অনার্স ৩য় বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা, কোর্সটিকা আজকে প্রকাশিত হতে যাচ্ছে আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস সাজেশন ২০২৫। তোমরা যারা এবছর তৃতীয় বর্ষের বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ, এই সাজেশনটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই সাজেশনটি আমরা বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করেছি। ফলে শতভাগ কমন পাওয়ার জন্য এটি অনুসরণ করার পরামর্শ থাকল।
শিক্ষার্থীরা, এই কোর্সের নাম হচ্ছে—আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস এবং বিষয় কোড হচ্ছে—২৩১৫১৫। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে।
আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস সাজেশন ২০২৫
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. পূর্ব এশিয়ার কোন দেশকে ‘Emerging Tiger’ বলা হয়?
উত্তর: পূর্ব এশিয়ার চীনকে ‘Emerging Tiger’ বলা হয়।
২. প্রাক আধুনিক চীনে মান্দারিন কাদের বলা হতো?
উত্তর: প্রাক আধুনিক চীনে মান্দারিন সরকারি কর্মচারীদের বলা হতো।
৩. প্রাক আধুনিক যুগে চীনাদের প্রধান পেশা কী ছিল?
উত্তর: প্রাক আধুনিক যুগে চীনাদের প্রধান পেশা ছিল কৃষি।
৪. কো হং কী?
উত্তর: কো হং হলো ক্যান্টন শহরে চীনা বাণিজ্যিক সংস্থার নাম।
৫. নজরানা প্রথা কোন দেশে চালু ছিল?
উত্তর: নজরানা প্রথা চীন দেশে চালু ছিল।
৬. ক্যান্টন বন্দর চীনের কোন প্রদেশে অবস্থিত?
উত্তর: ক্যান্টন বন্দর চীনের কোয়াংসি প্রদেশে অবস্থিত।
৭. প্রথম আফিম যুদ্ধ কবে সংঘটিত হয়?
অথবা, প্রথম ইঙ্গ-চীন যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর: প্রথম আফিম যুদ্ধ ১৮৪০ সালে সংঘটিত হয়।
৮. তাইপিং শব্দের অর্থ কী?
উত্তর: তাইপিং শব্দের অর্থ মহতী শান্তি।
৯. চীনে প্রতিষ্ঠিত প্রথম আধুনিক ব্যাংকের নাম কী?
উত্তর: চীনে প্রতিষ্ঠিত প্রথম আধুনিক ব্যাংকের নাম মানসী।
১০. ‘May Fourth Incident’ কী?
উত্তর: ১৯১৯ সালের ৪ মে প্রথম বিশ্বযুদ্ধোত্তর ভার্সাই সন্ধিতে শান্টুং প্রদেশের অধিকার জাপানের স্বীকৃত হলে চীনের ছাত্রসমাজ যে আন্দোলন শুরু করে তা ‘May Fourth Incident’ নামে পরিচিত।
১১. ‘নয়া গণতান্ত্রিক বিপ্লব’ এর প্রবর্তক কে?
উত্তর: ‘নয়া গণতান্ত্রিক বিপ্লব’ এর প্রবর্তক মাও সেতুং।
১২. জাপান পার্ল হারবার আক্রমণ করে কত সালে?
উত্তর: জাপান পার্ল হারবার আক্রমণ করে ১৯৪১ সালে।
১৩. জাপান সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: জাপান সাম্রাজ্য সম্রাট জিম্মু তেন্নো প্রতিষ্ঠা করেন।
১৪. প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় কাকে?
উত্তর: প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় জাপানকে।
১৫. সামুরাই কারা?
উত্তর: সামুরাই হলো প্রাক আধুনিক জাপানের পেশাদার যোদ্ধাশ্রেণি।
১৬. “KMT” এর পূর্ণরূপ লেখ।
উত্তর: “KMT” এর পূর্ণরূপ Kuominitang Movement.
১৭. জাপানের কোন যুগকে ‘Age of Isolation’ বলা হয়?
উত্তর: জাপানের ১৬৪১-১৮৫৩ সাল পর্যন্ত সময়কে ‘Age of Isolation’ বলা হয়।
১৮. প্রথম চীন-জাপান যুদ্ধ কত সালে হয়েছিল?
উত্তর: প্রথম চীন-জাপান যুদ্ধ ১৮৯৪ – ‘৯৫ সালে হয়েছিল।
১৯. ওয়াশিংটন সম্মেলনের উদোক্তা দেশ কোনটি?
উত্তর: ওয়াশিংটন সম্মেলনের উদোক্তা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র।
২০. পঞ্চশক্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: পঞ্চশক্তি চুক্তি ১৯২২ সালের ৬ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়।
২১. জাপান কত সালে মাঞ্ছকুয়োকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে?
উত্তর: জাপান ১৯৩২ সালের ১৫ সেপ্টম্বর মাঞ্ছকুয়োকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।
২২. ওয়ানপেয়োশানে গ্রাম কোথায় অবস্থিত?
উত্তর: ওয়ানপেয়োশানে গ্রাম চ্যাং চুন অঞ্চলের ১৮ মাইল উত্তরে অবস্থিত।
২৩. কত সালে জাপান মুকডেন অধিকার করে?
উত্তর: ১৯৩১ সালের ১৮ সেপ্টেম্বর জাপান মুকডেন অধিকার করে।
২৪. আধুনিক বিশ্বে দক্ষিণ-পূর্ব এশিয়া নামটি কবে থেকে ব্যবহৃত হয়?
উত্তর: আধুনিক বিশ্বে দক্ষিণ-পূর্ব এশিয়া নামটি দ্বিতীয় বিশ্বযুদের পর থেকে ব্যবহৃত হয়।
২৫. দক্ষিণ-পূর্ব এশিয়ায় কতটি দেশ আছে?
উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১১টি দেশ আছে।
২৬. বার্মা কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর: বার্মা ব্রিটেনের উপনিবেশ ছিল।
২৭. ‘The Tiger of Bicycle’ বলা হয় কোন দেশকে?
উত্তর: ‘The Tiger of Bicycle’ বলা হয় আধুনিক ভিয়েতনামকে।
২৮. দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি দেশের রাজধানীর নাম লেখ।
উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি দেশের রাজধানীর নাম হলো- মালয়েশিয়া-কুয়ালালামপুর ও ইন্দোনেশিয়া-জাকার্তা।
২৯. ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন কে?
উত্তর: ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন আহম্মেদ সুকর্ন।
৩০. ইন্দোনেশিয়ায় Culture System চালু হয় কত সালে?
উত্তর: ইন্দোনেশিয়ায় Culture System চালু হয় ১৮৩০ সালে।
৩১. কত সালে বুদিউতোমো প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮০৮ সালে বুদিউতোমো প্রতিষ্ঠিত হয়।
৩২. মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর: মালয়েশিয়া ব্রিটেনের উপনিবেশ ছিল।
৩৩. মালয়েশিয়া কবে স্বাধীনতা লাভ করে?
উত্তর: মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে ১৯৫৭ সালে।
৩৪. মালয়েশিয়ার স্বাধীনতার জনক কে?
উত্তর: মালয়েশিয়ার স্বাধীনতার জনক টেংকু আবদুর রহমান।
৩৫. কাকে সারওয়াকের শ্বেত রাজা বলে অভিহিত করা হয়?
উত্তর: জেমস বুককে সারওয়াকের শ্বেত রাজা বলে অভিহিত করা হয়।
৩৬. মালাক্কা প্রণালি কোন দেশে অবস্থিত?
উত্তর: মালাক্কা প্রণালি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় অবস্থিত।
৩৭. রাবার ও টিন কোন দেশের প্রধান সম্পদ?
উত্তর: রাবার ও টিন মালয়েশিয়ার প্রধান সম্পদ।
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. শিহুয়াংতি কে ছিলেন?
অথবা, শিহুয়াংতির পরিচয় দাও।
২. আফিম যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখ।
অথবা, আফিম যুদ্ধ সম্পর্কে টীকা লেখ।
৩. নানকিং সন্ধির শর্তসমূহ লেখ।
অথবা, নানকিং সন্ধির শর্তাবলি লেখ।
৪. চীনের উন্মুক্ত দ্বার নীতি আলোচনা কর।
অথবা, চীনের “উন্মুক্ত দ্বার নীতি” ব্যাখ্যা কর।
৫. তাইপিং বিদ্রোহের ফলাফল লেখ।
অথবা, তাইপিং বিদ্রোহের ফলাফল কী ছিল?
৬. বক্সার বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল?
অথবা, বক্সার বিদ্রোহ ব্যর্থতার কারণ উল্লেখ কর।
৭. সান ইয়াৎ সেনের পরিচয় দাও।
অথবা, ড. সান ইয়াৎ সেন কে ছিলেন?
৮. ১৯১১ সালের আন্দোলনে ড. সান ইয়াৎ সেনের নীতিসমূহ উল্লেখ কর।
অথবা, গণপ্রজাতান্ত্রিক বিপ্লবের রূপকার সান ইয়াৎ সেন প্রচারিত নীতিসমূহ আলোচনা কর।
৯. চিয়াং কাই শেক কে ছিলেন?
অথবা, চিয়াং কাই শেকের পরিচয় দাও।
১০. চীনের নয়া গণতান্ত্রিক বিপ্লব সম্পর্কে যা জান লেখ।
অথবা, চীনের নয়া গণতান্ত্রিক বিপ্লব সম্পর্কে টীকা লেখ।
১১. মাও সেতুংয়ের পরিচয় দাও।
অথবা, মাও সেতুং সম্পর্কে একটি টীকা লেখ।
১২. ডাইম্যোদের পরিচয় দাও।
অথবা, ডাইম্যোদের সম্পর্কে সংক্ষেপে লেখ।
১৩. কানাগাওয়ার সন্ধি চুক্তির (১৮৫৪) শর্তগুলো কী?
অথবা, কানাগাওয়া সন্ধির (১৮৫৪) শর্তাবলি উল্লেখ কর।
১৪. রুশ-জাপান যুদ্ধের ফলাফল কী ছিল?
অথবা, রুশ-জাপান যুদ্ধের ফলাফল কী হয়েছিল?
১৫. পোর্টসমাউথের সন্ধি চুক্তির শর্তগুলো লেখ।
অথবা, পোর্টসমাউথ সন্ধির ধারাগুলো লেখ।
১৬. ওয়াশিংটন সম্মেলনের প্রেক্ষাপট আলোচনা কর।
অথবা, ওয়াশিংটন সম্মেলনের প্রেক্ষাপট বর্ণনা কর।
১৭. জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ব্যাখ্যা কর।
অথবা, জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল?
১৮. কালচার সিস্টেম বলতে কী বুঝ?
অথবা, কালচার সিস্টেম কী?
১৯. সারেকাত ইসলাম সম্পর্কে লেখ।
অথবা, সারেকাত ইসলাম নামক ব্যবসায়ী সংগঠনের পরিচয় দাও।
২০. ১৮২৪ সালের ইঙ্গ-ওলন্দাজ চুক্তির ধারাসমূহ লেখ।
অথবা, ১৮২৪ সালের ইঙ্গ-ওলন্দাজ চুক্তির ধারাগুলো বর্ণনা কর।
২১. রেসিডেন্ট ব্যবস্থা কী?
অথবা, রেসিডেন্ট (Resident) প্রথা কী?
২২. রেসিডেন্ট ব্যবস্থার কুফলগুলো সংক্ষেপে লেখ।
অথবা, রেসিডেন্ট সিস্টেমের নেতিবাচক দিক আলোচনা কর।
২৩ . মালয়েশিয়ার স্বাধীনতা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখ।
অথবা, মালয়েশিয়ার স্বাধীনতা আন্দোলন সম্পর্কে আলোচনা কর।
২৪. টেংকু আব্দুর রহমান সম্পর্কে সংক্ষপে লেখ।
অথবা, টেংকু আব্দুর রহমান কে ছিলেন?
গ বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. প্রাক আধুনিক চীনের সামাজিক ও ধর্মীয় অবস্থা আলোচনা কর।
অথবা, চীনের ক্ষেত্রে প্রাক আধুনিক যুগের সামাজিক ও ধর্মীয় অবস্থা সম্পর্কে যা জান লেখ।
২. আফিম যুদ্ধ কী? এর কারণ ও ফলাফল পর্যালোচনা কর।
অথবা, আফিম যুদ্ধ কী? এ যুদ্ধের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।
৩. চীন মুক্তদ্বার নীতি কেন গ্রহণ করেছিল? ব্যাখ্যা কর।
অথবা, চীনের দ্বার উন্মুক্তকরণের কারণসমূহ বর্ণনা কর।
৪. চীনে তাইপিং বিদ্রোহের কারণ পর্যালোচনা কর।
অথবা, চীনের তাইপিং বিদ্রোহের কারণগুলো আলোচনা কর।
৫. চীনের ১০০ দিনের সংস্কার কর্মসূচি সম্পর্কে একটি নিবন্ধ লেখ।
অথবা, ১৮৯৮ সালের সংস্কার আন্দোলনের কর্মসূচি ও গুরুত্ব আলোচনা কর।
৬. ১৯১১ সালের চীনা বিপ্লবে সান ইয়াৎ সেনের কৃতিত্ব মূল্যায়ন কর।
অথবা, চীন ১৯১১ সালের বুর্জোয়া বিপ্লবে সান ইয়াৎ সেনের ভূমিকা মূল্যায়ন কর।
৭. ১৯১১ সালের চীনা বিপ্লবের ফলাফল পর্যালোচনা কর।
অথবা, চীনে বুর্জোয়া বিপ্লবের ফলাফল আলোচনা কর।
৮. চীনের সমাজতন্ত্র বিকাশে মাও সেতুংয়ের অবদান আলোচনা কর।
অথবা, মাও সেতুংয়ের সমাজতান্ত্রিক চিন্তাধারা আলোচনা কর।
৯. জাপানে মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা কর।
অথবা, মেইজি পুনরুত্থানের পটভূমি আলোচনা কর।
১০. জাপানে মেইজি শাসনতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
অথবা, ১৮৮৯ সালের মেইজি সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১১. ১৮৯৪ – ৯৫ সালে চীন-জাপান যুদ্ধের পটভূমি আলোচনা কর।
অথবা, ১৮৯৪ – ৯৫ সালে চীন-জাপান যুদ্ধের কারণ পর্যালোচনা কর।
১২. ১৮৯৪-৯৫ সালে চীন-জাপান যুদ্ধের পটভূমি আলোচনা কর। চীনে এর প্রতিক্রিয়া ব্যাখ্যা কর।
অথবা, ১৮৯৪ – ৯৫ সালে চীন-জাপান যুদ্ধের কারণ পর্যালোচনা কর। চীনে এর প্রতিক্রিয়া কী ছিল?
১৩. ১৯০৪-০৫ সালের রুশ-জাপান যুদ্ধের কারণগুলো ব্যাখ্যা কর।
অথবা, ১৯০৪-১৯০৫ সালের রুশ-জাপান যুদ্ধের কারণ আলোচনা কর।
১৪. ওয়াশিংটন সম্মেলন (১৯২১-২২) কী? এর উদ্দেশ্য ও চুক্তিসমূহ পর্যালোচনা কর।
অথবা, ওয়াশিংটন সম্মেলন কী? এর উদ্দেশ্য ও চুক্তিসমূহ বর্ণনা কর।
১৫. জাপান মাঞ্চুরিয়া দখলের বিবরণ দাও।
অথবা, জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৬. জাপানের একুশ দফা দাবি কী? চীনে এর প্রতিক্রিয়া কী ছিল।
অথবা, একুশ দফা দাবি কী? এতে চীনের প্রতিক্রিয়া বর্ণনা কর।
১৭. দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক গুরুত্ব আলোচনা কর।
অথবা, দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক গুরুত্ব লেখ।
১৮. কালচার সিস্টেম কী? কালচার সিস্টেমের আর্থসামাজিক ফলাফল আলোচনা কর।
অথবা, কালচার ব্যবস্থা কাকে বলে? কালচার ব্যবস্থার গুরুত্ব বর্ণনা কর।
১৯. ইন্দোনেশিয়ায় জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
অথবা, ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদের বিকাশ আলোচনা কর।
২০. আধুনিক ইন্দোনেশিয়ার ইতিহাসে সুকর্নের অবস্থান বর্ণনা কর।
অথবা, আধুনিক ইন্দোনেশিয়ার ইতিহাসে সুকর্নের ভূমিকা আলোচনা কর।
২১. মালয় উপদ্বীপে ব্রিটিশ উপনিবেশ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর।
অথবা, মালয় উপদ্বীপে ব্রিটিশ উপনিবেশ কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল?
২২. ১৮২৪ সালের ইঙ্গ-ওলন্দাজ চুক্তির পটভূমি ও প্রধান ধারাসমূহ আলোচনা কর।
অথবা, ১৮২৪ সালের ইঙ্গ-ওলন্দাজ চুক্তির পটভূমি ও প্রধান ধারাসমূহ বর্ণনা কর।
২৩. মালয়ে ব্রিটিশ প্রতিষ্ঠিত রেসিডেন্ট ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।
অথবা, রেসিডেন্ট সিস্টেম প্রবর্তনের কারণ ও ফলাফল আলোচনা কর।
২৪. আধুনিক মালয়েশিয়ার স্থপতি হিসেবে মাহাথির মোহাম্মদের অবদান আলোচনা কর।
অথবা, আধুনিক মালয়েশিয়ার স্থপতি হিসেবে মাহাথির মোহাম্মদের অবদান মূল্যায়ন কর।
আরও দেখো: অনার্স ইতিহাস ৩য় বর্ষ অন্যান্য বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীরা, ওপরে তোমাদের আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, সেই শুভ-কামনা রইল।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post