আজকের বিষয়: ডিগ্রি ২য় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৪র্থ পত্র সাজেশন
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৪র্থ পত্র সাজেশন
বিষয় কোড: ১২১৬০৩
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. ‘হুমায়ুননামা’ কে রচনা করেন?
উত্তর ‘হুমায়ুননামা’ গ্রন্থের রচয়িতা গুলবদন বেগম।
২. আবুল ফজল কে ছিলেন?
উত্তর আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের সভাকবি।
৩. ‘তুজুক-ই-জাহাঙ্গীরী’ কী?
উত্তর তুজুক-ই-জাহাঙ্গীরী গ্রন্থটির রচয়িতা সম্রাট জাহাঙ্গীর।
৪. ‘ফাতাওয়া আলমগীরী’ কী ধরনের গ্রন্থ?
উত্তর ফাতাওয়ায়ে আলমগীরী ইসলামী আইন সংকান্ত গ্রন্থ।
৫. ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
৬. সম্রাট বাবরের পূর্ব নাম কী?
উত্তর সম্রাট বাবরের পুরো নাম জিহিরউদ্দিন মোহাম্মদ বাবর।
৭. বাবর শব্দের অর্থ কী?
উত্তর বাবর শব্দের অর্থ বাঘ।
৮. পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন?
উত্তর পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন ইব্রাহিম লোদী।
৯. হুমায়ুন শব্দের অর্থ কী?
উত্তর হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান।
১০. কনৌজের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল?
উত্তর কনৌজের যুদ্ধ ১৫৪০ খ্রিস্টাব্দের ১৭ মে সংঘটিত হয়েছিল।
১১. গুলবদন বেগম কে ছিলেন?
উত্তর গুলবদন বেগম ছিলেন সম্রাট বাবরের কন্যা এবং সম্রাট হুমায়ুনের বোন।
১২. সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে বাংলা জয় করেন?
উত্তর সম্রাট আকবর ১৭৭৬ খ্রিস্টাব্দে বাংলা জয় করেন।
১৩. কবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন?
অথবা, কোন সম্রাট কবুলিয়াত পাট্টা প্রবর্তন করেন?
উত্তর কবুলিয়াত ও পাট্টা সম্রাট শেরশাহ প্রবর্তন করেন।
১৪. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল?
উত্তর পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ খ্রিস্টাব্দের ৫ নভেম্বর সংঘটিত হয়েছিল।
১৫. কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন?
উত্তর সম্রাট জিজিয়া কর রহিত করেন।
১৬. জাহাঙ্গীর ‘দস্তর উল আমলে’ কয়টি আইন ছিল?
উত্তর ‘দস্তর উল আমলে’ জাহাঙ্গীরের আমলে ১২ টি আম ছিল।
১৭. নুরজাহানের প্রকৃত নাম কী?
উত্তর নুরজাহানের প্রকৃত নাম মেহেরুন্নেসা।
১৮. ‘স্থাপত্যের রাজপুত্র’ বলা হয় কাকে?
উত্তর মুঘল ইতিহাসে `The Prince off builder’s’ ছিলেন সম্রাট শাহজাহান।
১৯. সম্রাজ্ঞী মমতাজমহলের প্রকৃত নাম কী?
উত্তর সম্রাজ্ঞী মমতাজমহলের প্রকৃত নাম আরজুমান্দ বানু।
২০. তাজমহলের স্থপতির নাম কী?
উত্তর তাজমহলের স্থাপত্যের নাম ওস্তাদ ঈশা খাঁ ।
২১. শিবাজী কে ছিলেন?
উত্তর শিবাজী মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি ছিলেন।
২২. শিবাজী কাদের নেতা ছিলেন?
উত্তর শিবাজী মারাঠাদের নেতা ছিলেন।
২৩. মুঘল আমলের প্রাদেশিক শাসনকর্তা পদবী কী ছিল?
উত্তর মুঘল আমলের প্রাদেশিক শাসনকর্তার পদবী ছিল সুবাদার।
২৪. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠিত হয়?
উত্তর ইংরেজ বণিকরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ১৬০০ খ্রিস্টাব্দে।
২৫. কলকাতা নগরীরপত্তন করেন কে?
উত্তর কলকাতা নগরীরপত্তন করেন জব চার্নক।
২৬. রেগুলেটিং অ্যাক্ট কত সালে প্রবর্তন করা হয়?
উত্তর রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩খ্রিস্টাব্দে প্রবর্তন করা হয়।
২৭. ‘দি ইন্ডিয়ান মুসলমানস’ গ্রন্থটি লেখক কে?
উত্তর ‘দি ইন্ডিয়ান মুসলমানস’ গ্রন্থের লেখক উইলিয়াম হান্টার।
ভারতে মুসলমানদের ইতিহাস (১৫২৬-১৮৫৮ খ্রি.)
২৮. কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে?
উত্তর কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস।
২৯. দ্বৈতশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উত্তর দ্বৈতশাসন ব্যবস্থা লর্ড ক্লাইভ প্রবর্তন করেন।
৩০. সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন?
উত্তর সূর্যাস্ত আইন লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন।
৩১. ভারতে সতীদাহ প্রথা রহিত করেন কে?
উত্তর ভারতে সতীদাহ প্রথা রহিত করেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৩২. ১৮৫৭ সাল ইতিহাসে বিখ্যাত কেন?
উত্তর ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ সংঘটিত হওয়ার কারণে এ সাল ইতিহাসে বিখ্যাত।
৩৩. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
৩৪. লক্ষীবাঈ কে ছিলেন ছিলেন?
উত্তর লক্ষ্মীবাঈ রাজা ছিলেন ঝাঁসির রাজা গঙ্গাধর রাও এর বিধবা স্ত্রী।
খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. ‘তুজুক ই বাবরি’ গ্রন্থ সম্পর্কে লেখ।
২. আবুল ফজলের পরিচয় দাও।
৩. সম্রাট হুমায়ুন শেরশাহের বিরুদ্ধে ব্যর্থ হন কেন?
৪. মুঘল- আফগান দ্বন্দ্ব সম্পর্কে লেখ।
৫. পানিপথের দ্বিতীয় যুদ্ধের বর্ণনা দাও।
৬. পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা কর।
৭. আকবরের ‘দ্বিন-ই-ইলাহি’ সম্পর্কে সংক্ষেপে লেখ।
৮. মোজাদ্দিদ আলফে-সানির পরিচয় দাও।
৯. মমতাজমহলের পরিচয় দাও।
১০. ময়ূর সিংহাসনের ওপর একটি টীকা লেখ।
১১. মারাঠাদের বিরুদ্ধে আওরঙ্গজেবের ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর।
১২. মুঘল সাম্রাজ্যের পতনের কারণ সংক্ষেপে লেখ।
১৩. মুঘল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা কর।
১৪. মুঘল চিত্রকলা পারসিক প্রভাব লেখ।
১৫. ইঙ্গ-ফরাসি দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
১৬. মুঘল সংগীত সম্পর্কে যা জান লেখ।
১৭. পলাশীর যুদ্ধে নবাবের ব্যর্থতার কারণসমূহ চিহ্নিত কর।
১৮. দ্বৈতশাসন কী?
১৯. ছিয়াত্তরের মন্বন্তর কী?
২০. সূর্যাস্ত আইন কী?
২১. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সামাজিক ও অর্থনৈতিক কারণ সমূহ লেখ।
২২. ১৮৫৭ সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কেন?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নবলি
১. মুঘল আমলের ও ইতিহাসের উৎস সমূহের বিবরণ দাও।
২. শেরশাহের প্রশাসনিক সংস্কারসমূহ পর্যালোচনা কর।
৩. সম্রাট আকবরের রাজপুতনীতি আলোচনা কর।
৪. সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালের বিবরণ দাও।
৫. মুঘল সংস্কৃতির উৎকর্ষতার ক্ষেত্রে সম্রাট জাহাঙ্গীরের অবদান মূল্যায়ন কর।
৬. সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সংঘটিত উত্তরাধিকার যুদ্ধের কারণ ও ফলাফল নির্ণয় কর।
৭. মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ আলোচনা কর।
৮. তৃতীয় পানিপথের যুদ্ধের পটভূমি বর্ণনা কর।
৯. মুঘল সাম্রাজ্যের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১০. মুঘল আমলে ভারতের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও।
১১. ভারতের প্রাধান্য বিস্তারের জন্য ইঙ্গ-ফরাসি দের মধ্যে সংঘর্ষ হয় তার বিবরণ দাও।
১২. পলাশীর যুদ্ধের পটভূমি ও গুরুত্ব বর্ণনা কর।
অথবা, পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৩. ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষানীতি আলোচনা কর।
১৪. দ্বৈত শাসন ব্যবস্থা বাংলার প্রজাদের উপর কী পরিনাম নিয়ে এসেছিল ব্যাখ্যা কর।
১৫. চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল লিখ।
১৬. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের কারণ ও ফলাফল নিরূপণ কর।
অথবা, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৭. বক্সারের যুদ্ধের কারণগুলো চিহ্নিত কর।
প্রিয় ডিগ্রি পরীক্ষার্থীরা, ওপরের সাজেশনগুলো ১০০% কমনের নিশ্চয়তা রাখে। ওপরে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৪র্থ পত্র সাজেশন pdf ডাউনলোড করে নাও। আমরা ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার্থীদের জন্য সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন তৈরি করেছি। যা তোমরা বিনামূল্যে ডাউনলোড করতে পারবে।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post