ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অনার্স চতুর্থ বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস, বিষয় কোড: ২৪১৬১৫।
আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস pdf
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. মুহম্মদ আলি পাশা কে ছিলেন?
উত্তর : মুহম্মদ আলি পাশা আধুনিক মিসরের প্রতিষ্ঠাতা ছিলেন ।
২. এথেন্স কোথায় অবস্থিত?
উত্তর : এথেন্স গ্রিসে অবস্থিত।
৩. ‘হিটারিয়া ফিলকি’ কী?
উত্তর : ‘হিটারিয়া ফিলকি’ হলো তুর্কিবিরোধী একটি গুপ্ত সমিতি।
৪. তানজিমাত কী?
উত্তর : ১৮৩৯ সালে সুলতান প্রথম আব্দুল মজিদ তুরস্কে যে সংস্কার আন্দোলন প্রবর্তন করেন তাই তানজিমাত।
৫. সুয়েজ খাল খনন প্রকল্পের ইঞ্জিনিয়ার কে ছিলেন?
উত্তর : সুয়েজ খাল খনন প্রকল্পের ইঞ্জিনিয়ার হলেন- ফার্ডিন্যান্ড ডি. লেসেপস।
৬. ডুরান্ড লাইন কী?
উত্তর : স্যার হেনরি মাটিমার ডুরান্ড কর্তৃক ১৮৯৬ সালে তৎকালীন ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা বর্তমানে এটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।
৭. মুজাহিদ বাহিনী কারা?
উত্তর : ইসলামি রাষ্ট্রের নিরাপত্তা ও ইসলাম প্রতিষ্ঠার কাজে যারা নিয়োজিত তারাই মুজাহিদ বাহিনী।
৮. ব্রিটিশ কর্তৃক কখন মিসর বিজিত হয়?
উত্তর : ব্রিটিশ কর্তৃক ১৮৮২ সালে মিসর বিজিত হয়।
৯. প্যান ইসলামিজম এর জনক কে?
উত্তর : ‘প্যান ইসলামিজম’ এর জনক হলেন জামালউদ্দিন আফগানি।
১০. জামালউদ্দিন আফগানি কে ছিলেন?
উত্তর : জামালউদ্দিন আফগানি ছিলেন প্যান ইসলামিজম বা বিশ্ব ইসলামবাদের জনক।
১১. প্রথম বলকান যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : প্রথম বলকান যুদ্ধ ১৯১২ সালে সংঘটিত হয়।
১২. কখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়?
অথবা, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
১৩. সিরিয়া পূর্বে, কার উপনিবেশ ছিল?
উত্তর : সিরিয়া পূর্বে ব্রিটেনের উপনিবেশ ছিল।
১৪. কার নেতৃত্বে U.A.R. গঠিত হয়?
উত্তর : জামাল আব্দুল নাসেরের নেতৃত্বে U.A.R গঠিত হয়।
১৫. PLO এর সদর দপ্তর কোথায়?
উত্তর : তিউনিসিয়ার রাজধানী তিউনিসে PLO এর সদর দপ্তর অবস্থিত।
১৬. কাকে আতাতুর্ক বলা হয়?
উত্তর : তুরস্কের জাতির পিতা মোস্তফা কামাল পাশাকে।
১৭. কোন দ্বীপ নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে সংঘর্ষ হয়?
উত্তর : ক্রিট দ্বীপ নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে সংঘর্ষ হয়।
১৮. লুজান চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তর : লুজান চুক্তি স্বাক্ষরিত হয় ১৯২৩ সালের ২৪ জুলাই।
১৯. লুজেন সন্ধি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯২৩ সালের ২৪ জুলাই লুজেন সন্ধি স্বাক্ষরিত হয়।
২০. ইস্তাম্বুল কোথায়?
উত্তর : ইস্তাম্বুল তুরস্কে।
২১. ইরানের পূর্ব প্রাচীন কী?
অথবা, ইরানের প্রাচীন নাম কী?
উত্তর : ইরানের পূর্ব প্রাচীন পারস্য।
২২. মিসরকে নীলনদের দান বলেছেন কে?
উত্তর : হেরোডোটাস মিসরকে নীলনদের দান বলেছেন।
২৩. শাত ইল আরব কী?
উত্তর : শাত ইল আরব ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর অববাহিকায় অবস্থিত একটি জলাধার।
২৪. ইরান-ইরাক যুদ্ধ কখন হয়?
উত্তর : ইরান-ইরাক যুদ্ধ হয় ১৯৮০ সালের ৬ এপ্রিল।
২৫. সাদ জগলুল কে ছিলেন?
উত্তর : সাদ জগলুল ছিলেন মিসরের জাতীয়তাবাদী আন্দোলনের নেতা ছিলেন।
২৬. জর্ডানের রাজধানীর নাম কী?
উত্তর : জর্ডানের রাজধানীর নাম আম্মান।
২৭. ইরাকে কুর্দি অঞ্চল কোনটি?
উত্তর : ভৌগোলিকভাবে ইরাকে কুর্দি অঞ্চলটি জাগ্রস পর্বতমালার উত্তর-পশ্চিম অংশ ও তেরোস পর্বতমালার পূর্বাংশ নিয়ে গঠিত।
২৮. আল ফাতাহ কী?
উত্তর : আল ফাতাহ হলো ফিলিস্তিনের রাজনৈতিক দল।
৩০. লেবাননের জাতীয় দিবস কবে?
উত্তর : লেবাননের জাতীয় দিবস ৩১ ডিসেম্বর।
২৯. ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর : ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
৩১. বলকান লীগ কখন গঠিত হয়?
উত্তর : বলকান লীগ সার্বিয়া, মন্টিনিগ্রো, গ্রিস ও বুলগেরিয়াকে নিয়ে গঠিত হয়।
৩২. বলকান অঞ্চলভুক্ত দুইটি দেশের নাম লেখ।
উত্তর : বলকান অঞ্চলভুক্ত দেশের নাম হলো- বুলগেরিয়া, রুমানিয়া, গ্রিস, মন্টিনিগ্রো ও সার্বিয়া।
৩৩. তুর্কি ‘আতা’ শব্দের অর্থ কী?
উত্তর : তুর্কি ‘আতা’ শব্দের অর্থ জাতির পিতা।
৩৪. ‘সাধু দালাল’ কাকে বলা হয়?
অথবা, কাকে ‘Honest Broker’ বলা হয়?
উত্তর : সাধু দালাল বা Honest Broker বলা হয় অটোভন বিসমার্ককে।
৩৫. বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর : বার্লিন চুক্তি ১৮৭৮ সালের ১৩ জুলাই স্বাক্ষরিত হয়।
৩৬. কোন সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়?
উত্তর : প্যারিস চুক্তির বা সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান বা শেষ হয়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. গ্রিক যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখ।
২. সুয়েজ খালের সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, সুয়েজ খালের ওপর টীকা লেখ।
৩. সুয়েজ খালের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
৪. ফ্রান্সের তিউনিসিয়া বিজয় সম্পর্কে যা জান লেখ।
৫. শ্বেত বিপ্লব কী?
৬. আফগানিস্তান আধুনিকীকরণে বাদশাহ আমানুল্লাহর পদক্ষেপ বর্ণনা কর।
৭. তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলার কারণ কী?
৮. বার্লিন চুক্তির শর্তগুলো কী ছিল?
৯. বার্লিন কংগ্রেসের ফলাফল ব্যাখ্যা কর।
১০. নব্য তুর্কি বলতে কী বুঝ? আলোচনা কর।
১১. প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির পক্ষে যোগ দিয়েছিল কেন?
১২. ম্যান্ডেট ব্যবস্থা সম্পর্কে টীকা লেখ।
১৩. ১৯৬১ সালে সংযুক্ত আরব প্রজাতন্ত্র বিলুপ্ত হয় কেন?
১৪. কামালবাদ কী?
১৫. কামালবাদের ছয়টি মূলনীতি উল্লেখ কর।
১৬. ইরান আধুনিকীকরণে প্রথম রেজা শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।
১৭. সাদ জগলুল পাশার পরিচয় দাও।
১৮. ইবনে সৌদের পরিচয় দাও।
১৯. ১৯৯০ সালে ইরাক কর্তৃক কুয়েত দখলের ফলাফল উল্লেখ কর।
২০. ১৯৯০ সালে ইরাক কর্তৃক কুয়েত দখলের ফলাফল আলোচনা কর।
২১. OIC সম্পর্কে টীকা লেখ।
২২. ইরান-ইরাক যুদ্ধের প্রতিক্রিয়া কী ছিল?
২৩. মিসরে ফরাসিদের ধর্মীয় সংস্কার সম্পর্কে সক্ষেপে আলোচনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. আধুনিক মিসরের প্রতিষ্ঠাতা হিসেবে মুহম্মদ আলি পাশার কৃতিত্ব পর্যালোচনা কর।
২. গ্রিক স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
৩. তানজিমাত কী? তুরস্ককে আধুনিকীকরণে এর গুরুত্ব নির্ণয় কর।
৪. সুয়েজ খাল খনন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা কর।
৫. তিউনিসিয়ার প্রেসিডেন্ট হাবিব বরপুইবারের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি বিশ্লেষণ কর।
৬. ক্রিমিয়ার যুদ্ধের কারণ বর্ণনা কর।
৭. বার্লিন চুক্তির (১৮৭৮) শর্তগুলো কি ছিল? এ চুক্তি প্রাচ্য সমস্যায় কতটুকু সমাধান করেছিল?
৮. মিসরে ব্রিটিশ অর্থনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা কর।
৯. স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সুদানের অভ্যুদয়ের ইতিহাস অনুসরণ কর।
১০. নব্য তুর্কি বলতে কী বুঝ? আলোচনা কর।
১১. কোন অবস্থায় তুরস্কে ১৯৬০ সালে সামরিক অভ্যুত্থান ঘটেছিল?
১২. বলকান যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৩. সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের কৃতিত্ব আলোচনা কর।
১৪. ফরাসি শাসনামলে রাজনৈতিক পরিস্থিতি আলোচনা কর।
১৫. প্যালেস্টাইন সমস্যার উদ্ভব ও বিস্তৃতি পর্যালোচনা কর।
১৬. ফিলিস্তিন সমস্যার বিবরণ দাও। এ সমস্যা সমাধানের জন্য ব্রিটিশ কর্তৃক গৃহীত পদক্ষেপের বর্তমান অবস্থা বিশ্লেষণ কর।
১৭. ইরাকের কুয়েত আক্রমণের কারণগুলো আলোচনা কর।
১৮. জর্ডানের বাদশাহ হোসেনের কৃতিত্ব বিশ্লেষণ কর।
১৯. কামালবাদের অধীনে তুরস্কের সূচিত প্রধান সংস্কারসমূহ পর্যালোচনা কর।
২০. কামালবাদ কী? কামালবাদের অধীনে তুরস্কে সূচিত প্রধান সংস্কারসমূহ পর্যালোচনা কর।
২১. ইরানে প্রথম রেজা শাহের সংস্কারসমূহের মূল্যায়ন কর।
২২. মিসরের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাস আলোচনা কর।
২৩. সৌদি আরবের আধুনিকীকরণে আব্দুল আজিজ ইবনে সউদের ভূমিকা আলোচনা কর।
২৪. ১৯৯০ সালে ইরাক কর্তৃক কুয়েত দখলের কারণ ও ফলাফল বর্ণনা কর।
অথবা, ইরাক কর্তৃক কুয়েত দখলের কারণ, ঘটনা ও পরবর্তী ফলাফল আলোচনা কর।
আরো দেখো : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস pdf সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post