আজকের আলোচনার বিষয়: পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর ইতিহাসের ধারণা
মাধ্যমিক ইতিহাস ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর
১. ইতিহাস হল—
ক. অতীতের বাস্তবতার অনুসন্ধান
খ. বর্তমানের বাস্তবতার অনুসন্ধান
গ. ভবিষ্যৎ-বিশ্লেষণ
ঘ. কোনোটিই নয়
২. ইতিহাস চর্চাকারী ব্যক্তি যে নামে পরিচিত, তা হল—
ক. ঐতিহাসিক
খ. প্রত্নতাত্ত্বিক
গ. নৃ-তাত্ত্বিক
ঘ. ভূ-তত্ত্ববিদ
৩. ঐতিহাসিক তথ্য বলতে বোঝায়
ক. অতীত ঘটনা
খ. সমসাময়িক ঘটনা
গ. ঐতিহাসিক গল্প-কথা
ঘ. অতীতের নথিবদ্ধ তথ্য
৪. ইতিহাসের জনক’ নামে পরিচিত হলেন
ক. হেরোডোটাস
খ. থুকিডিডিস
গ. জোশেফাস
ঘ. ট্যাসিটাস ফ্ল্যাবিয়াস
৫. ‘হিস্টোরিয়া’ (Historia) নামক শব্দ থেকে ‘হিস্ট্রি’ (History) কথার উদ্ভব, শব্দটি হল—
ক. ইংরেজি শব্দ
খ. জার্মান শব্দ
গ. গ্রিক শব্দ
ঘ. স্পেনীয় শব্দ
৬. পেশাদারি ইতিহাস রচনা শুরু করেন—
ক. লিওপোল্ড র্যাঙ্কে
খ. মার্ক ব্লখ
গ. জুরগেন কোকা
ঘ. লুসিয়েন ফেভর
৭. ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল
ক. জার্মানিতে
খ. অস্ট্রেলিয়াতে
গ. ওয়েস্ট ইন্ডিজে
ঘ. ইংল্যান্ডে
৮. ক্রিকেটের নিয়ম প্রথম রচিত হয়—
ক. ১৭৪০ খ্রিস্টাব্দে
খ. ১৭৪৪ খ্রিস্টাব্দে
গ. ১৭৭৬ খ্রিস্টাব্দে
ঘ. ১৭৯০ খ্রিস্টাব্দে
৯. ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়
ক. ১৭১৫ খ্রিস্টাব্দে
খ. ১৭২০ খ্রিস্টাব্দে
গ. ১৭২১ খ্রিস্টাব্দে
ঘ. ১৭২২ খ্রিস্টাব্দে
১০. ভারত অলিম্পিক গেমস-এ প্রথমবার হকি প্রতিযোগিতায় যোগ দেয়—
ক. ১৯২০ খ্রিস্টাব্দে
খ. ১৯২৮ খ্রিস্টাব্দে
গ. ১৯৩০ খ্রিস্টাব্দে
ঘ. ১৯৩২ খ্রিস্টাব্দে
১১. পৃথিবীর প্রাচীন খেলা হল
ক. মানাকালা
খ. কবাডি
গ. হকি
ঘ. জুডো
১২. ‘ইনটারনেট’ শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
ক. ইন্দ্ৰজাল
খ. মাকড়সার জাল
গ. অন্তর্জাল
ঘ. এগুলির কোনোটিই নয়
১৩. ইন্টারনেটের (www) আবির্ভাব হয়—
ক. ১৯৪০-র দশকে
খ. ১৯৫০-র দশকে
গ. ১৯৬০-র দশকে
ঘ. ১৯৯০-র দশকে
১৪. বহির্বিশ্ব তথা ভারতে ইনটারনেট প্রযুক্তির ওপর কোনো নিয়ন্ত্রণ আছে কি?
ক. ভারতে আছে
খ. ভারতে নেই
গ. বিশ্বে আছে
ঘ. বিশ্বেও নেই
১৫. ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়
ক. ১৮০০ খ্রিস্টাব্দে
খ. ১৮১০ খ্রিস্টাব্দে
গ. ১৮১৪ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৩৬ খ্রিস্টাব্দে
১৬. হাইকোর্টের বাড়িটি তৈরি হয়েছিল—
ক. গথিক শিল্পরীতি অনুসারে
খ. ডোরিক শিল্পরীতি অনুসারে
গ. টেরাকোটা শিল্পরীতি অনুসারে
ঘ. চোল শিল্পরীতি অনুসারে
১৭. ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কর্মকেন্দ্র ছিল যে শহরটি—
ক. কলকাতা
খ. হায়দ্রাবাদ
গ. বেরিলি
ঘ. বিশাখাপত্তনম
১৮. প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়
ক. ১৯১৩ খ্রিস্টাব্দে
খ. ১৯১৪ খ্রিস্টাব্দে
গ. ১৯১৫ খ্রিস্টাব্দে
ঘ. ১৯১৬ খ্রিস্টাব্দে
১৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়
ক. ১৯৩৯ খ্রিস্টাব্দে
খ. ১৯৪০ খ্রিস্টাব্দে
গ. ১৯৪২ খ্রিস্টাব্দে
ঘ. ১৯৪৫ খ্রিস্টাব্দে
২০. ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হয়—
ক. ৫ জুন
খ. ৫ জুলাই
গ. ৫ সেপ্টেম্বর
ঘ. ৫ ডিসেম্বর
অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. নিম্নবর্গের ইতিহাসচর্চার সূচনা কবে হয়েছিল? নিম্নবর্গের ইতিহাস বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো ।
উত্তর : নিম্নবর্গের ইতিহাসচর্চার সূচনা হয়েছিল ১৯৮২ খ্রিস্টাব্দে । অধ্যাপক রণজিৎ গুহ নিম্নবর্গের ইতিহাস বিষয়ক একটি গ্রন্থ লিখেন। যার নাম ‘সিলেক্টেড সাবল্টার্ন স্টাডিজ’।
২. পরিবেশ বিষয়ক দু’টি আন্দোলনের নাম লেখো ।
উত্তর : পরিবেশ বিষয়ক দু’টি আন্দোলনের নাম হচ্ছে ‘নর্মদা বাঁচাও আন্দোলন’ এবং ‘চিপকো আন্দোলন’।
৩. কবে , কাদের হারিয়ে মোহনবাগান IFA শিল্ড লাভ করে?
উত্তর : ১৯১১ খ্রিস্টাব্দে , ব্রিটিশদের ইয়র্ক ক্লাবের বিপক্ষে একটি খেলায় মোহনবাগান IFA শিল্ড লাভ করে।
৪. খাদ্যভাসের ইতিহাসচর্চার দু’টি বৈশিষ্ট্য লেখো ।
উত্তর : খাদ্যভাসের ইতিহাসচর্চার দু’টি বৈশিষ্ট্য হচ্ছে:
১. খাদ্যাভাসের ইতিহাসচর্চা জাতীয়তাবোধের সৃষ্টি করে এবং
২. বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের খাদ্যাভাস সম্পর্কে জানতে পারা যায়।
৫. স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসের বৈশিষ্ট্য কী?
উত্তর : স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসের মাধ্যমে ছোটো ছোটো ঘটনার বিবরণ জানা যায়, যা জাতীয় ইতিহাস নির্মাণের ভিত্তি হিসেবে কাজ করে ।
৬. অ্যানাল স্কুল কী?
উত্তর : মার্ক ব্লখ , লুসিয়ান ফেবরের তত্ত্বাবধানে ‘অ্যানালম অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি‘ পত্রিকা প্রকাশিত হয়। এর থেকেই যে গোষ্ঠী গড়ে ওঠে, তা অ্যানাল স্কুল নামে পরিচিত ।
৭. স্মৃতিকথা কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর : ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগের ইতিহাস, জাতিদাঙ্গা উদ্বাস্তু জীবন বিভিন্নভাবে বিভিন্ন সাহিত্যিকের লেখায় , স্মৃতিকথায় সুন্দরভাবে ফুটে উঠেছে , যা উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ।
৮. ফটোগ্রাফিচৰ্চায় দু’জন উল্লেখযোগ্য ব্যক্তির নাম লেখো ।
উত্তর : ফটোগ্রাফিচৰ্চায় দু’জন উল্লেখযোগ্য ব্যক্তির নাম হচ্ছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরি এবং সুকুমার রায়।
৯. ভারতীয় স্থাপত্যের ইতিহাস সংক্রান্ত গবেষকের নাম লেখো ।
উত্তর : জেমস ফারগুসন , পারসি বোরো , তারাপদ সাঁতরা প্রমুখ ব্যক্তি ভারতীয় স্থাপত্যের ইতিহাস সংক্রান্ত গবেষণা করেছেন।
১০. রবীন্দ্রনাথের আত্মজীবনীর নাম কী? কবে প্রকাশিত হয়?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম জীবনস্মৃতি। এটি ১৯১২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
১১. স্থানীয় ইতিহাসচর্চা কেন গুরুত্বপূর্ণ?
উত্তর : প্রাচীন ইতিহাসচর্চায় দেশ, বিদেশ, মহাদেশ প্রভৃতি বিশাল অঞ্চল আলোচিত হয়েছে , যা কোনো ছোটো স্থানের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে পারে না। তাই জাতীয় ইতিহাস রচনা করতে গেলে স্থানীয় ইতিহাসের ওপর নির্ভর করতে হয়।
১২. “জীবনের ঝরাপাতা” কার রচনা? এই গ্রন্থ থেকে আমরা কী জানতে পারি?
উত্তর : “জীবনের ঝরাপাতা” সরলাদেবী চৌধুরাণী রচিত একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। এর থেকে তৎকালীন ভারতীয় কৃষক, শ্রমিক শ্রেণির প্রতি ব্রিটিশ শাসকদের অন্যায়, অত্যাচার ও এর বিরুদ্ধে ছাত্র – যুবক শ্রেণির বিপ্লবী কর্মধারা সম্পর্কে জানা যায় ।
১৩. রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ “জীবনস্মৃতি” থেকে কী জানা যায়?
উত্তর : রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ “জীবনস্মৃতি” হতে সমকালীন ভারতীয় রাজনৈতিক কর্মসূচিতে ঠাকুরবাড়ির সদস্যদের অংশগ্রহণ , স্বদেশি যুগের শিক্ষা ব্যবস্থা , হিন্দুমেলা সম্পর্কে বিশদ বিবরণ জানা যায় ।
১৪. ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা কি?
উত্তর : ইন্টারনেটের ব্যবহারে যেকোনো তথ্য খুব অল্প সময়ে , অল্প খরচে এবং অল্প পরিশ্রমে পাওয়া যায় , যা দ্রুত গবেষণা বা পাঠ প্রস্তুতিতে সাহায্য করে। তাই ইতিহাস চর্চ ও তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা অনেক।
১৫. ইন্টারনেট ব্যবহারের দু’টি অসুবিধা লেখো ।
উত্তর : ১. ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের সত্যতা সবসময় নিশ্চিত থাকে না । ২. সর্বদা এইসমস্ত তথ্যের জন্য সূত্রও দেওয়া থাকে না ।
১৬. নারী ইতিহাসচর্চার গুরুত্ব কী?
উত্তর : নারী ইতিহাসচর্চার দ্বারা সমাজে নারী সমাজের যথার্থ ভূমিকা ও অবদানকে মর্যাদা দেওয়া হয়। পাশাপাশি ইতিহাসে নারীর ভূমিকা সম্পর্কে জানা যায় ।
১৭. নতুন সামাজিক ইতিহাস কী?
উত্তর : আধুনিক ইতিহাসচর্চায় রাজা – মহারাজা এবং অভিজাত সম্প্রদায় ছাড়াও সমাজের নিম্নবর্গীয় কৃষক, শ্রমিক, দিনমজুর এবং নারী সম্প্রদায়কে নিয়ে যে ইতিহাসচর্চা হয় তাকে নতুন সামাজিক ইতিহাস বলে ।
১৮. সাবল্টার্ন স্টাডিজ বলতে কী বোঝো?
উত্তর : জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি প্রভৃতি নির্বিশেষে নিম্নবর্গের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, জনস্বাস্থ্য ইত্যাদি নিয়ে যে ইতিহাসৰ্চা তা – ই সাবল্টার্ন স্টাডিজ ।
১৯. পরিবেশ ইতিহাসচর্চা সম্পর্কে দু’টি গ্রন্থের নাম লেখো ।
উত্তর : পরিবেশ ইতিহাসচর্চা সম্পর্কে দু’টি গ্রন্থের নাম হচ্ছে র্যাচেল কারসন- এর লেখা ‘সাইলেন্ট স্প্রিং’ এবং ড : শুভেন্দু গুপ্ত – এর লেখা ‘প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা’।
২০. স্বাধীনতার পরবর্তীকালে রচিত দু’টি নাটকের নাম লেখো ।
উত্তর : বিজন ভট্টাচার্যের — ‘ নবান্ন ‘, উৎপল দত্তের – ‘ টিনের তলোয়ার ‘।
রচনাধর্মী প্রশ্নের উত্তর
১. নতুন সামাজিক ইতিহাসের প্রেক্ষাপট বিশ্লেষণ করো।
২. নতুন সামাজিক ইতিহাস কী? তা বিশ্লেষণ করো।
৩. স্থানীয় ইতিহাসচর্চার বিভিন্ন দিক বিশ্লেষণ করো।
অথবা, স্থানীয় ইতিহাসচর্চা সম্পর্কে টীকা লেখো।
৪. আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানরূপে সরকারি নথিপত্রকে কীভাবে ব্যবহার করা হয় তা বিশ্লেষণ করো।
অথবা, ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা লেখো।
৫. ‘জীবনের ঝরাপাতা’ নামক আত্মজীবনী আধুনিক ভারতের ইতিহাসের উপাদানরূপে কতটা গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো।
৬. ইতিহাসের তথ্য সংগ্রহে ইনটারনেট ব্যবহারের সুবিধা-অসুবিধা কী?
৭. সতীদাহপ্রথা বিরোধী আন্দোলন বিশ্লেষণ করো।
►► উচ্চ মাধ্যমিক: ইতিহাস সাজেশন সকল প্রশ্নের উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে মাধ্যমিক ইতিহাস ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর pdf ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post