ইতোমধ্যেই কোর্সটিকায় আইসিটি ৩য় অধ্যায় : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর ওপরে পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন ও উত্তরমালা প্রকাশ করা হয়েছে। অনেকেই জানিয়েছে সৃজনশীল প্রশ্নের পাশাপাশি তাদের জন্য নৈর্বেত্তিকের একটি তালিকা তৈরি করতে, যেখানে আইসিটির গুরুত্বপূর্ণ সকল নৈর্বেত্তিকগুলো দেয়া থাকবে।
তাদের সমস্যাগুলাে বিবেচনায় আজ এইচএসসি আইসিটি বইয়ের ৩য় অধ্যায়ের ওপর নৈর্বেত্তিক প্রকাশ করা হচ্ছে। শিক্ষার্থীদের চাহিদার ওপর ভিত্তি করে সৃজনশীলের মতো আরো ১০০+ নৈর্বেত্তিক প্রশ্ন উত্তরসহ ডাউনলোডের ব্যবস্থা করা হবে। তাহলে চলো, শুরু করা যাক।
সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস: নৈর্ব্যক্তিক প্রশ্ন
১. সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে কী বলে?
(ক) সংখ্যা পদ্ধতি
(খ) বাইনারি
(গ) দশমিক
(ঘ) অক্টাল
২. প্রাচীন ব্যাবিলনের মানুষ গণনার জন্য কী ব্যবহার করত?
(ক) ৪ ধরনের পদ্ধতি
(খ) ৩ ধরনের পদ্ধতি
(গ) ২ ধরনের পদ্ধতি
(ঘ) ১ ধরনের পদ্ধতি
৩. কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে?
(ক) দশমিক
(খ) বাইনারি
(গ) অক্টাল
(ঘ) হেক্সাডেসিমেল
৪. অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক কে?
(ক) গটফ্রিজ লিবনিজব
(খ) রাজা ৭ম চার্লস
(গ) আল খোয়ারিজমি
(ঘ) আল হ্যাজেন
৫. MSB-এর পূর্ণনাম কী?
(ক) Most Scientific Bit
(খ) Most Significant Byte
(গ) Most Significant Bit
(ঘ) Most Sign Bit
৬. বাইনারি ডিজিটকে সংক্ষেপে কী বলে?
(ক) বিট
(খ) বাইট
(গ) কিলোবাইট
(ঘ) মেগাবাইট
৭. ডিজিটাল সার্কিট বোঝানোর জন্য কোন সংখ্যা পদ্ধতি উপযোগি?
(ক) দশমিক
(খ) বাইনারি
(গ) অক্টাল
(ঘ) হেক্সাডেসিমেল
৮. কোন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কার্যাবলী সম্পাদন করে?
(ক) দশমিক
(খ) বাইনারি
(গ) অক্টাল
(ঘ) হেক্সাডেসিমেল
৮. কোন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কার্যাবলী সম্পাদন করে?
(ক) দশমিক
(খ) বাইনারি
(গ) অক্টাল
(ঘ) হেক্সাডেসিমেল
৯. দশমিক সংখ্যা পদ্ধতি সংখ্যাকে বাইনারী সংখ্যায় প্রকাশের জন্য কোন কোড ব্যবহার করা হয়?
(ক) অকটাল কোড
(খ) বিসিডি কোড
(গ) অ্যাসকি কোড
(ঘ) ইউনিকোড
১০. বাংলা বর্ণমালা কোন কোডটির অন্তর্ভুক্ত?
(ক) BCD
(খ) ASCII
(গ) UNICODE
(ঘ) EBCDIC
১১. বাইনারি ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে প্রেরণের জন্য কোন ধরনের বিট যোগ করা হয়?
(ক) ক্যারি বিট
(খ) প্যারিটি বিট
(গ) জোন বিট
(ঘ) সংখ্যা বিট
১২. এনকোডারকে কি বলা হয়?
(ক) দশমিক থেকে বাইনারি এনকোডার
(খ) অকটাল থেকে বাইনারি এনকোডার
(গ) হেক্সাডেসিমেল থেকে অকটাল এনকোডার
(ঘ) হেক্সাডেসিমেল এনকোডার
১৩. খ্রিষ্টপূর্ব কত বছর পূর্বে সর্বপ্রথম গণনার কাজ হয় শুরু?
ক. ১০০০
খ. ২৪০০
গ. ৩৪০০
ঘ. ৫৪০০
১৪. শূন্য এর উদ্ভব কোন সংখ্যা পদ্ধতি থেকে?
ক. গ্রিক
খ. হিন্দু
গ. রোমান
ঘ. চাইনিজ
১৫. দশভিত্তিক এবং শূন্য এর প্রবক্তা কারা?
ক. আরবীয়রা
খ. মিশরীয়রা
গ. ভারতীয়রা
ঘ. ইউরোপীয়রা
১৬. ঋণাত্মক সংখ্যার ব্যবহার সর্বপ্রথম কখন শুরু হয়?
ক. ৩০০ সালে
খ. ৪০০ সালে
গ. ৫০০ সালে
ঘ. ৬০০ সালে
১৭. প্রাচীনকালের মানুষ সংখ্যার কাজ করতো কীভাবে?
ক. কাঠের তৈরি যন্ত্রের সাহায্যে
খ. গণনাযন্ত্রের সাহায্যে
গ. হাতের আঙুলের সাহায্যে
ঘ. কম্পিউটারের সাহায্যে
১৮. প্রাচীন ব্যাবিলনের মানুষ গণনার জন্য কয় ধরনের পদ্ধতি ব্যবহার করত?
ক. ১ ধরনের পদ্ধতি
খ. ২ ধরনের পদ্ধতি
গ. ৩ ধরনের পদ্ধতি
ঘ. ৪ ধরনের পদ্ধতি
১৯. প্রাচীন ব্যাবিলনের মানুষ বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করতো?
ক. ২ ভিত্তিক
খ. ৮ ভিত্তিক
গ. ২০ ভিত্তিক
ঘ. ৬০ ভিত্তিক
২০. আরবরা কাদের কাছ থেকে গণনা পদ্ধতি আয়ত্ত করেছিলেন?
ক. চীনাদের কাছ থেকে
খ. গ্রিকদের কাছ থেকে
গ. ভারতীয়দের কাছ থেকে
ঘ. মিশরীয়দের কাছ থেকে
২১. খ্রিষ্টপূর্ব ৪০০ সালে গ্রিসে কয়টি গ্রিক অ্যালফাবেট নিয়ে ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু হয়?
ক. ২০ টি
খ. ২৩ টি
গ. ২৭ টি
ঘ. ৩০ টি
২২. কোন ভারতীয় গণিতবিদ শূন্য (০) আবিষ্কারের মাধ্যমে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা দেন?
ক. পিংগালা
খ. জন ভন নিউম্যান
গ. চার্লস ব্যাবেজ
ঘ. লেডি এডা
২৩. ভারতীয়দের কাছ থেকে আরবরা সংখ্যা পদ্ধতি আয়ত্ত করে কত খ্রিষ্টাব্দে?
ক. ৪২০ খ্রিষ্টাব্দে
খ. ৫১০ খ্রিষ্টাব্দে
গ. ৫০০ খ্রিষ্টাব্দে
ঘ. ৬০০ খ্রিষ্টাব্দে
২৪. কোন বিজ্ঞানী ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতির ওপর বই রচনা করেন?
ক. আল বিরুনী
খ. আল জাবির
গ. আল খোয়ারিজমি
ঘ. আল হ্যাজেন
২৫. ০ (শূন্য) এর ব্যবহার ছিল না কোন সংখ্যা পদ্ধতিতে?
ক. রোমান ও ইউরোপীয়দের সংখ্যা পদ্ধতিতে
খ. ভারতীয় ও আরবীয়দের সংখ্যা পদ্ধতিতে
গ. ভারতীয় সংখ্যা পদ্ধতিতে সংখ্যা পদ্ধতিতে
ঘ. আরবীয়দের সংখ্যা পদ্ধতিতে
২৬. কোন সংখ্যা পদ্ধতিকে ইন্দো-আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়?
ক. বাইনারি
খ. দশমিক
গ. অক্টাল
ঘ. হেক্সাডেসিম্যাল
২৭. কোন সংখ্যা পদ্ধতির অপর নাম বুলিয়ান অ্যালজেবরা?
ক. বাইনারি
খ. অকটাল
গ. দশমিক
ঘ. হেক্সাডেসিম্যাল
২৮. বুলিয়ান অ্যালজেবরায় কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
ক. বাইনারি সংখ্যা পদ্ধতি
খ. অকটাল সংখ্যা পদ্ধতি
গ. দশমিক সংখ্যা পদ্ধতি
ঘ. হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি
২৯. বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন
ক. গটফ্রিজ লিবনিজ
খ. আল জাবির
গ. আল খোয়ারিজমি
ঘ. আল হ্যাজেন
৩০. কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ গঠিত হয় কতটি বিদ্যুৎ প্রবাহের সমন্বয়ে?
ক. একটি মাত্র সংকেতের সমন্বয়ে
খ. দুটি মাত্র সংকেতের সমন্বয়ে
গ. তিনটি মাত্র সংকেতের সমন্বয়ে
ঘ. চারটি মাত্র সংকেতের সমন্বয়ে
৩১. দশমিক পূর্ণসংখ্যক বাইনারি সংখ্যায় রূপান্তরিত করার জন্য ঐ সংখ্যাটিকে বাইনারি সংখ্যার ভিত্তি ২ দিয়ে বার বার কী করতে হয়?
ক. গুণ করতে হয়
খ. ভাগ করতে হয়
গ. যোগ করতে হয়
ঘ. বিয়োগ করতে হয়
৩২. কম্পিউটারে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করা হয় কোন প্রক্রিয়ায়?
ক. সাধারণ যোগ, বিয়োগ, গুণ ও ভাগ প্রক্রিয়ায়
খ. শুধুমাত্র যোগ প্রক্রিয়ায়
গ. শুধুমাত্র বিয়োগ প্রক্রিয়ায়
ঘ. শুধুমাত্র গুণ প্রক্রিয়ায়
তৃতীয় অধ্যায়ের নৈর্ব্যক্তিক ডাউনলোড করো তৃতীয় অধ্যায়ের সৃজনশীল ডাউনলোড করো
প্রতি অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ডাউনলোড করো
►► আইসিটি ১ম অধ্যায় : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
►► আইসিটি ২য় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও কম্পিউটার নেটওয়ার্কিং
►► আইসিটি ৩য় অধ্যায় : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
►► আইসিটি ৪র্থ অধ্যায় : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
►► আইসিটি ৫ম অধ্যায় : প্রোগ্রামিং ভাষা
►► আইসিটি ৬ষ্ঠ অধ্যায় : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
এইচএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post