আমার বাড়ি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর : কবি জসীমউদ্দীন ১৯০৩ খ্রিষ্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর কবিতায় আমরা পল্লির মানুষ ও প্রকৃতির সহজ-সুন্দর রূপটি দেখতে পাই। পল্লির মাটি ও মানুষের সঙ্গে তাঁর কবিহৃদয় যেন এক হয়ে মিশে আছে। তাঁর উল্লেখযোগ্য কাহিনিকাব্য: ‘নক্সী কাঁথার মাঠ’, ‘সোজন বাদিয়ার ঘাট’; কাব্যগ্রন্থ: ‘রাখালী’, ‘বালুচর’, ‘মাটির কান্না’; নাটক ‘বেদের মেয়ে’। তাঁর শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে ‘হাসু’, ‘এক পয়সার বাঁশী’, ‘ডালিমকুমার’। ১৯৭৬ খ্রিষ্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
আমার বাড়ি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. কবির গৃহে অতিথি গমন করলে কবি তাকে কীসে বসতে দেবেন?
উত্তর: কবির গৃহে অতিথি গমন করলে কবি তাকে পিঁড়িতে বসতে দেবেন।
২. কবি অতিথিকে জলপান করার জন্য কোন ধানের চিঁড়ে দেবেন?
উত্তর: কবি অতিথিকে জলপান করার জন্য শালি ধানের চিঁড়ে দেবেন।
৩. কবি কোন ধানের খই দিয়ে অতিথিকে আপ্যায়ন করবেন?
উত্তর: কবি বিন্নি ধানের খই দিয়ে অতিথিকে আপ্যায়ন করবেন।
৪. কবি অতিথিকে কোন বনের ধারে ঘুমিয়ে বিশ্রাম নিতে বলেছেন?
উত্তর: কবি অতিথিকে আম-কাঁঠালের বনের ধারে ঘুমিয়ে বিশ্রাম নিতে বলেছেন।
৫. ‘আমার বাড়ি’ কবিতায় কী দিয়ে দই বাঁধার কথা বলা হয়েছে?
উত্তর: ‘আমার বাড়ি’ কবিতায় গামছা দিয়ে দই বাঁধার কথা বলা হয়েছে।
৬. কবি কী দুলিয়ে সারারাত অতিথিকে বাতাস করবেন?
উত্তর: কবি গাছের শাখা দুলিয়ে সারা রাত অতিথিকে বাতাস করবেন।
৭. কবি কোন জাতের কলা দিয়ে তার প্রিয় অতিথিকে আপ্যায়ন করবেন?
উত্তর: কবি কবরী কলা দিয়ে তার প্রিয় অতিথিকে আপ্যায়ন করবেন।
৮. কবি কোন ফুলের মালা গেঁথে অতিথির বুকে জড়িয়ে দেবেন?
উত্তর: কবি তারা ফুলের মালা গেঁথে অতিথির বুকে জড়িয়ে দেবেন।
৯. কবি কীসের শব্দ শুনে সকাল বেলা জেগে উঠবেন?
উত্তর: কবি গাই দোহনের শব্দ শুনে সকাল বেলা জেগে উঠবেন।
১০. হাঁসগুলো কোন জলে ক্রমাগত ভেসে যায়?
উত্তর: হাঁসগুলো কাজলা দিঘির কাজল জলে ক্রমাগত ভেসে যায়।
১১. কবি কীসের গন্ধ শুঁকে অতিথিকে থামতে বলেছেন?
উত্তর: কবি মৌরি ফুলের গন্ধ শুঁকে অতিথিকে থামতে বলেছেন।
১২. কবি অতিথির চাঁদমুখে কী মাখিয়ে দেবেন?
উত্তর: কবি অতিথির চাঁদমুখে চাঁদের চুমো মাখিয়ে দেবেন।
১৩. ‘আমার বাড়ি’ কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘আমার বাড়ি’ কবিতাটি জসীমউদ্দীনের ‘হাঁস’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
১৪. ‘আমার বাড়ি’ কবিতাটির মধ্যে কীসের বহিঃপ্রকাশ ঘটেছে?
উত্তর: ‘আমার বাড়ি’ কবিতাটিতে অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানবপ্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে।
১৫. ‘মাটির কান্না’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘মাটির কান্না’ কাব্যগ্রন্থটির রচয়িতা জসীমউদ্দীন।
১৬. জসীমউদ্দীন কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: জসীমউদ্দীন ১৯৭৬ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
আমার বাড়ি কবিতার প্রশ্ন উত্তর class 7
১৭. ‘আমার বাড়ি’ কবিতায় হাঁস কোথায় হাসে?
উত্তর: ‘আমার বাড়ি’ কবিতায় কাজলা দিঘির কাজল জলে হাঁস হাসে।
১৮. কবি কী ফুলের মালা বন্ধুর বুকে জড়িয়ে দিতে চেয়েছেন?
উত্তর: কবি তারা ফুলের মালা বন্ধুর বুকে জড়িয়ে দিয়ে চেয়েছেন।
১৯. ‘আমার বাড়ি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের?
উত্তর: ‘আমার বাড়ি’ কবিতাটি ‘হাসু’ কাব্যগ্রন্থের।
২০. জলপান করতে কী দেওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: জলপান করতে শালি ধানের চিঁড়ে দেওয়ার কথা বলা হয়েছে।
২১. কাজলা দিঘি কী?
উত্তর: কাজলের মতো কালো জলের দিঘিকে কাজলা দিঘি বলা হয়।
২২. কবি কী ধানের খই দিয়ে আপ্যায়ন করতে চেয়েছেন?
উত্তর: কবি বিন্নি ধানের খই দিয়ে আপ্যায়ন করতে চেয়েছেন।
২৩. ‘আমার বাড়ি’ কবিতায় সকালবেলা জেগে ওঠে—কীসের শব্দ শোনার কথা বলা হয়েছে?
উত্তর: ‘আমার বাড়ি’ কবিতায় সকাল বেলা জেগে ওঠে-গাই দোহনের শব্দ শোনার কথা বলা হয়েছে।
২৪. ‘রাখালী’ কবি জসীম উদ্দীনের কী ধরনের রচনা?
উত্তর: ‘রাখালী’ জসীমউদ্দীন রচিত একটি কাব্যগ্রন্থ।
২৫. শালিধান কী?
উত্তর: শালিধান হলো এক প্রকার আমন ধান।
আরও দেখো—সপ্তম শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের সপ্তবর্ণা বাংলা বই থেকে আমার বাড়ি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টিরও অধিক প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post