আমাদের লোকশিল্প mcq : বর্ষাকালে পানি থই থই করে, ঘর থেকে বাইরে বের হওয়া যায় না। যার ফলে বর্ষাকাল নকশিকাঁথা তৈরির জন্য উপযুক্ত সময়। বর্ষাকালে বৃষ্টির কারণে বাইরে যাওয়া যায় না। এ সময় গ্রামের মেয়েরা ঘরের কাজ শেষ করে দুপুরের খাওয়ার পর সবাই নকশিকাঁথা সেলাই করতে বসে।
সুযোগ পেলে পাড়া-প্রতিবেশীরাও যোগ দেয় তাদের সঙ্গে। বর্ষার অবসরে গ্রামীণ মেয়েরা নকশিকাঁথা সেলাইয়ের উৎসবে মেতে ওঠে। বর্ষাবন্দি পরিবেশ গ্রামের মেয়েদের নকশিকাঁথা সেলাইয়ের একটি অপূর্ব সুযোগ সৃষ্টি করে দেয়। তাই বর্ষাকালকে নকশিকাঁথা তৈরির উপযুক্ত সময় বলা হয়।
আমাদের লোকশিল্প mcq
১. কোনটি মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল?
ক নকশিকাঁথা
● ঢাকাই মসলিন
গ খদ্দরের কাপড়
ঘ শীতলপাটি
২. মসলিনের কারিগরদের বংশধরেরা আজও কোথায় বসবাস করছে?
ক কুমিল্লা
খ সিলেট
গ পার্বত্য চট্টগ্রাম
● নারায়ণগঞ্জ
৩. মসলিনের ঐতিহ্য লালন করছে কোনটি?
ক নকশিকাঁথা
● জামদানি শাড়ি
গ টেপা পুতুল
ঘ শীতলপাটি
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
কামাল তার বন্ধুর জন্মদিনে উপহার দিল একটি পিতলের কলস। এতে অনেকেই তাকে নিয়ে উপহাস করলেও অতীতে দুনিয়া জুড়ে আমাদের কারিগরদের কাজের উচ্চমানের কথা মনে করে কামাল গর্ববোধ করছিল।
৪. কামালের দেয়া উপহারটিকে শিল্পগুণ বিচারে কোন শ্রেণির অন্তর্ভুক্ত করা যায়?
ক আধুনিক শিল্প
● কুটির শিল্প
গ চারু শিল্প
ঘ মৃৎ শিল্প
৫. এরূপ উপহার দেয়ার পেছনে কামালের উদ্দেশ্যকে ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের আলোকে বলা যায়-
র. অর্থ সাশ্রয় করা
রর. লোকশিল্পকে বাঁচিয়ে রাখা
ররর. ঐতিহ্যকে ধরে রাখা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও রর
৬. ঢাকাই মসলিনের ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য
র. দুনিয়াজুড়ে সমাদৃত রর.বিদেশি কারিগর দিয়ে তৈরি
ররর. অতি সূক্ষ্ম সুতা দিয়ে বোনা
নিচের কোনটি সঠিক?
ক র
খ র ও রর
● র ও ররর
ঘ রর ও ররর
৭. আমাদের দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে কোনটি?
ক নকশিকাঁথা
● কাপড়ের পুতুল
গ শীতলপাটি
ঘ মাটির টেপা পুতুল
৮. মাদুরের জন্য কোন জেলা বেশ পরিচিত?
ক সিলেট
খ কুমিল্লা
● খুলনা
ঘ নোয়াখালী
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
দিনমান বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিনের শিক্ষাসফরে কুমিল্লা যায়। শহরের কাপড়ের দোকানগুলো দেখে তারা মুগ্ধ হয়। কেউ কেউ স্মৃতির স্মারক হিসেবে রুমাল কেনে। শালবন বিহারে গিয়ে পুরনো ইটের কাজ তারা ইতিহাস ও ঐতিহ্যের প্রতি অনুরাগী হয়।
৯. উদ্দীপকের শিক্ষার্থীরা ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের কোন বিশেষ দিকটি দেখেছে?
ক বস্ত্র ও নকশা
খ কাপড় ও টেরাকোটা
গ জামদানি ও পুতুল
● খাদি ও পোড়ামাটি
১০. উক্ত দিকে যে বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে-
র. হাতে তৈরি
রর. নকশাদার ইট
ররর. রুচি
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
১১. প্রয়োজনের চেয়েও সৌন্দর্যপ্রিয়তা প্রাধান্য পায় কোন লোকশিল্পে?
ক শীতল পাটি
● জামদানি
গ শিকা
ঘ মাদুর
১২. ‘হাসিয়া’ শব্দটির দ্বারা বুঝায়-
ক শীতলপাটির কাজ
● খাট-পালঙ্কের কারুকাজ
গ নৌকায় অঙ্কিত কারুকাজ
ঘ পোড়ামাটির কাজ
১৩. বরিশালে কাঠের তৈরি কোন বস্তুটি বেশ নিপুণ?
ক পুতুল
খ ঘর
● নৌকা
ঘ দরজা
১৪. লোকশিল্প আজ লুপ্তপ্রায় কেন?
ক ক্রেতার অভাবে
● সংরক্ষণের অভাবে
গ কারিগরের স্বল্পতায়
ঘ কাঁচামালের স্বল্পতায়
১৫. তাঁতশিল্প শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠার কারণ-
র. ভৌগোলিক অবস্থান
রর. অনুকূল আবহাওয়া
ররর. পরিবহন সুবিধা
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
১৬. কামরুল হাসানের মৃত্যু সাল কোনটি?
ক ১৯৬১
খ ১৯৭১
● ১৯৮৮
ঘ ১৯৯৮
১৭. মসলিনের সাথে জামদানি শাড়ির সম্পর্ক রয়েছে-
র. ঐতিহ্যে
রর. কারিগরি দক্ষতায়
ররর. মূল্যমানে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
১৮. মসলিনের কারিগরদের বংশধরেরা আজও কোথায় বসবাস করছে?
ক সিলেট
খ কুমিল্লা
গ মুন্সীগঞ্জ
● নারায়ণগঞ্জ
১৯. কোন ধরনের কাজকে হাসিয়া বলে?
● কাঠের কারুকার্য
খ নকশিকাঁথা সেলাই
গ খাদি কাপড় তৈরি
ঘ তৈজসপত্র তৈরি
২০. কোনটি তৈজসপত্র?
ক মাটির কলস
খ সানকি
গ দইয়ের ভাঁড়
● কাঁসার থালা
২১. প্রয়োজনের চেয়েও সৌন্দর্যপ্রিয়তা প্রাধান্য পায় কোন লোকশিল্পে?
ক শীতলপাটি
খ জামদানি
● শিকা
ঘ মাদুর
২২. কাপড়ের তৈরি পুতুলের বৈশিষ্ট্য কোনটি?
ক বাস্তবসম্মত
খ জনপ্রিয়
● প্রতীকধর্মী
ঘ সাবলীল
২৩. নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?
ক বুড়িগঙ্গা
● শীতলক্ষ্যা
গ মেঘনা ঘ যমুনা
২৪. বরিশালে কাঠের তৈরি কোন বস্তুটি বেশ নিপুণ?
ক পুতুল
খ ঘর
● নৌকা
ঘ দরজা
২৫. ‘প্রস্তুতি বিচারে’ আবহাওয়া অনুকূল লোকশিল্প হচ্ছে-
ক হাতপাখা ও শীতলপাটি
খ কাঠের নৌকা ও সোলার টোপর
● নকশিকাঁথা ও জামদানি
ঘ শিকা ও কাপড়ের পুতুল
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৬. কামরুল হাসানের আঁকা ছবিতে কোনটি ফুটে উঠেছে? (জ্ঞান)
ক শহুরে জীবনের নানা উপাদান]
● লোকজ জীবনের নানা উপাদান
গ ক্ষুদ্র জনগোষ্ঠীর জীবনচিত্র
ঘ বিদেশের পরিবেশ
২৭. কামরুল হাসান কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ১৯১৫
খ ১৯২০
● ১৯২১
ঘ ১৯২৫
২৮. কামরুল হাসান কোথায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ফরিদপুরে
খ ঢাকায়
● কলকাতায়
ঘ সিলেটে
২৯. ‘বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা’ বইটির রচয়িতা কে? (জ্ঞান)
ক মোতাহার হোসেন চৌধুরী
● কামরুল হাসান
গ রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ প্রমথ চৌধুরী
৩০. কামরুল হাসান “বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ডিজাইন সেন্টার” এর কোন পদে নিযুুক্ত হন? (জ্ঞান)
ক প্রকৌশলী
খ ব্যবস্থাপক
● নকশাবিদ
ঘ বাজারজাতকারী
৩১. খাদি কাপড়ের বিশেষত্ব কী?
ক বাহারি রং
খ চিকন সুতা
গ দামে সাশ্রয়ী
● সম্পূর্ণ হাতে প্রস্তুত
৩২. স্বদেশি আন্দোলনের যুগে খাদি কাপড় ব্যবহারে আমাদের মাঝে জাগ্রত হয়েছিল কোনটি?
ক স্বাধিকার চেতনা
খ স্বজাত্যবোধ
● দেশপ্রেম
ঘ ঐতিহ্যপ্রীতি
৩৩. নিচের কোন লোকশিল্পটি আজ লুপ্তপ্রায়?
ক নকশিকাঁথা
● ঢাকাই মসলিন
গ খাদি বা খদ্দর
ঘ শীতল পাটি
৩৪. খাদ্যশস্যের পরেই বাংলাদেশের মানুষের জীবনে নিবিড়ভাবে জড়িয়ে আছে কোনটি? (জ্ঞান)
ক অর্থকরী ফসল
খ বাসস্থান
● কুটিরশিল্প
ঘ কাঁসা শিল্প
৩৫. আমাদের দেশের বিভিন্ন লোকশিল্প এক সময়ে কেমন ছিল? (জ্ঞান)
ক নিম্নমানের
● উচ্চমানের
গ নিগৃহীত
ঘ অবহেলিত
৩৬. আমাদের লোকশিল্পের প্রথমেই কোনটির প্রসঙ্গ আসে? (জ্ঞান)
ক নকশিকাঁথা
● মসলিন শাড়ি
গ জামদানি
ঘ কাঁসা
৩৭. মসলিন শাড়ি দুনিয়াজুড়ে কী তুলেছিল? (জ্ঞান)
● প্রবল আলোড়ন
খ হাহাকার
গ সাড়া
ঘ কাঁপন
৩৮. মসলিন কাপড় কেমন সুতা দিয়ে বোনা হতো? (জ্ঞান)
ক মোটা
খ হালকা
গ ভারী
● সূক্ষ্ম
৩৯. ছোট্ট একটি আংটির ভিতর দিয়ে কত গজ মসলিন কাপড় অনায়াসে প্রবেশ করানো যেত? (জ্ঞান)
ক পঞ্চাশ
খ আশি
গ একশ
● কয়েকশ
৪০. ভারতে তৈরি ‘ক’ নামক পণ্যটি বর্তমানে দেশে বিদেশে পরিচিত এবং ভারতীয়দের গর্বের বস্তু। ‘ক’ এর সাথে বাংলাদেশের কোনটির মিল রয়েছে? (প্রয়োগ)
ক ময়ূরপঙ্খী নৌকা
খ মাটির ঘোড়া
● জামদানি শাড়ি
ঘ ফুলদানি
৪১. মসলিন শাড়ি বোনার জন্য কী প্রয়োজন? (জ্ঞান)
ক তাঁতকল
● শিল্পীমন
গ সুতা
ঘ সুচ
৪২. এক একটি সাধারণ আকারের নকশিকাঁথা সেলাই করতে কত সময় লাগত? (জ্ঞান)
ক পাঁচ মাস
● ছয় মাস
গ সাত মাস
ঘ দশ মাস
আমাদের লোকশিল্প বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
৪৩. নকশিকাঁথা তৈরির উপযুক্ত সময় কোনটি? (জ্ঞান)
ক গ্রীষ্মকাল
● বর্ষাকাল
গ শরৎকাল
ঘ হেমন্তকাল
৪৪. নারায়ণগঞ্জ জেলার কোন গ্রামে জামদানি কারিগরদের বসবাস? (জ্ঞান)
● নওয়াপাড়া
খ পাঁচগাঁও
গ লোহাগড়া
ঘ দেওয়াপাড়া
৪৫. কত সময় ধরে তাঁতশিল্প বিস্তার লাভ করেছে? (জ্ঞান)
● শতাব্দীকাল
খ এক যুগ
গ সহস্রাব্দকাল
ঘ এক বছর
৪৬. তাঁত শিল্প কোন নদীর তীরবর্তী এলাকায় বিস্তার লাভ করেছে? (জ্ঞান)
ক কর্ণফুলি
খ সুরমা
গ যমুনা
● শীতলক্ষ্যা
৪৭. শুধু গ্রাম জীবনেই নয় শহরের আধুনিক সমাজে কদর আছে কোনটির? (জ্ঞান)
● খদ্দরের
খ নকশিকাঁথার
গ কাঁসার তৈজসপত্রের
ঘ মাটির বাসনকোসনের
৪৮. কোন কাপড় সম্পূর্ণ হস্তচালিত তাঁত দ্বারা প্রস্তুত করা হয়? (জ্ঞান)
ক জামদানি
● খাদি
গ মসলিন
ঘ তসর
৪৯. কী থেকে সুতা কাটা হয়? (জ্ঞান)
● তুলা
খ রশি
গ গুটি
ঘ রেশম
৫০. স্বদেশি আন্দোলনের যুগে কোন কাপড় বর্জন করা হয়েছিল? (জ্ঞান)
ক দেশি
● বিদেশি
গ খাদি
ঘ মসলিন
৫১. সিলেটের কোন অঞ্চলের মণিপুরি মেয়েরা নিজেরা বস্ত্র বুনে থাকে? (জ্ঞান)
ক লাউয়াছড়া
● মাছিমপুর
গ হবিগঞ্জ
ঘ মৌলভীবাজার
৫২. বাংলাদেশের গ্রামে গ্রামে কোন বাসনপত্র এককালে বেশ প্রচলিত ছিল? (জ্ঞান)
ক কাঁসা ও মাটি
খ মাটি ও লোহা
● কাঁসা ও পিতল
ঘ কাঁসা ও তামা
৫৩. কাঁসার তৈজসপত্র তৈরিতে কীসের ভেতর গলিত কাঁসা ঢালা হয়? (জ্ঞান)
ক বাটিতে
খ পাতিলে
● মাটির ছাঁচে
ঘ কাঠের ছাঁচে
৫৪. পুরাতন খাট-পালঙ্ক, খুঁটি-দরজার কাজকে কী বলা হয়? (জ্ঞান)
● হাসিয়া
খ কাটুনি
গ খাসিয়া
ঘ প্রতীক
৫৫. গৃহস্থালির জিনিসপত্র ঝুলিয়ে রাখার জন্য কী তৈরি করা হয়? (জ্ঞান)
ক মাদুর
● শিকা
গ শীতলপাটি
ঘ হাতপাখা
৫৬. সিলেটের কোন জিনিসটি সবার কাছে পরিচিত? (জ্ঞান)
ক জামদানি
খ নকশিকাঁথা
গ মাদুর
● শীতলপাটি
৫৭. কে হাতির দাঁতের শীতলপাটি তৈরি করিয়েছিলেন? (জ্ঞান)
● ঢাকার নবাব পরিবার
খ রাজশাহীর নবাব পরিবার
গ সিলেটের সম্রাট
ঘ নেপালের সম্রাট
৫৮. কয়েকশ গজ মসলিন শাড়ি একটি ছোট আংটির ভেতর দিয়ে অনায়াসে প্রবেশ করানো যায় কেন? (অনুধাবন)
ক মসলিন শাড়ি উজ্জ্বল হওয়ার জন্য
● সূক্ষ্ম সুতার তৈরি বলে
গ আংটির বিশেষ গুণের জন্য
ঘ সবুজ সুতার তৈরি বলে
৫৯. ‘শিকা’-কে মানুষ বিশেষ শিল্পবস্তুতে পরিণত করেছে কীভাবে? (অনুধাবন)
● নানা নকশা জুড়ে দিয়ে
খ নানা নাম জুড়ে দিয়ে
গ নানা আকৃতি জুড়ে দিয়ে
ঘ নানা বৈশিষ্ট্য জুড়ে দিয়ে
৬০. পোড়ামাটির তৈজসপত্র প্রস্তুতকারকদের পল্লিকে কী বলা হয়? (অনুধাবন)
ক জেলেপাড়া
খ কামারপাড়া
● পালপাড়া
ঘ কৈবর্তপাড়া
►► আরো দেখো: ৮ম শ্রেণির অন্যান্য সাবজেক্টের প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির আমাদের লোকশিল্প mcq বহুনির্বাচনী প্রশ্ন উত্তরমালা ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post