বর্তমানে বিনোদনের জনপ্রিয়ম মাধ্যম ইউটিউব। আমরা আমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো এখান থেকে দেখতে পারি। কিন্তু কখনো কখনো আমাদের এ ভিডিওগুলো ডাউনলোডের প্রয়োজন হয়। যদিও ইউটিউব থেকে সরাসরি কোন ভিডিও ডাউনলোড করার অপশন নেই। তাই আমাদের ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য ভিন্ন পদ্ধতি অবল্বন করতে হয়। যদিও অনেকেই এই সহজ ট্রিকটি জানেন না।
ইউটিউব থেকে ভিডিও কি করে ডাউনলোড করব এটি যারা জানেন না, আজ তাদের জন্যই দারুণ একটি আর্টিকেল হতে চলছে। আজকের এই পোস্টে আমরা স্ক্রিনশটসহ আপনাদের সামনে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার উপায় তুলে ধরবো। তাহলে চলুন, শুরু করি।
ইউটিউব ভিডিও ডাউনলোড
অনলাইনে ইউটিউব ভিডিও ডাউনলোড করার অনেকগুলো টুল রয়েছে। আমরা আপনাকে শেখাবো, কোন সফটওয়্যার ছাড়াই কিভাবে আপনি ভিডিও ডাউনলোড করতে পারেন। এটি একেবারেই ফ্রি এবং ব্যবহারও অত্যন্ত সহজ।
১. প্রথমে ইউটিউব থেকে আপনার কাঙ্খিত ভিডিওর লিংকটি কপি করুন। মোবাইল থেকে ভিডিওর লিংক কপি করার জন্য যেকোন ভিডিও প্লে করে Share অপশনে ক্লিক করতে হবে। এরপর Copy link এ ক্লিক করলেই লিংকটি কপি হয়ে যাবে।
২. এরপরে মোবাইলে থাকা যেকোন Browser যেমন: Google Chrome বা Mozilla Firefox দিয়ে Y2Mate ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। Y2Mate ওয়েবসাইটটি YouTube থেকে Video এবং Audio ডাউনলোড করার জন্য জনপ্রিয় একটি প্লাটফর্ম। এখানে আসলে আপনি একটি সার্চবার দেখতে পাবেন। সার্চবারে লেখা রয়েছে “Search or paste link here”। আপনার কপি করা লিংকটি এখানে পেস্ট (Paste) করুন।
৩. লিংকটি পেস্ট করা হলে আপনার কাঙ্খিত সেই ভিডিওটি নিচে দেখতে পাবেন। এখানে আপনি উক্ত ভিডিওর বিভিন্ন সাইজ যেমন 480p, 1280p এবং 1820p ইত্যাদি দেখতে পাবেন। তার ঠিক সামনেই কোন ফরমেটটি ডাউনলোড করলে কত MB খরচ হবে, তার হিসেব লেখা আছে।
৪. আপনার কাঙ্খিত ফরমেট এবং ভিডিও সাইজের সামনে দেওয়া Download বাটনে ক্লিক করলেই আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে এবং আপনার Phone Memory – তে সেভ হয়ে যাবে।
উপরের ধাপগুলো যথাযথভাবে করতে পারলে আপনি খুব সহজেই কোন ঝামেলা ছাড়াই ইউটিউব থেকে যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন। আর এর জন্য আপনাকে অতিরিক্ত কোন সফটওয়ার ইনস্টল দিতে হবে না।
ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড
উপরের আলোচনা আমরা জানলাম ইউটিউব ভিডিও ডাউনলোড করার পদ্ধতি। কিন্তু ভিডিওর পাশাপাশি কখনো কখনো আমাদের অডিওরও প্রয়োজন হতে পারে। যেমন অনেকেই ইউটিউবে কোন গান পছন্দ করলে সেটির অডিও বা MP3 ফরমেটটি মোবাইলের মেমেরিতে সংরক্ষণ করতে চান। আবার অনেকেই ভিডিও পছন্দ করেন না। তাই অডিওর প্রয়োজন পরে।
এক্ষেত্রেও আপনাকে Y2Mate সাহায্য করতে পারে। ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করার পদ্ধতি অনেকটা ওই ভিডিওর মতই। পূর্বের মত নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. প্রথমে ইউটিউব থেকে আপনার কাঙ্খিত ভিডিওর লিংকটি কপি করুন। মোবাইল থেকে ভিডিওর লিংক কপি করার জন্য যেকোন ভিডিও প্লে করে Share অপশনে ক্লিক করতে হবে। এরপর Copy link এ ক্লিক করলেই লিংকটি কপি হয়ে যাবে।
২. এরপরে মোবাইলে থাকা যেকোন Browser যেমন: Google Chrome বা Mozilla Firefox দিয়ে Y2Mate ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখানে আসলে আপনি একটি সার্চবার দেখতে পাবেন। সার্চবারে লেখা রয়েছে “Search or paste link here”। আপনার কপি করা লিংকটি এখানে পেস্ট (Paste) করুন।
৩. লিংকটি পেস্ট করা হলে উক্ত ভিডিওটি এখানে দেখতে পাবেন। ভিডিও টাইটের নিচে দেখবেন Video, mp3 এবং Audio নামে পৃথক তিনটি ট্যাব রয়েছে। আপনি যেহেতু mp3 বা Audio ডাউনলোড করতে চাচ্ছেন, তাই mp3 বা Audio ট্যাব থেকে যেকোন একটিতে ক্লিক করুুন।
৪. mp3 বা Audio ট্যাবে গেলে আপনি অডিওর বিভিন্ন সাইজ দেখতে পাবেন। পছন্দমত যেকোন একটি ডাউনলোড করে নিন।
এভাবে আপনি খুব সহজেই ইউটিউবের যেকোন ভিডিও গান অডিও ফরমেটে ডাউনলোড করতে পারবেন। আর এর জন্য আপনার কোন সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন পড়বে না।
►► ফ্রিল্যান্সিং করতে চান? বায়ারকে ইমপ্রেস করবেন কিভাবে?
আজকের এই আর্টিকেলে আমরা ইউটিউব ভিডিও ডাউনলোড এবং ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করার সহজ পদ্ধতি সম্পর্কে জানলাম। আশা করি এ আলোচনা আপনাদের জন্য ফলপ্রসূ হবে। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
Discussion about this post