কোর্সটিকায় অনার্স ৩য় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য সাজেশন দেওয়া শুরু হয়েছে। আজকে আন্তর্জাতিক অর্থনীতি ১ সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হবে। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে ও গুরুত্বপূর্ণ টপিক হতে প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে। এই সাজেশন অনুসরণ করলে পরীক্ষায় শতভাগ কমন পাবে বলে আমরা আশাবাদী।
কোর্সটিকায় আজকে আলোচনাকৃত বিষয়ের নাম হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতি ১। আন্তর্জাতিক অর্থনীতি ১ বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩২২০৯। এখানে, ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের পাশাপাশি উত্তরগুলোও দেওয়া হয়েছে। এবং, খ-বিভাগ ও গ-বিভাগ এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই খুঁজলেই এই প্রশ্নগুলোর উত্তর তোমার পেয়ে যাবে।
আন্তর্জাতিক অর্থনীতি ১ সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. আংশিক বিশেষায়ন কী?
উত্তর: যে দ্রব্য/সেবা তুলনামূলকভাবে কম খরচে উৎপাদন করা যায়। অপরাপর দ্রব্যের উৎপাদন আংশিক বাদ দিয়ে ঐ দ্রব্য উৎপাদনে নিয়োজিত হলে তাকে আংশিক বিশেষায়ন বলে।
২. তুলনামূলক সুবিধা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: তুলনামূলক সুবিধা তত্ত্বের প্রবক্তা ডেভিড রিকার্ডো।
৩. পরম সুবিধা তত্ত্বের মূল বক্তব্য কী?
উত্তর: “কোন দেশ একটি দ্রব্য চরম ব্যয় সুবিধার সাথে উৎপাদন করতে সক্ষম হলে এবং অন্য দেশ উক্ত দ্রব্য উৎপাদনে চরম অসুবিধা ভোগ করলে উভয় দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হবে।” এটিই পরম সুবিধা তত্ত্বের মূল বক্তব্য।
৪. বাণিজ্যিক লাভ কী?
উত্তর: আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে দেশের উৎপাদন ও ভোগ পূর্বাপেক্ষা বাড়লে বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে এবং সর্বোপরি জাতীয় আয় ও জীবনযাত্রার মান বাড়লে যে উন্নয়ন সৃষ্টি হয় তাই বাণিজ্যিক লাভ।
৫. SAFTA এর পূর্ণরূপ কী?
উত্তর: SAFTA এর পূর্ণরূপ South Asian Free Trade Area.
৬. প্রযুক্তিগত ব্যবধান কী?
উত্তর: প্রযুক্তিগত ব্যবধান বলতে এমন অবস্থাকে বুঝানো হয় যখন শ্রম ও মূলধন সাপেক্ষে সময় ব্যবধানে উৎপাদন হ্রাস পায়।
৭. বাণিজ্য শর্ত কী?মাটিতে
অথবা, বাণিনজ্য শর্ত বলতে কী বুঝায়?
উত্তর: রপ্তানির মূল্য সূচক এবং আমদানির মূল্য সূচক এই দুইয়ের অনুপাতকে বাণিজ্য শর্ত বলে।
৮. আন্তর্জাতিক বাণিজ্যসংক্রান্ত বণিকবাদী তত্ত্ব কী?
উত্তর: পঞ্চদশ শতাব্দী থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ইউরোপীয় রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদের সমন্বিত রূপকে বণিকবাদ বা মার্চেন্টালিজম বলে।
৯. আয় বাণিজ্য হার (Income terms of trade) কী?
উত্তর: নিট পণ্য বিনিময় বাণিজ্য হারকে রপ্তানির পরিমাণসূচক দ্বারা পূণ করলে আয় বাণিজ্য হার পাওয়া যায়।
১০. মাত্রাগত ব্যয় সুবিধা কী?
উত্তর: বিভিন্ন উপকরণ বৃদ্ধির অনুপাতের চেয়ে উৎপাদন বৃন্দির অনুপাত বেশি হারে বাড়লে তখন তাকে মাত্রাগত ব্যয় সুবিধা বলে।
১১. পারস্পরিক চাহিদা কী?
উত্তর: বাণিজ্যে লিপ্ত দু’দেশের মধ্যে পরস্পরের উৎপন্ন দ্রব্যের প্রতি চাহিদাকে পারস্পরিক চাহিদা বলা হয়।
১২. তুলনামূলক ব্যয় সুবিধা কী?
অথবা, তুলনামূলক সুবিধা কী?
উত্তর: যে দেশ যে দ্রব্য উৎপাদনে তুলনামূলক সুবিধা আছে ঐ দেশ ঐ দ্রব্য উৎপাদনে পূর্ণ বিশেষায়ন এবং রপ্তানি করবে এবং অন্য দ্রব্যটি বিদেশ থেকে আমদানি করবে একেই বলা হয় তুলনামূলক ব্যয় সুবিধা।
১৩. মাত্রাগত ব্যয় অসুবিধা কী?
উত্তর: উৎপাদনের আয়তন বৃদ্ধির ফলে নির্দিষ্ট স্তরের পরে শিল্প প্রতিষ্ঠান যেসব অসুবিধা বা বাধাবিপত্তির সম্মুখীন হয় তাই মাত্রাগত ব্যয় অসুবিধা।
১৪. বাণিজ্য নীতি কী?
উত্তর: বাণিজ্য নীতি হলো আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনার নীতিমালা।
১৫. সংরক্ষিত বাণিজ্য নীতি কী?
উত্তর: আন্তর্জাতিক বাণিজ্য যখন সরকারি হস্তক্ষেপের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সেই নিয়ন্ত্রণ নীতিকে সংরক্ষিত বাণিজ্য নীতি বলে।
১৬. EFTA এর পূর্ণরূপ লেখ।
উত্তর: EFTA এর পূর্ণরূপ = European Free Trade Area.
১৭. শিশু শিল্প কী?
অথবা, শিশু শিল্প বলতে কী বুঝ?
উত্তর: উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশের যেসব শিল্প নতুন গড়ে উঠেছে এবং এখনও অবাধ বাণিজ্যে বা কোনো বিদেশি প্রতিযোগিতায় লিপ্ত হয়নি; তাদেরকে শিশু শিল্প বলে।
১৮. কাম্য শুল্কের সূত্র লেখ।
উত্তর: কাম্য শুল্কের সূত্র : t = 1/(e – 1)
১৯. শুল্ক কোটা কী?
উত্তর: বিশেষ কোনো উদ্দেশ্যে কোটার অধীনে কম হারে শুল্ক প্রদান করে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বিদেশ থেকে আমদানি করা হলে তাকে শুল্ক কোটা বলে।
২০. আমদানি বিকল্পন কৌশল কী?
উত্তর: আমদানির পরিমাণ হ্রাসের জন্য সরকার উক্ত পণ্যের দেশজ উৎপাদন বাড়ানোর নীতি গ্রহণ করলে তাকে আমদানি বিকল্পন কৌশল বলা হয়।
২১. কার্যকরী সংরক্ষণ হারের সূত্রটি লেখ।
উত্তর: কার্যকরী শুল্ক/সংরক্ষণের হারের সূত্রটি হলো: f = (t – qr)/(1 – r)
২২. আন্তর্জাতিক কার্টেল বলতে কী বোঝায়?
উত্তর: আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা এড়িয়ে কোনো নির্দিষ্ট পণ্য রপ্তানির ব্যাপারে যখন কিছু দেশ আলাপ-আলোচনার মাধ্যমে কোনো সংস্থা গঠন করে নিজেদের মুনাফা সর্বোচ্চ করার চেষ্টা করে তখন তাকে আন্তর্জাতিক কার্টেল বলে।
২৩. ডাম্পিং বলতে কী বুঝায়?
অথবা, ডাম্পিং কী?
উত্তর: যখন কোনো দেশ নিজের পণ্য বিদেশি বাজারে কম দামে এবং দেশীয় বাজারে বেশি দামে বিক্রি করে তখন এই নীতিকে ডাম্পিং বলা হয়। ডাম্পিংয়ের মূল উদ্দেশ্য বিদেশি বাজার দখল করা।
২৪. ECM পূর্ণরূপ কী?
উত্তর: ECM পূর্ণরূপ হলো European Common Market.
২৫. ব্রেক্সিট কী?
উত্তর: ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার সম্ভাবনা তথা এক্সিট বুঝাতে বেক্সিট শব্দটি ব্যবহার করা হয়। বেক্সিট প্রশ্নেই ইউভুক্ত নেতাদের সাথে আলোচনায় অংশ নিয়ে অভিবাসীদের সুবিধা সীমিত করাসহ চারটি সংস্কার প্রস্তাব দেন ব্রিটেনের তৎকালীন প্রধান মন্ত্রী ডেভিড ক্যামেরুন। পরবর্তীতে সে প্রস্তাব নিয়ে ক্যামেরুনের সাথেই ইউ নেতারা সমঝোতা করেন। এরপর দেশে ফিরে ক্যামেরুন বেক্সিটের জন্য ২০১৬ সালে ২৩ জুন গণভোটের ব্যবস্থা করেন। ইউতে যুক্তরাজ্যের থাকার বিপক্ষে ৫২ শতাংশ ভোট পড়ে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. অফার রেখা বলতে কী বুঝ?
২. অফার রেখার বৈশিষ্ট্য কী কী?
৩. দেখায় যে, হেবারলারের সুযোগ ব্যয় তত্ত্ব কী কী রিকার্ডোর তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বের চেয়ে উন্নত।
অথবা, “হেবারলাবের সুযোগ ব্যয় তত্ত্ব রিকার্ডোর তুলনামূলক সুবিধা তত্ত্বের চেয়ে উন্নত”-ব্যাখ্যা কর।
৪. বাণিজ্যে ভারসাম্য বলতে কী বুঝায়?
অথবা, বাণিজ্য শর্ত কী?
৫. বাণিজ্য শর্ত ও জাতীয় আয়ের সম্পর্ক আলোচনা কর।
৬. মোট পণ্য বিনিময় বাণিজ্য হার ও নিট পণ্য বিনিময় বাণিজ্য হারের মধ্যে পার্থক্য লেখ।
৭. মোট পণ্য বিনিময় বাণিজ্য শর্ত কী?
৮. উপকরণ মূল্যের সমতা তত্ত্বের মূল বক্তব্য কী?
৯. মাত্রাগত সুবিধা বলতে কী বুঝ?
১০. একচেটিয়া ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয় কেন? অভ্যন্তরীণ বাজারে একচেটিয়া কিন্তু আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এমন অবস্থায় একচেটিয়া ফার্মের ভারসাম্য দাম ও উৎপাদনের পরিমাণ কীভাবে নির্ধারিত হয়?
অথবা, “আন্তর্জাতিক বাণিজ্যে একচেটিয়া বাজারে ফার্ম দাম সৃষ্টিকারী এবং ক্রেতা দাম গ্রহীতা”- ব্যাখ্যা কর।
১১. আন্তর্জাতিক বাণিজ্যে একচেটিয়া প্রতিযোগিতামূলক মডেলের অনুমিত শর্ত আলোচনা কর।
১২. আন্তর্জাতিক সমন্বিত বাজার থেকে বাণিজ্যিক লাভের বিষয়টি চিত্রে ব্যাখ্যা কর।
১৩. অ-শুল্ক বাধা আন্তর্জাতিক বাণিজ্যকে কীভাবে প্রভাবিত করে?
১৪. অবাধ বাণিজ্যের সুবিধাসমূহ বর্ণনা কর।
অথবা, তুমি কি বাংলাদেশের জন্য মুক্ত বাণিজ্য সুপারিশ কর?
১৫. ভর্তুকির প্রভাবে দ্রব্য বাজারে কীভাবে বিচ্যুতি হয় ব্যাখ্যা কর।
১৬. কার্যকরী সংরক্ষণ হার বলতে কী বুঝ?
১৭. আমদানি কোটা ও আমদানি শুল্কের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য?
অথবা, একটি দেশের আমদানি সীমিতকরণের লক্ষ্যে কোটা ও শুল্কের আপেক্ষিক গুরুত্ব আলোচনা কর।
১৮. OPEC এর সফলতা আলোচনা কর।
১৯. OPEC এর ব্যর্থতা আলোচনা কর।
২০. আমদানি বিকল্প ও রপ্তানি বৃদ্ধি কৌশলের মধ্যে পার্থক্য লেখ।
২১. SAFTA কী শুল্ক সংঘ?
২২. শুল্ক সংঘ গঠনের প্রধান বাধাসমূহ কী?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. হেকসার-অলিন বাণিজ্য তত্ত্বটি ব্যাখ্যা কর। এ তত্ত্ব কতটুকু বাস্তবসম্মত?
২. আন্তর্জাতিক বাণিজ্যের ডেভিড রিকার্ডোর তুলনামূলক সুবিধা তত্ত্বটি ব্যাখ্যা কর।
৩. প্রেবিশ-সিঙ্গার অনুসিদ্ধান্তের সমালোচনা তুলে ধর।
৪. অর্থনৈতিক প্রবৃদ্ধির বাণিজ্য কী? বিগত কয়েক বছরে বাংলাদেশে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে মানব সম্পদ ও অবকাঠামোগত খাতের ভূমিকা আলোচনা কর।
৫. বাণিজ্য লাভ কী কী বিষয়ের ওপর নির্ভর করে?
অথবা, বাণিজ্য লাভের উপাদানসমূহের নাম লেখ।
৬. অবাধ বাণিজ্য অপেক্ষা বাণিজ্য শূন্যতা ভালো -উক্তিটি ব্যাখ্যা কর।
৭. আমদানি বিকল্প ও রপ্তানি বৃদ্ধি কৌশলের পক্ষে ও বিপক্ষে আযুক্তিগুলো আলোচনা কর।
৮. শুল্ক, কোটা ও ভর্তুকির মধ্যে আপেক্ষিক দক্ষতা ব্যাখ্যা কর।
অথবা, শুল্ক ও কোটার আপেক্ষিক দক্ষতা লেখ।
৯. শুল্ক বাণিজ্য শর্ত ও অভ্যন্তরীণ দামের মধ্যে সম্পর্ক আলোচনা কর।
১০. শুল্ক ও ভর্তুকির মধ্যে পার্থক্য কী?
১১. সংরক্ষণের শিশু শিল্প যুক্তিটি ব্যাখ্যা কর।
অথবা, শিশু শিল্প সংরক্ষণের যুক্তি কী?
১২. রপ্তানি ভর্তুকির সুবিধা আলোচনা কর।
১৩. কেন ডাম্পিং নীতি গ্রহণ করা হয়? ডাম্পিং-এর আওতায় রপ্তানিকারক এই ফার্মের ভারসাম্য অবস্থা চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
১৪. অপরাপর অ-শুল্ক বাধা আলোচনা কর।
অথবা, বাণিজ্যে অ-শুল্ক বাধা কীভাবে প্রভাবিত করে ব্যাখ্যা কর।
১৫. শুল্ক সংঘের বাণিজ্য সৃষ্টিকারী প্রভাব আলোচনা কর।
১৬. শুল্ক সংঘের বাণিজ্য গতি পরিবর্তনকারী প্রভাব সম্পর্কে ধারণা দাও।
অথবা, শুল্ক সংঘের বাণিজ্য ভিন্নমুখীকরণ প্রভাব আলোচনা কর।
১৭. শুল্ক সংঘের আংশিক ভারসাম্য প্রভাব আলোচনা কর।
১৮. দক্ষিণ এশিয়ায় শুল্ক সংঘ গঠনের সম্ভাবনা সম্পর্কে আলোচনা কর।
১৯. শুল্ক সংঘ ও অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে পার্থক্য লেখ।
উপরে ৩য় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অর্থনীতি ১ সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হলো। সাজেশনটিতে ক-বিভাগ এর সকল প্রশ্নের পাশাপাশি উত্তরও দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই খুঁজলেই তোমরা এই উত্তরগুলো পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post