অনার্স ৩য় বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা, কোর্সটিকা আজকে প্রকাশিত হতে যাচ্ছে ইংল্যান্ডের ইতিহাস ১৪৮৫-১৯৪৫ সাজেশন ২০২৪। তোমরা যারা এবছর তৃতীয় বর্ষের বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ, এই সাজেশনটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই সাজেশনটি আমরা বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করেছি। ফলে শতভাগ কমন পাওয়ার জন্য এটি অনুসরণ করার পরামর্শ থাকল।
শিক্ষার্থীরা, এই কোর্সের নাম হচ্ছে—ইংল্যান্ডের ইতিহাস ১৪৮৫-১৯৪৫ এবং বিষয় কোড হচ্ছে—২৩১৫০৯। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে।
ইংল্যান্ডের ইতিহাস ১৪৮৫-১৯৪৫ সাজেশন ২০২৪
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ইংল্যান্ডে গোলাপের যুদ্ধে অংশগ্রহণকারী দুইটি বংশের নাম লেখ।
উত্তর: ইংল্যান্ডে গোলাপের যুদ্ধে অংশগ্রহণকারী দুইটি বংশের নাম হলো ল্যাঙ্কাস্টার ও ইয়র্ক বংশ।
২. গোলাপের যুদ্ধ কত খ্রিস্টাব্দে শেষ হয়?
উত্তর: গোলাপের যুদ্ধ ১৪৮৫ খ্রিস্টাব্দে শেষ’ হয়।
৩. রাজা সপ্তম হেনরির পূর্বনাম কী?
উত্তর: রাজা সপ্তম হেনরির পূর্বনাম হেনরি টিউডর।
৪. মর্টন ফর্ক কী?
উত্তর: রাজা সপ্তম হেনরির উপদেষ্টা আর্চবিশপ মর্টন অর্থসংগ্রহের জন্য যে নতুন উপায় বের করেন তা মর্টন ফর্ক নামে পরিচিত।
৫. স্টার চেম্বার কোর্ট কে প্রবর্তন করেন?
উত্তর: স্টার চেম্বার কোর্ট সপ্তম হেনরি প্রবর্তন করেন।
৬. ফ্রান্সিস বেকন কে ছিলেন?
উত্তর: ফ্রান্সিস বেকন ছিলেন রাজা সপ্তম হেনরির জীবনচরিত লেখক।
৭. টমাস উলসি কে ছিলেন?
উত্তর : টমাস উলসি ছিলেন ইংল্যান্ডের সর্বশেষ যাজক, রাজনীতিক, প্রথম কূটনৈতিক এবং অষ্টম হেনরির প্রধান উপদেষ্টা।
৮. কে ইংল্যান্ডে শক্তিসাম্য নীতি প্রবর্তন করেন?
উত্তর: টমাস উলসি ইংল্যান্ডে শক্তিসাম্য নীতি প্রবর্তন করেন।
৯. মার্টিন লুথার কে ছিলেন?
উত্তর: মার্টিন লুথার ছিলেন জার্মান ধর্মতত্ত্ববিদ ও প্রটেস্ট্যান্ট ধর্মমতের প্রবর্তক।
১০. ‘নিউ টেস্টামেন্ট’ এর রচয়িতা কে?
উত্তর: ‘নিউ টেস্টামেন্ট’ এর রচয়িতা ইরাসমাস।
১১. প্রিভি কাউন্সিল কী?
উত্তর: প্রিভি কাউন্সিল হলো সপ্তম হেনরির সময়ে গঠিত ব্রিটেনের উচ্চ আদালত।
১২. অ্যাক্ট অব সুপ্রেম্যাসি কী?
উত্তর: অ্যাক্ট অব সুপ্রেম্যাসি হলো ১৫৩৪ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে পাসকৃত একটি কর্তৃত্বমূলক আইন, যে আইনের মাধ্যমে রাজা অষ্টম হেনরিকে ইংল্যান্ডের চার্চের সর্বময় প্রভু বা কর্তা হিসেবে ঘোষণা করা হয়।
১৩. ‘Act of Supremacy’ কে চালু করেন?
উত্তর: ‘Act of Supremacy’ রাজা অষ্টম হেনরি চালু করেন।
১৪. অ্যাক্ট অব অ্যানেটস কী?
উত্তর: ১৫৩২ খ্রিস্টাব্দে পোপের কর্তৃত্ব হ্রাস করার লক্ষ্যে যে আইন প্রণীত হয় তা অ্যাক্ট অব অ্যানেটস নামে পরিচিত।
১৫. ভার্জিন কুইন কাকে বলা হয়?
উত্তর: ভার্জিন কুইন রানি প্রথম এলিজাবেথকে বলা হয়।
১৬. ‘Act of Annates’ দ্বারা রাজার কোন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ‘Act of Annates’ দ্বারা রাজার পোপের ওপর কর্তৃত্ব করার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়।
১৭. কোর্ট অব হাইকমিশন কী?
উত্তর: কোর্ট অব হাইকমিশন হলো ধর্মীয় বিষয় সম্পর্কিত বিচারালয়।
১৮. ইনকুইজিশন কী?
উত্তর: ইনকুইজিশন হলো ধর্মসংক্রান্ত বিচারালয়।
১৯. স্পেনীয় আর্মাডা কী?
উত্তর: স্পেনীয় আর্মাডা হলো স্পেনের বিশাল নৌবহর।
২০. ফেরি কুইন গ্রন্থ কে রচনা করেন?
উত্তর: ফেরি কুইন গ্রন্থ এডমান্ড স্পেন্সার রচনা করেন।
২১. স্টুয়ার্ট রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
অথবা, স্টুয়ার্ট বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: স্টুয়ার্ট রাজবংশের প্রতিষ্ঠাতা প্রথম জেমস।
২২. স্টুয়ার্ট রাজবংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: স্টুয়ার্ট রাজবংশ ১৬০৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
২৩. রাজা প্রথম জেমসের প্রতিষ্ঠিত রাজবংশ কী নামে পরিচিত?
উত্তর: রাজা প্রথম জেমসের প্রতিষ্ঠিত রাজবংশ স্টুয়ার্ট নামে পরিচিত।
২৪. গ্রেট ব্রিটেন বলতে কী বুঝ?
উত্তর: গ্রেট ব্রিটেন বলতে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত দেশসমূহকে বুঝায়।
২৫ . গ্রেট ব্রিটেন বলতে কী বুঝ?
উত্তর: গ্রেট ব্রিটেন বলতে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত দেশসমূহকে বুঝায়।
২৬. ত্রিশবর্ষব্যাপী যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?
উত্তর: ত্রিশবর্ষব্যাপী যুদ্ধ ১৬১৮ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল।
২৭. লং পার্লামেন্ট কী?
উত্তর: চার্লস অর্থ সংকট নিরসনের জন্য ১৬৪০ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে যে পার্লামেন্ট আহ্বান করেন তা ১৬৬০ সাল পর্যন্ত স্থায়ী হয় যা লং পার্লামেন্ট নামে অভিহিত।
২৮. আয়রন সাইড কাদের বলা হয়?
উত্তর: আয়রন সাইড হলো গৃহযুদ্ধে অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে গঠিত সুশিক্ষিত অশ্বারোহী সেনাদল।
২৯. বেয়ারবোন পার্লামেন্ট কী?
উত্তর: অলিভার ক্রমওয়েল রাম্প পার্লামেন্ট ভেঙে দিয়ে ১৬৫৩ খ্রিস্টাব্দের জুলাই মাসে তার মনোনীত ১৪০ জন গণ্যমান্য পিউরিটান সাধু ব্যক্তিকে নিয়ে যে পার্লামেন্ট আহ্বান করেন তা বেয়ারবোন পার্লামেন্ট নামে অভিহিত।
৩০. রেস্টোরেশনের ফলাফল কী ছিল?
উত্তর: রেস্টোরেশনের ফলে ইংল্যান্ডের রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।
৩১. কে ‘কোর্ট অব ইক্লেজিয়্যাস্টিক্যাল কমিশন’ নামক বিচারালয় প্রতিষ্ঠা করেন?
উত্তর: দ্বিতীয় জেমস ‘কোর্ট অব ইক্লেজিয়্যাস্টিক্যাল কমিশন’ নামক বিচারালয় প্রতিষ্ঠা করেন।
৩২. গৌরবময় বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: গৌরবময় বিপ্লব ১৬৮৮ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
৩৩. দক্ষিণ সাগরের বুদ্বুদ কী?
উত্তর: South Sea Company এর উত্থান ও পতন অতি দ্রুত হওয়ায় ইতিহাসে তা দক্ষিণ সাগরের বুদ্বুদ নামে পরিচিত।
৩৪. জ্যাকোবাইট কারা?
উত্তর: এন্ড প্রিটেন্ডারের সমর্থকগণ জ্যাকোবাইট নামে পরিচিত।
৩৫. শিল্পবিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: শিল্পবিপ্লব ১৭৬০ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
৩৬. সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন?
উত্তর: সেফটি ল্যাম্প হামফ্রে ডেভিস আবিষ্কার করেন।
৩৭. আমেরিকার স্বাধীনতা যুদ্ধে প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: আমেরিকার স্বাধীনতা যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন জর্জ ওয়াশিংটন।
৩৮. নেপোলিয়ন বোনাপার্ট কে ছিলেন?
উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফরাসি সম্রাট।
৩৯. কত সালে ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: ১৮১৫ সালে ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়।
৪০. ১৮৩২ সালের সংস্কার আইন কার নেতৃত্বে পাস হয়?
উত্তর: ১৮৩২ সালের সংস্কার আইন প্রধানমন্ত্রী লর্ড গ্রের নেতৃত্বে পাস হয়।
৪১. রানি ভিক্টোরিয়া কত সালে ‘ভারত সম্রাজ্ঞী’ উপাধি গ্রহণ করেন?
উত্তর: রানি ভিক্টোরিয়া ১৮৭৭ সালে ‘ভারত সম্রাজ্ঞী’ উপাধি গ্রহণ করেন।
৪২. প্ল্যাডস্টোন কে ছিলেন?
উত্তর: গ্ল্যাডস্টোন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন।
৪৩. ১৯১১ সালের পার্লামেন্ট আইন পাস হয় কার রাজত্বকালে?
উত্তর: ১৯১১ সালের পার্লামেন্ট আইন পাস হয় রাজা পঞ্চম জর্জের রাজত্বকালে।
৪৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত তারিখে শুরু হয়?
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধ ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর শুরু হয়।
৪৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কখন?
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. স্টার চেম্বার কোর্ট সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, স্টার চেম্বার কোর্ট কী?
২. নিউ মনার্কি কী?
অথবা, সপ্তম হেনরি প্রবর্তিত নতুন রাজতন্ত্র বলতে কী বুঝ?
৩. মর্টন ফর্ক নীতি ব্যাখ্যা কর।
অথবা, মর্টন ফর্ক নীতি কী?
৪. অ্যাক্ট অব অ্যাপিল সম্পর্কে একটি টীকা লেখ।
অথবা, অ্যাক্ট অব অ্যাপিল কী?
৫. মঠ উচ্ছেদের ফলাফল বর্ণনা কর।
অথবা, মঠ উচ্ছেদের ফলাফল লেখ।
৬. টমাস উলসির উত্থান সম্পর্কে আলোচনা কর।
অথবা, অষ্টম হেনরির সময় টমাস উলসির উত্থান ঘটে কীভাবে?
৭. ১৫৫৯ খ্রিস্টাব্দের অ্যাক্ট অব সুপ্রিমেসি সম্পর্কে কী জান?
অথবা, অ্যাক্ট অব সুপ্রিমেসি, ১৫৫৯ সম্বন্ধে লেখ।
৮. অ্যাংলিকানিজম কী?
অথবা, অ্যাংলিকানিজম বলতে কী বুঝ?
৯. স্পেনীয় আর্মাডা সম্পর্কে যা জান লেখ।
অথবা, স্পেনিশ আর্মাডার বিবরণ দাও।
১০. রানি প্রথম এলিজাবেথের আইরিশ পলিসি আলোচনা কর।
অথবা, রানি প্রথম এলিজাবেথের আইরিশ পলিসি পর্যালোচনা কর।
১১. ইংল্যান্ডের স্টুয়ার্ট বংশের পরিচয় দাও।
অথবা, স্টুয়ার্ট বংশের ওপর টীকা লেখ।
১২. রাজক্ষমতা সম্পর্কে প্রথম জেমসের মতবাদ ব্যাখ্যা কর।
অথবা, রাজার খোদায়ী অধিকার কী?
১৩. প্রথম চার্লসের সাথে পার্লামেন্টের বিরোধের কারণগুলো লেখ।
অথবা, রাজা প্রথম চার্লস ও পার্লামেন্টের মধ্যে বিরোধের কারণ কী ছিল?
১৪. লং পার্লামেন্টের কার্যাবলি বর্ণনা কর।
অথবা, দীর্ঘ পার্লামেন্টের কার্যাবলি সংক্ষেপে আলোচনা কর।
১৫. দ্বিতীয় চার্লসের পররাষ্ট্রনীতি বর্ণনা কর।
অথবা, দ্বিতীয় চার্লসের বৈদেশিক নীতি আলোচনা কর।
১৬. ১৬৮৮ খ্রিস্টাব্দের সংঘটিত বিপ্লবকে কেন গৌরবময় বিপ্লব বলা হয়?
অথবা, ১৬৮৮ খ্রিস্টাব্দের বিপ্লবকে গৌরবময় বিপ্লব বলার কারণ কী?
১৭. বড় পিট সম্পর্কে লেখ।
অথবা, জ্যেষ্ঠ পিটের পরিচয় দাও।
১৮. জ্যাকোবাইট বিদ্রোহ পর্যালোচনা কর।
অথবা, জ্যাকোবাইট বিদ্রোহ বলতে কী বুঝ?
অথবা, জ্যাকোবাইট বিদ্রোহ সম্পর্কে কী জান?
১৯. শিল্পবিপ্লবের ফলাফল আলোচনা কর।
অথবা, শিল্পবিপ্লবের ফলাফল উল্লেখ কর।
২০. আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণসমূহ সংক্ষেপে লেখ।
অথবা, ব্রিটেনের আমেরিকার উপনিবেশগুলো বিদ্রোহ করেছিল কেন?
২১. আমেরিকার স্বাধীনতা যুদ্ধের প্রত্যক্ষ কারণসমূহ আলোচনা কর।
অথবা, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল?
২২. সাঁকুলেৎ শ্রেণি সম্পর্কে ধারণা দাও।
অথবা, সাঁকুলেৎ কাদের বলা হতো?
২৩. ফরাসি বিপ্লবের ফলাফল সংক্ষেপে লেখ।
অথবা, ফরাসি বিপ্লবের তাৎপর্য সংক্ষেপে লেখ।
২৪. চার্টিস্ট আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ লেখ।
অথবা, চার্টিস্ট আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন?
২৫. ডিজরেলির পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, ডিজরেলির পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্যগুলো লেখ।
২৬. প্ল্যাডস্টোনের শিক্ষাসংস্কার সংক্ষেপে আলোচনা কর।
অথবা, গ্ল্যাডস্টোনের শিক্ষাসংস্কার সম্পর্কে লেখ।
২৭. পার্লামেন্ট অ্যাক্ট, ১৯১১ এর দ্বারা কোন আইন প্রণীত হয়?
অথবা, পার্লামেন্ট অ্যাক্ট, ১৯১১ এর দ্বারা কোন আইন প্রবর্তিত হয়?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. স্টার’ চেম্বার কোর্ট সম্পর্কে যা জান লেখ।
অথবা, স্টার চেম্বার কোর্টের উৎপত্তি ও কার্যাবলির বিবরণ দাও।
২. সপ্তম হেনরির রাজত্বকালকে আধুনিক ইংল্যান্ডের বীজ বপনের সময় বলা হয় কেন? আলোচনা কর
অথবা, তুমি কী মনে কর সপ্তম হেনরির রাজত্বকালে আধুনিক ইংরেজ ইংল্যান্ডের বীজ রোপিত হয়েছিল?
৩. সপ্তম হেনরির পররাষ্ট্রনীতি আলোচনা কর।
অথবা, সপ্তম হেনরির বৈদেশিক নীতি বর্ণনা কর।
৪. রিফরমেশন পার্লামেন্ট বলতে কী বুঝ? রিফরমেশন পার্লামেন্টের কার্যাবলি আলোচনা কর।
অথবা, অষ্টম হেনরির রাজত্বকালে ‘সংস্কার পার্লামেন্টের’ কার্যাবলি বিশ্লেষণ কর।
৫. মঠ বিলোপের কারণগুলো আলোচনা কর।
অথবা, অষ্টম হেনরি কেন মঠ উচ্ছেদ করেন? ব্যাখ্যা কর।
৬. রানি এলিজাবেথের ধর্মনীতি পর্যালোচনা কর।
অথবা, রানি এলিজাবেথের গির্জা বন্দোবস্ত আলোচনা কর।
অথবা, রানি প্রথম এলিজাবেথের ধর্মনীতি ব্যাখ্যা কর।
অথবা, রানি প্রথম এলিজাবেথের গির্জা বন্দোবস্ত ব্যাখ্যা কর।
৭. এলিজাবেথের আইরিশ নীতি আলোচনা কর।
অথবা, ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথের আইরিশ নীতি পর্যালোচনা কর।
৮. প্রথম জেমসের সাথে পার্লামেন্টের সম্পর্ক বর্ণনা কর।
অথবা, পার্লামেন্টের সাথে প্রথম জেমসের বিরোধ আলোচনা কর।
৯. প্রথম চার্লসের এগারো বছরব্যাপী স্বৈরশাসন পর্যালোচনা কর।
অথবা, প্রথম চার্লসের ১১ বছরের স্বৈরশাসন আলোচনা কর।
১০. রাজা প্রথম চার্লসের দীর্ঘ পার্লামেন্টের কার্যাবলি আলোচনা কর।
অথবা, রাজা প্রথম চার্লসের লং পার্লামেন্টের কার্যাবলি বর্ণনা কর।
১১. দ্বিতীয় চার্লসের পররাষ্ট্রনীতি বর্ণনা কর।
অথবা, দ্বিতীয় চার্লসের বৈদেশিক নীতি আলোচনা কর।
১২. ১৬৮৮ খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লবের ফলাফল আলোচনা কর।
অথবা, ১৬৮৮ খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লবের তাৎপর্য বর্ণনা কর।
১৩. ছোট পিটের অভ্যন্তরীণ নীতি পর্যালোচনা কর।
অথবা, ছোট পিটের অভ্যন্তরীণ নীতি আলোচনা কর।
১৪. ইংল্যান্ডে ক্যাবিনেট প্রথার উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
অথবা, ইংল্যান্ডে ক্যাবিনেট প্রথার উৎপত্তি ও বিকাশ পর্যালোচনা কর।
১৫. ইংল্যান্ডের শিল্পবিপ্লব সম্পর্কে একটি নিবন্ধ লেখ।
অথবা, ব্রিটেনের শিল্পবিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৬. শিল্প বিপ্লব কী? ব্রিটিশ সমাজের ওপর এর প্রভাব আলোচনা কর।
অথবা, শিল্প বিপ্লব কী? ব্রিটিশ সমাজের ওপর এর প্রভাব পর্যালোচনা কর।
১৭. আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।
১৮. আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অর্থনৈতিক কারণগুলো আলোচনা কর।
অথবা, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অর্থনৈতিক কারণগুলো লেখ।
১৯. মহাদেশীয় ব্যবস্থা কী? নেপোলিয়ন বোনাপার্টের পতনে এ ব্যবস্থার প্রভাব আলোচনা কর।
অথবা, মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বুঝ? নেপোলিয়ন বোনাপার্টের পতনের জন্য এ ব্যবস্থা কতটুকু দায়ী?
২০. চার্টিস্ট আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, চার্টিস্ট আন্দোলনের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।
২১. লেবার পার্টির উত্থান আলোচনা কর।
অথবা, ইংল্যান্ডে কীভাবে লেবার পার্টি প্রতিষ্ঠিত হয়? আলোচনা কর।
২২. গ্ল্যাডস্টোনের আইরিশ নীতি পর্যালোচনা কর।
অথবা, গ্ল্যাডস্টোনের আইরিশ নীতি ব্যাখ্যা কর।
২৩. প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি আলোচনা কর। এ যুদ্ধের জন্য জার্মানি কতটুকু দায়ী ছিল?
অথবা, প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি আলোচনা কর। জার্মানি কী এই যুদ্ধের জন্য দায়ী ছিল?
২৪. মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের চৌদ্দ দফা উল্লেখ কর।
আরও দেখো: অনার্স ইতিহাস ৩য় বর্ষ অন্যান্য বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীরা, ওপরে তোমাদের ইংল্যান্ডের ইতিহাস ১৪৮৫-১৯৪৫ সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, সেই শুভ-কামনা রইল।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post