আইসিটি ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর : এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ‘ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম’। ডেটা সংরক্ষণ, সংগঠন ও ব্যবস্থাপনায় এই অধ্যায়ের জ্ঞান বাস্তব জীবনে যেমন প্রয়োজন, তেমনি বোর্ড পরীক্ষাতেও এর গুরুত্ব অনেক। সৃজনশীল প্রশ্নের ক-নম্বর অংশে এই অধ্যায় থেকে প্রায়শই ১ নম্বরের জ্ঞানমূলক প্রশ্ন আসে।
কোর্সটিকায় তোমার প্রস্তুতিকে আরও সহজ করতে এই অধ্যায় থেকে নির্বাচিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সঠিক উত্তর নিয়ে এসেছি। নিয়মিত অনুশীলনের মাধ্যমে তুমি এই অধ্যায়ের মূল ধারণা আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নিশ্চিত করতে পারবে।
আইসিটি ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ডেটা বা উপাত্ত কী?
উত্তর: তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত। ডেটা হচ্ছে একক ধারণা।
২. তথ্য কী?
উত্তর: ডেটা থেকে প্রক্রিয়াকরণের পর সুশৃঙ্খল যে ফলাফল পাওয়া যায়, তাকেই বলা হয় তথ্য।
৩. ডেটা সংগঠন কী?
উত্তর: কম্পিউটারের মাধ্যমে প্রসেসিং এর উপযোগী ডেটার বিশেষ সংগঠনকে ডেটা সংগঠন বলে।
৪. ডেটাবেজ কী?
উত্তর: পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেজ।
৫. রেকর্ড কী?
উত্তর: ডেটা টেবিলের একটি রো বা সারিকেই রেকর্ড হিসেবে বিবেচনা করা হয়।
৬. ফিল্ড কী?
উত্তর: ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি। রেকর্ডের প্রতিটি উপাদানকে এক একটি ফিল্ড হিসেবে ধরা হয়।
৭. ডেটা টেবিল কী?
উত্তর: সমজাতীয় সকল ডেটাকে এক একটি টেবিলে সংরক্ষণ করে রাখা হয়। এক বা একাধিক রেকর্ড নিয়ে ডেটা টেবিল গঠিত।
৮. এনটিটি কী?
উত্তর: কোনো ডেটা টেবিলকে চিহ্নিত করার জন্য টেবিলের যে নাম দেয়া হয়, তাই হচ্ছে ডেটার এনটিটি।
৯. এনটিটি সেট কী?
উত্তর: একই জাতীয় এনটিটিকে এনটিটি সেট (Entity set) বলা হয়। একটি ডেটাবেজকে এনটিটি সেট বলা যেতে পারে।
১০. অ্যাট্রিবিউট কী?
উত্তর: একটি এনটিটি এর বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সমস্ত ফিল্ড বা আইটেম বা উপাদান ব্যবহার করা হয় তাকে বলা হয় এট্রিবিউট।
১১. ভ্যালু কী?
উত্তর: প্রত্যেকটি এট্রিবিউট এর যে মান থাকে, তাকে বলা হয় ভ্যালু।
১২. এনটিটি রিলেশনশিপ মডেল (ER Model) কী?
উত্তর: এনটিটি রিলেশনশিপ মডেল (ER Model) হলো একটি এনটিটি সেটের বিভিন্ন এনটিটিগুলোর মধ্যে সম্পর্ক প্রকাশের পদ্ধতি।
১৩. Key কী?
উত্তর: যে ফিল্ডের ওপর ভিত্তি করে ডেটাবেজের ফিল্ডের তথ্যাবলি/রেকর্ড শনাক্ত, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজ করা হয়, তাকে কী বা কী-ফিল্ড বলা হয়।
১৪. প্রাইমারি কী কাকে বলে?
উত্তর: ডেটা টেবিলের যে ফিল্ডের মানসমূহ দ্বারা একটি রেকর্ডকে অন্যান্য রেকর্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যায়, সেই ফিল্ডকে প্রাইমারি কী বলা হয়।
১৫. কম্পোজিট প্রাইমারি কী কাকে বলে?
উত্তর: দুই বা ততোধিক এট্রিবিউট বা কী-এর সমষ্টি সম্মিলিতভাবে কোনো এনটিটি সেটকে শনাক্ত করতে পারলে, তাদেরকে কম্পোজিট প্রাইমারি কী বলা হয়।
১৬. ফরেন কী কাকে বলে?
উত্তর: রিলেশনাল ডেটাবেজের ক্ষেত্রে একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য ডেটা টেবিলে সাধারণ কী হিসেবে ব্যবহৃত হয়, তাহলে প্রথম ফাইলের/টেবিলের প্রাইমারি কী-কে দ্বিতীয় ফাইলের/টেবিলের জন্য ফরেন কী বলা হয়।
১৭. DBMS কী?
উত্তর: ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (ডিবিএমএস) হচ্ছে পরম্পর সম্পর্কযুক্ত তথ্য অ্যাকসেস, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
১৮. ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ কী?
উত্তর: কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত কোনো ডেটাবেজ সিস্টেমকে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ বলা হয়ে থাকে।
১৯. ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ কী?
উত্তর: যে ডেটাবেজে কেন্দ্রীয় ডেটাবেজ সিস্টেমের ঠিকানায় ডেটাসমূহ থাকে এবং সেখানেই এগুলো প্রসেস হয়ে থাকে, তাকে ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ বলে।
২০. ওয়েব এনাবল ডেটাবেজ কী?
উত্তর: ইন্টারনেটের মাধ্যমে যে কোনো স্থান থেকে সাধারণ ওয়েব ইন্টারফেসের মাধ্যমে যে ডেটাবেজকে অ্যাকসেস করা যায়, তাকে ওয়েব এনাবল ডেটাবেজ বলে।
২১. RDBMS কী?
উত্তর: রিলেশন করা ডেটা টেবিলের সমন্বয়ে গঠিত ডেটাবেজকে রিলেশনাল ডেটাবেজ (RDBMS) বলা হয়।
২২. ডেটা টাইপ কী?
উত্তর: ডেটাবেজের ফিল্ডে এন্ট্রিকৃত ডেটার ধরনই হলো এর ডেটা টাইপ।
২৩. Text ডেটা টাইপ কী?
উত্তর: সাধারণত বর্ণভিত্তিক ডেটার ক্ষেত্রে যে ডেটা টাইপ ব্যবহার করা হয়, তাকে Text ডেটা টাইপ বলে।
২৪. Memo ডেটা টাইপ কী?
উত্তর: যে ফিল্ডে বর্ণ, সংখ্যা, চিহ্ন, তারিখ ইত্যাদি ৬৫,৫৩৬ সংখ্যা বর্ণ ব্যবহার করে লেখা যায় এবং সাধারণত মন্তব্য (Remark) ফিল্ডে যে ডেটা টাইপ ব্যবহার করা হয়, তাকে Memo ডেটা টাইপ বলা হয়। এটি একসিস-২০১৬ ভার্সনে Long Text নামে পরিচিত।
২৫. কুয়েরি কী?
উত্তর: ডেটাবেজে এক বা একাধিক টেবিলে সংরক্ষিত বিপুল পরিমাণ ডেটা থেকে প্রয়োজনীয় যে কোনো সংখ্যক ডেটাকে দ্রুত বা খুব সহজে খুঁজে বের করা, প্রদর্শন করা বা ছাপানোর কার্যকরী পদ্ধতিকে কুয়েরি বলা হয়।
আরও দেখো: আইসিটি সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে একাদশ-দ্বাদশ শ্রেণির আইসিটি ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এখানে মূল বইয়ের প্রশ্নের পাশাপাশি পরীক্ষা প্রস্তুতির জন্য মোট ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর রয়েছে। আমি আশা করছি, এই প্রশ্নগুলো প্রাকটিস করলে তোমরা পরীক্ষার জন্য শতভাগ কমন পেয়ে যাবে। সবগুলো অনুধাবন প্রশ্নের উত্তর পিডিএফ আকারে সংগ্রহের জন্য উপরে ‘ANSWER SHEET’ অপশনে ক্লিক করো।
Discussion about this post