অনার্স ৩য় বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা, কোর্সটিকা আজকে প্রকাশিত হতে যাচ্ছে ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ সাজেশন ২০২৫। তোমরা যারা এবছর তৃতীয় বর্ষের বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ, এই সাজেশনটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই সাজেশনটি আমরা বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করেছি। ফলে শতভাগ কমন পাওয়ার জন্য এটি অনুসরণ করার পরামর্শ থাকল।
শিক্ষার্থীরা, এই কোর্সের নাম হচ্ছে—ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ এবং বিষয় কোড হচ্ছে—২৩১৫১৩। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে।
ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ সাজেশন ২০২৫
ক বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. মধ্যযুগের অপর নাম কী ছিল?
উত্তর: মধ্যযুগের অপর নাম ছিল অন্ধকার বা তমসার যুগ।
২. কত খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়?
উত্তর: ৪৭৬ খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়।
৩. কত শতকে ইউরোপে আধুনিক যুগের সূচনা হয়?
অথবা, আধুনিক যুগ কখন শুরু হয়?
উত্তর : পনেরো শতকে (১৪৫৩ খ্রিস্টাব্দে) ইউরোপে আধুনিক যুগের সূচনা হয়।
৪. কত খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়?
উত্তর: ১৪৫৩ খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়।
৫. কত খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের পতন হয়?
উত্তর: ১৪৫৩ খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের পতন হয়।
৬. কে আমেরিকা আবিষ্কার করেন?
উত্তর: কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন।
৭. ভাস্কো দ্যা গামা কোন দেশের নাবিক ছিলেন?
উত্তর: ভাস্কো দ্যা গামা পর্তুগালের নাবিক ছিলেন।
৮. পঞ্চম চার্লস কত খ্রিস্টাব্দে পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট পদে নির্বাচিত হন?
উত্তর: পঞ্চম চার্লস ১৫১৯ খ্রিস্টাব্দে পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট পদে নির্বাচিত হন।
৯. হল্যান্ড স্বাধীনতা লাভ করে কত খ্রিস্টাব্দে?
উত্তর: হল্যান্ড স্বাধীনতা লাভ করে ১৬৪৮ খ্রিস্টাব্দে।
১০. ফ্রান্সের বুরবো বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ফ্রান্সের বুরবে। বংশের প্রতিষ্ঠাতা চতুর্থ হেনরি।
১১. ফরাসি প্রটেস্ট্যান্টরা কী নামে পরিচিত ছিল?
উত্তর: ফরাসি প্রটেস্ট্যান্টরা ‘হুগেনা’ নামে পরিচিত ছিল।
১২. Edict of Nantes জারি করেন কে?
উত্তর: Edict of Nantes জারি করেন চতুর্থ হেনরি।
১৩. কার্ডিনাল রিশল্যু কে ছিলেন?
উত্তর: রিশল্যু ছিলেন একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ, কূটনীতিবিদ এবং ত্রয়োদশ লুইয়ের প্রধানমন্ত্রী।
১৪ . রিশল্যু কত খ্রিস্টাব্দে ফরাসি একাডেমি প্রতিষ্ঠা করেন?
উত্তর: রিশল্যু ১৬৩৫ খ্রিস্টাব্দে ফরাসি একাডেমি প্রতিষ্ঠা করেন।
১৫. কোন চুক্তি ক্যাথলিক ও প্রটেস্ট্যান্টদের মধ্যে ধর্মীয় সংঘাতের অবসান করেছিল?
উত্তর: অগসবার্গের চুক্তি ক্যাথলিক ও প্রটেস্ট্যান্টদের মধ্যে ধর্মীয় সংঘাতের অবসান করেছিল।
১৬. কোন চুক্তির মাধ্যমে ত্রিশ বছরব্যাপী যুদ্ধ শেষ হয়?
উত্তর: ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে ত্রিশ বছরব্যাপী যুদ্ধ শেষ হয়।
১৭. ওয়েস্টফেলিয়া চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
উত্তর: ওয়েস্টফেলিয়া চুক্তি ১৬৪৮ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর স্বাক্ষরিত হয়।
১৮. কোন দেশকে ইউরোপীয় সভ্যতার ‘সর্বকনিষ্ঠ সন্তান’ বলা হয়?
উত্তর: রাশিয়াকে ইউরোপীয় সভ্যতার ‘সর্বকনিষ্ঠ সন্তান’ বলা হয়।
১৯. আর্চেঞ্জেল বন্দর কোথায় অবস্থিত?
উত্তর: আর্চেঞ্জেল বন্দর শ্বেতসাগরের তীরে অবস্থিত।
২০. Letter de chachet কী?
উত্তর: Letter de chachet হলো রাজা কর্তৃক এমন একটি আদেশনামা যার দ্বারা কোনো ব্যক্তিকে বিনা বিচারে আটক রাখা যায়।
২১. চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী কে ছিলেন?
উত্তর: চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী ছিলেন কোলবার্ট।
২২. কাকে ‘দার্শনিক রাজা’ বলা হয়?
উত্তর: দ্বিতীয় ফ্রেডারিককে ‘দার্শনিক রাজা’ বলা হয়।.
২৩. মারিয়া থেরেসা কোন দেশের রানি ছিলেন?
উত্তর: মারিয়া থেরেসা অস্ট্রিয়ার রানি ছিলেন।
২৪. দ্বিতীয় ক্যাথারিন কোন দেশের সম্রাজ্ঞী ছিলেন?
উত্তর: দ্বিতীয় ক্যাথারিন রাশিয়ার সম্রাজ্ঞী ছিলেন।
২৫. জাসির সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
উত্তর: জাসির সন্ধি ১৭৯২ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
২৬. কোন আইনে অস্ট্রিয়ার সিংহাসনে নারীদের অধিকার স্বীকৃত ছিল না?
উত্তর: স্যালিক আইন অনুসারে অস্ট্রিয়ার সিংহাসনে নারীদের অধিকার স্বীকৃত ছিল না।
২৭. সাইলেশিয়ার রাজধানীর নাম লেখ।
উত্তর: সাইলেশিয়ার রাজধানীর নাম ব্রেসল।
২৮. দুকেন দুর্গ কে দখল করেন?
উত্তর: দূকেন দুর্গ ব্রিগেডিয়ার ফরবস দখল করেন।
২৯. সর্বপ্রথম পোল্যান্ড ব্যবচ্ছেদের প্রশ্ন কে উত্থাপন করেন?
উত্তর: সর্বপ্রথম পোল্যান্ড ব্যবচ্ছেদের প্রশ্ন উত্থাপন করেন সম্রাট দ্বিতীয় ম্যাক্সিমিলিয়ান।
৩০. শিল্পবিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: শিল্পবিপ্লব ১৭৬০ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
৩১. “I am the state.”-উক্তিটি কার?
উত্তর: “I am the state.”-উক্তিটি চতুর্দশ লুইয়ের।
৩২. টেইলি কী?
উত্তর: টেইলি হলো মোট আয়ের ওপর ধার্যকৃত কর।
৩৩. ফরাসি বিপ্লবের প্রধান তিনজন দার্শনিক নাম লেখ।
উত্তর: ফরাসি বিপ্লবের প্রধান তিনজন দার্শনিক নাম রুশো, ভলতেয়ার ও মন্টেল্ক।
৩৪. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
উত্তর: ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
৩৫. স্টেটস জেনারেল কী?
উত্তর: স্টেটস জেনারেল হলো ফ্রান্সের আইনসভা।
৩৬. ফরাসি সংবিধান সভা কখন গঠিত হয়?
উত্তর: ফরাসি সংবিধান সভা ১৭৮৯ সালের ১৭ জুন গঠিত হয়।
৩৭. গিলোটিন কী?
উত্তর: গিলোটিন নামে এক ব্যক্তি পাইকারি হারে মানুদ্ধে শিরচ্ছেদের জন্য একটি যন্ত্র উদ্ভাবন করেন, যা তার নামানুসার গিলোটিন নামে পরিচিত।
৩৮. University of France কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: University of France নেপোলিয়ন বোনাপার্ট প্রতিষ্ঠা করেন।
৩৯. ওয়াটার লু যুদ্ধে পরাজিত হবার পর নেপোলিয়নকে কৌশার নির্বাসন দেওয়া হয়েছিল?
উত্তর: ওয়াটার লু যুদ্ধে পরাজিত হবার পর নেপোলিয়নকে সেই হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল।
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. পবিত্র রোমান সাম্রাজ্য বলতে কী বুঝ?
অথবা, পবিত্র রোমান সাম্রাজ্য কী?
২. আধুনিক যুগের বৈশিষ্ট। আলোচনা কর।
অথবা, আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।
৩. রেনেসাঁর কারণগুলো লেখ।
অথবা, ইউরোপীয় রেনেসাঁর কারণসমূহ লেখ।
৪. ইতালিতে কেন প্রথম রেনেসাঁ শুরু হয়েছিল?
অথবা, ইতালিতে কেন রেনেসাঁ শুরু হয়েছিল?
৫. প্রটেস্ট্যান্ট ধর্মের মূলনীতি লেখ।
অথবা, প্রটেস্ট্যান্ট ধর্মের মূলনীতি কী কী?
৬. প্রতিসংস্কার আন্দোলন কী?
অথবা, প্রতিসংস্কার আন্দোলন কী? আলোচনা কর।
৭. প্রতিসংস্কার আন্দোলনের কারণ কী ছিল?
অথবা, প্রতিসংস্কার আন্দোলনের কারণসমূহ লেখ।
৮. পঞ্চম চার্লসের অভ্যন্তরীণ নীতি মূল্যায়ন কর।
অথবা, পঞ্চম চার্লসের অভ্যন্তরীণ নীতি কী ছিল?
৯. স্পেনীয় উত্তরাধিকার যুদ্ধের কারণগুলো কী কী?
অথবা, স্পেনীয় উত্তরাধিকার যুদ্ধের কারণগুলো লেখ।
১০. ওলন্দাজদের স্বাধীনতা যুদ্ধের কারণগুলো লেখ।
অথবা, ওলন্দাজদের স্বাধীনতা যুদ্ধের কারণগুলো কী কী?
১১. “রিশল্য স্বদেশে ছিলেন একজন ক্যাথলিক এবং বিদেশে প্রস্টেট্যান্ট।” -তুমি কি একথা স্বীকার কর?
অথবা, “রিশল্যু স্বদেশে একজন ক্যাথলিক এবং বিদেশে প্রটেস্ট্যান্ট।”- তুমি কি একথা স্বীকার কর? ম
১২. শুধু কি ধর্মই ত্রিশ বর্ষব্যাপী যুদ্ধের একমাত্র কারণ ছিল?
অথবা, শুধু ধর্মই কি ত্রিশ বর্ষব্যাপী যুদ্ধের একমাত্র কারণ ছিল?
১৩. উষ্ণ জলনীতি সম্পর্কে যা জান লেখ।
অথবা, উষ্ণ জলনীতি সম্পর্কে একটি টীকা লেখ।
১৪. চতুর্দশ লুই সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
অথবা, চতুর্দশ লুইয়ের পরিচয় দাও।
১৩. মানদীপ্ত স্বৈরতন্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখ।
অথবা, জ্ঞানদ্বীপ্ত স্বৈরাচার বলতে কী বুঝ?
১৬. দ্বিতীয় ক্যাথারিনের অভ্যন্তরীণ নীতির বর্ণনা দাও।
অথবা, দ্বিতীয় ক্যাথারিনের শাসন নীতি আলোচনা কর।
১৭. সপ্তবর্ষব্যাপী যুদ্ধের ফলাফল ব্যাখ্যা কর।
অথবা, সপ্তবর্ষব্যাপী যুদ্ধের ফলাফল কী হয়েছিল?
১৮. পোল্যান্ড ব্যবচ্ছেদের ফলাফল উল্লেখ কর।
অথবা, পোল্যান্ড ব্যবচ্ছেদের ফলাফল লেখ।
১৯. শিল্প বিপ্লব কী?
অথবা, শিল্প বিপ্লব বলতে কী বুঝ?
২০. ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ কী ছিল?
অথবা, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণসমূহ সংক্ষেপে লেখ।
২১. টেনিস কোর্টের শপথ সম্পর্কে টিকা লেখ।
অথবা, টেনিস কোর্টের শপথ কী?
২২. ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলি সংক্ষেপে উল্লেখ কর।
অথবা, ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলি সংক্ষেপে বর্ণনা কর।
২৩. সন্ত্রাসের রাজত্ব কী?
অথবা, সন্ত্রাসের রাজত্বকাল বলতে কী বুঝ?
২৪. ভাইরেক্টরি শাসনের পতন আলোচনা কর।
অথবা, ডাইরেক্টরি শাসনের পতনের কারণসমূহ লেখ।
২৫. মহাদেশীয় ব্যবস্থা কী?
অথবা, মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বুঝ?
গ বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. মধ্যযুগের যেসব ঘটনা আধুনিক যুগ বিকাশে সহায়তা করেছে তা আলোচনা কর।
অথবা, আধুনিক যুগের উদ্ভব ও বিকাশে মধ্যযুগের অবদান আলোচনা কর।
২. রেনেসাঁর কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, ইউরোপীয় রেনেসাঁর কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।
৩. ধর্মসংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, ধর্মসংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।
৪. ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর।
অথবা, ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা আলোচনা কর।
৫. অপসবার্গের সন্ধি সম্পর্কে আলোচনা কর।
অথবা, অগসবার্গের সন্ধির বিভিন্ন দিক আলোকপাত কর।
৬. ভৌগোলিক আবিষ্কারের কারণসমূহ আলোচনা কর।
অথবা, পঞ্চদশ ও ষোড়শ শতকের ভৌগোলিক আবিষ্কারসমূহের কারণ আলোচনা কর।
৭. ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে নাবিকদের অবদান আলোচনা কর।
অথবা, পঞ্চদশ ও ষোড়শ শতকের ভৌগোলিক আবিষ্কারে নাবিকদের অবদান আলোচনা কর।
৮. সম্রাট পঞ্চম চার্লসের শাসনব্যবস্থা পর্যালোচনা কর।
অথবা, পঞ্চম চার্লসের শাসনব্যবস্থা আলোচনা কর।
৯. ওলন্দাজ স্বাধীনতা সংগ্রামের কারণসমূহ বর্ণনা কর।
অথবা, ওলন্দাজ স্বাধীনতা সংগ্রামের কারণ ব্যাখ্যা কর।
১০. শাসক হিসেবে ফ্রান্সের রাজা চতুর্থ হেনরির মূল্যায়ন কর।
অথবা, ফ্রান্সের চতুর্থ হেনরির রাজত্বকালের বিবরণ দাও।
১১. ফরাসি রাজতন্ত্র সুদৃঢ়াকরণে চতুর্থ হেনরির অবদান মূল্যায়ন কর।
অথবা, ফরাসি রাজতন্ত্র সুসংহতকরণে চতুর্থ হেনরির অবদান মূল্যায়ন কর।
১২. ফরাসি রাজতন্ত্র সুদৃঢ়ীকরণে রিশল্যুর অবদান মূল্যায়ন কর।
অথবা, ফরাসি রাজতন্ত্র সুদৃঢ়ীকরণে রিশল্যুর অবদান আলোচনা কর।
১৩. ইউরোপে ত্রিশ বর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, ত্রিশ বর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা কর।
১৪. ইউরোপের ইতিহাসে ওয়েস্টফেলিয়া সন্ধির গুরুত্ব মূল্যায়ন কর।
অথবা, ইউরোপের ইতিহাসে ওয়েস্টফেলিরা চুক্তির তাৎপর্য ব্যাখ্যা কর।
১৫. আধুনিক রাশিয়ার নির্মাতা হিসেবে মহান পিটারের কৃতিত্ব আলোচনা কর।
অথবা, আধুনিক রাশিয়ার স্থপতি হিসেবে মহামতি পিটারের মূল্যায়ন কর।
১৬. চতুর্দশ লুইয়ের আমলে ফ্রান্সের শাসনব্যবস্থা আলোচনা কর।
অথবা, চতুর্দশ লুইয়ের শাসনব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা কর।
১৭. জ্ঞানদীপ্ত স্বৈরাচারী শাসক হিসেবে দ্বিতীয় যোসেফের কৃতিত্ব মূল্যায়ন কর।
অথবা, জ্ঞানদীপ্ত স্বৈরাচার হিসেবে দ্বিতীয় যোসেফের মূল্যায়ন কর।
১৮. জ্ঞানদীপ্ত স্বৈরাচারী হিসেবে রাশিয়ার দ্বিতীয় ক্যাথারিনের মূল্যায়ন কর।
অথবা, দ্বিতীয় ক্যাথারিনের কৃতিত্ব বিচার কর।
১৯. ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, সপ্তবর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা কর।
২০. পোল্যান্ড ব্যবচ্ছেদের কারণগুলো বর্ণনা কর।
অথবা, পোল্যান্ড বিভক্তির কারণসমূহ আলোচনা কর।
২১. শিল্প বিপ্লবের প্রধান কারণসমূহ আলোচনা কর।
অথবা, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ আলোচনা কর।
২২. ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, ব্রিটেনে শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর।
২৩. ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের রাজনৈতিক ও সামাজিক কারণ আলোচনা কর।
অথবা, ফরাসি বিপ্লবের রাজনৈতিক ও সামাজিক কারণ লেখ।
২৪. ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মূল্যায়ন কর।
অথবা, ফরাসি বিপ্লবে বুদ্ধিজীবীদের ভূমিকা মূল্যায়ন কর।
২৫. সন্ত্রাসের রাজত্বকাল বলতে কী বুঝ? সন্ত্রাসের রাজত্বের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, সন্ত্রাসের রাজত্বের কারণ ও ফলাফল আলোচনা কর।
২৬. সম্রাট নেপোলিয়নের মহাদেশীয় ব্যবস্থা আলোচনা কর।
অথবা, মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তনের কারণসমূহ লেখ? নেপোলিয়নের পতনের জন্য এ ব্যবস্থা কতটুকু দায়ী ছিল?
অথবা, মহাদেশীয় ব্যবস্থা কী? নেপোলিয়নের পতনের জন্য ইহা কতটুকু দায়ী ছিল?
আরও দেখো: অনার্স ইতিহাস ৩য় বর্ষ অন্যান্য বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীরা, ওপরে তোমাদের ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, সেই শুভ-কামনা রইল।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post