আইসিটি ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর : মানব সভ্যতার ইতিহাসে বিজ্ঞান এবং প্রযুক্তি অনেক বড় ভূমিকা পালন করেছে। আমরা সবাই জানি আধুনিক সভ্যতার ইতিহাসে কম্পিউটার এবং তার সাথে সম্পর্কযুক্ত অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির অবদান সবচাইতে বেশি। একসময় যে কম্পিউটারটি বসানোর জন্য একটি পুরো বিল্ডিংয়ের প্রয়োজন হতো এখন তার চাইতেও শক্তিশালী একটি কম্পিউটার ব্যবহার করে তৈরি একটি মোবাইল ফোন আমরা আমাদের পকেটে নিয়ে ঘুরে বেড়াই।
এই কম্পিউটার এবং তার সাথে আনুষ্ঠানিক যন্ত্রপাতি ইলেকট্রনিক্সের যে শাখার উপর নির্ভর করে গড়ে উঠেছে সেটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স! এই অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখাটি দুই ভিত্তিক বাইনারি সংখ্যা এবং বুলিয়ান এলজেবরা নামে বিস্ময়করভাবে সহজ একটি গাণিতিক কাঠামো দিয়ে ব্যাখ্যা করা হয়। এই অধ্যায়ে শিক্ষার্থীদের সেই বিষ্যগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়া হবে।
আইসিটি ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন-১: নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. ২ এর পরিপূরক কী?
খ. বাইনারি 1+1 ও বুলিয়ান 1+1 এক নয়- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক অনুসারে এর সরলীকৃত মান নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের ২ ও ৩ নম্বর চিহ্নিত গেট দু’টির পারস্পরিক পরিবর্তনে যে লজিক সার্কিট পাওয়া যায় তা বাইনারি যোগের বর্তনীতে ব্যবহার উপযোগী যুক্তি দাও।
১ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. কোনো বাইনারি সংখ্যার 1 কে ০ এবং 0 কে 1 দিয়ে পরিবর্তন করে (বা 1 এর পরিপূরক) নিয়ে যে সংখ্যা পাওয়া যায়, তার সাথে । যোগ করে যে বাইনারি সংখ্যা গঠন করা হয় তা হচ্ছে ২ এর পরিপূরক।
খ. বাইনারি যোগের ক্ষেত্রে 1+1 ব্যবহৃত হয়। এক্ষেত্রে 1+1=0 এবং ক্যারি 1 হয়। বুলিয়ান যোগের ক্ষেত্রে 1+1 = 1 হয়। এতে বুঝা যাচ্ছে যে, বুলিয়ান যোগ (+) চিহ্ন সাধারণত চিহ্নকে বুঝায় না। বুলিয়ান যোগকে বলা হয় Logical Addition অথবা Logical OR operation এ থেকে বুঝায় যায় যে, বাইনারি 1+1 ও বুলিয়ান 1+1 এক নয়।
গ. উদ্দীপক অনুসারে y এর সরলীকৃত মান নিচে নির্ণয় করা হলো:
ঘ. উদ্দীপকের ২ ও ৩ নম্বর চিহ্নিত গেট দু’টির পারস্পরিক পরিবর্তনে যে লজিক সার্কিট পাওয়া যায় সেটি হলো-
উদ্দীপকে 2 ও 3 নম্বর চিহ্নিত গেট দু’টির পারস্পরিক পরিবর্তনে XOR গেট পাওয়া যায়। অ্যাডারের মাধ্যমে বাইনারি যোগ করা হয়। অ্যাডারে XOR গেইট এবং AND গেইট ব্যবহার করা হয়। এ থেকে বলা যায় যে, উদ্দীপকের 2 ও 3 নম্বর চিহ্নিত গেট দুটির পারস্পরিক পরিবর্তনে পাওয়া XOR গেইটটি বাইনারি যোগের বর্তনীতে ব্যবহার উপযোগী।
সৃজনশীল প্রশ্ন ২: নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
X, Y ও Z তিন বন্ধু বাজারে গিয়ে যথাক্রমে (110110)2, (36)4 এবং (A9)16 টাকার বই কিনল।
ক. কোড কী?
খ. ২-এর পরিপূরক গঠনের প্রধান কারণটি বর্ণনা কর।
গ. উদ্দীপকের ‘Z’ এর ক্রয়কৃত বইয়ের মূল্য ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় কর।
ঘ. ‘Y’ এর চেয়ে ‘X’ বেশি মূল্যের বই কিনল। পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিশ্লেষণ করে দেখাও।
২ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারীতে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে কোড।
খ. ২-এর পরিপূরক গঠনের প্রধান কারণটি হলো সাইন বিট দিয়ে সংখ্যার পজিটিভ এবং নেগেটিভ প্রকাশ করার জটিলতা থেকে রক্ষা পাওয়া। সাইন বিট দিয়ে সংখ্যাকে পজিটিভ বা নেগেটিভ হিসেবে প্রকাশ করার ক্ষেত্রে সংখ্যার বিটসংখ্যা সবসময় পরিপূর্ণ রাখতে হয় এবং এর মাঝে ফাঁকা অংশ রাখা যায় না। ০ (শূন্য) সংখ্যাটি পজিটিভ ও নেগেটিভ না হলেও সাইন বিট পদ্ধতিতে ০ এবং ০ হয়। +০ এবং ০ এর অস্তিত্বের ফলে কম্পিউটারে জটিল হিসেবে অনেক বড় সমস্যার সৃষ্টি করতে পারে। তাই সাইন বিট দিয়ে সংখ্যার পজিটিভ। এবং নেগেটিভ প্রকাশ করার জটিলতা থেকে রক্ষা পাওয়ার জন্য ২-এর পরিপূরক গঠন করা হয়।
গ. উদ্দীপকে ‘X’ এর ক্রয়কৃত বইয়ের মূল্য নিচে ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করা হলো-
X= (110110)2 = (?)10 (110110)2=1×25+1×24+0×23+1×22+1×2++0×2° 32+16+0+4+2+0
= (54)10
অর্থাৎ ‘X’ এর ক্রয়কৃত বইয়ের মূল্য ডেসিমেলে 54।
ঘ. উদ্দীপকের ‘Y’ ও ‘Z’ এর কেনা বইয়ের মোট মূল্য বাইনারি পদ্ধতিতে নিচে নির্ণয় করা হলো-
আরও দেখো: আইসিটি অনুধাবনমূলক এবং বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে একাদশ-দ্বাদশ শ্রেণির আইসিটি ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। এখানে মূল বইয়ের প্রশ্নের পাশাপাশি পরীক্ষা প্রস্তুতির জন্য আরও একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর রয়েছে। আমি আশা করছি, এই প্রশ্নগুলো প্রাকটিস করলে তোমরা পরীক্ষার জন্য শতভাগ কমন পেয়ে যাবে। সবগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর পিডিএফ আকারে সংগ্রহের জন্য উপরে ‘ANSWER SHEET’ অপশনে ক্লিক করো।
Discussion about this post