জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের মার্কেটিং আন্তর্জাতিক ব্যবসায় সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: মানব সম্পদ ব্যবস্থাপনা, বিষয় কোড: ২৪২৩০৫।
আন্তর্জাতিক ব্যবসায় সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. গ্লোবাল ব্যবসায় কী?
উত্তর : বিশ্বব্যাপী আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালনা করাকে গ্লোবাল ব্যবসায় বলে।
২. ফ্রাঞ্চাইজিং কী?
উত্তর : কোন প্রতিষ্ঠিত কোম্পানির অনুমতি নিযে মুনাফা বণ্টনের চুক্তিতে সুনাম ব্যবহার করে যে ব্যবসায় পরিচালনা করা হয় তাকে ফ্রাঞ্চাইজিং বলে।
৩. WTO কী?
উত্তর : WTO – WTO- World Trade Organization. বিশ্ব বাণিজ্য পরিচালনার উদ্দেশ্য যে সংগঠন আইন কানুন প্রবর্তন, বাস্ত বায়ন ও পরিচালনা করে থাকে তাকেই বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) বলে।
৪. স্থির সুযোগ ব্যয় কী?
উত্তর : কোন দ্রব্যের উৎপাদন ক্রমান্বয়ে একটি নির্দিষ্ট হারে বাড়ানোর জন্য অন্য দ্রব্যের উৎপাদন ক্রমান্বয়ে একই হারে ছেড়ে দিতে হলে, তাকে স্থির সুযোগ ব্যয় হিসেবে অভিহিত করা যাবে।
৫. বাণিজ্য হার বলতে কী বুঝ?
উত্তর : বাণিজ্য হার বলতে পণ্যসামগ্রীর আমদানি ও রপ্তানির বিনিময় হারকে নির্দেশ বা চিহ্নিত করা হয়ে থাকে। পারস্পরিক চাহিদার তীব্রতা অনুযায়ী প্রতি একক রপ্তানীকৃত পণ্যাদির বিপরীতে অধিক পরিমাণ আমদানীকৃত পণ্যাদি প্রাপ্তির বিষয়টিকে রপ্তানিকারক দেশের বাণিজ্য লাভ হিসেবে দেখান হয়ে থাকে।
৬. SAPTA পূর্ণরূপ কী?
উত্তর : SAPTA – South Asian Preferential Trade Agreement.
৭. লাইসেসিং কী?
উত্তর : কোন কোম্পানিকে সুনির্দিষ্ট অঞ্চলে পণ্য বাজারজাতকরণ করার অধিকার বা সুযোগ চুক্তির মাধ্যমে প্রদান কার হলে তাকে লাইসেসিং বলে।
৮. প্রত্যক্ষ বিনিময় হার কী
উত্তর : প্রত্যক্ষ বিনিময় হার নির্ধারণের ক্ষেত্রে বিদেশি মুদ্রাকে স্থির এবং দেশীয় মুদ্রাকে পরিবর্তনশীল হিসেবে ধরা হয়। উদাহরণ হিসেবে ধরা যায়, মার্কিন ১ ডলারের বিনিময় হার যদি ৭২ টাকা হয় তাহলে এক্ষেত্রে মার্কিন ডলার স্থির এবং দেশীয় মুদ্রা হবে পরিবর্তনশীল প্রকৃতির।
৯. আরবিটরেজ অপারেশন কী?
উত্তর : বিভিন্ন কেন্দ্রে বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় নিয়ে যে কার্যক্রম পরিচালিত হয়, তা হলো ‘আরবিটারেজ অপরাশেন’।
১০. ওয়েজ আর্নারস স্কীম কী?
উত্তর : আইনসিদ্ধ পথে দেশে অর্থ প্রেরণের সুযোগ সৃষ্টির লক্ষ্যের সরকার ১৯৭৪ সালে যে স্কীম গঠন করে, তাকে ওয়েজ আর্নারস স্কীম বলে। এক দেশের ভৌগোলিক সীমানার মধ্যে দিয়ে পণ্য পরিবহনে যে শুল্ক ধার্য করা হয়, তাকে ট্রানজিট শুল্ক বলে।
১১. ট্রানজিট শুল্ক কী?
উত্তর : এক দেশের মধ্য দিয়ে অন্যদেশে গমনকারী পণ্যের উপর আরোপিত করকে ট্রানজিট বা চলাচল শুল্ক বলে।
১২. আইনগত পরিবেশ কাকে বলে?
উত্তর : কোন দেশের নিয়মকানুন, আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে আইনগত পরিবেশ বলে।
১৩. বিশ্বায়ন কাকে বলে?
উত্তর : পরিবহন ও যোগাযোগ, সাংস্কৃতিক এবং অর্থনীতির নেটওয়ার্ক দ্বারা সমগ্র বিশ্বের মানুষকে একত্রীভূতকরণের প্রক্রিয়াকে বিশ্বায়ন বলে।
১৪. GSP-এর পূর্ণরূপ লিখ।
উত্তর : GSP- Generalized System Preference.
১৫. দুইজন ক্লাসিক্যাল অর্থনীতিবিদের নাম লিখ।
উত্তর : এডাম স্মিথ ও এল. রবিন্স।
১৬. লেনদেনের ভারসাম্য কি?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে একটি দেশ যে পরিমাণ পণ্যসামগ্রী ও সেবাসমূহ আমদানি করে থাকে তার জন্য পরিশোধিত মোট মূল্য এবং একটি নির্দিষ্ট সময়ে একটি দেশ যে পরিমাণ পণ্যসামগ্রী ও সেবাসমূহ রপ্তানি করে থাকে। তার থেকে প্রাপ্ত মোট মূল্য এই উভয় প্রকার মূল্যের পার্থক্যই হলো চলতি হিসাবের খাতে লেনদেনের ভারসাম্য।
১৭. রাজনৈতিক পরিবেশ কাকে বলে?
উত্তর : রাজনৈতিক অস্থিতিশীলতা গুলো হলো- হরতাল, ধর্মঘট এবং অবরোধ ইত্যাদির কারণে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে।
১৮. আন্তর্জাতিক বাণিজ্যের ৩টি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : আন্তর্জাতিক বাণিজ্যের ৩টি বৈশিষ্ট্য ক. বিশ্বব্যাপী খ. বৃহৎ আকার ও গ. সরকারি নীতি।
১৯. “An Enquiry into Nature and Cavses of Wealth of Nations” গ্রন্থের লেখক কে?
উত্তর : অর্থনীতিবিদ এডাম স্মিথ।
২০. জে.ভি. হেবারলার কর্তৃক প্রদত্ত আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্বের নাম কী?
উত্তর : সুযোগ ব্যায় তত্ত্ব।
২১. অবাধ ও সংরক্ষণ বাণিজ্য কি?
উত্তর : যে বাণিজ্য ব্যবস্থায় আমদানি-রপ্তানি বাণিজ্য অবাধে পরিচালিত হয়ে থাকে তাই অবাধ বা মুক্ত বাণিজ্য হিসেবে পরিচিত। অর্থাৎ আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কোন ধরনের রাষ্ট্রীয় বিধি-নিষেধ এবং রাজস্ব সংক্রান্ত কোন প্রকার প্রতিবন্ধকতা তৈরি করা না হলে তাকে অবাধ বাণিজ্য বলে এবং সংরক্ষণ বাণিজ্য হলো এমন ধরনের বাণিজ্যিক নীতি যেখানে কোন দেশ বিদেশে প্রতিযোগিতার হাত থেকে দেশীয় শিল্প রক্ষার জন্য আমদানি শুল্ক, আমদানি কোটা বা উৎপাদন ভর্তুকির মতো উপায় প্রয়োগ করে।
২২. ট্রানজিট ও ডাম্পিং এর সংজ্ঞা দাও।
উত্তর : এক দেশের ভৌগোলিক সীমানার মধ্য দিয়ে পণ্য পরিবহনে যে শুল্ক ধার্য করা হয়, তাকে ট্রানজিট শুল্ক বলে। কোন দেশ কোন দ্রব্য দেশের অভ্যন্তরে যথাযথ দামে বিক্রি করলেও আন্তর্জাতিক বাজারে এর চেয়ে কম দামে এমনকি উৎপাদন খরচের চেয়েও কম দামে বিক্রির ব্যবস্থাকে ডাম্পিং বলে।
২৩. বাণিজ্য চক্র কি?
উত্তর : অর্থনৈতিক কর্মকা- বা বাণিজ্যের উত্থান, পতনকে বাণিজ্য চক্র বলা হয়।
২৪. ADB, IDA, WTO- এর পূর্ণরূপ লিখ।
উত্তর : ADB – Asian Development Bank.
IDA- International Development Association.
WTO- World Trade Organization.
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখাও।
২. বাংলাদেশের অর্থনীতির বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব আলোচনা কর।
৩. অবাধ বাণিজ্য ও সংরক্ষণ বাণিজ্যের মধ্যে পার্থক্য লিখ।
৪. লেনদেন ভারসাম্যের শ্রেণিবিভাগ বর্ণনা কর।
৫. বাণিজ্য হার বা শর্তে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর।
৬. বাংলাদেশের প্রধান প্রধান আমদানি দ্রব্যগুলো বর্ণনা কর।
৭. বিশ্বব্যাংকের কার্যাবলী বর্ণনা কর।
৮. আন্তর্জাতিক অর্থ তহবিলের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।
৯. বিশ্বায়ন কি? বিশ্বায়নের কারণগুলো ব্যাখ্যা কর।
১০. মার্কেটিং এর একজন শিক্ষার্থী হিসেবে তুমি কেন গ্লোবাল ব্যবসায় অধ্যয়ন করবে।
১১. অভ্যন্তরীণ বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্যের মধ্যে পার্থক্য আলোচনা কর।
১২. অবাধ বাণিজ্যের পক্ষে ও বিপক্ষে তোমার যুক্তি দেখাও।
১৩. “লেনদেন ভারসাম্য সর্বদা সমতা অবস্থায় ঘটে”। ব্যাখ্যা কর।
১৪. বাণিজ্যহার কিভাবে নির্ধারণ হয় ব্যাখ্যা কর।
১৫. আন্তর্জাতিক অর্থ তহবিলের কার্যাবলি বর্ণনা কর।
১৬. কোটা ও শুল্কের মধ্যে পার্থক্য আলোচনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. (ক) ডেভিড রিকার্ডোর তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব সম্পর্কে লিখ।
(খ) সংরক্ষণ বাণিজ্যের পক্ষে সুবিধাসমূহ আলোচনা কর।
২. (ক) গ্লোবাল ব্যবসায়ের বাধাসমূহ বর্ণনা কর।
(খ) গ্লোবাল ব্যবসায়ের পরিবেশের সামাজিক উপাদানসমূহ বর্ণনা কর।
৩. (ক) বাণিজ্য ভারসাম্য ও লেনদেন ভারসাম্যের মধ্যে পার্থক্য বর্ণনা কর।
(খ) কোন অবস্থায় মুদ্রার অবমূল্যায়ন লেনদেন ঘাটতি দূর করতে পারে, আলোচনা কর।
৪. (ক) আন্তর্জাতিক বাণিজ্যের হেকসারওলিন তত্ত্বটি বর্ণনা কর।
(খ) বাণিজ্য হার বা শর্ত প্রভাব বিস্তারিকারী উপাদানসমূহ আলোচনা কর।
৫. (ক) এশীয় উন্নয়ন ব্যাংকের কার্যাবলী বর্ণনা কর।
(খ) লেনদেনর স্থিতি এবং ঋণ স্থিতির মধ্যে পার্থক্য বর্ণনা কর।
৬. (ক) বিনিময় হার উঠানামা বর্ণনা করার কারণসমূহ বর্ণনা কর।
(খ) স্থির এবং পরিববর্তনশীল বিনিময় হারের মধ্যে পার্থক্য বর্ণনা কর।
৭. (ক) গ্লোবাল ব্যবসায়ের পরিবেশের রাজনৈতিক উপাদান সম্পর্কে বর্ণনা কর।
(খ) বিশ্বায়নের পক্ষে যুক্তিসমূহ আলোচনা কর।
৮. (ক) বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহের বৈদেশিক বিনিয়োগের প্রধান প্রধান সমস্যাসমূহ লিখ।
(খ) রপ্তানি বৃদ্ধিতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যাবলী আলোচনা কর।
৯. (ক) গ্লোবাল ব্যবসায় বলতে কি বোঝ?
(খ) গ্লোবাল ব্যবসায়ের সাথে সম্পৃক্ত মৌলিক ধারণাসমূহ আলোচনা কর।
১০. (ক) আন্তর্জাতিক বাণিজ্য কেন সংগঠিত হয়?
(খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব আলোচনা কর।
১১. আন্তর্জাতিক বাণিজ্যের পূর্ণাঙ্গ ব্যয় সুবিধা তত্ত্বটি সমালোচনাসহ আলোচনা কর।
১২. (ক) ব্যবসায় পরিবেশ বলতে কি বোঝ?
(খ) ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী আন্তর্জাতিক পরিবেশের উপাদানসমূহ আলোচনা কর।
১৩. (ক) অবাধ ও সংরক্ষণ বাণিজ্য কাকে বলে?
(খ) অবাধ ও সংরক্ষণ বাণিজ্যের পক্ষে ও বিপক্ষে তোমার যুক্তি দেখাও।
১৪. (ক) শুল্ক ও কোটা কাকে বলে?
(খ) শুল্কের প্রকারভেদ আলোচনা কর।
১৫. (ক) বাণিজ্যের ভারসাম্য কাকে বলে?
(খ) বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বাণিজ্য হারের উঠানামার কারণসমূহ আলোচনা কর।
১৬. কিভাবে বাণিজ্য হার নির্ধারিত হয়।
আরো দেখো : মার্কেটিং ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের মার্কেটিং আন্তর্জাতিক ব্যবসায় সাজেশন pdf সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post