আমি কিংবদন্তির কথা বলছি কবিতার mcq প্রশ্ন ও উত্তর : আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। রাষ্ট্রভাষা আন্দোলন এবং এই বিষয়ক সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি একুশে পদকে ভূষিত হন। বাংলা সাহিত্যে অবদানের জন্য তাঁকে ১৯৭৯ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়।
আবু জাফর ওবায়দুল্লাহর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো- ‘সাতনরী হার’, ‘কখনো রং কখনো সুর’, ‘কমলের চোখ’, ‘আমি কিংবদন্তির কথা বলছি’, ‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা’, ‘আমার সময়’ প্রভৃতি। এছাড়া ইংরেজি ভাষায়ও তাঁর একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। ২০০১ খ্রিষ্টাব্দের ১৯শে মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
আমি কিংবদন্তির কথা বলছি কবিতার mcq প্রশ্ন ও উত্তর
১. কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল?
ক. রক্তজবার
ছ. পলিমাটির
গ. শস্যদানার
ঘ. শ্বাপদের
২. “আমি কিংবদন্তির কথা বলছি” বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
i. বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য
ii. বাঙালির সুদীর্ঘকালের শোষণ-বঞ্চনার ইতিকথা
iii. অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাশ্বত প্রতিবাদী সত্তা
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঝ. i, ii ও iii
নিচের কবিতাংশটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি,
আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি।
চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।
তেরোশত নদী শুধায় আমাকে, ‘কোথা থেকে তুমি এলে?’
৩. কবিতাংশের ‘বাংলার আলপথ’- এর সাথে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা হলো
i. ইতিহাসমনস্কতা
ii. ঐতিহ্যপ্রিয়তা
iii. সংগ্রামশীলতা
নিচের কোনটি ঠিক?
চ. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪. উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে?
ক. সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা
খ. সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত কবিতা
জ. আমি কিংবদন্তির কথা বলছি
ঘ. যে কর্ষণ করে। শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে
৫. আবু জাফর ওবায়দুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. খুলনা
খ. ভোলা
জ. বরিশাল
ঘ. সাতক্ষীরা
৬. আবু জাফর ওবায়দুল্লাহ যে গ্রামে জন্মগ্রহণ করেন তার নাম কী?
চ. বহেরচর, ক্ষুদ্রকাঠি
খ. বহেরচর, বড়কাঠি
গ. শিলচর, ক্ষুদ্রকাঠি
ঘ. শিলচর, বড়কাঠি
৭. আবু জাফর ওবায়দুল্লাহ কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ৮ ফেব্রুয়ারি, ১৯৩৩
ছ. ৮ ফেব্রুয়ারি, ১৯৩৪
গ ৮ ফেব্রুয়ারি, ১৯৩৫
ঘ. ৯ ফেব্রুয়ারি, ১৯৩৪
৮. আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিষয়ে বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি লাভ করেন?
ক. বাংলা সাহিত্যে
খ. দর্শনে
গ. ইতিহাসে
ঝ. ইংরেজি সাহিত্যে
৯. আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?
চ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
গ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
১০. অধ্যাপনা ছেড়ে আবু জাফর ওবায়দুল্লাহ কোন পেশায় যোগ দেন?
ক. সাংবাদিকতায়
খ. এনজিও প্রতিষ্ঠানে
জ. সিভিল সার্ভিসে
ঘ. বাংলা একাডেমিতে
১১. কে সরকারের বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেন?
ক. আল মাহমুদ
ছ. আবু জাফর ওবায়দুল্লাহ
গ. দিলওয়ার
ঘ. আহসান হাবীব
১২. ১৯৮২ খ্রিষ্টাব্দে আবু জাফর ওবায়দুল্লাহ কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন?
ক. বিদ্যুৎ ও জালানি মন্ত্রণালয়ে
খ. সংস্কৃতি মন্ত্রণালয়ে
গ. খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ে
ঝ. কৃষি ও পানিসম্পদ মন্ত্রণালয়ে
১৩. আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন?
ক. যুক্তরাজ্যে
ছ. যুক্তরাষ্ট্রে
গ. অস্ট্রেলিয়ায়
ঘ. ইংল্যান্ডে
১৪. রাষ্ট্রভাষা আন্দোলন এবং সে বিষয়ের সাহিত্য রচনায় বিশেষ অবদান রাখায় আবু জাফর ওবায়দুল্লাহ কী লাভ করেন?
চ. একুশে পদক
খ. স্বাধীনতা পুরস্কার
গ. বাংলা একাডেমি পুরস্কার
ঘ. আদমজী পুরস্কার
১৫. সাহিত্যে অবদানের জন্য আবু জাফর ওবায়দুল্লাহকে কী পুরস্কার প্রদান করা হয়?
ক. একুশে পদক
খ. স্বাধীনতা পুরস্কার
জ. বাংলা একাডেমি পুরস্কার
ঘ. আদমজী পুরস্কার
১৬. ‘সাত নরীর হার’ ও ‘কখনো রং কখনো সুর’ কাব্যগ্রন্থ দুটির রচয়িতা কে?
ক. সিকান্দার আবু জাফর
ছ. আবু জাফর ওবায়দুল্লাহ
গ. দিলওয়ার
ঘ. আদমজী পুরস্কার
১৭. আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৯০ খ্রিষ্টাব্দে
খ. ২০০০ খ্রিষ্টাব্দে
জ. ২০০১ খ্রিষ্টাব্দে
ঘ. ২০০২ খ্রিষ্টাব্দে
১৮. কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন পুরুষের কথা বলেছেন?
চ. পূর্বপুরুষ
খ. উত্তর পুরুষ
গ. মাতৃপুরুষ
ঘ. পিতৃপুরুষ
১৯. আমাদের পূর্বপুরুষের করতলে কোন মাটির সৌরভ ছিল?
ক. বেলে মাটি
খ. দো-আঁশ মাটি
জ. পলি মাটি
ঘ. এঁটেল মাটি
২০. আমাদের পূর্ব পুরুষের পিঠে কীসের মতো ক্ষত ছিল?
ক. কৃষ্ণচূড়া
খ. শিমুল
জ. রক্তজবা
ঘ. জবা
২১. আমাদের পূর্বপুরুষ কী রকম পাহাড়ের কথা বলতেন?
ক. হিমালয় পর্বত
খ. বিন্ধ্য পর্বত
জ. অতিক্রান্ত পাহাড়
ঘ. ছোট পাহাড়
২২. আমাদের পূর্বপুরুষরা কোন জমি আবাদের কথা বলতেন?
ক. উর্বর জমি
খ. মাঠের জমি
গ. নিচু জমি
ঝ. পতিত জমি
২৩. ‘তিনি কবি এবং কবিতার কথা বলতেন’-এখানে তিনি কে?
ক. আমাদের ওপর পুরুষ
ছ. আমাদের পূর্বপুরুষ
গ. আমাদের মাতৃপুরুষ
ঘ. আমাদের ভবিষ্যৎ পুরুষ
২৪. ‘জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ’ কী?
ক. গান
খ. স্লোগান
জ. কবিতা
ঘ. গদ্য
২৫. কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কী?
ক. গান
খ. স্লোগান
জ. কবিতা
ঘ. গদ্য
আমি কিংবদন্তির কথা বলছি কবিতার বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
২৬. যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?
চ. ঝড়ের আর্তনাদ
খ. বজ্রের নিনাদ
গ. বৃষ্টির শব্দ
ঘ. মেঘের গর্জন
২৭. কে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে?
ক. যে কবিতা পড়তে জানে না
ছ. যে কবিতা শুনতে জানে না
গ. যে কবিতা লিখতে জানে না
ঘ. যে কবিতা পাঠ করতে জানে না
২৮. ‘সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে’-চরণটির পূর্বের চরণ কোনটি?
ক. আমি উচ্চারিত ঝড়ের মতো
ছ. যে কবিতা শুনতে জানে না
গ. আমি উচ্চারিত সত্যের মতো
ঘ. সে ঝড়ের আর্তনাদ শুনবে
২৯. মায়ের ছেলেরা ভালোবেসে কোথায় যায়?
ক. গ্রামে
খ. বিদেশে
জ. যুদ্ধে
ঘ. পরপারে
৩০. কবির মতে কে নদীতে ভাসতে পারে না?
ক. যে সাঁতার জানে না
ছ. যে কবিতা শুনতে জানে না
গ. যে গান শোনে না
ঘ. যে ভালোবাসতে জানে না
৩১. কবিতায় কবি কার মৃত্যুর কথা বলেছেন?
ক. মায়ের
খ. পিতার
জ. গর্ভবতী বোনের
ঘ. ভাইয়ের
৩২. কবিতায় কবি ভালোবাসা দিলে কে মরে যায় বলেছেন?
চ. মা
খ. বোন
গ. ভাই
ঘ. বন্ধু
৩৩. শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে?
ক. যে মৎস্য লালন করে
ছ. যে কর্ষণ করে
গ. কবির ভাইদের
ঘ. দেশের মানুষকে
৩৪. কবির মতে প্রবহমান নদী কাকে পুরস্কৃত করবে?
ক. যে ভালোবাসতে জানে
খ. যে সাঁতার জানে
জ. যে মৎস্য লালন করে
ঘ. যে মৎস্য শিকার করে
৩৫. কে জমি কর্ষণ করে?
ক. জেলে
ছ. চাষি
গ. তাঁতি
ঘ. কামার
৩৬. কবিতা কীসের অনিবার্য অভ্যুত্থান?
ক. পলিমাটির
খ. ঝড়ের
জ. সশস্ত্র সুন্দরের
ঘ. বীরের
৩৭. কবির পূর্বপুরুষ কী ছিলেন?
ক. চাষি
খ. কবি
জ. ক্রীতদাস
ঘ. জমিদার
৩৮. পলিমাটির সৌরভ বলতে কী বোঝানো হয়েছে?
চ. উর্বর মাটি
খ. নরম মাটি
গ. নদীমাতৃক দেশ
ঘ. কোমল হৃদয়
৩৯. অরণ্য এবং শ্বাপদের কথা কে বলতেন?
ক. ইতিহাসবিদ
ছ. কবির পূর্বপুরুষ
গ. কবির ভাই
ঘ. জ্ঞানীজন
৪০. যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?
ক. বন্দি
খ. মনিব
গ. দাস
ঝ. ক্রীতদাস
৪১. কবি উচ্চারিত সত্যের মতো কীসের কথা বলেছেন?
ক. আকাক্সক্ষার
খ. আশার
জ. স্বপ্নের
ঘ. ইচ্ছার
৪২. কবি উনুনের আগুনে আলোকিত কেমন জানালার কথা বলেছেন?
চ. উজ্জ্বল
খ. নিষ্প্রভ
গ. ছোট
ঘ. বড়
৪৩. নিচের কোনটি যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে?
ক. স্থির নদী
ছ. প্রবহমান নদী
গ. পাহাড়ি নদী
ঘ. সমুদ্র
৪৪. যে কবিতা শুনতে জানে না, সে কোথায় ভাসতে পারবে না?
ক. পুকুরে
খ. খালে
জ. নদীতে
ঘ. সমুদ্রে
৪৫. যে কবিতা শুনতে জানে না, সে কার সঙ্গে খেলা করতে পারবে না?
ক. সন্তানের
খ. বন্ধুর
গ. গাভীর
ঝ. মাছের
৪৬. যে কবিতা শুনতে জানে না, সে মায়ের কোলে শুয়ে কী শুনতে পাবে না?
ক. গান
খ. কবিতা
গ. ছড়া
ঝ. গল্প
৪৭. ‘কিংবদন্তির কথা’ বলেছেন কে?
ক. আবু জাফর শামসুদ্দীন
ছ. আবু জাফর ওয়ায়দুল্লাহ
গ. শামসুদ্দীন জাফর
ঘ. আহসান হাবীব
৪৮. কবি কোন ধরনের স্নেহের কথা বলেছেন?
ক. মায়ের
খ. পিতার
গ. স্নিগ্ধ
ঝ. বিচলিত
৪৯. গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলা হয়েছে কোন কবিতায়?
ক. লোক-লোকান্তর
খ. রক্তে আমার অনাদি অস্থি
গ. সেই অস্ত্র
ঝ. আমি কিংবদন্তির কথা বলছি
৫০. ভালোবাসা দিলে মা মরে যায়, আর কী আসে?
ক. ভয়
খ. বিদ্রোহ
জ. যুদ্ধ
ঘ. আন্দোলন
◉ আরও দেখ: একাদশ-দ্বাদশ শ্রেণির সকল গল্প-কবিতার CQ-MCQ সমাধান
শিক্ষার্থীরা, উপরে একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা বই থেকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার mcq প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। আমি আশা করছি, এই প্রশ্নগুলো প্রাকটিস করলে তোমরা পরীক্ষার জন্য শতভাগ কমন পেয়ে যাবে। সবগুলো MCQ প্রশ্নের উত্তর পিডিএফ আকারে সংগ্রহের জন্য উপরে ‘ANSWER SHEET’ অপশনে ক্লিক করো।
Discussion about this post