এসএসসি ২০২৪ আশা কবিতার mcq প্রশ্ন উত্তর : আজ কোর্সটিকায় আমরা এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের জন্য আশা কবিতার বহুনির্বাচনি প্রশ্ন আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।
সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৪ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।
এসএসসি ২০২৪ আশা কবিতার mcq প্রশ্ন উত্তর
১. ‘আশা’ কবিতায় বিত্ত-সুখের দুর্ভাবনায় কোনটি কমে?
ক. সময়
খ. অর্থ
গ. আয়ু
ঘ. ভালোবাসা
২. কার আঁধার ঘরে আলো জ্বালার কথা বলা হয়ছে?
ক. কবির
খ. প্রতিবেশির
গ. তুষ্ট লোকের
ঘ. ভাবনাহীন মানুষ
৩. কবি কিসের অন্তরালে হারিয়ে যেতে চান?
ক. প্ৰকৃতি
খ. আনন্দের
গ. কান্না-হাসির
ঘ. ভালোবাসার
৪. ‘আশা’ কবিতায় নির্ভাবনায় মানুষ ঘুমিয়ে যায়—
ক. জীর্ণ বেড়ার ঘরে
খ. কষ্টে
গ. দুঃখে
ঘ. আক্ষেপে
৫. যার কোনো দুর্ভাবনা নেই—তাকে এক কথায় কী বলে?
ক. নির্ভাবনা
খ. সুখী
গ. ত্যাগী
ঘ. চিন্তা
৬. ‘জীর্ণ বেড়ার ঘরে’—‘জীর্ণ বেড়া’ কী প্রকাশ করে?
ক. দরিদ্রতা
খ. কষ্ট
গ. দুঃখ
ঘ. আক্ষেপ
৭. ‘আহার্য’ অর্থ কী?
ক. খাদ্যদ্রব্য
খ. খাওয়া
গ. আহারী
ঘ. আমন্ত্রণ
৮. ‘আশা’ কবিতায় মানুষের মনে কী নেই?
ক. হতাশা
খ. দীনতা
গ. সুখ
ঘ. ইচ্ছা
৯. কবি অন্য জগতে হারিয়ে যেতে চান কেন?
ক. হতাশার কারণে
খ. জাগতিক জটিলতার কারণে
গ. জাগতিক জটিলতার কারণে
ঘ. মানুষের খারাপ আচরণের কারণে
১০. জীবন যন্ত্রণাময় হয় কিসে?
ক. দুঃখের
খ. বেদনায়
গ. আলস্যে
ঘ. লোভে
১১. জীবনের সার্থকতা কিসে?
ক. সম্পদে
খ. কাজে
গ. অন্যের উপকারে
ঘ. অন্যের সম্পদের আশায়
১২. সিকান্দার আবু জাফর পেশায় কী ছিলেন?
ক. ডাক্তার
খ. সম্পাদক
গ. সাংবাদিক
ঘ. অভিনেতা
১৩. সিকান্দার আবু জাফর কখন স্থায়িভাবে ঢাকায় বসবাস শুরু করেন?
ক. দেশ বিভাগের পর
খ. ভাষা আন্দোলনের পর
গ. মুক্তিযুদ্ধের সময়
ঘ. মুক্তিযুদ্ধের পর
১৪. সিকান্দার আবু জাফর কোন আন্দোলন বেগবান করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন?
ক. ভাষা আন্দোলন খ.
৬ দফা দাবি
গ. গণঅভ্যুত্থান
ঘ. স্বাধীনতা আন্দোলন
১৫. ‘আমাদের সংগ্রাম চলবেই চলবে’ গাণটি কার লেখা?
ক. আবদুল গাফ্ফার চৌধুরী
খ. জসীমউদ্দীন
গ. সিকান্দার আবু জাফর
ঘ. নির্মলেন্দু গুণ
১৬. নিশুত রাত কেমন?
ক. গভীর
খ. অন্ধকার
গ. কুয়াশাচ্ছন্ন
ঘ. নীরব
১৭. ‘নিশুত’ শব্দের অর্থ কী?
ক. রাত
খ. নীরব
গ. নির্ঘুম
ঘ. পুরনো
১৮. ‘জীর্ণ’ অর্থ কী?
ক. ক্ষয়প্রাপ্ত
খ. গুঁড়া
গ. ছেঁড়া
ঘ. পুরনো
১৯. জীবনের মহত্ত্ব কিসে?
ক. মানুষকে ভালোবাসায়
খ. মানুষকে ঘৃণা করায়
গ. অনেক সম্পদ আহরণে
ঘ. অনেক কাজের মধ্যে
২০. ‘আশা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক. তিমিরাম্ভিক
খ. মালব কৌশিক
গ. বৃশ্চিক লগ্ন
ঘ. প্রসন্ন প্রহর
২১. জাগতিক এই পৃথিবী ক্রমশ কেমন হয়ে উঠেছে?
ক. লোভী
খ. সরল
গ. অহংকারী
ঘ. জটিল
২২. মানুষের সাথে মানুষের কী বাড়ছে?
ক. সম্পর্ক
খ. চিন্তা
গ. ভালোবাসা
ঘ. ব্যবধান
২৩. কবি কাদের কাছে যেতে চেয়েছেন?
ক. বন্ধুর
খ. দরিদ্র
গ. প্রকৃত মানুষের
ঘ. জরাক্লিষ্ট মানুষের
২৪. কবি সত্যিকার মানুষ বলতে কাদের বুঝিয়েছেন?
ক. যারা পরিশ্রম করে না
খ. যারা অর্থ সম্পদের পাহাড় গড়ে
গ. যারা প্রতিবেশিকে সাহায্য করে
ঘ. যারা অসহায়
এসএসসি-২০২৪ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৪ আশা কবিতার mcq প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post