আমি দেখি কবিতার প্রশ্ন উত্তর : নগরায়নের কাজ হল প্রকৃতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখা । নগরসভ্যতা সবুজকে ধীরে ধীরে আত্মসাৎ করেছে । এর ফলে নগরজীবন হয়ে পড়েছে সবুজ – শ্রীহীন । কবি প্রার্থনা করেছেন নগরজীবনকে বাঁচাতে হলে গাছ আনাে , বাগানে বসাও ।
জঙ্গলে যাওয়া আমরা ভুলে গিয়েছি । শহরে থাকতে থাকতে সবুজের সঙ্গে আমাদের দূরত্ব বেড়েছে। শহর কখনও সবুজকে আশ্রয় দেয় না । বরং সবুজের আশ্রয়টুকু কেড়ে নেয়। আর এর ফলে সবুজের অনটন ঘটে । কবি শক্তি চট্টোপাধ্যায় গাছ তুলে এনে পরম যত্নে বসাতে চেয়েছেন ।
আমি দেখি কবিতার প্রশ্ন উত্তর
১. শহরের অসুখ যা করে ?
ক. মৃত্যু ডেকে আনে
খ. সবুজ খায়
গ. বিসঙ্খলা তেরী করে
ঘ. শিল্প সংস্কৃতির বিপর্যয় ঘটায়
২. ‘ সবুজের অনটন ‘ – এর অর্থ হলো
ক. ফসলের অভাব
খ. তারুণ্যের অভাব
গ. বৃক্ষ নিধন
ঘ. জমির অভাব
৩. সবুজ বাগানের আখাঙ্কা করে
ক. কবির কল্পনা
খ. কবির হৃদ়য়
গ. কৃষকেরা
ঘ. কবির দেহ
৪. ” আমি দেখি ” কবিতায় কবি যা দেখতে চান
ক. বাগানের গাছ
খ. পাহাড়ের বিশালতা
গ. সমুদ্রের ঢেউ
ঘ. মানুষের উচ্ছাস
৫. ” আমি দেখি ” কবিতা টি উৎস হল
ক. অঙ্গুরী তোর হিরন্য জল
খ. ধর্মেও আছো জিরাফেও আছো
গ. ভাত নেই পাথর রয়েছে
ঘ. প্রভু নষ্ট হয়ে যায়
৬. ” আমি দেখি ” কবিতায় কবির যা দরকার
ক. জঙ্গলে যাওয়া
খ. বেড়াতে যাওয়া
গ. গাছ দেখা
ঘ. গাছ লাগানো
৭. ” গাছের –– শরীরের দরকার “।
ক. পাতা টুকু
খ. সবুজ টুকু
গ. ফল টুকু
ঘ. রস টুকু
উত্তর: সবুজ টুকু
৮. ” আমি দেখি ” কবিতায় স্তবক সংখ্যা হল
ক. ২
খ. ১
গ. ৩
ঘ. ৪
৯. কবি বহু দিন কোথায় আছেন
ক. গ্রামে
খ. জঙ্গলে
গ. পাহাড়ে
ঘ. শহরে
১০. ” আমি দেখি ” কবিতার শেষ পংক্তি টি হল
ক. আমি দেখি
খ. আরোগ্যের জন্য ওই সবুজের ভীষন দরকার
গ. তাই , বলি গাছ তুলে আনো
ঘ. গাছ আনো, বাগানে বসাও
১১. ” আমি দেখি ” কবিতায় কবির দেহ চায়
ক. সবুজ বাগান
খ. জঙ্গল
গ. নিশ্চিন্ত বিশ্রাম
ঘ. আরোগ্যে
১২. ” আমি দেখি” কবিতায় কবির চোখ চায়
ক. লাল
খ. নীল
গ. সবুজ
ঘ. হলুদ
১৩. বহুদিন ধরে কোথায় না যেতে পেরে কবি শক্তি চট্টোপাধ্যায় দুঃখিত
ক. পাহাড়ে
খ. জঙ্গলে
গ. সমুদ্রে
ঘ. দেশের বাড়িতে
১৪.” গাছ গুলো তুলে আনো “। তুলে আনার পর সেগুলিকে কি করতে বলেছেন কবি
ক. টবে বসাতে
খ. বাগানে বসাতে
গ. ফেলে দিতে
ঘ. কেটে ফেলতে
১৫. “আমার দরকার শুধু গাছ দেখা” – কেনো?
ক. শরীরের প্রয়োজনে
খ. চোখের প্রয়োজনে
গ. কবিতার প্রয়োজনে
ঘ. বাগানের প্রয়োজনে
১৬. “সবুজের ভীষণ দরকার” – কীসের জন্য?
ক. সৌন্দর্যের জন্য
খ. পরিত্রাণের জন্য
গ. আরোগ্যের জন্য
ঘ. উৎসবের জন্য
১৭. “হাঁ করে কেবল সবুজ খায়” – কে হা করে সবুজ খায়?
ক. শহরের মানুষ
খ. গ্রামের মানুষ
গ. গৃহপালিত পশু
ঘ. শহরের অসুখ
১৮. “গাছ তুলে আনো বাগানে বসাও” – কারণ –
ক. মন সবুজ চাই
খ. দেহ সবুজ বাগান চাই
গ. প্রাণ সবুজ বাগান চাই
ঘ. আত্মা সবুজ বাগান চাই
১৯. “বহুদিন জঙ্গলে কাটেনি দিন” – তার কারণ কী –
ক. দীর্ঘদিন বিদেশে ছিলেন
খ. দীর্ঘদিন শহরে ছিলেন
গ. দীর্ঘদিন অসুখ ছিলেন
ঘ. দীর্ঘদিন গ্রামে ছিলেন
২০. “শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়” – এখানে শহরের অসুখ হল –
ক. নাগরিক কৃত্তিমতা
খ. ম্যালেরিয়া
গ. ক্লিপটম্যানিয়া
ঘ. কলেরা
২১. ‘আমি দেখি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. হে প্রেম হে নৈশঃব্দ
খ. হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান
গ. অঙ্গুরী তোর হিরণ্য জল
ঘ. ঈশর থাকেন জলে
২২. ‘আমি দেখি’ কবিতায় স্তবক সংখ্যা কয়টি?
ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. চারটি
২৩. ‘গাছের সবুজটুকু শরীরে দরকার’ —
ক. প্রসাধনের জন্য
খ. পুষ্টির জন্য
গ. আরোগ্যের জন্য
ঘ. বুদ্ধির বিকাশের জন্য
২৪. ‘আমি দেখি’ কবিতায় কবি বহুদিন কোথায় যাননি?
ক. বিদেশে
খ. শহরে
গ. পিত্রালয়ে
ঘ. জঙ্গলে
২৫. কবি বসবাস করেনথথ
ক. গ্রামে
খ. শহরে
গ. মফস্সলে
ঘ. জঙ্গল
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ‘আমি দেখি’ কবিতায় কবি গাছগুলো তুলে এনে কোথায় বসাতে বলেছেন?
উত্তর: ‘আমি দেখি’ কবিতায় কবি গাছগুলো তুলে এনে বাগানে বসাতে বলেছেন।
২. গাছগুলো কবি বাগানে বসাতে বলেছেন কেন?
উত্তর: কবি কেবল গাছ দেখতে চান। তাই তিনি গাছগুলো তুলে এনে বাগানে বসাতে বলেছেন।
৩. ‘বহুদিন জঙ্গলে যাইনি’—জঙ্গলে না যাওয়ার গেলে কি হয়েছে?
উত্তর: কবি শক্তি চট্টোপাধ্যায় বহুদিন জঙ্গলে না যাওয়ার ফলে শহরে জীবনের আগ্রাসন এবং সবুজের ধ্বংসলীলা ও বিপন্নতা দেখেছেন।
৪. ‘আমি দেখি ’ কবিতা অনুযায়ী গাছের কী দেহের উপকার সাধন করে?
উত্তর: ‘আমি দেখি ’ কবিতা অনুযায়ী গাছের সবুজ দেহের উপকার সাধন করে ।
৫. “সবুজের অনটন ঘটে ” — কোথায় , কেন ‘ সবুজের অনটন ’ ঘটেছে?
উত্তর: আধুনিক নগরসভ্যতা প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে । আগ্রাসী এই নাগরিক সভ্যতা হাঁ – করে সবুজ খায় বলেই প্রকৃতির বুকে এবং কবিমনে সবুজের অনটন ঘটে ।
৬. ‘ আমি দেখি ’ কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করেছে?
উত্তর: আধুনিক নাগরিক সভ্যতার বিবর্ণ যান্ত্রিকতায় বন্দি কবির চোখ এবং দেহ আন্তরিকভাবে আবার সজীব প্রাণময় হয়ে ওঠার জন্যই গাছের সবুজ কামনা করছে ।
৬. ‘বহুদিন শহরেই আছি’—শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন?
উত্তর: ‘আমি দেখি’ কবিতার কবি শক্তি চট্টোপাধ্যায় উপলব্ধি করেছেন যে তাঁর শহরের অসুখ সবুজকে গ্রাস করে। তাই রোগাক্রান্ত শহরে সবুজ গাছের ভীষণ অভাব।
৭. শহরের অসুখ কি খায়?
উত্তর: শহরের অসুখ হাঁ করে শুধু সবুজ খায়।
৮. ‘সবুজের অনটন’ ঘটলে কী হবে?
উত্তর: সবুজের অনটন ঘটলে শহর ব্যাধিগ্রস্থ হবে। প্রাণবায়ুর অভাবে মানবসত্তা মৃতপ্রায় হয়ে পড়বে।
৯. ‘তাই বলি’ —কী বলা হয়?
উত্তর: ‘আমি দেখি’ কবিতায় কবি গাছ তুলে এনে বাগানে বসানোর কথা বলেছেন।
১০. ‘আমি দেখি’ —কবি কী দেখতে চান?
উত্তর: ‘আমি দেখি’ কবিতার কবি শক্তি চট্টোপাধ্যায় বাগানে গাছ বসিয়ে সবুজ দেখতে চান।
১১. “ তাই বলি , গাছ তুলে আনো ” – কে , কেন গাছ তুলে আনতে বলেছেন?
উত্তর: শহরের মানুষ গাছ কেটে ঘর তৈরি করার ফলে সবুজ পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলে । সবুজের অনটন রোধ করার জন্য কবি শক্তি চট্টোপাধ্যায় গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন ।
১২. “ তাই বলি , গাছ তুলে আনো ” – কে , কেন গাছ তুলে আনতে বলেছেন?
উত্তর: শহরের মানুষ গাছ কেটে ঘর তৈরি করার ফলে সবুজ পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলে । সবুজের অনটন রোধ করার জন্য কবি শক্তি চট্টোপাধ্যায় গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন ।
১৩. “ তাই বলি , গাছ তুলে আনো ” – কে , কেন গাছ তুলে আনতে বলেছেন ?
উত্তর: শহরের মানুষ গাছ কেটে ঘর তৈরি করার ফলে সবুজ পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলে । সবুজের অনটন রোধ করার জন্য কবি শক্তি চট্টোপাধ্যায় গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন ।
১৪. ‘আমি দেখি ’ কবিতা অনুযায়ী গাছের কী দেহের উপকার সাধন করে ?
উত্তর: ‘আমি দেখি ’ কবিতা অনুযায়ী গাছের সবুজ দেহের উপকার সাধন করে ।
১৫. “ সবুজের অনটন ঘটে ” — কোথায় , কেন ‘ সবুজের অনটন ’ ঘটেছে?
উত্তর: আধুনিক নগরসভ্যতা প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে । আগ্রাসী এই নাগরিক সভ্যতা হাঁ – করে সবুজ খায় বলেই প্রকৃতির বুকে এবং কবিমনে সবুজের অনটন ঘটে ।
১৬. ‘আমি দেখি ’ কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করেছে ?
উত্তর: আধুনিক নাগরিক সভ্যতার বিবর্ণ যান্ত্রিকতায় বন্দি কবির চোখ এবং দেহ আন্তরিকভাবে আবার সজীব প্রাণময় হয়ে ওঠার জন্যই গাছের সবুজ কামনা করছে ।
১৭. ‘ আমি দেখি ’ — কবি কী দেখতে চান ?
উত্তর: কবি শক্তি চট্টোপাধ্যায় ‘ আমি দেখি ’ কবিতায় বাগানে গাছ বসাতে বলেছিলেন । তিনি দু’চোখ ভরে সেই সবুজের শিহরণ দেখতে চেয়েছিলেন , কেননা , চোখ শুধু সবুজ চায় । দেহ শুধু সবুজ বাগান চায় ।
১৮. আমার দরকার শুধু গাছ দেখা ’ – কবির গাছ দেখা দরকার কেন ?
উত্তর: ‘ আমি দেখি’কবিতায় কবির শরীরের জন্য , তার বেঁচে থাকার জন্য গাছ দেখা দরকার ।
১৯. সবুজের অনটন ঘটে ।’— কোথায় কী কারণে সবুজের অনটন ঘটে ?
উত্তর: সবুজের অনটন বা অভাবের মূল কারণ হল নগর সভ্যতার প্রয়ােজনে বৃক্ষচ্ছেদন ও নগরায়ণের পরিকল্পনার জন্য ইট – কাঠ – পাথরের সমারােহ ।
২০. আরােগ্যের জন্যে ঐ সবুজের ভীষণ দরকার । –‘আরােগ্যের জন্যে ’ ‘ সবুজের ভীষণ দরকার ’ কেন ?
উত্তর: নাগরিক জীবনে থাকতে থাকতে মানুষ সবুজকে ভুলে যায় । কিন্তু সবুজ ছাড়া প্রাণের অস্তিত্ব ভাবাই যায় না । তাই কবি বলেছেন ‘ আরােগ্যের জন্যে সবুজের প্রয়ােজন ।
২১. “বহুদিন জঙ্গলে কাটেনি দিন।” বহুদিন জঙ্গলে দিন না কাটার কারণ কী ?
উত্তর: নাগরিক জীবনে দিন কাটিয়েছেন কবি । ফলে প্রকৃতির বুকে ফিরে যাওয়া সম্ভব হয়নি । তাই বহুদিন তিনি জঙ্গলে দিন কাটাতে পারেননি ।
২২. ‘ তাই বলি’– কবি কী বলেন ?
উত্তর: বৃক্ষশূন্য শহরকে দেখে চিন্তিত শক্তি চট্টোপাধ্যায় অনাদৃত , অবহেলিত শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন ।
২৩. ‘ গাছ দেখে যাওয়া ’ বলতে কবি কী বুঝিয়েছেন ?
উত্তর: কবি শক্তি চট্টোপাধ্যায় প্রকৃতির সঙ্গে মানুষের অচ্ছেদ্য সম্পর্কের কথা বলেছেন । কবি তার প্রাণে গাছের সবুজটুকু গ্রহণ করতে চেয়েছেন । আর এজন্যেই ‘ গাছ দেখে যাওয়ার প্রসঙ্গ এসেছে ।
২৪. আমার দরকার শুধু গাছ দেখা ’ — একথা বলার কারণ কী ?
উত্তর: নাগরিক জীবনে থাকতে থাকতে কবি গাছপালার সঙ্গে সব সম্পর্ক যেন ছিন্ন করেছেন । তাই সেই গাছকেই পরম যত্নে তুলে তার বাগানে বসাতে বলেছেন ।
২৫. ‘গাছের সবুজটুকু শরীরে দরকার ’ ।— একথা বলার কারণ কী ?
উত্তর: শহরবাসী মানুষ সবুজের সঙ্গে যেন আড়ি পাতিয়ে বসে থাকে । কিন্তু কবি শক্তি চট্টোপাধ্যায় বিশ্বাস করেন সবুজের মধ্যে রয়েছে প্রাণের স্পন্দন । তাই বলেছেন ‘ গাছের সবুজটুকু শরীরে দরকার ।
আমি দেখি কবিতার বড় প্রশ্ন উত্তর
১. আমার দরকার শুধু গাছ দেখা ’ – বক্তা কে ? তার গাছ দেখা দরকার কেন?
২. “শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় ” — শহরের অসুখ কী? এই অসুখ নিরাময়ের জন্য কবি কী করতে বলেছেন?
৩. “আমি দেখি” কবিতার নামকরণের সার্থকতা বিচার কর ।
৪. “আমি দেখি” – প্রাসঙ্গিক উদ্ধৃতি উল্লেখ করে কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো ।
৫. “… ওই সবুজের ভীষণ দরকার” – ওই সবুজ বলতে কী বোঝানো হয়েছে? কেন তার ভীষণ দরকার বলে মনে হয়েছে?
৬. ‘আমার দরকার শুধু গাছ দেখা ’ – বক্তা কে ? কেন তার গাছ দেখা দরকার? এই বিষয়ে বক্তার কোন আক্ষেপ শোনা গিয়েছে?
►► উচ্চ মাধ্যমিক: বাংলা সাজেশন সকল প্রশ্নের উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে আমি দেখি কবিতার প্রশ্ন উত্তর pdf ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post