আমি হব কাজী নজরুল ইসলাম : “আমি হব সকাল বেলার পাখি” একটি জনপ্রিয় শিশুতোষ কবিতা, যা শিশুদের সময়নিষ্ঠা ও আত্মপ্রত্যয়ের শিক্ষা দেয়।
কবিতাটিতে শিশুরা সকালের পাখির মতো ভোরে ওঠার প্রতিজ্ঞা করে এবং মনে করে যে তারা জেগে উঠলেই সকাল হবে। এটি শিশুদের দায়িত্বশীলতা ও শৃঙ্খলিত জীবনযাপনের প্রতি উৎসাহিত করে। কবিতাটির ভাষা সহজ ও ছন্দময়, যা শিশুমনে উদ্দীপনা জাগায়।
আমি হব কাজী নজরুল ইসলাম
আমি হব সকাল বেলার পাখি।
সবার আগে কুসুম-বাগে উঠব আমি ডাকি।
সুয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
‘হয়নি সকাল, ঘুমো এখন’-
মা বলবেন রেগে!
বলব আমি, ‘আলসে মেয়ে!
ঘুমিয়ে তুমি থাকো,
হয়নি সকাল তাই বলে কি –
সকাল হবে না কো!
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা
রাত পোহাবে তবে!’
শব্দ শিখি
কুসুম-বাগ – ফুলবাগান
সুয্যি – সূর্য
আলসে – অলস
রাত পোহানো – রাত শেষ হওয়া
এই অধ্যায়ের অনুশীলনীমূলক কাজ
১। খালি জায়গায় শব্দ বসাই।
বেলা, অলস, রাত, রাগ
(ক) ভুল করলে_______ করতে নেই।
(খ) _______ হয়েছে, ঘুমিয়ে পড়ো।
(গ) আজ ঘুম থেকে উঠতে_______ হয়ে গেল।
(ঘ) _______ হলে উন্নতি করা যায় না।
২। কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি।
আমি হব_______ বেলার পাখি।
সবার আগে_______ উঠব আমি ডাকি।
_______ মামা জাগার আগে উঠব আমি জেগে,
‘হয়নি সকাল ,_______ এখন’ মা বলবেন রেগে।
৩। কবিতাটি না দেখে বলি ও লিখি।
৪। কাজ বোঝায় এমন শব্দ আলাদা করি।
আমি সকালে ঘুম থেকে উঠি। — ওঠা
আমরা ভাত খাই। –
তুমি একটা কবিতা বলো। –
তোমরা মাঠে বল খেলছো। –
সে বই পড়ছে। –
তারা স্কুলে গিয়েছে। –
৫। বলি ও লিখি।
(ক) খোকা কী হতে চায়?
(খ) কার জাগার আগে খোকা জেগে উঠতে চায়?
(গ) খোকা কাকে ‘আলসে মেয়ে’ বলেছে?
(ঘ) তুমি কখন ঘুম থেকে ওঠো?
৬। ঘুম থেকে উঠে যা যা করি, বলি ও লিখি।
◉ আরও দেখুন: তৃতীয় শ্রেণির বাংলা বইয়ের সকল গল্প-কবিতার সমাধান
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা মূল বই থেকে আমি হব কাজী নজরুল ইসলাম কবিতাটি আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের অনুশীলনীমূলক কাজগুলোর সমাধান পেতে উপরের উত্তরমালা অপশনে ক্লিক করো। এছাড়াও তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য অতিরিক্ত বেশকিছু প্রশ্ন দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে।
Discussion about this post