আজকের বিষয়: অনার্স ৩য় বর্ষ ইতিহাস বিভাগ ইংল্যান্ডের ইতিহাস ১৪৮৫-১৯৪৫ pdf
ইংল্যান্ডের ইতিহাস ১৪৮৫-১৯৪৫ pdf
বিষয় কোড: ২৩১৫০৯
ক. বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. ইংল্যান্ডে গোলাপের যুদ্ধে অংশগ্রহণকারী দুইটি বংশের নাম লেখ।
উত্তর: ইংল্যান্ডের গোলাপের যুদ্ধে অংশগ্রহণকারী দুটি বংশের নাম হল ল্যাংকাস্টার ও ইয়র্ক।
২. টিউডর বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: টিউডর বংশ 1485 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
৩. রাজা সপ্তম হেনরির পূর্ব নাম কি?
উত্তর রাজা সপ্তম হেনরির পূর্বনাম হেনরি টিউডর।
৪. লিভারি কি?
উত্তর: রিটেইনার তাদের নিজ নিজ প্রভুর বা আশ্রয়দাতার বিশেষ চিহ্নযুক্ত যে পোশাক পরিধান করতো তাকে লিভারি বলা হত।
৫. স্টার চেম্বার কোট কে প্রবর্তন করেন?
উত্তর: স্টার চেম্বার কোট সপ্তম হেনরি প্রবর্তন করেন।
৬. ফ্রান্সিস বেকন কে ছিলেন?
উত্তর: ফ্রান্সিস বেকন ছিলেন রাজা সপ্তম হেনরি জীবনচরিত লেখক।
৭. টমাস উলসি কে ছিলেন?
উত্তর: টমাস উলসি ছিলেন ইংল্যান্ডের সর্বশেষ যাজক, রাজনীতিক, প্রথম কূটনৈতিক এবং অষ্টম হেনরির প্রধান উপদেষ্টা।
৮. ইংল্যান্ডে শক্তিসাম্য নীতি কে প্রবর্তন করেন?
উত্তর: টমাস উলসি ইংল্যান্ডে শক্তিসাম্য নীতি প্রবর্তন করেন।
৯. মার্টিন লুথার কে ছিলেন?
উত্তর: মার্টিন লুথার ছিলেন জার্মান ধর্মতত্ত্ববদি ও প্রোটেস্ট্যান্ট ধর্মমতের প্রবর্তক।
১০. নিউ টেস্টামেন্ট এর রচয়িতা কে?
উত্তর: নিউ টেস্টামেন্ট এর রচয়িতা ইরাসমাস।
১১. প্রিভি কাউন্সিল কী?
উত্তর: প্রিভি কাউন্সিল হল সপ্তম হেনরি সময়ে বৃটেনের উচ্চতম আদালতের নাম।
১২. অ্যাক্ট অব অ্যানেটস কী?
উত্তর: 1532 খ্রিস্টাব্দে প্রবর্তিত হ্রাস করার লক্ষ্যে যে আইন প্রণীত হয় তা অ্যাক্ট অব অ্যানেটস নামে পরিচিত।
১৩. অ্যাক্ট অব অ্যানেটস ধারা রাজার কোন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়?
উত্তর: অ্যাক্ট অব অ্যানেটস ধারা রাজার ওপর কর্তৃত্ব করার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়।
১৪. কোর্ট অব হাইকমিশন কী?
উত্তর: কোর্ট অব হাইকমিশন হলো ধর্মীয় বিষয় সম্পর্কিত বিচারালয়।
১৫. প্রোটেস্ট্যান্ট ধর্মমতের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: প্রটেস্ট্যান্ট ধর্ম মতের প্রতিষ্ঠাতা মার্টিন লুথার।
১৬. স্পেনীয় আর্মাডা কী?
উত্তর: স্পেনীয় আর্মাডা হলো স্পেনের বিশাল নৌবহর।
১৭. ফেরি কুইন গ্রন্থ কে রচনা করেন?
উত্তর: ফেরি কুইন গ্রন্থ এডমান্ড স্পেনসার রচনা করেন।
১৮. স্টুয়ার্ট রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: স্টুয়ার্ট রাজবংশের প্রতিষ্ঠাতা রবার্ট স্টুয়ার্ট।
১৯. স্টুয়ার্ট রাজবংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: স্টুয়ার্ট রাজবংশ 1603 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
২০. রাজা প্রথম জেমসের প্রতিষ্ঠিত রাজবংশীর কী নামে পরিচিত?
উত্তর: রাজা প্রথম জেমসের প্রতিষ্ঠিত স্টুয়ার্ট রাজবংশ নামে পরিচিত।
২১. ত্রিশবর্ষব্যাপী যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: ত্রিশবর্ষব্যাপী যুদ্ধ 1618 খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
২২. দীর্ঘ পার্লামেন্ট কত বছর স্থায়ী হয়েছিল?
উত্তর: দীর্ঘ পার্লামেন্টের ২০ বছর স্থায়ী হয়েছিল।
২৩. ইংল্যান্ডের কোন রাজা শিরচ্ছেদ করা হয়েছিল?
উত্তর: ইংল্যান্ডের রাজা প্রথম চার্লস কে শিরচ্ছেদ করা হয়েছিল।
২৪. 1688 খ্রিস্টাব্দ বিখ্যাত কেন?
উত্তর: 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হওয়ার কারণে এ খ্রিস্টাব্দ বিখ্যাত।
২৫. ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী হলেন রবার্ট ওয়ালপোল।
২৬. ফরাসি বিপ্লবের সময় কে ফ্রান্সের রাজা ছিলেন?
উত্তর: ফরাসি বিপ্লবের সময় ষোড়শ ফ্রান্সের রাজা ছিলেন।
২৭. নেপোলিয়ন বোনাপার্ট কে ছিলেন?
উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফরাসি সম্রাট।
২৮. কত সালে ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: 1815 সালে ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়।
২৯. ইংল্যান্ডের শ্রমিক আন্দোলন কী আন্দোলন নামে খ্যাত?
উত্তর: ইংল্যান্ডের শ্রমিক আন্দোলন চার্টিস্ট আন্দোলন নামে খ্যাতঅ
৩০. গ্লাডস্টোন কে ছিলেন?
উত্তর: গ্লাডস্টোন ইংল্যান্ডের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন।
৩১. লয়েড জর্জ কে ছিলেন?
উত্তর: লয়েড জর্জ ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও প্যারিস শান্তিচুক্তির প্রণেতা্
৩২. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত তারিখে শুরু হয়?
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালের 1 সেপ্টেম্বর শুরু হয়।
খ. বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. স্টার চেম্বার কী?
২. সপ্তম হেনরি প্রবর্তিত নতুন রাজতন্ত্র বলতে কী বুঝ?
৩. অষ্টম হেনরির ছয় দফা বিধি কী?
৪. মঠ উচ্ছেদের ফলাফল বর্ণনা কর।
৫. অ্যাক্ট অব সুপ্রিমেসি 1559 সম্বন্ধে লেখ।
৬. স্প্যানিশ আর্মাডার বিবরণ দাও।
৭. রানী মেরীকে ব্লাডি বলা হয় কেন?
৮. রাজার খোদায়ী অধিকার কী?
৯. দীর্ঘ পার্লামেন্টের কার্যাবলী সংক্ষেপে আলোচনা কর।
১০. রেলস্টেশনের গুরুত্ব ও ফলাফল আলোচনা কর।
১১. জ্যাকোবাইট বিদ্রোহ সম্পর্কে কী জান?
১২. আমেরিকার স্বাধীনতা যুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল?
১৩. সাঁকুলেৎ কাদের বলা হত?
১৪. চার্টিস্ট আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন?
১৫. ডিজরেলির পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
১৬. পার্লামেন্ট অ্যাক্ট, 1911 ধারা কোন আইন প্রণীত হয়?
গ. বিভাগ রচনামূলক প্রশ্নবলি
১. ইংল্যান্ডের রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য সপ্তম হেনরি কী কী পদক্ষেপ গ্রহণ করেন?
২. অষ্টম হেনরির শাসনামলে সংস্কার পার্লামেন্টের কার্যাবলী আলোচনা কর। এর তাৎপর্য কী ছিল?
৩. মঠ বিলোপের আলোচনা কর।
৪. রানী প্রথম এলিজাবেথ ধর্মনীতি ব্যাখ্যা কর।
৫. প্রথম চার্লসের 11 বছরের স্বৈরশাসন আলোচনা কর।
৬. ছোট পিটের অভ্যন্তরীণ নীতি পর্যালোচনা কর।
৭. ইংল্যান্ডে ক্যাবিনেট প্রথার উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
৮. ইংল্যান্ডের শিল্পবিপ্লব সম্পর্কে একটি নিবন্ধ লেখ।
৯. 1789 খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।
১০. চার্টিস্ট আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর।
১১. লেবার পার্টির উত্থান আলোচনা কর।
১২. ডিজরেলির পররাষ্ট্রনীতি পর্যালোচনা কর।
১৩. গ্লাডস্টোনের আইরিশ নীতি পর্যালোচনা কর।
১৪. প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি আলোচনা কর। জার্মানি কী এই যুদ্ধের জন্য দায়ী ছিল?
১৫. ইংল্যান্ড কেন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল?
এখানে ক্লিক করে অনার্স ইতিহাস ৩য় বর্ষ ইংল্যান্ডের ইতিহাস ১৪৮৫-১৯৪৫ pdf ডাউনলোড করে নাও। অনার্স ইতিহাস ৩য় বর্ষ অন্যান্য সাজেশন ডাউনলোড করতে এখানে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post