শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত ইতিহাস প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
ইতিহাস ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ইতিহাস কী?
উত্তর: ইতিহাস হচ্ছে মানবসভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ।
২. আইন-ই-আকবরী গ্রন্থটির লেখক কে?
উত্তর: আইন-ই-আকবরী গ্রন্থটির লেখক হচ্ছেন আবুল ফজল।
৩. ইৎসিং কে ছিলেন?
উত্তর: ইৎসিং ছিলেন একজন চৈনিক পরিব্রাজক ৷
৪. সাম্প্রতিক ইতিহাস কী?
উত্তর: সাম্প্রতিক ইতিহাস হলো বর্তমান সময়কালের পক্ষে প্রাসঙ্গিক ঘটনাবলির ঐতিহাসিক বিবরণ।
৫. ‘ইলিয়ড’ ও ‘ওডিসি’ মহাকাব্যের লেখক কে ছিলেন?
উত্তর: ‘ইলিয়ড’ ও ‘ওডিসি’ মহাকাব্যের লেখক ছিলেন মহাকবি হোমার।
৬. বিষয়বস্তুগত ইতিহাস কাকে বলে?
উত্তর: কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলে।
৭. আধুনিক ইতিহাসের জনক কে?
উত্তর: আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাংকে৷
৮. ইতিহাসে কিসের কোনো ঠাঁই নেই?
উত্তর: ইতিহাসে আবেগের কোনো ঠাঁই নেই।
৯. ‘সমাজজীবনই ইতিহাস’ – উক্তিটি কার?
উত্তর: সমাজজীবনই ইতিহাস উক্তিটি টয়েনবিরের।
১০. উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
উত্তর: উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলার বেলাব উপজেলায় অবস্থিত।
১১. ইতিহাসের জনক কে?
উত্তর: ইতিহাসের জনক হচ্ছেন হেরোডোটাস।
১২. ‘ইতিহাস’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: ‘ইতিহাস’ শব্দটির উৎপত্তি হয়েছে “ইতিহ” শব্দ থেকে যার অর্থ হচ্ছে ঐতিহ্য।
১৩. ‘ইতিহাস’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কী হবে?
উত্তর: ‘ইতিহাস শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে দাড়ায় ইতিহ + আস। যার অর্থ এমনই ছিল।
১৪. ‘ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে’ উক্তিটি কার?
উত্তর: ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে উক্তিটি হচ্ছে ঐতিহাসিক ড. জনসনের।
শিক্ষার্থীরা, ওপরে ইতিহাস ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post