আদুভাই গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর : আদু মিয়া ওরফে আদুভাই ক্লাস সেভেনে পড়তেন। স্কুলে তিনি ছিলেন নিয়মিত, চাল চলন ও আচার-আচরণে ছিলেন সবার প্রিয়। কিন্তু পরীক্ষায় পাশ করতে পারতেন না। তাঁর সহপাঠীদের অনেকে স্কুলের শিক্ষক পর্যন্ত হয়েছেন কিন্তু আদুভাই আর প্রমোশন পাননি। তাঁর ধারণা, ভালোভাবে পড়াশোনা করে তবেই না প্রমোশন। তাই তিনি পরীক্ষার উত্তরপত্রে নিজের মতো উত্তর করতেন, কখনো প্রশ্নও জুড়ে দিতেন। ফলে প্রমোশনও তাঁর মিলত না।
কিন্তু আদুভাইয়ের ছেলে যখন অন্য একটা স্কুলে ক্লাস সেভেন পাশ করতে যাচ্ছে, তখন তিনি প্রমোশনের জন্য মরিয়া হয়ে উঠলেন। এবার তিনি শুরু করলেন কঠোর পরিশ্রম। পরিশ্রমের ধকলে ভয়ানক অসুস্থ হয়ে পড়লেন। শেষ পর্যন্ত অসুস্থ অবস্থায় আদুভাই পরীক্ষায় অংশ নিয়ে ক্লাস সেভেন থেকে এইটে প্রমোশন পেলেন ঠিকই, তবে প্রমোশনের আনন্দ উদ্যাপনের দিনই তিনি মারা গেলেন। গল্পটির ভেতর দিয়ে হাস্যরসাত্মক ভঙ্গিতে লেখক দেখিয়েছেন, জ্ঞানার্জনের পথে বয়স কোনো বাধা নয়। আবার কোনো বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট স্তরে স্থির থাকাও যুক্তিযুক্ত নয়।
আদুভাই গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর
সৃজনশীল প্রশ্ন—১: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
নওশাদ পাঁচ বছর যাবৎ ১০ম শ্রেণিতে অধ্যয়ন করছে। লেখাপড়ায় খারাপ হলেও খেলাধুলায় তার যথেষ্ট সুনাম রয়েছে। তার কারণেই তাদের স্কুল প্রতিবছর ফুটবলে জাতীয় চ্যাম্পিয়ন হয়। এ জন্য এ যাবৎ তার প্রমোশন পেতে তেমন কষ্ট পেতে হয়নি। কিন্তু ১০ম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় প্রধান শিক্ষক তাকে চূড়ান্ত পরীক্ষার জন্য নির্বাচন করতে নারাজ, বরং তাকে টিসি নিয়ে বিকেএসপিতে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
ক. আদুভাই কোন শ্রেণিতে পড়তেন?
খ. ‘বাবার ইচ্ছে মতোই ও ব্যবস্থা করা হয়েছে’—উক্তিটি ব্যাখ্যা কর।
গ. উদ্ধৃতাংশের নওশাদের সাথে তোমার পঠিত আদুভাইয়ের কী সাদৃশ্য বা বৈসাদৃশ্য লক্ষণীয়—যুক্তিসহ উপস্থাপন কর।
ঘ. নওশাদকে প্রধান শিক্ষক বিকেএসপিতে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়ার তাৎপর্য বিশ্লেষণ কর।
১ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. আদুভাই সপ্তম শ্রেণিতে পড়তেন।
খ. ‘আদু ভাই’ গল্পে আদু ভাইয়ের ছেলে তার শেষ ইচ্ছা অনুযায়ী কবরে খোদাই করে লেখা সম্পর্কে আলোচ্য উক্তিটি করেছে। আদু ভাই মৃত্যুর আগে সপ্তম শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী কবরে খোদাই করে লেখা হয়—Here sleeps Adu Mia who promoted from class VII to class VIII. আদু ভাইয়ের ছেলে তার বাবার সেই ইচ্ছার বাস্তবায়নের কথাই বলেছিল বাবার বন্ধু ‘আদু ভাই’ গল্পের লেখককে।
গ. উদ্ধৃতাংশের নওশাদের সঙ্গে ‘আদুভাই’ গল্পের প্রধান চরিত্র। আদুভাইয়ের পরীক্ষায় পাস না করতে পারার মিল এবং শিক্ষকের প্রমোশন দেওয়ার বিষয়ে অমিল লক্ষ করা যায়।
উদ্ধৃতাংশে উল্লিখিত নওশাদ দশম শ্রেণির ছাত্র। পড়াশোয় সে তেমন ভালো নয় কিন্তু তবুও সে এত বছর প্রমোশন পেয়ে আসছে একটি বিশেষ প্রতিভার কারণে। ফুটবল খেলায় সে খুব পারদর্শী। তার কল্যাণেই তার স্কুল প্রতিবছর ফুটবলে জাতীয় চ্যাম্পিয়ন হয়। এ প্রতিভার কারণেই শিক্ষকগণ তাকে এত দিন প্রমোশন দিয়েছেন।
আদুভাই কোনো বিশেষ প্রতিভার পরিচয় দিতে পারেননি। তাই শিক্ষকরা, এত দিন তাকে প্রমোশন দেননি। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তিনি স্বরচিত কবিতা আবৃত্তি করলেও তা শুনে উপস্থিত সবাই হাসি-ঠাট্টায় মেতে ওঠে। তবে ছাত্র খারাপ হলেও ব্যক্তি আদুভাই মানুষ হিসেবে অনেক ভালো। কখনও তিনি কোনো শিক্ষক কিংবা কারো সাথে খারাপ ব্যবহার করেননি। এ বিষয়গুলো ছাড়াও আরো কিছু বিষয়ে নওশাদ ও আদুভাইয়ের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষণীয়।
ঘ. নওশাদ ফুটবল খেলায় পারদর্শী বলে প্রধান শিক্ষক তাকে বিকেএসপিতে ভর্তি হওয়ার পরামর্শ দিলেন।
পৃথিবীতে কিছু লোক কিছু বিশেষ প্রতিভা নিয়ে জন্মায়। ঐ বিশেষ প্রতিভার স্ফুরণ ঘটলেই সে হয় পরিচিত এবং মূল্যবান। নওশাদ তেমনই এক প্রতিভা। পড়াশোনায় সে মনোযোগী না হলেও তার মধ্যে রয়েছে অসাধারণ ফুটবল প্রতিভা। ফুটবল খেলায় স্কুলে তার জুড়ি নেই। যে কারণে জাতীয় পর্যায়ের স্কুল ফুটবলে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে প্রতিবছর তার স্কুল টিমকে সে চ্যাম্পিয়ন করেছে।
নওশাদের অসাধারণ ফুটবল নৈপুণ্যে মুগ্ধ শিক্ষক, ছাত্র, এলাকাবাসী তার ফুটবল প্রতিভায় মুগ্ধ হয়ে এত দিন শিক্ষকগণ তাকে প্রমোশন দিয়েছেন। কিন্তু এবার দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় সে যখন আবার ফেল করে, তখন প্রধান শিক্ষক তাকে প্রমোশন দিতে রাজি হননি।
নওশাদের প্রতিভা লক্ষ করে প্রধান শিক্ষক তাকে টিসি নিয়ে বিকেএসপিতে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেখানে সে ফুটবল চর্চার সুযোগ পাবে, একজন ভালো খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারবে। তার যে প্রতিভা আছে, তা পরিপূর্ণভাবে প্রকাশ পাবে।
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের আনন্দপাঠ বই থেকে আদুভাই গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং বহুনির্বাচনি প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post