আসমানি কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : সাধারণ মানুষের প্রতি, বিশেষত গ্রামের শিশুদের দুঃখ-কষ্টময় জীবনের প্রতি মমতাময় অনুভূতির নান্দনিক প্রকাশ ঘটেছে। আসমানি গরিব, তাদের বাসা পাখির বাসার মতো হালকা। একটু বৃষ্টিতেও তাদের বাসা নড়বড় করে। ঠিক মতো খেতে পায় না বলে অসুখে ভোগে।
পোশাক তার ছেঁড়া। মুখে তার হাসি নেই, কন্ঠে নেই গান। তাদের বাড়ির আশপাশ অস্বাস্থ্যকর। আসমানির জীবনে আনন্দ নেই। অনেক দরদ দিয়ে কবি আসমানির জীবনের যে চিত্র এঁকেছেন, তা আমাদের সহানুভূতি এবং সামাজিক দায়বোধ জাগিয়ে তোলে।
আসমানি কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. আসমানিকে দেখতে কার বাড়িতে যেতে হবে?
ক. রহিমদ্দির
খ. করিমদ্দির
গ. কলিমদ্দির
ঘ. হাসুমদ্দির
২. রহিমদ্দির বাড়ি কোন গ্রামে?
ক. করিমগঞ্জ
খ. রূপনগর
গ. রসুলপুর
ঘ. আলমডাঙ্গা
৩. রহিমদ্দির বাড়ি কেমন দেখতে?
ক. বিশাল অট্টালিকা
খ. ঝোপঝাড়
গ. চিলে কোঠা
ঘ. পাখির বাসা
৪. আসমানিদের বাড়ির ছাউনি কী দিয়ে তৈরি?
ক. টিন
খ. ছন
গ. কংক্রিট
ঘ. ভেন্না পাতার
৫. একটুখানি বাতাসে আসমানিদের বাড়ির অবস্থা কেমন হয়?
ক. পরিবেশ শীতল হয়
খ. ধুলা ময়লা দূর হয়
গ. ঘর নড়বড় করে
ঘ. ভেঙ্গে পড়ে
৬. আসমানির মুখটি দেখতে কেমন?
ক. কুৎসিত
খ. মিষ্টি
গ. সুন্দর
ঘ. খুবই বাজে
৭. আসমানির মুখের হাসির প্রদীপ রাশি কেন নিভে গেল?
ক. অভাবের কারণে
খ. অর্থের কুপ্রভাবে
গ. অসুস্থতায়
ঘ. সুখের কারণে
৮. আসমানির চোখ কীসে ভরা?
ক. কৌতুকে
খ. হাসিতে
গ. বিষাদে
ঘ. হিংসায়
৯. আসমানির চোখ দুটি দেখতে কেমন?
ক. কাজল-কালো
খ. ভোমর কালো
গ. ডাগর ডাগর
ঘ. চঞ্চল
১০. আসমানির চোখের রং কী?
ক. লাল
খ. খয়েরি
গ. ভোমর কালো
ঘ. কালো
১১. আসমানির বাঁশির মতো সুর গলায় ক্ষয় ধরেছে কেন?
ক. অতিরিক্ত কথা বলে
খ. কান্না করে
গ. হাসাহাসি করে
ঘ. কথা না বলে
১২. আসমানিদের বাড়ির পুকুর কিসে ভরা?
ক. শাপলা ফুলে
খ. পদ্ম ফুলে
গ. কচুরী পানায়
ঘ. কলমি ফুলে
১৩. আসমানিদের পুকুরে কী ঝিলমিল করে?
ক. মাছ
খ. সাপ
গ. ব্যাঙের ছানা
ঘ. কিছুই না
১৪. আসমানিদের পুকুরের মশক কোন রোগের বিষ গুলছে?
ক. ডেঙ্গু
খ. ম্যালেরিয়া
গ. ফাইলেরিয়া
ঘ. জিকা ভাইরাস
১৫. আসমানির পেট কেন ফুলছে?
ক. পিলেতে
খ. কৃমিতে
গ. অপুষ্টিতে
ঘ. ম্যালেরিয়ায়
আসমানি কবিতার mcq প্রশ্ন ও উত্তর
১৬. আসমানির জ্বর হয় কখন?
ক. মাঝে মাঝে
খ. প্রতিদিন
গ. কখনই নয়
ঘ. মাসে একবার
১৭. আসমানি বৈদ্য ডেকে চিকিৎসা করাতে পারে না কেন?
ক. টাকার অভাবে
খ. বৈদ্যের চিকিৎসা ভালো নয় বলে
গ. প্রয়োজন পড়ে না বলে
ঘ. বৈদ্য নেই বলে
১৮. ‘আসমানি’ কবিতায় ব্যবহৃত ‘নিতুই’ শব্দটি-
ক. পরিভাষা
খ. কাব্যিক পদ
গ. বিকৃত পদ
ঘ. আঞ্চলিক শব্দ
১৯. ‘আসমানি’ কবিতায় ‘বাস’ শব্দের অর্থ কী?
ক. সুগন্ধ
খ. সুবাস
গ. পোশাক
ঘ. অভ্যাস
২০. ‘বরণ’ শব্দের অর্থ কী?
ক. গ্রহণ করা
খ. ত্যাগ করা
গ. রঙ
ঘ. গন্ধ
২১. আসমানির ঘর নড়বড় করার কারণ কী?
ক. বৃষ্টি
খ. ঝড়
গ. কালবৈশাখী
ঘ. হাওয়া
২২. ‘আসমানি’ কবিতায় কোন ধরনের অনুভূতির প্রকাশ ঘটেছে?
ক. দুঃখময়
খ. কষ্টময়
গ. মমতাময়
ঘ. যন্ত্রণাময়
২৩. জসীমউদ্দীনের কবিতায় ফুটে উঠেছে-
i. গ্রামবাংলার জীবন
ii. গ্রামবাংলার প্রকৃতি
iii. শহরের চিত্র
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. ii ও iii
২৪. ‘আসমানি’ কবিতাটি পাঠের উদ্দেশ্য-
i. অপরের প্রতি শ্রদ্ধাবোধ
ii. মানুষের প্রতি ভালোবাসার অনুভূতি
iii. মানুষকে ঘৃণা করা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i ও iii
২৫. জসীমউদ্দীন রচিত কয়েকটি গ্রন্থ হচ্ছে-
i. রাখালী, বালুচর, মাটির কান্না
ii. নকশিকাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট
iii. বোবা কাহিনী
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
২৬. জসীমউদ্দীন কাজ করেছেন যেখানে-
i. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ii. সরকারের প্রচার বিভাগে
iii. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i ও iii
২৭. ‘বাস’ শব্দটির অর্থ-
i. পোশাক
ii. জামা
iii. বিদ্বান
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
২৮. ‘বৈদ্য’ শব্দটির যে অর্থ-
i. কবিরাজ
ii. গ্রাম্য চিকিৎসক
iii. বিদ্বান
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
২৯. ‘নিতুই’ শব্দটির অর্থ-
i. প্রতিদিন
ii. রোজ
iii. নিত্য
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
৩০. যেসব দিক আসমানির দারিদ্র্যের পরিচয় দেয়-
i. বুকের ক’খান হাড়
ii. শতেক তালির ছেঁড়া বাস
iii. ভেন্নাপাতার নড়বড়ে বাড়ি
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের চারুপাঠ বাংলা বই থেকে আসমানি কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post