আমাদের লোকশিল্প প্রবন্ধটি আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। লেখক এ প্রবন্ধে বাংলাদেশের লোকশিল্প ও লোক-ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন । এ বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় রয়েছে।
আমাদের নিত্যব্যবহার্য অধিকাংশ জিনিসই এ কুটিরশিল্পের ওপর নির্ভরশীল ।
শিল্পগুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্পের মধ্যে গণ্য করা যেতে পারে । পূর্বে আমাদের দেশে যে সমস্ত লোকশিল্পের দ্রব্য তৈরি হতো তার অনেকগুলোই অত্যন্ত উচ্চমানের ছিল। ঢাকাই মসলিন তার অন্যতম। ঢাকাই মসলিন অধুনা বিলুপ্ত হলেও ঢাকাই জামদানি শাড়ি অনেকাংশে সে স্থান অধিকার করেছে।
বর্তমানে জামদানি শাড়ি দেশে-বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু। নকশি কাথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প। এ শিল্প আজ বিলুপ্তপ্রায় হলেও এর কিছু কিছু নমুনা পাওয়া যায়। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কীথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন । কাঁথার প্রতিটি সুচের ফোঁড়ের মধ্যে লুকিয়ে আছে এক-একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাঁথা ।
আমাদের দেশের কুমোরপাড়ার শিল্পীরা বিভিন্ন ধরনের তৈজসপত্র ছাড়াও পোড়ামাটি দিয়ে নানা প্রকার শৌখিন দ্রব্য তৈরি করে থাকে। নানা প্রকার পুতুল, মূর্তি ও আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট ইত্যাদি তারা গড়ে থাকে।
খুলনার মাদুর ও সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত। আমাদের দেশের এই যে লোকশিল্প তা সংরক্ষণের দায়িত আমাদের সকলের । লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি।
►► উত্তর ডাউনলোড : ভাব ও কাজ
►► উত্তর ডাউনলোড : অতিথির স্মৃতি
►► উত্তর ডাউনলোড : পড়ে পাওয়া
►► উত্তর ডাউনলোড : তৈলচিত্রের ভূত
►► উত্তর ডাউনলোড : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
►► উত্তর ডাউনলোড : আমাদের লোকশিল্প
►► উত্তর ডাউনলোড : সুখী মানুষ
►► উত্তর ডাউনলোড : বাংলা নববর্ষ
►► উত্তর ডাউনলোড : মংডুর পথে
►► উত্তর ডাউনলোড : বাংলা ভাষার জন্মকথা
আমাদের লোকশিল্প সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : দাড়িয়াপাড়া গ্রামের রহিমা গরিগ্র হলেও শিল্পী মনের অধিকারী। ছোটবেলা থেকেই সে বাঁশ ও বেত দিয়ে সংসারে প্রয়োজনীয় অনেক জিনিস তৈরি করত। কিন্তু আচমকা একদিন তার স্বামী মারা গেলে দুই সন্তান নিয়ে সে পথে বসে। রহিমা উপায়ান্তর না দেখে অবশেষে সুই-সুতা হাতে তুলে নেয়। সে তার সুখ-দুঃখের জীবনালেখ্য দীঘল সুতার টানে ভাষা দিতে থাকে। একদিন বেসরকারি একটি সংস্থার মাধ্যমে তার সুচিশিল্পগুলো বিদেশে যায় এবং মোটা অঙ্কের অর্থপ্রপ্তির পাশাপাশি সে প্রচুর সুনাম অর্জন করেন।
ক. কোন এলাকার ‘মাদুর’ সকলের কাছে প্রিয়?
খ. ‘ঢাকাই মসলিনের কদর ছিল দুনিয়া জুড়ে।’ বলতে কী বোঝায়?
গ. স্বামীর মৃত্যুর পর রহিমার কাজটি ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধে কীসের প্রতিনিধিত্ব করে? বর্ণনা কর।
ঘ. দেশের অর্থনৈতিক উন্নয়নে রহিমার অবদান ‘আমাদের লোকশিল্প ’ প্রবন্ধের আলোকে মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ২ : সেঁজুতির স্কুলে বার্ষিক লোকশিল্প মেলা চলছিল। সে মেলায় মাটির তৈরি একাধিক পুতুল জমা দেয়। সেগুলো একটি গ্রামীণ পরিবারকে প্রতিানধিত্ব করে। দর্শনার্থী, বিচারক এবং প্রতিযোগী সবাই মুগ্ধ হয়ে দেখেন এটি। একজন মন্তব্য লেখেণ, আমাদের লোকশিল্প যে সমৃদ্ধ, তা বলে শেষ করার মতো নয়। কিন্তু সময় ও রুচির পরিবর্তনে তা আজ প্রায় ধ্বংসোন্মুখ। আমাদের সকলের এখনই এর প্রতি নজর দেয়া উচিত। নইলে অচিরেই এ শিল্পধারাকে আমরা হারাব।
ক. শিল্পগুণ বিচারে আমদের কুটিরশিল্প কোন শিল্পের মধ্যে পড়ে?
খ. বর্ষাকালে নকশিকাঁথা তৈরির জন্য উপযুক্ত সময় কেন?
গ. সেঁজুতির উদ্যোগ আমাদের লোকশিল্পকে কোন কারিগরের শিল্পকে প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে লোকশিল্প বাঁচিয়ে রাখার যে তাগিদ অনুভূত হয়েছে তা ‘আমদের লোকশিল্প’ প্রবন্ধের লেখকের বক্ত্যকে সমর্থন করে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : কলিদের বিদ্যালয় থেকে শিক্ষসফরে সোনারগাঁ লোকশিল্প জাদুঘর দেখতে যায়। সোনারগাঁয়ে তখন লোকজ মেলা চলছিল। তারা মেলা ঘুরে ঘুরে মাটির তৈরি ফুলদানি, গহনা, বাসন-কোসন ইত্যাদি দেখে বেশ মজা পেল এবং কিছু জিনিস কিনল। তাদের শিহাব স্যার বললেন, ‘‘লোকজ ঐতিহ্যের এসব মূল্যবান জিনিস আজকাল সচরাচর দেখাই যায় না। এ ঐতিহ্যগুলো রক্ষায় আমাদের যত্নবান হওয়া উচিত।’’
ক. কোন অঞ্চলের কাঠের নৌাকা বেশ নিপুনতার দাবি রাখে?
খ. ‘‘বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে- বিদেশে শুধু পরিচিতই নয়, গর্বের বস্তু।’’- কেন? ব্যাক্যা কর।
গ. উদ্দীপকের করিদের দেখা বস্তুগুলো ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের কোন উপাদানকে নির্দেশ করে? বর্ণনা কর।
ঘ. ‘‘উদ্দীপকের শিহাব স্যারের বক্তব্যে ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের লেখকের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।”- বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : মাশফির ঈদে তার এক বন্ধুকে রংপুরের কারুপণ্যের দোকান থেকে মাটির তৈরি শিল্পসামগ্রী কিনে উপহার দেয়। বন্ধুটি এরকম উপহার পেয়ে খুব খুশি। মাশফিরও গ্রামীণ হস্তশিল্প উপহার দিতে পেরে গর্বিত। মাশফির মনে করে, তার মতো সবাই যদি এগিয়ে আসে তাহলে গ্রামীণ এ শিল্পের প্রসারের সাথে আমাদের ঐতিহ্যও রক্ষা পেতে পারে।
ক. খাদি কাপরের বিশেষত্ব কী?
থ. জামদানি শাড়ি আমাদের গর্বের বস্তু কেন?
গ. উদ্দীপকে মাশফিরের দেয়া উপহার ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের কোন লোকশিল্পের পরিচয় বহন করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের মাশফিরের এ মানসিকতা আমাদের লোক-ঐতিহ্য সংরক্ষণে কতটুকু ভূমিকা পালন করবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : অসহায় হতদরিদ্র মহিলাদের পুনর্বাসনের জন্য সমাজসেবী জনাব আতাউর রহমান একটি হস্তশিল্প কারখানা প্রতিষ্ঠা করেন। এখান প্রশিক্ষণ নিয়ে অনেক নারী বাঁশ, বেত ও চটের তৈরি নানান জিনিস বানিয়ে আজ সচ্ছলতার মুখ দেখছে দেশী- বিদেশী বহু প্রদর্শনীতে তাদের তৈরি পণ্য খ্যাতি অর্জন করেছে। জনাব আতাউর রহমানের প্রতিষ্ঠানটি তাই এলাকার গর্বের একটি প্রতিষ্ঠান।
ক. ‘ঐতিহ্য কী?
খ. আমাদের গ্রামের ঘরে ঘরে তৈরি হাতপাখা, ফুলপিঠা মোটেই অবহেলার জিনিস নয় কেন?
গ. উদ্দীপকে ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের কোন দিকের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যাকর।
ঘ. “জনাব আতাউর রহসানের কর্মকা-ই যে কামরুল হাসানের কাক্সিক্ষত”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৬ :
উদ্দীপক-১:
কেউবা রঙিন কাঁথায় মেলিয়া
বুকের স্বপন খানি
তারে ভাষা দেয় দীঘল সূতায়
মায়াবি আখর টানি।
উদ্দীপক-২:
মিলু তার বিদ্যালয় থেকে শিক্ষাসফরে সোনারগাঁ যায়। সেখানে নানা লোকশিল্পের উপকরণ দেখে সে মুগ্ধ। তার শিক্ষক তাকে ও তার সহপাঠীদেরকে দেশীয় ঐতিহ্যের বিভিন্ন শিল্পের পরিচয় দেন এবং বলেন এসব আমাদের লোকশিল্পের অমূল্য সম্পদ। এ সম্পদগুলোর ব্যবহার এবং সংরক্ষণে তোমরা যত্নবান হবে।
ক. বরিশলের কী নিপুণতার দাবি রাখে?
খ. কাঁথার নাম নকশিকাঁথা- কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক-১ এ ‘‘আমাদের লোকশিল্প” প্রবন্ধের ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপক-২ এর শিক্ষকের দৃষ্টিভঙ্গি ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের লেখকের প্রত্যাশারই প্রতিফলন।- বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : জাবেদ চৌধুরী প্যারিসে বসবাস করেন। সেখানে একদিন তিনি আন্তর্জাতিক লোকশিল্প মেলা দেখতে গিয়ে অবাক বিস্ময়ে লক্ষ করলেন, বাংলাদেশের নকশিকাঁথা ও জামদানি শাড়ির সেখানে কত কদর! সেগুলো বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেশের মানুষ দেশের পণ্যকে কদর দিতে শিখল না
ক. ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে?
খ. বর্ষাকালে নকশিকাঁথা তৈরির উপযুক্ত সময় কেন?
গ. জাবেদ চৌধুরীর মন্ভোবের সঙ্গে ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের লেখকের মানসিকতার যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘স্বদেশি পণ্য কিনে হও ধন্য। এর বাস্তবায়নে আমাদের সবার এগিয়ে আসতে হবে।’- উক্তিটি উদ্দীপক ও প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : সীমা শীতের ছুটিতে বাবার সাথে সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে বেড়াতে যায়। সে জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে রং-বেরঙের মাটির তৈরি জিনিসপত্র, নকশিকাঁথা, ঢাকাই মসলিনসহ অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র দেখে মুগ্ধ হয়। কথা প্রসঙ্গে তার বাবা তাকে বলেন, ‘বর্তমান যান্ত্রিক শিল্পের প্রভাবে এগুলো হারিয়ে যেতে বসেছে। আমাদের সবাইকে এসব হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে।’
ক. ঢাকার মসলিন একসময় কাদের বিলাসের বস্তু ছিল?
খ. ‘বর্তমানে জামদানি শাড়ি দেশে- বিদেশে শুধু পরিচিতই নয়, গর্বের বস্তু।’ কথাটি বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকে সীমার বাবার উক্তিতে লেখক কামরুল হাসানের চেতনারই প্রতিফলন ঘটেছে।’- মন্তব্যটির যৌক্তিকতা বিচার কর।
সৃজনশীল প্রশ্ন ৯ : শাকিরা বাবার সাথে বাণিজ্য মেলায় গিয়েছিল। বাবা কিছু বিদেশি জিনিস কিনে দিতে চাইল। কিন্তু শাকিরা দেশি মাটির তৈরি কিছু শৌখিন সামগ্রী কিনল। যেমন- ফুলদানি, ছাইদানি, পিঠার ছাঁচ, হাঁড়ি পাতিল ইত্যাদি।
ক. জামদানি কারিগরদের বসবাস কোন গ্রামে?
খ. বর্ষা মৌসুমই নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময় কেন?
গ. শাকিরার কেনা সামগ্রী ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের যে দিকটি ইঙ্গিত করে তা ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ইঙ্গিতপূর্ণ দিকটিই ‘াামাদের লোকশিল্প’ প্রবন্ধের একমাত্র দিক নয়।- উক্তিটি মূল্যায়ণ কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : জমিলা একজন অসহায় নারী। জীবিকা নির্বাহের জন্য হাতপাখা তৈরি করে বিক্রি করেন। তাঁর হাতপাখা সবাই খুব পছন্দ করেন। কারণ সেখানে নদী, মাছ, পশু-পাখি, প্রাকৃতিক দৃশ্য প্রভৃতির নকশা থাকে। জমিলা জানান, এগুলো তৈরি করতে অনেক সময় লাগে। যে দামে বিক্রি করি তাতে পোষায় না। তাই কতদিন এ কাজ চলবে তা কেউ জানে না।
ক. কামরুল হাসান কোথায় অধ্যাপনা করেছিলেন?
খ. মসলিনের বৈশিষ্ট্য কী কী?
গ. উদ্দীপকটি নকশিকাঁথা তৈরির সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? বর্ণনা কর।
ঘ. ‘‘কতদিন এ কাজ চলবে, তা কেউ জানে না’’- উক্তিটির আলোকে নকশিকাঁথার ভবিষ্যৎ ব্যাখ্যা কর।
►► উত্তর ডাউনলোড : ভাব ও কাজ
►► উত্তর ডাউনলোড : অতিথির স্মৃতি
►► উত্তর ডাউনলোড : পড়ে পাওয়া
►► উত্তর ডাউনলোড : তৈলচিত্রের ভূত
►► উত্তর ডাউনলোড : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
►► উত্তর ডাউনলোড : আমাদের লোকশিল্প
►► উত্তর ডাউনলোড : সুখী মানুষ
►► উত্তর ডাউনলোড : বাংলা নববর্ষ
►► উত্তর ডাউনলোড : মংডুর পথে
►► উত্তর ডাউনলোড : বাংলা ভাষার জন্মকথা
অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post