ইতিহাস ১ম পত্র মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
ইতিহাস ১ম পত্র মডেল টেস্ট
১. ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। আমেরিকা আবিষ্কারের পথে তিনি কিউবা, বাহামা, জ্যামাইকা আবিষ্কার করেন। তার এ আবিষ্কারে পৃথিবীতে এক নতুন দিগন্তের পথ উন্মোচিত হয়।
ক. আলীবর্দী খানের প্রকৃত নাম কী?
খ. অন্ধকূপ হত্যা কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের নাবিক ক্রিস্টোফার কলম্বাসের সাথে পর্তুগিজ কোন নাবিকের মিল আছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত নাবিকের উপমহাদেশে আগমনের মধ্য দিয়ে ইউরোপীয় যে শক্তির উত্থান ঘটে তা বিশ্লেষণ কর।
২. ভারতীয় উপমহাদেশে বিশ্বের প্রাচীন সভ্যতার লীলাভূমি। এর অফুরন্ত সম্পদ যুগে যুগে বিদেশিদের আকৃষ্ট করেছে। মুঘল, পাঠান, তুর্কিরা। যেমন এসেছে, তেমনি এসেছে পর্তুগিজ, দিনেমার, ওলন্দাজ, ফরাসি ও ইংরেজ বণিকরা।
ক. রবার্ট ক্লাইভ কে ছিলেন?
খ. ছিয়াত্তরের মন্বন্তর কী?
গ. ইউরোপীয়দের মধ্যে কে প্রথম ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন? তার ভারতবর্ষে আসার জলপথ চিহ্নিত কর।
ঘ. পর্তুগিজ আধিপত্য প্রতিষ্ঠায় আল বুকার্ক- এর অবদান মূল্যায়ন কর।
৩. রাজ্জাক হোসেন একটি প্লাস্টিক কারখানায় সকাল থেকে রাত পর্যন্ত ১২ ঘণ্টা একটানা কাজ করেন। এত পরিশ্রমের পরও তিনি স্ত্রী- ছেলেমেয়ের চিকিৎসা, শিক্ষা ও ভবিষ্যৎ কল্যাণ নিশ্চিত করতে পারছেন না। বিধিনিষেধ থাকায় সংবাদপত্রের মাধ্যমেও তিনি স্বাধীন মতামত প্রকাশ করতে পারছেন না। তবে আশা ছাড়েননি রাজ্জাক হোসেন। তার বিশ্বাস সুশাসক শীঘ্রই আসবে এবং সবাই শান্তিতে থাকতে পারবে।
ক. কত তারিখে বঙ্গভঙ্গ রদ করা হয়?
খ. লক্ষেèৗচুক্তি বলতে কী বোঝায়?
গ. রাজ্জাক হোসেন যদি ভারতের ১৮৫৮ সালের একজন নাগরিক হতেন তবে তিনি কী ধরনের সুবিধা ভোগ করতেন? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ব্যক্তির আশা অনেকটাই পূরণ করতে পারেন ইংরেজি গভর্নর লর্ড রিপন- বিশ্লেষণ কর।
৪. রহিম একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তিনি একবার জরিপ চালিয়ে দেখলেন যে, চাকরি ক্ষেত্রে তার সম্প্রদায়ের লোকদের অবস্থা একেবারে নগণ্য। তিনি বুঝতে পারলেন যে, ইংরেজি শিক্ষা গ্রহণ না করার কারণে তাদের এ পরিণতি। তাই তিনি তার সম্প্রদায়ের লোকদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করাসহ দেশের শাসকদের দৃষ্টি আকর্ষণ করলেন।
ক. লাহোর প্রস্তাব কী?
খ. খিলাফত আন্দোলন ব্রিটিশবিরোধী আন্দোলন হিসেবে কতটা সাফল্য লাভ করেছিল?
গ. উদ্দীপকে উল্লিখিত রহিমের কার্যকলাপের সাথে ব্রিটিশ শাসনামলের কোন ব্যক্তির কার্যকলাপের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ব্যক্তি মুসলিম নবজাগরণে ভারতীয় মুসলমানদের অধিকার সচেতন করেছিল কি? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
৫. “স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু,
আমার এখনো চার কোটি পরিবার,
খাড়া রয়েছি তো। যে ভিত কখনো কোনো,
রাজন্য পারেনি ভাঙতে।”
ক. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
খ. আলীগড় আন্দোলন বলতে কী বোঝায় ?
গ. উপরের কবিতাটি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রচিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ঘটনাটি ছিল বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি- বিশ্লেষণ কর।
৬. তামিম হোসেন দীর্ঘ দিন ধরে খেয়াল করছে তার এলাকার শিল্প কারখানা, অফিসগুলোতে চাকরি দেওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষাকে অধিক প্রাধান্য দেওয়া হচ্ছে। ফলে বাংলা মাধ্যম থেকে পড়ালেখা শিখে আসা বেশির ভাগ চাকরি প্রার্থী চাকরি পাচ্ছে না। এলাকায় ইংরেজি ভাষা শেখার বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠলেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না।
ক. ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানে কতটি ধারা ছিল?
খ. আওয়ামী লীগ দল কেন গঠন করা হয়?
গ. তামিম হোসেন কীরূপ পদক্ষেপ নিলে গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্তের সঙ্গে তুলনীয় হবে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত তুলনীয় পদক্ষেপ হবে নিশ্চিতভাবে সার্বজনীন’- আটচল্লিশের রাজপথের আলোকে বিশ্লেষণ কর।
৭. পূর্ব তিমুরের ভেল, গ্যাস, কয়লা ইত্যাদি সম্পদ থেকে প্রাপ্ত আয়ের বৃহৎ অংশ ইন্দোনেশিয়ার রাস্তাঘাট, স্কুল-কলেজসহ বিভিন্ন’ অবকাঠামোগত উন্নয়ন কাজে ব্যয় হতো। ফলে পূর্ব তিমুরের লোক তাদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়। পরবর্তীতে ব্যাপক সহিংসতার প্রেক্ষাপটে জাতিসংঘের মধ্যস্থতায় পূর্ব তিমুর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
ক. সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
খ. ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ কেন গঠিত হয়?
গ. উদ্দীপকে ইন্দোনেশীয় সরকারের আচরণে পূর্ব পাকিস্তানের প্রতি পাকিস্তানি সরকারের বৈষম্যমূলক আচরণের যে দিকটি ফুটে উঠেছে, তা ব্যাখ্যা কর।
ঘ. “পূর্ব তিমুরের স্বাধীনতা প্রাপ্তির প্রক্রিয়া বাংলাদেশের স্বাধীনতা লাভের প্রক্রিয়ার অনুরূপ” এ বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার মতামত দাও।
৮. রতনপুর বাংলাদেশের একটি অনুন্নত অঞ্চল। স্থানীয় জননেতা রহিম সাহেব এলাকার মানুষের প্রতি বৈষম্যের নিরসনকল্পে এক জনসভায় কতিপয় দাবি সংবলিত একটি দাবিনামা পেশ করেন। এ দাবিনামা এলাকায় গণমানুষের মাঝে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করে। জনগণ দাবি আদায়ে সোচ্চার হয়।
ক. কত খ্রিস্টাব্দে যুক্তফ্রন্ট গঠিত হয়?
খ. আগরতলা মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তান আমলের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ঘটনা ছিল বাঙালি জাতির ম্যাগনাকার্টা বিশ্লেষণ কর।
৯. একদিন রাত নয়টায় ঘরে টিভি দেখছিল দশম শ্রেণির ছাত্র মতিউর। সে একটি নাটকের দৃশ্যে দেখতে পেল, একটি দেশের জনগণ বিভিন্ন পেশায় নিয়োজিত কিন্তু দেশের প্রশ্নে সবাই এক এবং অভিন্ন। সকলে মিলে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে সংগ্রাম ও যুদ্ধ করল এবং দেশকে শত্রুমুক্ত করল।
ক. কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?
খ. ৭ মার্চের ভাষণের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন যুদ্ধের ইঙ্গিত রয়েছে? তার প্রেক্ষাপট কী ছিল?
ঘ. তুমি কি মনে কর বিভিন্ন পেশার লোক উক্ত যুদ্ধের জয়কে সহজ করেছিল? মতামত দাও।
১০. একটি অঞ্চলের জনগণ কেন্দ্রীয় সরকারের বিমাতাসুলভ আচরণের কারণ নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতার স্বাধীনতা ঘোষণার প্রেক্ষিতে একটি সরকার গঠন করে। উক্ত সরকার নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালায়।
ক. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
খ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকা-ের কারণ কী ছিল?
গ. উদ্দীপকে বর্ণিত সরকারের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সরকারের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “উক্ত সরকারের কূটনৈতিক কার্যক্রমের ফলে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠা সহজতর হয়েছিল – উক্তিটি বিশ্লেষণ কর।
১১. মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায়। শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
ক. মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খ. মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে ? ব্যাখ্যা কর।
ঘ. “মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি ইতিহাস ১ম পত্র মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post