জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের আর্থিক বাজার ও প্রতিষ্ঠান সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: তুলনামূলক আর্থিক পদ্ধতি, বিষয় কোড: ২৪২৪০৫।
আর্থিক বাজার ও প্রতিষ্ঠান সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. বিনিয়োগ বলতে কি বুঝায়?
উত্তর : একজন বিনিয়োগকারী ঝুঁকিবিহীন আর্থিক সম্পদে অর্থ নিয়োগ করবে না কি বেশি ঝুঁকি গ্রহণ করবে এসব দিক বিবেচনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করে তাকে বিনিয়োগ বলে।
২. বাংলাদেশের সিকিউরিটি মার্কেট কয়টি ও কি কি?
উত্তর : বাংলাদেশে দুটি সিকিউরিটি মার্কেট : (ক) ঢাকা স্টক এক্সচেঞ্জ ও (খ) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
৩. সাধারণ শেয়ার কি?
উত্তর : যে সকল শেয়ারের ক্ষেত্রে কোম্পানীর বিলোপসাধনকালে পুঁজি ফেরত এবং চলমান অবস্থায় লভাংশ বন্টন এই দুই ক্ষেত্রে মালিকগন সাধারণ অধিকার ভোগ করে তাকে সাধারণ শেয়ার বলে।
৪. পোর্টফোলিও নির্বাচন কি?
উত্তর : কোন বাজারের বিভিন্ন ধরনের সিকিউরিটির বিভিন্ন ঝুঁকি ও আয় সম্বলিত পত্রকোষ হতে সর্বোত্তম সিকিউরিটির পত্রকোষ বেছে নেওয়াকে পত্রকোষ নির্বাচন বলা হয়।
৫. ঝুঁকি পরিমাপের পদ্ধতি কি কি?
উত্তর : ঝুঁকি পরিমাপের জন্য বিভিন্ন একক ব্যবহার করা হয়, যেমন- পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক, বিটা ইত্যাদি।
৬. ব্যবসায় চক্র কি?
উত্তর : ব্যবসায়িক চক্র সামগ্রিকভাবে অর্থনৈতিক কার্যক্রমের গতিকে প্রভাবিত করে যা বিভিন্ন খন্ড খন্ড অংশের সমন্বয়ে তৈরি হয়।
৭. বন্ড ইনন্ডেনচার কি?
উত্তর : ঋণপত্র বিক্রয়ের সময় কোম্পানি সহিত ঋণদাতার বা ঋণপত্র ধারবারে যে চুক্তি বা দলিল হয় তাকে bond indenture বলে।
৮. মূলধন বাজার কি?
উত্তর : ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক পরীক্ষার একটি ধারণামূলক কাঠামো হচ্ছে মূলধন বাজার।
৯. CAPM কি?
উত্তর : সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয়ের একটি অভিনব পদ্ধতি হলো CAPM.
১০. বিটা সহগ কি?
উত্তর : যে সূচক দ্বারা বাজার আয়ের হার এবং সিকিউরিটি আয়ের হারের তারতম্য হ্রাস বৃদ্ধি পরিমাপ করা হয় তাকে বিটা সহগ বলে।
১১. CML রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয় কেন?
উত্তর : ঝুঁকি বিমুখ বিনিয়োগকারী অধিক ঝুঁকি গ্রহণের জন্য অধিক প্রতিদান প্রত্যাশা করেন। ঝুঁকি এবং প্রতিদানের মধ্যে এরূপ সমমুখী সম্পর্কের কারণে CML রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে।
১২. বিনিয়োগ কোম্পানি কি?
উত্তর : যে সব আর্থিক প্রতিষ্ঠান জনগনের নিকট শেয়ার বিক্রয় করে এবং বিভিন্ন ধরনের নিশ্চয়তা পত্রে বা আর্থিক হাতিয়ারে অর্থায়ন করে থাকে তাকে বিনিয়োগ কোম্পানি বলে।
১৩. প্রত্যক্ষ বিনিয়োগ কি?
উত্তর : প্রত্যক্ষ বিনিয়োগ হলো যেখানে বিনিয়োগকারীরা নিজেরাই আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় করে। এক্ষেত্রে তারা দালালি কোম্পানিরও আশ্রয় নিতে পারে।
১৪. সিডিবিএল কি?
উত্তর : সিডিবিএল হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজারের সিকিউরিটি ক্রয়-বিক্রয়ের কেন্দ্রীয় হিসাব প্রক্রিয়াকারী প্রতিষ্ঠান।
১৫. অগ্রক্রয় অধিকার অর্থ কি?
উত্তর : কোম্পানীর নতুন শেয়ার ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান শেয়ার নতুন শেয়ার ক্রয়ের জন্য যে বিশেষ সুযোগ ভোগ করেন তাকে অগ্রক্রয় অধিকার বা pre-emptine বলে।
১৬. পোর্টফোলিওর নির্ধারকসমূহ কি কি?
উত্তর : নির্ধারকসমূহ হলোঃ (র) নিরাপত্তা (রর) উপার্জন হার (ররর) প্রবৃদ্ধি (রা) পরল্যতান্যে ঝুঁকি।
১৭. খাঁটি ঝুঁকি বলতে কি বোঝ?
উত্তর : লাভের দ্বারা যখন ক্ষতির সম্ভাবনা পূরণ করা সম্ভব হয় না তখন যে ঝুঁকির সৃষ্টি হয়, তাকে খাঁটি ঝুঁকি বলে।
১৮. সিদ্ধান্ত বৃক্ষ কি?
উত্তর : ঝুঁকিপূর্ণ বিনিয়োগ প্রকল্প মূল্যায়নের অন্যতম কৌশল হলো সিদ্ধান্ত বৃক্ষ পদ্ধতি। এক্ষেত্রে সম্ভাব্য বিভিন্ন ঘটনা এবং তাদের সাথে জড়িত আয়-ব্যয় ও সম্ভাবনার মানকে বৃক্ষের শাখার মত করে উপস্থাপন করা হয়।
১৯. সিকিউরিটির মূল্য কাকে বলে?
উত্তর : সিকিউরিটির মূল্য বলতে রি বাকার মূল্য বোঝায়।
২০. EMH এর পূর্ণরূপ কি?
উত্তর : EMH এর পূর্ণরূপ হলো- Efficient capital Market and Hypotheses.
২১. CAPM এর উদ্ভাবক কে বা কারা?
উত্তর : CAPM এর উদ্ভাবক Sharpe, Lintner Mossy প্রমূখ।
২২. SML এর সমীকরণ দেখাও ।
উত্তর : E(Rj) = Rf + [E(Rm) – Rf]βj
২৩. বিনিয়োগ শাস্ত্র কি?
উত্তর : বিনিয়োগ শাস্ত্র হলো বিনিয়োগকারীর সম্পদ সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার প্রক্রিয়া।
২৪. আর্থিক সম্পদ কি?
উত্তর : সাধারণত যেসব সম্পদে অর্থ নিয়োগ করা হয় তাকে আর্থিক সম্পদ বলে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. মূলধন বাজার কি?
২. বণ্ড ও ডিবেঞ্জারের মধ্যে পার্থক্য লিখ।
৩. বাণিজ্যিক ব্যাংক ও বিনিয়োগ ব্যাংকের মধ্যে পার্থক্য কর।
৪. দালালী হিসাব কি?
৫. ঝুঁকির সমীকরণটি লিখ।
৬. পোর্টফোলিও ব্যবস্থাপকের কি প্রয়োজন হয়?
৭. CAPM বলতে কি বুঝ?
৮. টিআর নির্ণয়ে একটি সম্পত্তি কতদিন অবশ্যই ধারণ করতে হয়।
৯. মুদ্রা বাজারের সংজ্ঞা দাও।
১০. আর্থিক বাজারের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
১১. সিএমএল এবং মার্কোইজ দক্ষ সীমার মধ্যে সম্পর্ক কি?
১২. সাধারণ শেয়ার মালিকগণ কি কি অধিকার ভোগ করে থাকেন?
১৩. সিকিউরিটি বাজার কি?
১৪. সাধারণ শেয়ার ও বণ্ড কি?
১৫. আর্থিক সম্পদ ও প্রকৃত সম্পদ কাকে বলে?
১৬. সিকিউরিটি মার্কেটে মধ্যস্থতাকারী কারা?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. সিকিউরিটি ট্রেডিং-এর পদ্ধতিগুলো কি কি?
২. সিকিউরিটি বাজারের কার্যাবলি আলোচনা কর।
৩. মূলধন বাজার কি? মূলধন বাজারের কার্যাবলি আলোচনা কর।
৪. পোর্টফোলিও ঝুঁকি এর নির্ধারকসমূহ ব্যাখ্যা কর।
5. A stock costing Tk. 250 pays Tk 15 as a dividend. The possible prices that the stock might sell for the end of the year and the stock might sell for at the end of the year and the probability of each are: (ছকটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।)
৬. SEC কি? ইহা কিভাবে সিকিউরিটি মার্কেটকে নিয়ন্ত্রণ করে?
৭. ডেরিভেটিভ সিকিউরিটিজ বলতে কি বুঝ? বিভিন্ন প্রকার ডেরিভেটিভ সিকিউরিটজের বর্ণনা দাও।
8. Five years return patterns of R. K Ltd. has given below: (ছকটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।)
You are required to calculate
(i) CWI; (ii) GM; (iii) Variance; and (iv) Returnrelative.
৯. আর্থিক বাজার কি? আর্থিক বাজারের গুরুত্ব লিখ।
১০. বাংলাদেশের অর্থনীতিতে শেয়ার বাজারের ভূমিকা আলোচনা কর।
11. A.H Textile’s equity share urrently sells for Tk. 23 per share. The company’s finance manager anticipates a constant growth rate of 10. 5% and end of year diviend of Tk. 2.50 per share.
(i) What is the expected rate of return;
(ii) If the investor fequires a 17% return should be purchase the stock.
১২. পোর্টফোলিও ব্যবস্থাপনা বলতে কি বুঝ? পোর্টফোলিও ব্যবস্থাপনার উদ্দেশ্য কি কি?
১৩. আধুনিক পোর্টফোলিও বা পত্রকোষ তত্ত্ব আলোচনা কর।
14. Mr. `S’ is considering investing in a bond currently selling for Tk. 8785. The bond has 4 years to maturity Tk. 10,000 face value and a 8% coupon rate, the next annual interest payment is due one year from today. The approximate discount factor for investments similar risk is 10%
(i) Calculate the intrensic value of bond should Mr `S’ purchase the bond.
(ii) Calculate the YTM of the bond.
আরো দেখো : ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং আর্থিক বাজার ও প্রতিষ্ঠান সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post