আদর্শ ছেলে কুসুমকুমারী দাশ : এই কবিতায় আদর্শ ছেলের গুণাবলি বর্ণনা করা হয়েছে। সত্যিকারের মানুষ হতে হলে কাজেই বড় হতে হবে। মুখে হাসি, মনে সাহস, বিপদে ভয় না পাওয়া—এসব গুণ দরকার।
শুধু কথা নয়, কাজে হতে হবে অগ্রগামী। ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে। ধনী-গরিব যেই হোক, সবার উচিত দেশ ও সমাজের জন্য কাজ করা। কবির মতে, যখন সবাই মানুষ হয়ে উঠবে, তখনই দেশের কল্যাণ হবে।
আদর্শ ছেলে কুসুমকুমারী দাশ
আমাদের দেশে হবে সেই ছেলে কবে?
কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে;
মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন,
‘মানুষ’ হইতে হবে – এই তার পণ।
বিপদ আসিলে কাছে, হও আগুয়ান,
নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ?
হাত, পা সবারি আছে, মিছে কেন ভয়,
চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়?
সে ছেলে কে চায় বল? কথায় কথায়
আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়।
সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ –
‘মানুষ’ হইতে হবে, মানুষ যখন ।
কৃষকের শিশু কিংবা রাজার কুমার
সবারি রয়েছে কাজ, এ বিশ্বমাঝার,
হাতে প্রাণে, খাটো সবে, শক্তি করো দান,
তোমরা ‘মানুষ’ হলে দেশের কল্যাণ।
শব্দ শিখি
আদর্শ – অনুসরণীয়
পণ – অঙ্গীকার
তেজে ভরা মন – উদ্দীপ্ত মন
আগুয়ান – অগ্রসর
সবারি – সবারই
চেতনা – বোধ
সাদা প্রাণ – সুন্দর মন
কল্যাণ – মঙ্গল
বিশ্বমাঝার – পৃথিবীর মধ্যে
এই অধ্যায়ের অনুশীলনীমূলক কাজ
১। একজন কবিতার একটি চরণ বলি অন্যজন পরের চরণটি বলি।
সাদা প্রাণে হাসি মুখে কর এই পণ
_________________________________
মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন,
_________________________________
হাতে প্রাণে, খাটো সবে, শক্তি করো দান,
_________________________________
২। বলি ও লিখি।
(ক) কথার চেয়ে কীসে বড়ো হতে হবে?
(খ) কেমন ছেলে কেউ চায় না?
(গ) শিশুরা কী পণ করবে?
(ঘ) কীভাবে দেশের কল্যাণ হবে?
৩। কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি ও লিখি।
৪। মিলিয়ে পড়ি ও লিখি।
(ক) বড়ো হতে হবে ___________ কথায়/কাজে
(খ) বিপদ আসলে ___________ এগিয়ে যাব/পিছিয়ে আসব
(গ) মুখে থাকতে হবে___________ হাসি/কষ্ট
৫। কোনটি ভালো কাজ ও কোনটি খারাপ কাজ।
৬। দেশের কল্যাণের জন্য কী করা যায় লিখি।
◉ আরও দেখুন: তৃতীয় শ্রেণির বাংলা বইয়ের সকল গল্প-কবিতার সমাধান
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা মূল বই থেকে আদর্শ ছেলে কুসুমকুমারী দাশ কবিতাটি আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের অনুশীলনীমূলক কাজগুলোর সমাধান পেতে উপরের উত্তরমালা অপশনে ক্লিক করো। এছাড়াও তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য অতিরিক্ত বেশকিছু প্রশ্ন দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে।
Discussion about this post