা কর।
গ উদ্দীপকে পায়রাবন্দর উদ্বােধনের জন্য ব্যবহৃত প্রযুক্তির সুবিধাগুলো কী কী? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে কম সময়ে উপস্থিতি নিশ্চিতকরণের ক্ষেত্রে কোনটির প্রাধান্য দেয়া কলেজের জন্য বেশি যুক্তিযুক্ত হবে?-বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : বাংলাদেশ নিবাচন কমিশন ন্যাশনাল আইডি কার্ড তৈরি করার জন্য প্রাপ্তবয়স্ক নাগরিকদের মুখমণ্ডলের ছবি, আঙুলের ছাপ এবং সিগনেচার সংগ্রহ করে একটি চমৎকার ডেটাবেজ তৈরি করেছে। ইদানিং বাংলাদেশ পাসপোর্ট অফিস নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে উক্ত ডেটাবেজের সাহায্যে মেশিন রিডেবল পাসপোর্ট তৈরি করেছে। কিছু অসৎ ব্যক্তি নকল পাসপোর্ট তৈরি করার জন্য উক্ত ডেটাবেজ হ্যাক করার চেষ্টা করে এবং পরিশেষে ব্যর্থ হয়।
ক. ভিডিও কনফারেন্সিং কী?
খ. “বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব” – বুঝিয়ে লিখ।
গ. নির্বাচন কমিশন ডেটাবেজ তৈরিতে যে প্রযুস্তির সাহায্য নিয়েছিল তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
ঘ উদ্দীপকে কিছু অসৎ ব্যক্তির ব্যর্থ চেষ্টা নৈতিকতার আলোকে ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব শিহাব একজন বৈমানিক। তিনি কম্পিউটার মেলা থেকে ১ টেরাবাইটের একটি হার্ডডিস্ক কিনলেন। এটির আকার বেশ ছোট দেখে তিনি অবাক হলেন। প্রযুক্তির অগ্রযাত্রায় বিভিন্ন ডিভাইসের আকার ছোট হয়ে আসছে। বিমান চালনা প্রশিক্ষণের ব্যবস্থাতেও পরিবর্তন এসেছে। এখন সত্যিকারের বিমান ব্যবহার না করে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে বিমান পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়।
ক. বিশ্বগ্রাম কী? ১
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে নৈতিকতা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ছোট আকারের হার্ডডিস্কের ধারণক্ষমতা বৃদ্ধিতে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তার বর্ণনা দাও ।
ঘ. বিমান চালনা প্রশিক্ষণে ব্যবহৃত বর্তমান প্রযুক্তিটি নগর পরিকল্পনার ক্ষেত্রে ব্যবহার করা যায় ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : জয়িতা চৌধুরী পরীক্ষা সংক্রান্ত প্রজেক্ট পেপার তৈরির ক্ষেত্রে ইন্টারনেটের সহায়তা নিয়ে থাকে। সে নিয়ম মেনে প্রতিটি তথ্যের উৎস উল্লেখ করে । ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য হতে সে এমন একটি প্রযুক্তি সম্পর্কে জেনেছে যা দিয়ে অণুর গঠন দেখা সম্ভব। তবে জয়ন্ত ইন্টারনেট থেকে বিভিন্ন ফাইলের সফটকপি সংগ্রহ করে কোনোরূপ কৃতজ্ঞতা জ্ঞাপনছাড়াই তা নিজের নামে প্রকাশ করে।
ক. বায়োইনফরম্যাটিক্স কী?
খ. “বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব” – ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তির ব্যাখ্যা কর।
ঘ. তথ্য প্রযুক্তির নৈতিকতার বিচারে জয়িতা চৌধুরী ও জয়ন্তর আচরণ মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : মিস্টার “Y” তার বাবার ল্যাবরেটরিতে প্রবেশের সময় একটি বিশেষ সেন্সরের দিকে তাকানোর ফলে দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করে দেখলো, প্রথম কক্ষে জৈব তথ্যকে সাজিয়ে গুছিয়ে ইনফরমেশন সিস্টেম তৈরি সংক্রান্ত গবেষণা এবং দ্বিতীয় কক্ষে রিকম্বিনেস্ট ডিএনএ তৈরি সংক্রান্ত গবেষণা করা হয়।
ক. ন্যানোটেকনোলজি কী?
খ. “তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক” – বুঝিয়ে লেখো।
গ. ল্যাবরেটরির দরজায় ব্যবহৃত প্রযুক্তিটি বর্ণনা করো।
ঘ. ল্যাবরেটরিতে যে প্রযুক্তি নিয়ে গবেষণা করা হয় তাদের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো।
প্রথম অধ্যায়ের সৃজনশীল ডাউনলোড করো প্রথম অধ্যায়ের নৈর্বেত্তিক ডাউনলোড করো
এই প্রশ্নটিসহ বাকী প্রশ্ন ও উত্তর ডাউনলোড করো নিচে দেয়া লিংক থেকে। উচ্চ মাধ্যমিকের আইসিটি সবগুলো অধ্যায়ের প্রশ্ন ও উত্তরের সাজেশান্স দেখো এই লিংক থেকে। উচ্চ মাধ্যমিকের বাংলা প্রথম পত্রের প্রশ্ন ও উত্তরের সাজেশান্স দেখো এই লিংক থেকে।
►► আইসিটি ১ম অধ্যায় : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
►► আইসিটি ২য় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও কম্পিউটার নেটওয়ার্কিং
►► আইসিটি ৩য় অধ্যায় : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
►► আইসিটি ৪র্থ অধ্যায় : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
►► আইসিটি ৫ম অধ্যায় : প্রোগ্রামিং ভাষা
►► আইসিটি ৬ষ্ঠ অধ্যায় : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা সকল বিষয়ের ওপর নোট ও সাজেশান্স পেতে কোর্সটিকার সাথে আপডেট থাকো। তোমার পাঠ্যবই সংক্রান্ত আরো ভালো ভালো টিপস পেতে আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখান থেকে।
Discussion about this post