আম আঁটির ভেঁপু গল্পের mcq
২৮৪. প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যে মহিমান্বিত বিভূতিভূষণের
ক. নাট্যসাহিত্য
খ. কবিতা
গ. কথাসাহিত্য
ঘ. গান
২৮৫. আঙ্গিকের দিক থেকে ‘দৃষ্টিপ্রদীপ’ গ্রন্থের সাথে সাদৃশ্য রয়েছে কোন গ্রন্থের?
ক. মৌরীফুল
খ. যাত্রাবদল
গ. মেঘমল্লার
ঘ. আরণ্যক
২৮৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৫০
খ. ১৯৫১
গ. ১৯৬০
ঘ. ১৯৬২
২৮৭. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কে আপন মনে রোয়াকে বসে খেলা করছিল?
ক. হরিহরের কন্যা
খ. হরিহরের পুত্র
গ. হরিহরের ভাগড়বী
ঘ. পাশের বাড়ির নবনীতা
২৮৮. অপুর বাক্সের সমুদয় সম্পত্তি কোথায় ঢালা হয়েছিল?
ক. রোয়াকে
খ. উঠানে
গ. বিছানায়
ঘ. মেঝেতে
২৮৯. দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল” কী কুড়িয়ে এনেছিল?
ক. আম
খ. নারকেলের মালা
গ. নাটাফল
ঘ. আমের আঁটি
২৯০. অপুর দিদির নাম কী?
ক. দুর্গা
খ. পার্বতী
গ. দিবা
ঘ. উষা
২৯১. অপু কড়িগুলো কোথা থেকে চুরি করেছিল?
ক. দুর্গাপূজার কড়ির চুপড়ি থেকে
খ. কালীপূজার কড়ির চুপড়ি থেকে
গ. সরস্বতী পূজার কড়ির চুপড়ি থেকে
ঘ. লক্ষীপূজার কড়ির চুপড়ি থেকে
২৯২. শুকনো নাটাফল কে কুড়িয়ে এনে অপুকে দিয়েছিল?
ক. দিদি
খ. মা
গ. বাবা
ঘ. পিসি
২৯৩. উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল? [অনু. ১]
ক. আমতলা
খ. বটতলা
গ. কাঁঠালতলা
ঘ. জামতলা
২৯৪. দুর্গার গড়ন কেমন?
ক. মোটাসোটা
খ. পাতলা
গ. স্বাস্থ্যবতী
ঘ. দোহারা
২৯৫. দুর্গার গায়ের রং কেমন?
ক. কালো
খ. ফরসা
গ. একটু চাপা
ঘ. সাদাকালো
২৯৬. অপুর সাথে দুর্গার মিল রয়েছে-
ক. চোখের
খ. চুলের
গ. গড়নের
ঘ. বরণের
২৯৭. দুর্গার চোখ কার মতো ডাগর ডাগর?
ক. হরিহরের
খ. সর্বজয়ার
গ. পিসির
ঘ. অপুর
২৯৮. দুর্গার হাতে অপু কী দেখতে পেল?
ক. খরগোশের বাচ্চা
খ. নারিকেলের মালা
গ. ছাগলছানা
ঘ. পাখির বাচ্চা
২৯৯. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে নারিকেলের মালার মধ্যে কী ছিল?
ক. জাম
খ. নারিকেল
গ. বরই
ঘ. কচি আম কাটা
৩০০. গলার সুর নিচু করে দুর্গা অপুর কাছ থেকে কী জানতে চাইল?
ক. অপু এগুলো খাবে কিনা
খ. মা ঘাট থেকে ফিরেছে কিনা
গ. বাবা ঘুমাচ্ছে কিনা
ঘ. পিসি বসে আছে কিনা
৩০১. অপুর মা ক্ষার কাচতে কোথায় গিয়েছিল?
ক. ডোবায়
খ. খালে
গ. ঘাটে
ঘ. অন্য বাড়িতে
৩০২. অপু কার অজ্ঞাতসারে কড়িগুলো চুরি করেছিল?
ক. বাবার
খ. বোনের
গ. ঠাকুরের
ঘ. মায়ের
৩০৩. দুর্গা অপুকে কী নিয়ে আসতে বলল?
ক. বঁটি
খ. বাটি
গ. চিনি
ঘ. তেল, নুন
৩০৪. তেল নুন আনার পর দুর্গা আবার অপুকে কী আনতে বলে?
ক. বাটি
খ. মসলা
গ. পিয়াজ
ঘ. লঙ্কা
৩০৫. হরিহর রায়ের কোন জ্ঞাতি-ভ্রাতা সম্প্রতি মারা গিয়েছেন?
ক. মজুমদার রায়
খ. নীলমণি রায়
গ. লালমণি রায়
ঘ. অশোক রায়
৩০৬. দুর্গাদের বাড়ি থেকে কত সময়ের পথ গেলে ভুবন মুখুর্য্যের বাড়ি?
ক. চার মিনিট
খ. পাঁচ মিনিট
গ. ছয় মিনিট
ঘ. সাত মিনিট
৩০৭. মায়ের গলা পেয়ে দুর্গা অপুকে কীভাবে যেতে বলল?
ক. মুখের নুনের গুঁড়ো মুছে
খ. যেভাবে আছে সেভাবেই
গ. দৌড়ে
ঘ. আস্তে আস্তে
৩০৮. দুর্গা অপুকে মুখ মুছতে বলেছিল কেন?
ক. ময়লা লেগে থাকায়
খ. আম কুচি লেগে থাকায়
গ. নুনের গুঁড়া লেগে থাকায়
ঘ. লঙ্কার গুঁড়া লেগে থাকায়
৩০৯. সর্বজয়ার গা-গতর ব্যথা হয়ে গিয়েছিল কেন?
ক. অসুস্থতার কারণে
খ. বাড়ি ঝাঁট দিয়ে
গ. গাছ কাটতে গিয়ে
ঘ. ক্ষার কেচে
৩১০. সর্বজয়া কখন থেকে ক্ষার কাচছিল?
ক. সকাল থেকে
খ. দুপুর থেকে
গ. বিকাল থেকে
ঘ. সন্ধ্যা থেকে
৩১১. অপু খেতে খেতে কী বলল?
ক. আর চিবনো যায় না
খ. খুব মজা হয়েছে
গ. আর আছে কি না
ঘ. আমি আরও চাই
৩১২. হরিহর কখন কাজ সেরে বাড়ি ফিরল?
ক. সকালের একটু পরে
খ. দুপুরের একটু পরে
গ. বিকালের একটু পরে
ঘ. সন্ধ্যার একটু পরে
৩১৩. সর্বজয়া কোন মাসের রোদে জ্বর আসার কথা বলছে?
ক. আশ্বিন
খ. কার্তিক
গ. পৌষ
ঘ. চৈত্র
৩১৪. মাতবর লোকটি হরিহরকে ভাবে-
ক. পিতৃতুল্য
খ. দেবতুল্য
গ. ভ্রাতৃতুল্য
ঘ. গুরুতুল্য
৩১৫. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের মাতবর গোছের লোকটার জাত কী?
ক. সদ্গোপ
খ. দুলে
গ. মেথর
ঘ. কর্মকার
৩১৬. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে সর্বজয়াদের রায়বাড়ির কত টাকার ওপর নির্ভর করতে হয়?
ক. পাঁচ টাকা
খ. ছয় টাকা
গ. সাত টাকা
ঘ. আট টাকা
৩১৭. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে রায়বাড়ির টাকা কত মাস অন্তর দেয়?
ক. দুই-তিন মাস
খ. তিন-চার মাস
গ. চার-পাঁচ মাস
ঘ. পাঁচ-ছয় মাস
৩১৮. দুর্গা খেলা বন্ধ করে সব বিচি আঁচলে বেঁধে কীভাবে বাড়ির বাইরে গেল?
ক. ময়লা কাপড় পরে
খ. রুক্ষ চুল উড়িয়ে
গ. হাতে লাঠি নিয়ে
ঘ. মায়ের কথা ভাবতে ভাবতে
৩১৯. ‘চুপড়ি’ বলতে কী বোঝ?
ক. ছোট ঝুড়ি
খ. কলসি
গ. হাঁড়ি
ঘ. চুড়ি
৩২০. ‘বন-বিছুটি’ বলতে কী বোঝায়?
ক. বনের বিচ্ছু
খ. বনের পোকা
গ. বুনো গাছ
ঘ. বুনো কুল
৩২১. ‘কালমেঘ’ অর্থ কী?
ক. মেঘের রঙ
খ. ঝড়ের পূর্বাভাস
গ. যকৃতের রোগে উপকারী এক প্রকার তিক্ত গাছ
ঘ. এক প্রকার কালো ফল
৩২২. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পটি কিসের আখ্যান নিয়ে রচিত হয়েছে?
ক. প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের আনন্দিত জীবনের
খ. জাতপ্রার
গ. প্রকৃতির নির্মলতার
ঘ. শৈশবকালীন চাঞ্চল্যের
৩২৩. গ্রামীণ ফলফলাদি আহারের আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে অপু ও দুর্গার বিস্ময় ও কৌতূহল গল্পটিকে চিরকালের মানুষের কী মনে করিয়ে দেয়?
ক. অতীত ইতিহাস
খ. ভবিষ্যৎ
গ. বর্তমান
ঘ. চিরায়ত শৈশব
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে আম আঁটির ভেঁপু গল্পের mcq ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post