আমাদের নতুন গৌরবগাথা mcq প্রশ্ন উত্তর : এটা কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। তবু ফ্যাসিবাদী সরকারের বিপক্ষের সকল রাজনৈতিক দল এতে অংশগ্রহণ করেছিল। এর দাবিনামার মধ্যে প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক কোনো দাবিও অন্তর্ভুক্ত ছিল না।
ছাত্রসমাজ তাদের শিক্ষাজীবন শেষে ন্যায্যতার ভিত্তিতে কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে বাধা নিরসনের জন্য কোটাব্যবস্থার সংস্কার চেয়েছিল। অনেক অত্যাচার-নির্যাতনের পর এই দাবি মেনে নেওয়া হলেও কৌশলে তা আবার ফিরিয়ে আনা হয়। ফলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে যেতে বাধ্য হয়।
আমাদের নতুন গৌরবগাথা mcq প্রশ্ন উত্তর
১. ‘আমাদের নতুন গৌরবগাথা’ প্রবন্ধে কোন গণঅভ্যুত্থানের কথা বলা হয়েছে?
ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
খ. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
● ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান
ঘ. ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন
২. ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মূল নেতৃত্ব কারা দিয়েছিল?
ক. বিরোধী রাজনৈতিক দলগুলো
● সাধারণ শিক্ষার্থীরা
গ. সরকার-বিরোধী জোট
ঘ. সেনাবাহিনী
৩. শিক্ষার্থীরা প্রাথমিকভাবে কোন দাবির জন্য আন্দোলন শুরু করেছিল?
ক. ন্যায্য মজুরি দাবি
খ. শিক্ষা ব্যবস্থা সংস্কার
● কোটাব্যবস্থা পুনর্বিন্যাস
ঘ. সরকারি দুর্নীতির প্রতিবাদ
৪. আন্দোলনটি কোন বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়?
ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়
খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
● ঢাকা বিশ্ববিদ্যালয়
৫. গণঅভ্যুত্থান শুরুর সময় কোন ঋতু বিরাজমান ছিল?
● বর্ষা
খ. গ্রীষ্ম
গ. শীত
ঘ. বসন্ত
৬. আন্দোলন চলাকালে কারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. রাজনৈতিক নেতারা
● ছাত্র-ছাত্রীরা
গ. শিল্পপতিরা
ঘ. সরকারি কর্মকর্তা
৭. শিক্ষার্থীরা তাদের আন্দোলনকে কী নামে পরিচালনা করেছিল?
ক. ছাত্র ঐক্য আন্দোলন
● বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
গ. গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন
ঘ. বাংলাদেশ ছাত্র সংগ্রাম
৮. আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সরকারপ্রধানের কী পরিণতি হয়?
ক. তিনি আন্দোলনকারীদের দাবি মেনে নেন
খ. তিনি পদত্যাগ করেন
● তিনি দেশ থেকে পালিয়ে যান
ঘ. তাকে আটক করা হয়
৯. কোন ঘটনাটি আন্দোলনের অন্যতম প্রধান দিক-নির্ণায়ক ছিল?
ক. সরকারের পদত্যাগ
খ. বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ
● ছাত্রীদের ব্যাপক অংশগ্রহণ
ঘ. সেনাবাহিনীর অভ্যুত্থান
১০. আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে কী ধরনের দমননীতি গ্রহণ করা হয়েছিল?
ক. শান্তিপূর্ণ সমঝোতা
খ. সেনাবাহিনী মোতায়েন
● হত্যা ও দমননীতি
ঘ. জরুরি অবস্থা ঘোষণা
১১. আন্দোলন কোন দাবিতে গণঅভ্যুত্থানে পরিণত হয়?
ক. কেবল কোটাব্যবস্থা সংস্কার
খ. শিক্ষার্থীদের বৃত্তি বৃদ্ধি
● স্বৈরাচারী সরকারের পতন
ঘ. বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা সমাধান
১২. আন্দোলনে কোন ঘটনার পর দেশব্যাপী সমর্থন আরও বৃদ্ধি পায়?
● ছাত্র হত্যার ঘটনা
খ. বিরোধীদলীয় সমর্থন
গ. আন্তর্জাতিক চাপ
ঘ. ধর্মীয় সংগঠনের সংহতি
১৩. আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার পর সরকার কী করেছিল?
● কোটার পরিমাণ হ্রাস করে
খ. শিক্ষার্থীদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেয়
গ. আন্দোলনকারীদের পুরস্কৃত করে
ঘ. শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি করে
১৪. আন্দোলনে কোন শ্রেণির জনগণ সবচেয়ে বেশি সংহতি প্রকাশ করেছিল?
ক. কেবল ছাত্র-ছাত্রী
খ. কেবল শ্রমিক
● ছাত্র-ছাত্রী, নাগরিক সমাজ, বিভিন্ন পেশাজীবী
ঘ. রাজনৈতিক নেতারা
১৫. আন্দোলনের সফলতা কী নির্দেশ করে?
ক. শিক্ষার্থীদের ক্ষমতা দখল
খ. একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব
● জনগণের সম্মিলিত শক্তির বিজয়
ঘ. সামরিক শাসনের সূচনা
১৬. আন্দোলনের সময় প্রধান প্রতিবাদ পদ্ধতি কী ছিল?
● শান্তিপূর্ণ মিছিল ও অবস্থান
খ. সশস্ত্র বিদ্রোহ
গ. ধর্মঘট ও সড়ক অবরোধ
ঘ. আন্তর্জাতিক আদালতে মামলা
আমাদের নতুন গৌরবগাথা বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১৭. আন্দোলনে সবচেয়ে বেশি ব্যবহৃত স্লোগান কোনটি ছিল?
ক. “আমাদের দাবি মানতে হবে”
খ. “অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও”
● “স্বৈরাচার নিপাত যাক”
ঘ. “শিক্ষার জন্য সংগ্রাম”
১৮. গণঅভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কী ভূমিকা পালন করে?
● আন্দোলনের তথ্য প্রচার
খ. গুজব ছড়ানো
গ. সরকারি সেন্সরশিপ
ঘ. আন্দোলন দমন করা
১৯. আন্দোলনের অন্যতম প্রধান চ্যালেঞ্জ কী ছিল?
● সরকারের কঠোর দমননীতি
খ. আন্দোলনকারীদের মধ্যে বিভেদ
গ. আন্তর্জাতিক সমর্থনের অভাব
ঘ. জনগণের কম অংশগ্রহণ
২০. আন্দোলনের সময় কোন গোষ্ঠী সরকারের পক্ষে অবস্থান নেয়?
ক. সেনাবাহিনী
খ. সরকারি চাকরিজীবীরা
● স্বার্থান্বেষী রাজনৈতিক দল
ঘ. শ্রমিক সংগঠন
২১. আন্দোলনের পর নতুন সরকার গঠনের প্রধান চ্যালেঞ্জ কী ছিল?
ক. অর্থনৈতিক অস্থিতিশীলতা
খ. শিক্ষাখাত পুনর্গঠন
গ. আন্দোলনকারীদের সংহতি বজায় রাখা
● রাজনৈতিক অস্থিতিশীলতা
২২. কোন শ্রেণির জনগণ আন্দোলনের সাথে শেষ পর্যন্ত যুক্ত হয়?
ক. কেবল শিক্ষার্থী
খ. কেবল বুদ্ধিজীবীরা
● সকল শ্রেণির জনগণ
ঘ. কেবল নিম্নবিত্ত শ্রমিক
২৩. ২৪ এর গণঅভ্যুত্থানকে কোন ঐতিহাসিক আন্দোলনের সাথে তুলনা করা হয়?
ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
খ. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
গ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
● ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন
২৪. গণঅভ্যুত্থানের পর শিক্ষাখাতে কী পরিবর্তন আসে?
ক. শিক্ষা ব্যয় কমে যায়
খ. বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসন পায়
● সরকার শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়ায়
ঘ. শিক্ষার্থীদের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করা হয়
২৫. আন্দোলনের ফলে সরকারের কী পরিবর্তন হয়?
ক. নতুন নির্বাচন হয়
খ. পুরনো সরকার টিকে থাকে
গ. সামরিক শাসন চালু হয়
● অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় বসে
২৬. আন্দোলনে কোন শ্রেণির শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অংশগ্রহণ করে?
ক. স্কুলের শিক্ষার্থীরা
খ. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
গ. কারিগরি শিক্ষার্থীরা
● সকল স্তরের শিক্ষার্থীরা
২৭. আন্দোলনের পর জনগণের মধ্যে কী পরিবর্তন লক্ষ্য করা যায়?
● রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি
খ. সরকারি চাকরিতে আগ্রহ হ্রাস
গ. শিক্ষা ব্যবস্থার প্রতি অনাগ্রহ
ঘ. আন্তর্জাতিক সহযোগিতার উপর নির্ভরতা
২৮. কোন আন্তর্জাতিক সংস্থা আন্দোলনের ব্যাপারে মন্তব্য করেছিল?
● জাতিসংঘ
খ. বিশ্বব্যাংক
গ. ইউরোপীয় ইউনিয়ন
ঘ. আন্তর্জাতিক বিচার আদালত
২৯. আন্দোলনের পর গণমাধ্যমের ভূমিকা কেমন ছিল?
● নিরপেক্ষ প্রতিবেদন
খ. আন্দোলনকারীদের সমর্থন
গ. সরকারি অবস্থান প্রচার
ঘ. আন্দোলন দমনে সহায়তা
৩০. গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠায় কীভাবে সাহায্য করেছে?
ক. নতুন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে
খ. জনগণের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করে
গ. স্বৈরাচারী নীতির অবসান ঘটিয়ে
● উপর্যুক্ত সবগুলো
৩১. আন্দোলন দমনে সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছিল?
ক. শান্তিপূর্ণ আলোচনা
● দমন-পীড়ন ও গ্রেপ্তার
গ. আন্দোলনকারীদের সমর্থন
ঘ. আন্তর্জাতিক আদালতে মামলা
৩২. আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল কী ছিল?
ক. সংবিধান সংশোধনের দাবি
● শিক্ষার্থীদের ১০ দফা দাবি
গ. অর্থনৈতিক সংস্কার প্রস্তাব
ঘ. আন্তর্জাতিক নীতিমালা
আরও দেখো—SSC শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
নবম-দশম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা সাহিত্য বই থেকে একুশের গল্প mcq প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক সৃজনশীল, অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post