কোর্সটিকায় অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বাগতম। কোর্সটিকায় আজকে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি সাজেশন ২০২৫ আলোচনা করা হবে। অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কমন উপযোগী সকল প্রকার প্রশ্ন-উত্তর এই সাজেশনে দেওয়া হবে। অধিকহারে কমনের জন্য অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাজেশন গুলো অনুশীলন করা হতে পারে উত্তম উপায়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কোর্সটিকায় আজকে আলোচনাকৃত বিষয়টির নাম হচ্ছে– আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি। এই বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩১৯০৩। এখানে, তোমাদের ক-বিভাগে প্রশ্নের সাথে উত্তরও দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই হতে খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. “চূড়ান্ত লক্ষ্য যাই হোক না কেন ক্ষমতাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির একান্ত লক্ষ্য।” – উক্তিটি কার?
উত্তর: “চূড়ান্ত লক্ষ্য যাই হোক না কেন ক্ষমতাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির একান্ত লক্ষ্য।”- উক্তিটি Hans J. Morgenthau এর।
২. ‘Politics Among Nations’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Politics Among Nations’ গ্রন্থটির লেখক হ্যান্স জে, মর্গেন্ধু।
৩. ‘International Relations’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘International Relations’ গ্রন্থটির লেখক সি. এফ. অ্যালগার (C. F. Alger)।
৪. আন্তর্জাতিক আইন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: আন্তর্জাতিক আইন শব্দটি প্রথম জেরেমি বেশ্ব্যম (Jeremy Bentham) ব্যবহার করেন।
৫. ‘Geo-politics’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘Geo-politics’ শব্দটির অর্থ ভূরাজনৈতিক।
৬. “পুঁজিবাদ সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর।”- উক্তিটি কার?
উত্তর: “পুঁজিবাদ সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর।”- উক্তিটি কার্ল মার্কসের।
৭. মন্ট্রিল প্রোটকল কী?
উত্তর: মন্ট্রিল প্রোটকল হলো বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তরকে রক্ষাসংক্রান্ত প্রোটকল।
৮. ‘পঞ্চশক্তি’ বলা হয় কোন রাষ্ট্রগুলোকে?
অথবা, বৃহৎ ‘পঞ্চশক্তি’ কারা?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনকে বৃহৎ শক্তি বলা হয়।
৯. জোহান গালতুং বিশ্ব ব্যবস্থার কয়টি মেরুকরণ ব্যবস্থার কথা বলেছেন?
উত্তর: জোহান গালতুং বিশ্ব ব্যবস্থার সাতটি মেরুকরণ ব্যবস্থার কথা বলেছেন।
১০. নিরস্ত্রীকরণ কী?
উত্তর: অস্ত্র প্রতিযোগিতার অবসানকল্পে সব ধরনের অস্ত্র হ্রাস বা বিলুপ্ত করার নামই নিরস্ত্রীকরণ।
১১. “অভ্যন্তরীণ নীতির সম্প্রসারণই হচ্ছে পররাষ্ট্রনীতি।”- উক্তিটি কার?
উত্তর: “অভ্যন্তরীণ নীতির সম্প্রসারণই হচ্ছে পররাষ্ট্রনীতি।”- উক্তিটি জার্মানির অটোভন বিসমার্কের।
১২. “Extension of domestic policy is foreign policy” -কে-বলেছেন?
উত্তর: “Extension of domestic policy is foreign policy” – অটোভন বিসমার্ক।
১৩. বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে পররাষ্ট্রনীতির উল্লেখ আছে?
উত্তর: বাংলাদেশ সংবিধানের ২৫ ধারায় পররাষ্ট্রনীতির কথা বলা আছে।
১৪. বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা কী?
উত্তর: বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা হলো “সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয়”।
১৫. ‘Diplomacy’ শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: ‘Diplomacy’ শব্দটি ‘Diploma’ গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে।
১৬. গোপন কূটনীতি কী?
উত্তর: যে কূটনৈতিক ব্যবস্থায় পররাষ্ট্রীয় পারস্পরিক আলাপ- আলোচনা, বিষয় ও ফলাফলকে গোপন রাখা হয় তাই গোপন কূটনীতি।
১৭. স্বায়ুযুদ্ধের অবসান হয় কোন সালে?
উত্তর: স্বায়ুযুদ্ধের অবসান হয় ১৯৯১ সালে।
১৮. নয়া উপনিবেশবাদ কী?
অথবা, নব্য-উপনিবেশবাদ কী?
উত্তর: অর্থনৈতিক কৃষ্টিগত ও সামরিক প্রভাব বিস্তারের মাধ্যমে অধিকতর শক্তিশালী রাষ্ট্র কর্তৃক সাবেক ঔপনিবেশিক এলাকার ওপর পরোক্ষ নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব অব্যাহতভাবে চর্চা করার নীতিই নয়া উপনিবেশবাদ।
১৯. SAARC এর পূর্ণরূপ কী?
উত্তর: SAARC এর পূর্ণরূপ হলো South Asian Association For Regional Cooperation.
২০. সার্কের প্রথম মহাসচিব কে?
উত্তর: সার্কের প্রথম মহাসচিব আবুল আহসান (বাংলাদেশ)।
২১. ‘সার্ক’ সচিবালয় কোথায় অবস্থিত?
উত্তর: ‘সার্ক’ সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত।
২২. হট লাইন কী?
উত্তর: হটলাইন হলো সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সর্বোচ্চ যোগাযোগ ব্যবস্থা।
২৩. কত সালে দুই জার্মানি একত্রীকরণ করা হয়?
উত্তর: ১৯৯০ সালে ৩ অক্টোবর দুই জার্মানি একত্রীকরণ করা হয়।
২৪. জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
উত্তর: জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস (পর্তুগাল)।
২৫. জাতিসংঘের কোন দেশগুলো ভেটো ক্ষমতার অধিকারী?
অথবা, VETO ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রের সংখ্যা কয়টি?
উত্তর: জাতিসংঘের পাঁচটি দেশ; যথা: ১. যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. চীন, ৪. ব্রিটেন ও ৫. ফ্রান্স ভেটো ক্ষমতার অধিকারী।
২৬. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত?
উত্তর: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য ও ১০টি অস্থায়ী সদস্যসহ মোট সদস্য সংখ্যা ১৫।
২৭. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা কত?
উত্তর: নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা ১০।
২৮. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
উত্তর: জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।
২৯. UNCTAD এর পূর্ণরূপ কী?
উত্তর: UNCTAD এর পূর্ণরূপ United Nation Conference on Trade and Development.
৩০. কত সালে IMF প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৪ সালের জুলাই মাসে IMF প্রতিষ্ঠিত হয়।
৩১. IBRD এর পূর্ণরূপ কী?
উত্তর: IBRD এর পূর্ণরূপ- International Bank for Reconstruction and Deveolpment.
৩২. IBRD এর সদর দপ্তর কোথায়?
উত্তর: IBRD এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. আন্তর্জাতিক রাজনীতির সংজ্ঞা দাও।
২. আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দাও।
৩. আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের দুটি পদ্ধতি বর্ণনা কর।
৪. জাতীয় নিরাপত্তার প্রতি হুমকিসমূহ কী?
৫. জাতীয় শক্তির সংজ্ঞা দাও।
অথবা, জাতীয় শক্তি কী?
৬. পরাশক্তি বলতে কী বুঝ?
৭. ত্রাসের সাম্য ধারণাটি ব্যাখ্যা কর।
৮. শক্তি সাম্য ও ত্রাসের সাম্যের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।
৯. নিরস্ত্রীকরণ বলতে কী বুঝ?
১০. পররাষ্ট্রনীতির উদ্দেশ্যসমূহ লেখ।
১১. কূটনীতি বিমুক্তি কী?
১২. অর্থনৈতিক কূটনীতি কী?
১৩. স্নায়ুযুদ্ধের কারণসমূহ কী?
অথবা, স্নায়ুযুদ্ধের কারণসমূহ বর্ণনা কর।
১৪. একমেরু ব্যবস্থা বলতে কী বুঝ?
১৫. বহুমেরুকেন্দ্রিকতা বলতে কী বুঝায়?
অথবা, বহুমেরুকেন্দ্রিকতা বলতে কী বুঝ?
১৬. বাফার স্টেট কী?
১৭. জোটনিরপেক্ষ আন্দোলন কী?
১৮. জোটনিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য লেখ।
অথবা, জোটনিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১৯. OIC সম্পর্কে সংক্ষেপে লেখ।
২০. উপনিবেশবাদ বলতে কী বুঝ?
২১. নব্য উপনিবেশবাদ কী?
অথবা, নব্য উপনিবেশবাদ বলতে কী বুঝ?
২২. আন্তর্জাতিকতাবাদ কী?
অথবা, আন্তর্জাতিকতাবাদ বলতে কী বুঝ?
২৩. নয়া আন্তর্জাতিক অর্থব্যবস্থা কী?
২৪. মুক্তবাজার অর্থনীতি কী?
গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন
১. আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা কর।
অথবা, আন্তর্জাতিক রাজনীতি পাঠের গুরুত্ব আলোচনা কর।
২. আন্তর্জাতিক রাজনীতির নিয়ন্ত্রণকারী শক্তিসমূহ সম্পর্কে আলোচন কর।
৩. ক্ষুদ্র রাষ্ট্র বলতে কী বুঝ? ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার উপায়সমূহ বর্ণনা কর।
অথবা, ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার উপায়সমূহ বর্ণনা কর।
৪. আন্তর্জাতিক বিরোধসমূহের শান্তিপূর্ণ মীমাংসায় জাতিসংঘের ভূমিকা আলোচনা কর।
৫. একটি জাতি অন্য একটি জাতির চেয়ে অধিকতর শক্তিশালী হওয়ার কারণগুলো বর্ণনা কর।
৬. শক্তির ভারসাম্য রক্ষার উপায়সমূহ বর্ণনা কর।
অথবা, শক্তির ভারসাম্য রক্ষার উপায়সমূহ আলোচনা কর।
অথবা, শক্তির ভারসাম্য রক্ষার কৌশলসমূহ আলোচনা কর।
৭. পররাষ্ট্রনীতি বলতে কী বুঝায়? পররাষ্ট্রনীতির নির্ধারক উপাদানসমূহ আলোচনা কর।
৮. বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।
৯. বাংলাদেশের পররাষ্ট্রনীতির নির্ধারকসমূহ ব্যাখ্যা কর।
১০. জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কূটনীতিকদের ভূমিকা ও কার্যাবলি আলোচনা কর।
১১. কূটনীতিক বিমুক্তি কী? একজন কূটনীতিবিদ কী কী সুবিধাভোগ করেন?
১২. পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে মূল্যায়ন কর।
১৩. সার্কের গঠন ও কার্যক্রম আলোচনা কর।
১৪. সার্কের ব্যর্থতার কারণসমূহ আলোচনা কর।
১৫. সদস্য দেশসমূহের আর্থসামাজিক উন্নয়নে সার্কের ভূমিকা মূল্যায়ন কর।
১৬. বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘকে মূল্যায়ন কর।
১৭. জাতিসংঘকে কীভাবে আরও অধিক কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা যায় তা আলোচনা কর।
অথবা, জাতিসংঘকে অধিকতর কার্যকর করার ব্যবস্থা বর্ণনা কর।
১৮. বিশ্বায়ন কী? উন্নয়নশীল দেশসমূহে বিশ্বায়নের প্রভাব বর্ণনা কর।
অথবা, বিশ্বায়নের সুফল ও কুফল আলোচনা কর।
১৯. তৃতীয় বিশ্বের নব্য ঔপনিবেশিক শোষণের বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা কর।
২০. নয়া আন্তর্জাতিক অর্থব্যবস্থা কী? বিশ্ব অর্থনীতিতে এর কার্যকারিতা আলোচনা কর।
কোর্সটিকায় আজকে আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনাকৃত অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরগুলো চর্চার মাধ্যমে তোমরা পরীক্ষায় অধিকহারে কমন পাবে বলে আমরা আশাবাদী। এখানে তোমরা ক-বিভাগ এর উত্তরগুলো পেয়ে যাবে। খ ও গ-বিভাগের উত্তরগুলো বইয়ে খুঁজলেই পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post