আমার পণ মদনমোহন তর্কালঙ্কার : এই কবিতাটি একজন শিশুর নৈতিক আদর্শ ও সদাচরণের প্রতিশ্রুতি প্রকাশ করে। কবিতায় শিশুটি সকালে উঠে মনে মনে প্রতিজ্ঞা করে, সে সারাদিন ভালোভাবে চলবে।
সে গুরুজনদের আদেশ মানবে, ভাইবোনদের ভালোবাসবে, সবার সাথে মিলেমিশে থাকবে। ভালো বন্ধুদের সাথে খেলবে এবং পড়াশোনায় মনোযোগ দেবে।
কবিতায় সততা ও ন্যায়পরায়ণতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। শিশুটি বলে, সে কারও দুঃখে সুখী হবে না, মিথ্যা বলবে না, লোভ সংবরণ করবে এবং কারও সঙ্গে ঝগড়া করবে না।
আমার পণ মদনমোহন তর্কালঙ্কার
সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে,
আমি যেন সেই কাজ করি ভালো মনে।
ভাইবোন সকলেরে যেন ভালোবাসি,
এক সাথে থাকি যেন সবে মিলেমিশি।
ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা,
পাঠের সময় যেন নাহি করি হেলা।
সুখী যেন নাহি হই আর কারো দুখে,
মিছে কথা কভু যেন নাহি আসে মুখে।
সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি,
কিছুতে কাহারে যেন নাহি দিই ফাঁকি।
ঝগড়া না করি যেন কভু কারো সনে,
সকালে উঠিয়া আমি বলি মনে মনে।
শব্দ শিখি
আদেশ – হুকুম
হেলা – অলসতা, অবজ্ঞা
কভু – কখনো
ফাঁকি – ধোঁকা
গুরুজন – বয়সে বড়ো মানুষ
এই অধ্যায়ের অনুশীলনীমূলক কাজ
১। কবিতাটি দল বেঁধে আবৃত্তি করি।
২। বাক্য লিখি।
সারাদিন________________
ভাইবোন________________
খেলা________________
লোভ________________
ঝগড়া________________
৩। পরের চরণটি বলি ও লিখি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে
________________________________
সুখী যেন নাহি হই আর কারো দুখে,
________________________________
ঝগড়া না করি যেন কভু কারো সনে,
________________________________
৪। বাম পাশের সাথে ডান পাশের মিল করি।
সারাদিন আমি যেন
করি ভালো মনে
একসাথে থাকি যেন
সামলিয়ে থাকি
সাবধানে যেন লোভ
ভালো হয়ে চলি
আমি যেন সেই কাজ
যেন ভালোবাসি
ভাইবোন সকলেরে
সবে মিলেমিশি
৫। আমরা কি করবো ও করবো না তা লিখবো।
৬। বলি ও লিখি।
(ক) কখন ঘুম থেকে উঠব?
(খ) সারাদিন কীভাবে চলব?
(গ) কাদের কথা মেনে চলব?
(ঘ) সুখী হব না কখন?
৭। সাজিয়ে লিখি।
করব ভালোভাবে কাজ আমি।
কাজে না কোনো আমি ফাঁকি দেবো।
মন করব দিয়ে আমি পড়ালেখা।
কাজ সেই করি যেন মনে ভালো আমি
দেই নাহি যেন ফাঁকি কাহারে কিছুতে
সময় হেলা করি নাহি পাঠের যেন
৮। কবিতাটি থেকে যা শিখলাম তা বলি ও লিখি।
◉ আরও দেখুন: তৃতীয় শ্রেণির বাংলা বইয়ের সকল গল্প-কবিতার সমাধান
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা মূল বই থেকে আমার পণ মদনমোহন তর্কালঙ্কার কবিতাটি আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের অনুশীলনীমূলক কাজগুলোর সমাধান পেতে উপরের উত্তরমালা অপশনে ক্লিক করো। এছাড়াও তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য অতিরিক্ত বেশকিছু প্রশ্ন দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে।
Discussion about this post