এসএসসি ২০২৫ আমি কোনো আগন্তুক নই mcq প্রশ্ন উত্তর : আজ কোর্সটিকায় আমরা এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের জন্য আমি কোনো আগন্তুক নই mcq প্রশ্ন আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।
সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৫ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।
এসএসসি ২০২৫ আমি কোনো আগন্তুক নই mcq প্রশ্ন উত্তর
১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত?
ক. কবি
খ. কদম আলী
গ. জমিলার মা
ঘ. মাছরাঙা
২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত মাছরাঙা কোথায় স্থির দৃষ্টিতে বসে থাকে?
ক. বাঁশবাগানে
খ. জামরুলের ডালে
গ. ডুমুরের ডালে
ঘ. কদমের ডালে
৩. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় স্থির দৃষ্টি কার?
ক. মাছরাঙার
খ. জমিলার মার
গ. কদম আলীর
ঘ. কবির
৪. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত মাছরাঙা কাকে চেনে?
ক. আসমানের তারাকে
খ. জমিলার মাকে
গ. কদম আলীকে
ঘ. কবিকে
৫. কবি আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
ক. রাত্রিশেষ
খ. ছায়াহরিণ
গ. আশায় বসতি
ঘ. সারাদুপুর
৬. আহসান হাবীব কর্মজীবনে কোনটিকে পেশা হিসেবে গ্রহণ করেন?
ক. শিক্ষকতা
খ. সাংবাদিকতা
গ. আইন ব্যবসায়
ঘ. নাট্যাভিনয়
৭. কবি আহসান হাবীবের কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছেন কোনটি?
ক. পল্লির মাটি ও মানুষের জীবনচিত্র
খ. গভীর জীবনবোধ ও আশাবাদ
গ. বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্য বর্ণনা
ঘ. সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ
৮. কবি আহসান হাবীবের কবিতার স্নিগ্ধতা পাঠকচিত্তে কোনটির সৃষ্টি করে?
ক. বিদ্রোহের ঝংকার
খ. মধুর আবেশ
গ. প্রতিবাদী চেতনা
ঘ. দুর্বোধ্য আবেগ
৯. ছোটদের জন্য কবি আহসান হাবীবের কবিতার বই কোনটি?
ক. ছায়াহরিণ
খ. মেঘ বলে চৈত্রে যাবো
গ. জোছনা রাতের গল্প
ঘ. আশায় বসতি
১০. কোনটি আহসান হাবীবের কিশোর পাঠ্য উপন্যাস?
ক. মেঘ বলে চৈত্রে যাবো
খ. জোছনা রাতের গল্প
গ. ছুটির দিন দুপুরে
ঘ. রানী খালের সাঁকো
১১. আহসান হাবীব তার সাহিত্যকর্মের জন্য কোন পুরস্কার লাভ করেন?
ক. নোবেল পুরস্কার
খ. আদমজী পুরস্কার
গ. একুশে পদক
ঘ. ভারতরত্ন পুরস্কার
১২. কোন পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে আহসান হাবীবের জীবনাবসান ঘটে?
ক. ইত্তেফাক
খ. দৈনিক বাংলা
গ. জনকণ্ঠ
ঘ. সংগ্রাম
১৩. আহসান হাবীব কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৮৩ সালে
খ. ১৯৮৪ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৮৬ সালে
১৪. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি আসমানের কাকে সাক্ষী করেছেন?
ক. চাঁদকে
খ. সূর্যকে
গ. ধূমকেতুকে
ঘ. তারাকে
১৫. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি আসমানের তারার পর কাকে সাক্ষী করেছেন?
ক. জামরুলকে
খ. শিশিরকে
গ. মাছরাঙাকে
ঘ. জমিনের ফুলকে
১৬. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোথায় বিস্তর জোনাকি রয়েছে বলে উল্লেখ আছে?
ক. ধানের ক্ষেতে
খ. বাঁশবাগানে
গ. ডুমুরের বাগানে
ঘ. ধূধূ নদীর কিনারায়
১৭. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত পুকুর কোন দিকে অবস্থিত?
ক. পূর্ব দিকে
খ. পশ্চিম দিকে
গ. উত্তর দিকে
ঘ. দক্ষিণ দিকে
১৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত ডুমুরের গাছ কোথায় অবস্থিত ?
ক. জমিলার মায়ের রান্নাঘরের পাশে
খ. পুবের পুকুর পাড়ে
গ. বাঁশবাগানের কাছে
ঘ. ধানখেতের কাছে
১৯. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় অভ্যাগত নয় কে?
ক. জোনাকি
খ. মাছরাঙা
গ. কদম আলী
ঘ. কবি
২০. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতাটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. আহসান হাবীব
ঘ. ফররুখ আহমদ
২১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত ক্লান্ত বিকেলের পাখিরা কাকে চেনে?
ক. কদম আলীকে
খ. কবিকে
গ. জমিলার মাকে
ঘ. মাছরাঙাকে
২২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কারা জানে কবি কোনো অনাত্মীয় নন?
ক. পাখিরা
খ. নদীরা
গ. ধানেরা
ঘ. মাছেরা
২৩. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি কোন সময়ের ধানের মঞ্জরীকে সাক্ষী করেছেন?
ক. আশ্বিনের
খ. কার্তিকের
গ. অগ্রহায়ণের
ঘ. পৌষের
২৪. কবি কিসের টলমল শিশিরকে সাক্ষী করেছেন?
ক. দূর্বাঘাসের
খ. ধানের চিরোল পাতার
গ. ফুলের
ঘ. কাঁঠালপাতার
২৫. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি কার চিরচেনা স্বজন?
ক. কদম আলীর
খ. মাছরাঙার
গ. জমিলার মায়ের
ঘ. পাখির
২৬. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় জমিলার মায়ের রান্নাঘর কেমন
ক. হাঁড়ি-পাতিলে ঠাসা
খ. খাবারে ভরপুর
গ. শূন্য খাঁ খাঁ
ঘ. উচ্ছল প্রাণবন্ত
২৭. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কবি জমিলার মায়ের রান্নাঘরের কী চেনেন?
ক. শুকনো থালা
খ. ভাতের হাঁড়ি
গ. পানির কলসি
ঘ. চুলা
২৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কিসে কবির হাতের স্পর্শ লেগে আছে?
ক. ডুমুরের ডালে
খ. লাঙলে
গ. রান্নাঘরের থালায়
ঘ. ধানের মঞ্জরীতে
২৯. ‘আমি ছিলাম এখানে’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. স্বদেশকে
খ. ধানখেতকে
গ. বাঁশবাগানকে
ঘ. নদীর কিনারকে
৩০. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কিসের খেতের উল্লেখ রয়েছে?
ক. গমের
খ. ধানের
গ. বেগুনের
ঘ. পাটের
৩১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ধানখেতের মাঝে কেমন পথ কবির অস্তিত্বে গাঁথা?
ক. আঁকাবাঁকা
খ. প্রশস্ত
গ. সরু
ঘ. দীর্ঘ
৩২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত সরুপথের সামনে কী?
ক. ধূ ধূ নদীর কিনার
খ. টলমলে পানির দিঘি
গ. বাঁশবাগান
ঘ. ধানখেত
৩৩. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত ধূ ধূ নদীর কিনার কোথায়?
ক. বাঁশবাগানের পাশে
খ. সারা দেশে
গ. ধানখেতের পাশে
ঘ. কবির অস্তিত্বে
৩৪. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ‘নিশিরাইত’ শব্দটি শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অন্ধকার রাত
খ. গভীর রাত
গ. জ্যোৎস্না রাত
ঘ. সন্ধ্যা রাত
৩৫. ‘জমিন’ শব্দের অর্থ কী?
ক. ঘাসের বিছানা
খ. ভূমি
গ. বিস্তৃত ধানখেত
ঘ. ফসলের মাঠ
৩৬. জমিলার মায়ের রান্নাঘর কিসের প্রতিনিধিত্ব করে?
ক. গরিব ও অভাব শ্রেণির
খ. ধনীদের জীবনযাপনের
গ. বাঙালির অভাবহীনতার
ঘ. আধুনিক সমাজের
৩৭. জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক কীরূপ?
ক. সাময়িক
খ. বৈরিতাপূর্ণ
গ. দ্বন্দ্বমুখর
ঘ. আজীবনের
৩৮. কী করলে দেশের মানুষকে আপন মনে হবে আমাদের?
ক. বিদেশে বেড়াতে গেলে
খ. দেশকে অনুভব করলে
গ. মানবতার কথা ভাবলে
ঘ. ধানখেতে বেড়ালে
৩৯. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত রৌদ্র কেমন?
ক. কোমল
খ. তীক্ষ্ণ
গ. খর
ঘ. স্নিগ্ধ
৪০. বৈঠায় লাঙলে কবির কেমন স্পর্শ লেগে আছে?
ক. আবছা
খ. গভীর
গ. তীব্র
ঘ. ধারালো
৪১. কোনো কিছু নিজ চোখে দেখেছেন এমন কাউকে কী বলে?
ক. সাক্ষী
খ. আগন্তুক
গ. অভ্যাগত
ঘ. বাদী
৪২. জন্মভূমিকে মানুষ আপন করে পায়-
i. সত্তায় তাকে অনুভবের মাধ্যমে
ii. প্রকৃতি মানুষের মাঝে মিশে গিয়ে
iii. দেশ থেকে দূরে থাকার ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও।
মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রান্সে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন। দেশের মাঠ-ঘাট, ফসলের ক্ষেত সর্বোপরি দেশের কথা ভেবে কবি ব্যাকুল হয়ে ওঠেন। দেশে ফিরে কপোতাক্ষ নদের ধারে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
৪৩. উদ্দীপকে ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে?
ক. জন্মভূমির সাথে সম্পর্কের দিক
খ. দেশের প্রাকৃতিক সৌন্দর্যের দিক
গ. ভিনদেশ থেকে ফিরে আসার দিক
ঘ. আগন্তুক না হওয়ার দিক
৪৪. উদ্দীপকের মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রে বলা যায় –
i. তিনি কোনো আগন্তুক নন
ii. তিনি ভিনদেশি পথিক
iii. তিনি অভ্যাগত নন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৫ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ আমি কোনো আগন্তুক নই mcq প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post