এ বছর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আমরা ইতোমধ্যেই একাধিক বিষয়ের ওপর সাজেশন প্রকাশ করেছি। আজ আমরা এই পোস্টে মানবিক শিক্ষার্থীদের জন্য HSC ইতিহাস সাজেশন প্রকাশ করবো। এখানে তোমরা সিলেবাসে উল্লেখিত প্রতিটি অধ্যায় থেকে আলাদা আলাদা সাজেশন ডাউনলোড করে নিতে পারবে। প্রতিটি অধ্যায়ের সাজেশনগুলোই থাকবে উত্তরসহ।
HSC ইতিহাস সাজেশন
শিক্ষার্থীরা, এবছর সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ইতিহাস পরীক্ষার জন্য ১ম পত্র থেকে ৬টি এবং ২য় পত্র থেকেও ৬টি অধ্যায় বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের ইতিহাস পরীক্ষায় এ অধ্যায়গুলোর বাইরে থেকে কোন প্রশ্ন আসবে না। তাই তোমাদের এ অধ্যায় থেকেই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে।
নিচে আমরা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে দেওয়া অধ্যায়গুলো উল্লেখ করেছি। তোমরা প্রতিটি অধ্যায়ের নামের ওপর ক্লিক করলে সেই সকল অধ্যায়ের সাজেশনমূলক সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবে।
ইতিহাস ১ম পত্রের অধ্যায়গুলো
১ম অধ্যায় : ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন (ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা)
৩য় অধ্যায় : ইংরেজ উপনিবেশিক শাসন (ব্রিটিশ আমল)
৪র্থ অধ্যায়: পাকিস্তানি আমলে বাংলা (ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি)
৫ম অধ্যায় : পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
৬ষ্ঠ অধ্যায় : বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ
৮ম অধ্যায় : মুক্তিযুদ্ধ প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব
১. কিছুদিন আগে মিশরের আদালত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৫২৯ জন সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে। অন্যদিকে দুর্ভিক্ষ আর মহামারিতে হাজার হাজার লোক মৃত্যুবরণ করছে, যার খবর সারা বিশ্বের মানুষ ঠিকমতো জানেও না। বাংলায় কোম্পানি শাসন আমলে এমনই একটি মন্বন্তর সৃষ্টি হয়েছিল। মূলত ক্লাইভ প্রবর্তিত দ্বৈতশাসন ও প্রাকৃতিক কারণেই বাংলায় এ মহাদুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল।
ক. তিতুমীর কত সালে হজব্রত পালন করতে যান?
খ. ১৮৫৭ সালে সিপাহিদের মধ্যে বৈষম্যের স্বরূপ বর্ণনা কর।
গ. উদ্দীপকে কোন মন্বন্তরের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের শেষ বক্তব্যের আলোকে দ্বৈত শাসনব্যবস্থার অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ কর।
২. বর্তমান বিশ্ববাসী শান্তি চায়। কোনো পরিস্থিতিতেই তারা যুদ্ধকে মেনে নিতে চায় না। কিন্তু ২০১৪ সালের মাঝামাঝি সময়ে আমরা দেখেছি ইসরাইল একটি গৌণ বিষয়কে কেন্দ্র করে গাজাতে অমানবিক হামলা চালায়। এতে প্রায় কয়েক হাজার নিরস্ত্র, অসহায় ফিলিস্তিনি নারী, শিশু, পুরুষ নির্মমভাবে মৃত্যুবরণ করে। অনেক রক্তক্ষয়ের পর অবশ্য ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের সাথে একটি চুক্তি করতে সম্মত হয়। বন্ধ হয় গণহত্যা।
ক. আগরতলা মামলার প্রধান আসামী কে ছিলেন?
খ. প্রবাসী বাংলাদেশ সরকার কেন গঠিত হয়েছিল?
গ. ইসরায়েলি বাহিনীর বর্বরতার সাথে ১৯৭১ সালের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ইসরায়েলি বর্বরতার উত্তরে ফিলিস্তিনিদের কর্মকান্ডের সাথে মুক্তিযুদ্ধে বাঙালিদের কর্মকান্ডের তুলনামূলক আলোচনা কর।
৩. ১৯৯০ সালে ইরাক রাতের আঁধারে প্রতিবেশী দেশ কুয়েতে সামরিক অভিযান চালায়। আকস্মিক এ আক্রমণে কুয়েতিরা দিশেহারা হয়ে ভিটেমাটির মায়া ত্যাগ করে পার্শ্ববর্তী মিত্র দেশ সৌদি আরবে আশ্রয় নেয়। সৌদি সরকার বাস্তুহারা কুয়েতিদের আশ্রয় ও সেবা দিয়ে কুয়েতিদের মানবিক বিপর্যয় থেকে রক্ষা করে।
ক. কত সালে গণঅভ্যুত্থান সংঘটিত হয়?
খ. বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও।
গ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পাঠ্যবইয়ের বিষয়টি ব্যাখ্যা কর।
ঘ. আশ্রয়হীনদের আশ্রয় দিতে সৌদি আরবের মতো বাংলার মিত্র ও প্রতিবেশী দেশটির মুক্তিযুদ্ধকালীন ভূমিকা ছিল যথার্থ ও মানবিক— পাঠ্যবইয়ের নিরিখে তা বিশ্লেষণ কর।
৪. বেবী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্বামী আর ছোট মেয়ে। ভাষার আরাধ্যকে নিয়ে বসবাস করছে। প্রতিনিয়ত সে তার মেয়েকে বলে, “মায়ের ভাষা যে আলোর মতো, এ ভাষা যতদূর ছড়ায় ততদূর মানুষের হৃদয় আপনি আপনাকে প্রকাশ করে চলে”। আজ বাংলাদেশের একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে বাংলাদেশের এক বিশেষ আন্দোলন সংঘটিত হয়েছিল। বেবী একটি কবিতার বই নিয়ে মেয়েকে পড়াচ্ছে। “কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা। মাগো ওরা বলে সবার মুখের কথা কেড়ে নেবে”।
ক. ভাষা আন্দোলনের শহিদ অহিউল্লাহ কে ছিলেন?
খ. পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির সময় পূর্ব বাংলার রাজনৈতিক ধারা ছিল কয়টি ও কী কী?
গ. উদ্দীপকে কোন আন্দোলনের ইঙ্গিত দেওয়া হয়েছে? উক্ত আন্দোলনের চূড়ান্ত পর্যায় ব্যাখ্যা কর।
ঘ. উক্ত আন্দোলনের ফলে বাঙালির মাঝে বাঙালি জাতীয়তাবাদের বীজ বপিত হয়— বিশ্লেষণ কর।
৫. ইমরান হাসান তার দাদার কাছে জানতে পারে যে, ‘ক’ নামক অঞ্চলের ধনসম্পদে আকৃষ্ট হয়ে ইউরোপ থেকে সর্বপ্রথম একটি জাতি ব্যবসায়-বাণিজ্যের উদ্দেশে উক্ত অঞ্চলে এসে সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করে। তারা ‘ক’ অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক এলাকায় । কুঠি গড়ে তোলে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অপকর্ম ও লুটতরাজ করত। ফলে ‘ক’ অঞ্চলের জনৈক জমিদার এ বাণিজ্য সংস্থাকে উক্ত অঞ্চল থেকে বিতাড়িত করেন।
ক. ক্লাইভ কখন দ্বিতীয়বার বাংলায় আসেন?
খ. ১৭৬৫ খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির দিউয়ানি লাভের গুরুত্ব বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে বর্ণিত ‘ক’ অঞ্চলের সাথে মধ্যযুগে ভারতীয় উপমহাদেশের কোন অঞ্চলের সাদৃশ্য আছে বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত অঞ্চলটির প্রচুর প্রাকৃতিক সম্পদই বিদেশি আধিপত্যবাদের একমাত্র কারণ। বিশ্লেষণ কর।
৬. তোরাব আলী অবাক হয়ে দেখলেন ক্ষমতাসীন সাজ্জাদ চৌধুরীর অনুগত লোকেরা চাকরি পাচ্ছে, কর ফাঁকি দিয়ে ব্যবসায় করছে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। অথচ তিনি নিজে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পেলেন না। উপায় না দেখে তিনি ব্যবসায় শুরু করলেন। কিন্তু এখানেও তাকে শোষণের শিকার হতে হলো। বাধ্য হয়ে এসব সমস্যার প্রতিকার চেয়ে সভাসমাবেশ করতে যান তোরাব আলী। সেখানেও তাকে পুলিশ লাঠিপেটা করে এবং বিনা অপরাধে দু দিন জেলখানায় বন্দী করে রাখে।
ক. কখন করাচি পাকিস্তানের রাজধানী হয়?
খ. আইয়ুব খানকে স্বৈরাচারী শাসক বলা হয় কেন ব্যাখ্যা কর।
গ. তোরাব আলীর অবস্থা আমাদেরকে পাকিস্তান শাসনামলের কোন বৈষম্যের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. সাজ্জাদ চৌধুরী যেন স্বাধীনতাপূর্ব একটি নির্দিষ্ট অর্থনৈতিক শোষকগোষ্ঠীর প্রতিভূ- যুক্তিসহ বিশ্লেষণ কর।
৭. জামিল একটি ইতিহাসের বই পড়ে বুঝতে পেরেছে বইটি লেখা হয়েছে পাশাপাশি দুটি দেশের মধ্যে সংঘটিত একটি যুদ্ধকে কেন্দ্র করে। যে যুদ্ধের অন্যতম কারণ ছিল একটি অঞ্চলের ওপর দুটি দেশের অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা। ১৭ দিনের এ যুদ্ধের সমাপ্তি হয়েছিল অন্য একটি দেশের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।
ক. কে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা ইস্কান্দার মির্জাকে অপসারণ করেছিল? করার জন্য।
খ. আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের ব্যাখ্যা দাও।
গ. জামিল যে যুদ্ধ সম্পর্কিত বই পড়েছিল সে যুদ্ধের কারণ ব্যাখ্যা কর।
ঘ. অনুরূপ একটি যুদ্ধের ফলে পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী চেতনা প্রবলভাবে জাগ্রত হয় বিশ্লেষণ কর।
৮. আহসান সাহেব সস্ত্রীক এবারে লন্ডন গিয়েছিলেন। সেখানে রানি এলিজাবেথের সিংহাসন আরোহণের ষাট বছর পূর্তি উৎসব চলছিল। বিভিন্ন রাজপ্রাসাদ জনগণকে দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। বিভিন্ন সময়ে যেসব রাজা রানি শাসন করেছিলেন তাঁদের ছবি, আবক্ষ মূর্তি, তাঁদের কীর্তি জনগণের সামনে তুলে ধরা হয়েছিল । আহসান সাহেবের স্ত্রী জিজ্ঞেস করলেন, মহারানি ভিক্টোরিয়া কী জন্য ভারতবাসীর নিকট স্মরণীয়? আহসান সাহেব বললেন, ১৮৫৮ সালে এক রাজকীয় ঘোষণা বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষের শাসনভার ব্রিটিশ রানি স্বহস্তে গ্রহণ করেন।
ক. খিলাফত আন্দোলনের নেতাদের নাম লেখ।
খ. লাহোর প্রস্তাব কী?
গ. উদ্দীপকে বর্ণিত ১৮৫৮ সালের মহারানির ঘোষণাটি ব্যাখ্যা কর।
ঘ. ১৮৫৮ সালের মহারানির ঘোষণা দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটার ফলে কী কী পরিবর্তন সাধিত হয়? উদ্দীপকের আলোকে বর্ণনা কর।
ইতিহাস ২য় পত্রের অধ্যায়গুলো
২য় অধ্যায় : ফরাসি বিপ্লব
৩য় অধ্যায় : প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অব নেশনস
৪র্থ অধ্যায় : বলশেভিক বিপ্লব
৫ম অধ্যায় : হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ
৬ষ্ঠ অধ্যায় : জাতিসংঘ ও বিশ্বশান্তি
৭ম অধ্যায় : স্নায়ুযুদ্ধ (পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব)
১. প্রবীণ রাজনীতিবিদ জগদীশ মন্ডলের বাসার ড্রইং রুমে মাত্র একজন ব্যক্তির ছবি টানানো রয়েছে। বেড়াতে আসা অতিধি সুফল চন্দ্র তাকে জিজ্ঞেস করলেন, “ছবিটি কার?” জগদীশ মণ্ডল উত্তর দিলেন “এটি এমন এক বিখ্যাত লোকের ছবি, যিনি বলেছিলেন, যদি একই ব্যক্তির হাতে সরকারের আইন, বিচার ও শাসন বিভাগের কর্তৃত্ব ন্যস্ত থাকে তবে রাষ্ট্রে ব্যক্তি স্বাধীনতা লোপ পাবে।” এই ব্যক্তি ‘স্বর্গীয় অধিকার প্রাপ্ত রাজতন্ত্র’ তত্ত্বকে অস্বীকার করে স্বেচ্ছাচারী রাজতন্ত্রের ত্রুটি-বিচ্যুতিগুলো তুলে ধরেন।
ক. কুঁরবো বংশীয় শেষ রাজা কে ছিলেন?
খ. বিপ্লবের ২য় পর্যায়ে ফ্রান্সের গির্জা সংস্কার সম্পর্কে লেখ।
গ. জগদীশ মণ্ডলের বাসার ছবিটি কার? এই মহান মনীষীর জীবনী ব্যাখ্যা কর।
ঘ. ছবির ব্যক্তির ধ্যান-ধারণার সাথে রুশোর চিন্তা চেতনার অনেক মিল রয়েছে মূল্যায়ন কর।
২. বিশ্বের সব মানুষের কাছেই ১৪ জুলাই ১৭৮৯ দিনটি কমবেশি পরিচিত। প্রতিবছর ১৪ জুলাই এলেই বিশ্বের স্বাধীনতাকামী মানুষের মনে এক অনির্বার আশা সঞ্চারিত হয়। দাসত্বের বন্ধন থেকে মুক্তি পাওয়ার প্রেরণার নেশা যেন মানুষকে আচ্ছন্ন করে ফেলে। আর প্রতিবছর এ দিনটিতে AFP নামক সংবাদ সংস্থাটি এক নতুন সাজে সজ্জিত হয়। কেননা, এ দিনে সংবাদ সংস্থাটি বিশ্লেষণ করে বিশ্বের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ মানুষের মুক্তির নানা উপায় এবং সাথে সাথে তুলে ধরে অত্যাচারী শাসকদের পরাজয়ের কথা।
ক. দার্শনিক রুশো কত সালে মৃত্যুবরণ করেন?
খ. নেপোলিয়নের প্রশাসনিক সংস্কার ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে তোমার পঠিত কোন বিপ্লবের প্রতি ইঙ্গিত পাওয়া যায়? উক্ত বিপ্লবের ঘটনাপ্রবাহের প্রথম পর্যায় ব্যাখ্যা কর।
ঘ. ‘উক্ত বিপ্লব ফ্রান্সের সমাজ, অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিকে আমূল বদলে দেয়’। -বক্তব্যটি বিশ্লেষণ কর।
৩. কংশুর ও উলপুর গ্রামের মধ্যে যুদ্ধের সূত্রপাত হলেও কয়েকটি গ্রাম কংশুরের পক্ষ নেয় এবং কয়েকটি গ্রাম উলপুরের পক্ষ নেয়। অতঃপর দু পক্ষের মধ্যে মারামারি হয়। এ মারামারিতে অনেক ক্ষতি সাধিত হয়। এর প্রভাব পড়ে পার্শ্ববর্তী শক্তিশালী বনগ্রামের ওপর। গ্রামটিকে অর্থনৈতিক ক্ষতির কবলে পড়তে হয়। সকল গ্রামই কিছু না কিছু ক্ষতির সম্মুখীন হয়। বনগ্রামে দেখা দেয় পুষ্টিহীনতা এবং নিজড়া গ্রামে ইনফ্লুয়েঞ্জা এবং বলাকইড় গ্রামে মহামারী দেখা দেয়।
ক. প্রথম বিশ্বযুদ্ধে সামরিক বাহিনীর কত লোক মারা যায়?
খ. রাশিয়া ফরাসি জোটের সৃষ্টি কীভাবে হয়েছিল? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রেক্ষাপটে তৎকালীন সময়ে জার্মানির পক্ষে কোন কোন রাষ্ট্র ছিল? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের গ্রামের ন্যায় পুষ্টিহীনতা, ইনফ্লুয়েঞ্জা ও অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছিল ইউরোপের কোন কোন রাষ্ট্র? বিশ্লেষণ কর।
৪. কংশুর ও উলপুর গ্রামের মারামারিকে কেন্দ্র করে অবশেষে ১০টি গ্রামের চেয়ারম্যান ও মাতব্বর মিলে একটি সালিসি বৈঠকের আয়োজন করেন। এ বৈঠক অবশেষে হাটবাড়িয়া গ্রামেই অনুষ্ঠিত হলো। মাতব্বর ও চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- ১. করপাড়ার মোঃ আবুতালেব ফকির, ২. বনগ্রামের জুয়েল মোল্লা, ৩. হাটবাড়িয়ার হারুন ফকির এবং ৪. কংশুর গ্রামের রাজ্জাক গাজী।
ক. ভার্সাই সন্ধি কত সালে সংঘটিত হয়?
খ. লীগ অব নেশনস গঠনের পটভূমি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন দেশে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত সম্মেলনে অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহের নাম এবং এদের কার্যক্রম বিশ্লেষণ কর।
৫. সানিয়া তার দাদার কাছে জানতে পারে, কার্ল মার্কস ও এঙ্গেলসের বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম ইউরোপের একটি দেশে বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লব মানব সভ্যতার ইতিহাসে মানুষকে প্রথম সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।
ক. ‘নিউ ভিউ অব সোসাইটি’ গ্রন্থটি কার লেখা?
খ. রুশ বিপ্লবের অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা কর।
গ. সানিয়ার জানা তথ্যের সাথে কোন বিপ্লবের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত বিপ্লবের আন্তর্জাতিক তাৎপর্য মূল্যায়ন কর।
৬. রাজনৈতিক অস্থিতিশীলতায় জাফর আহম্মেদসহ দেশের সবাই রীতিমত অতিষ্ঠ হয়ে ওঠে। আরও অনেকের মতো জাফর সাহেব নিজেও চাকরি না পেয়ে হতাশায় নিমজ্জিত ছিলেন। তবে তিনি অলস সময় না কাটিয়ে বেকার যুবকদের নিয়ে নতুন আদর্শকে পুঁজি করে একটি রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু তার দলের রাজনৈতিক কর্মকাণ্ড সামরিক সরকার ও অন্যান্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ক্ষমতার নিচে চাপা পড়ে যায়।
ক. উনিশ শতকের শেষদিকে ইতালিতে কী ধরনের অবস্থা বিরাজ করছিল?
খ. হিটলারের মানবিক বৈশিষ্ট্য বুঝিয়ে লেখ।
গ. জাফর সাহেবের রাজনৈতিক দলটিকে সুপ্রতিষ্ঠিত করতে কী ধরনের কৌশল অবলম্বন করা আবশ্যক ছিল? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর জাফর সাহেবের রাজনৈতিক দলটির অগ্রযাত্রার অনুকূল পরিবেশ দেশে বিরাজমান ছিল? তোমার মতামত বিশ্লেষণ কর।
৭. তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগে হানিফ সাহেব অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে চাইলেও রবিউল হাসান শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্য দিতে চান। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ দুটি দলে বিভক্ত হয়ে। পড়েন এবং আধিপত্য বিস্তারের লক্ষ্যে একে অপরের বদলির জন্য জোর প্রচেষ্টা শুরু করেন। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে যখন তাদের অনুগত দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মচারীরা একে অপরকে অফিসের বাইরে দেখে নেওয়ার হুমকি প্রদান করে।
ক. কোন দুটি শিবিরের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব বিশ্বব্যাপী স্নায়ুযুদ্ধের পরিবেশ তৈরি করে?
খ. Coldwar বা স্নায়ুযুদ্ধ বলতে কী বোঝায়?
গ. হানিফ সাহেব ও রবিউল হাসানের মাঝে সৃষ্ট উত্তেজনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে কোন দুটি বৃহৎ রাষ্ট্রের যুদ্ধের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. হানিফ সাহেব ও রবিউল হাসানের মাঝে যুদ্ধ না হলেও যুদ্ধের কৌশল পরিলক্ষিত– তোমার মতামত বিশ্লেষণ কর।
৮. লোপা ও নিপা দু বোন বাবা-মা মারা যাওয়ার পর জমিসংক্রান্ত বিষয়সহ বেশকিছু ব্যাপারে পরস্পর দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। লোপা ধর্মীয় কর্মকাণ্ড বেশি করে পালন করত ও আশেপাশের মানুষের সাথে তেমন মেলামেশা করত না। অন্যদিকে নিপা ছিল মিশুক ও আধুনিক মনোভাবসম্পন্ন এক নারী। তাই আচরণগত দিক দিয়েও দুই বোন ছিল দুই মেরুবাসী।
ক. মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ুযুদ্ধের যবনিকাপাত কখন ঘটে?
খ. স্নায়ুযুদ্ধের পটভূমি ব্যাখ্যা কর।
গ. লোপা ও নিপার প্রত্যাশা কীভাবে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের নিকটবর্তী হতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর লোপা ও নিপার মাঝে আদর্শগত ভিন্নতা রয়েছে? তোমার মতামত বিশ্লেষণ কর।
শিক্ষার্থীরা, ওপরের প্রতিটি অধ্যায়ের সাজেশনই তোমরা উত্তরসহ সংগ্রহ করতে পারবে। এইচএসসি ইতিহাস সাজেশন উত্তরসহ পেতে প্রতিটি অধ্যায়ের নামের ওপর ক্লিক করো। তাহলেই প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা প্রশ্নোত্তর ডাউনলোড করার অপশন পাবে।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post