ইচ্ছা
—তাসনিম ইসলাম আনিকা
ইচ্ছে আমার জয়ী হব
হকের পথে লরে,
সত্য দমনের এই বিষয়ে
থাকবো কেন ঘরে?
মনটা আমার বলে যদি
যাস না রে তুই ওরে খোকা,
বুঝব ওসব আর কিছু নয়
শয়তানেরই ধোকা।
খোদা তুমি শক্তি দাও
এই বিজয়ের কাজে,
পারি যেন আনতে ফিরে
সত্যটাকে ঘরে।
কবিতাটি লিখেছেন:
তাসনিম ইসলাম আনিকা
অষ্টম শ্রেণি,
ইছাইল সরকারি উচ্চ বিদ্যালয়।
Discussion about this post