ইতিহাস ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন উত্তর : বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকানঙ্কে নামকরণ করা হয় মুজিবনগর। ১৯৭১ সালের ১০ এপ্রিল নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ‘মুজিবনগর সরকার’ গঠন করা হয়। ঐ দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় ‘বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ’। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
ইতিহাস ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন উত্তর
১. বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি কোন ভাষায় ছিল?
ক. বাংলা
খ. মান্দারিন
গ. হিন্দি
ঘ. ইংরেজি
২. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মূল বিষয়ের সঙ্গে সাদৃশ্য রয়েছে-
i. সামরিক আইন প্রত্যাহার
ii. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া
iii. গণহত্যার তদন্ত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
• নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
কালবৈশাখী ঝড়ে গ্রামের সব ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলে সবাই হতাশ হয়ে পড়ে। এসময় গ্রামের মুরব্বি আকরাম খাঁ সকলকে উদ্দেশ্য করে বলেন, ‘বিপদে ধৈর্যহারা হতে নেই। আমাদের যা কিছু আছে তাই নিয়ে বিপদের মোকাবিলা করতে হবে। তবেই সকল হতাশা দূর হবে।’
৩. উদ্দীপকের আকরাম খাঁ-এর সাথে নিচের কার মিল রয়েছে?
ক. মওলানা হামিদ খান ভাসানী
খ. শেরেবাংলা এ. কে. ফজলুল হক
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. তাজউদ্দিন আহমদ
৪. উদ্দীপকের আকরাম খাঁ ও উত্তর সংশ্লিষ্ট ব্যক্তির যেসব ক্ষেত্রে সাদৃশ্য পাওয়া যায়-
i. নেতৃত্ব দান
ii. মানুষকে অনুপ্রাণিত করা
iii. নির্দেশনা দান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. ২৬ মার্চ কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
ক. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. তাজউদ্দিন আহমদ
৬. কোন তারিখে মেজর জিয়াউর রহমান কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা পাঠ করেন?
ক. ২৬ মার্চ
খ. ২৮ মার্চ
গ. ২৭ মার্চ
ঘ. ৩০ মার্চ
৭. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. আতাউল গনি ওসমানী
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. তাজউদ্দিন আহমদ
৮. মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন-
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. তাজউদ্দিন আহমদ
ঘ. ক্যাপ্টেন মনসুর আলী
৯. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক. এ. এইচ. এম. কামরুজ্জামান
খ. খন্দকার মোশতাক আহমেদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. তাজউদ্দিন আহমদ
১০. বঙ্গবন্ধুর ২৬ মার্চ প্রথম প্রহরে (২৫ মার্চ রাত ১২ টার পর) স্বাধীনতা ঘোষণার মূল বক্তব্য কী ছিল?
i. ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন
ii. যার যা কিছু আছে, তাই নিয়ে রুখে দাড়াও, সর্বশক্তি দিয়ে
iii. হানাদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই হানাদার বাহিনীকে প্রতিরোধ কর চালিয়ে যাও
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১. মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনা করার জন্য ছাত্ররা কী করেছিল?
ক. মন্ত্রণালয় গঠন করে
খ. সেমিনারের আয়োজন করে।
গ. মিছিল-মিটিং করে
ঘ. সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে
১২. ১৯৭১ সালে কেন বাঙালি ছাত্র সেনারা ভারতে গিয়েছিল?
ক. প্রাণরক্ষার জন্য
খ. পলায়ন করার জন্য
গ. যুদ্ধের প্রশিক্ষণের জন্য
ঘ. মৃত্যু ভয়ে
১৩. মুক্তিযুদ্ধে কৃষকদের অংশগ্রহণ কেমন ছিল?
ক. প্রত্যক্ষ
খ. পরোক্ষ
গ. নিরপেক্ষ
ঘ. নিষ্ক্রিয়
১৪. বাঙালির ওপর পরিচালিত নৃশংস হত্যাকাণ্ডের নাম কী?
ক. অপারেশন সার্চডন
খ. অপারেশন ক্লিনহট
গ. অপারেশন সার্চলাইট
ঘ. অপারেশন ডেজার্ড শিশু
১৫. দেশের সব স্তরের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয় কেন?
ক. ভাষার জন্য
খ. বৈষম্য দূরীকরণের জন্য
গ. স্বাধীনতার জন্য
ঘ. দাবি আদায়ের জন্য
১৬. কেন মুক্তিসেনারা প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে?
ক. দেশকে বাঁচাতে
খ. যুদ্ধে শহিদ হওয়ার জন্য
গ. অর্থের লোভে
ঘ. খ্যাতি অর্জনের জন্য
১৭. ভারত সরকারের ‘শরণার্থী কর’ আরোপ করার যৌক্তিক কারণ কী?
ক. পাকিস্তানকে আক্রমণের জন্য
খ. বাঙালি শরণার্থীদের ব্যয় নির্বাহ
গ. রাজস্ব বাড়ানোর জন্য
ঘ. বাংলাদেশ সরকারকে দেওয়ার জন্য
১৮. কে ২৬ মার্চ প্রথম প্রহরেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. মেজর জিয়াউর রহমান
গ. খন্দকার মোশতাক আহমেদ
ঘ. জহুর আহমেদ চৌধুরী
১৯. ইকবাল হলের বর্তমান নাম কী?
ক. সূর্যসেন হল
খ. এফ রহমান হল
গ. জসিমউদ্দীন হল
ঘ. জহুরুল হক হল
২০. বঙ্গবন্ধু কেন ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করেন?
ক. জনগণের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার জন্য
খ. বাংলাদেশে রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য
গ. ভারতের সহযোগিতা লাভের জন্য
ঘ. বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করার জন্য
২১. মুক্তিযুদ্ধে কত লাখ বাঙালি প্রাণ হারায়?
ক. ২৫
খ. ৩০
গ. ৩৫
ঘ. ৪০
২২. মুক্তিযুদ্ধে কোন দেশের প্রবাসীরা সবচেয়ে বেশি সাহায্য করে?
ক. ইন্দোনেশিয়া
খ. যুক্তরাজ্য
গ. যুক্তরাষ্ট্র
ঘ. জাপান
২৩. সৈয়দ নজরুল ইসলামের কর্মজীবন শুরু হয় কী হিসেবে?
ক. ইনকাম ট্যাক্স বিভাগের কর্মকর্তা
খ. পুলিশ অফিসার
গ. শিক্ষক
ঘ. আইনবিদ
২৪. মুজিবনগর সরকারের সদরদপ্তর কোথায় স্থাপিত হয়?
ক. কালুরঘাটে
খ. নাটোরে
গ. মেহেরপুরে
ঘ. ঢাকায়
২৫. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
ক. ক্যাপ্টেন এম. মনসুর আলী
খ. তাজউদ্দীন আহমদ
গ. খন্দকার মোশতাক আহমদ
ঘ. লে. কর্নেল আব্দুর রব
২৬. সৈয়দ নজরুল ইসলাম কেন অস্থায়ী রাষ্ট্রপতি নিযুক্ত হন?
ক. শেখ মুজিবুর রহমান বন্দি থাকায়
খ. যোগ্যতার ভিত্তিতে
গ. শেখ মুজিবুর রহমান দায়িত্ব গ্রহণ না করায়
ঘ. তাজউদ্দীন আহমদ দায়িত্ব গ্রহণ না করায়
ইতিহাস ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
২৭. মুক্তিযুদ্ধের সময় এ.এইচ.এম কামারুজ্জামান শরণার্থীদের-
i. ত্রাণের ব্যবস্থা করেন
ii. পুনর্বাসনের ব্যবস্থা করেন করেন
iii. বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্ররূপে ঘোষণা করেন—
i. জনগণের মধ্যে সাম্য রাখার জন্য
ii. জনগণের মধ্যে পাকিস্তানি চেতনা জাগ্রত করার জন্য
iii. সামাজিক ন্যায়বিচার বলবৎ রাখার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. সৈয়দ নজরুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত ছিলেন-
i. ১৯৫৭ সালে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি হিসেবে
ii. ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে
iii. মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতি হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. তৎকালীন ‘ইপিআর’ স্বাধীনতার ঘোষণা প্রচার করে-
i. ট্রান্সমিটারের মাধ্যমে
ii. টেলিগ্রামের মাধ্যমে
iii. টেলিপ্রিন্টারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩১. মুক্তিযুদ্ধে নারীরা-
i. মুক্তি সেনাদের খাবার ও পানি দিয়ে প্রাণ বাঁচিয়েছে
ii. যুদ্ধাহতদের সেবা শুশ্রূষা করেছে
iii. অসীম সাহস নিয়ে যুদ্ধ করেছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
• নিচের উদ্দীপকটি পড় এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ রাষ্ট্রের শাসকশ্রেণির বিরুদ্ধে জনগণের যৌক্তিক মুক্তিসংগ্রামে ‘খ’ রাষ্ট্র ‘ক’ রাষ্ট্রের অত্যাচারিত ও আশ্রয়হীন মানুষকে আশ্রয়, খাদ্য, বস্ত্র ও চিকিৎসা দিয়ে সাহায্য করে এবং তাদের দুঃখ-দুর্দশার কথাও বিশ্বের কাছে তুলে ধরে।
৩২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন রাষ্ট্রের ভূমিকা উদ্দীপকের ‘খ’ রাষ্ট্রের ভূমিকার মতো ছিল?
ক. মায়ানমার
খ. ভারত
গ. চীন
ঘ. নেপাল
৩৩. উক্ত রাষ্ট্রের গৃহীত কর্মকাণ্ডের ফলে-
i. স্বাধীনতা লাভ ত্বরান্বিত হয়
ii. মানবাধিকার রক্ষিত হয়
iii. বহিঃর্বিশ্বে বাংলাদেশের নির্যাতনের চিত্র প্রকাশিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৪. বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা ১৯৭১ সালের কত তারিখে গঠিত হয়?
ক. ১০ এপ্রিল
খ. ১৭ এপ্রিল
গ. ১১ এপ্রিল
ঘ. ১ মে
৩৫. পাকিস্তান বাংলাদেশে গণহত্যাকে কী নামে আখ্যায়িত করেছিল?
ক. অপারেশন সার্চলাইট
খ. অপারেশন কিলিং
গ. অপারেশন সারভাইভ
ঘ. অপারেশন ভিক্টোরি
• উদ্দীপকটি পড় এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ রাষ্ট্রের শাসকশ্রেণির বিরুদ্ধে জনগণের যৌক্তিক মুক্তিসংগ্রামে ‘খ’ রাষ্ট্র ‘ক’ রাষ্ট্রের অত্যাচারিত ও আশ্রয়হীন মানুষকে আশ্রয়, খাদ্য, বস্ত্র ও চিকিৎসা দিয়ে সাহায্য করে এবং তাদের দুঃখ-দুর্দশার কথাও বিশ্বের কাছে তুলে ধরে।
৩৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন রাষ্ট্রের ভূমিকা উদ্দীপকের ‘খ’ রাষ্ট্রের ভূমিকার মতো ছিল?
ক. চীন
খ. ভারত
গ. নেপাল
ঘ. মিয়ানমার
৩৭. উক্ত রাষ্ট্রের গৃহীত কর্মকাণ্ডের ফলে-
i. স্বাধীনতা লাভ ত্বরান্বিত হয়
ii. মানবাধিকার রক্ষিত হয়
iii. বহির্বিশ্বে বাংলাদেশের নির্যাতনের চিত্র প্রকাশিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৮. বেসামরিক প্রশাসন চালুর জন্য বঙ্গবন্ধু কতটি বিধিমালা জারি করেন?
ক. ৩৩
খ. ৩৫
গ. ৩৭
ঘ. ৪০
৩৯. ‘অপারেশন সার্চলাইটের’ নীল নকশা গঠন করা হয়-
i. টিক্কা খানের মাধ্যমে
ii. ইয়াহিয়া খানের মাধ্যমে
iii. রাও ফরমান আলীর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪০. পূর্ব-পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব কে দেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. ড. কামাল হোসেন
গ. ক্যাপ্টেন মনসুর আলী
ঘ. তাজউদ্দিন আহমদ
৪১. অস্থায়ী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী হিসেবে নিচের কোন নামটি গ্রহণযোগ্য?
ক. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
খ. জুলফিকার আলী ভুট্টো
গ. এইচ. এম. কামরুজ্জামান
ঘ. ক্যাপ্টেন মনসুর আলী
• নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪২ ও ৪৩ নং প্রশ্নের উত্তর দাও :
স্বাধীনতাযুদ্ধের প্রাক্কালে একজন নেতার প্রতিবাদী কণ্ঠ ছিল মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস। ১০ জানুয়ারি ১৯৭২ খ্রিষ্টাব্দের মধ্যে তার জ্বালাময়ী কণ্ঠ আর শোনা যায়নি।
৪২. অনুচ্ছেদে কোন চরিত্রের প্রতি ইঙ্গিত রয়েছে?
ক. শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দিন আহমদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. মেজর জিয়াউর রহমান
৪৩. উদ্দীপকের নেতার কণ্ঠে স্বাধীনতা ঘোষণার বাণীটি প্রচারিত হয় কোন মাধ্যমে?
ক. পুলিশের ওয়্যারলেসে
খ. রেডিও পাকিস্তানে
গ. কালুরঘাট বেতারে
ঘ. ইপিআরের ওয়ারলেসে
৪৪. চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটের একটি ভেন্যু। যার নামে নামকরণ সেই ব্যক্তিত্বের খ্যাতি লাভের পেছনে যেটি সঠিক—
i. মুক্তিযুদ্ধের সংগঠক
ii. ক্রীড়া সংগঠক
iii. স্বাধীনতা ঘোষণাপত্রের অনুবাদক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৫. কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধের সূচনালগ্নে নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব কে?
ক. মেজর জিয়াউর রহমান
খ. মেজর খালেদ মোশাররফ
গ. মেজর শাফায়াত জামিল
ঘ. মেজর আবু ওসমান চৌধুরী
৪৬. ১৯৭১ খ্রিস্টাব্দের মার্চে বাংলাদেশে অসামরিক প্রশাসন চালু করেন কে?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দীন আহমদ
গ. জেনারেল ইয়াহিয়া খান
ঘ. জেনারেল টিক্কা খান
৪৭. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্রের সম্পাদক কে?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. হাসান হাফিজুর রহমান
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. এম. আর. আখতার মুকুল
৪৮. ১৯৭১ খ্রিস্টাব্দের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট-এর আওতায় প্রথম কোথায় অভিযান চালানো হয়?
ক. চট্টগ্রামে
খ. খুলনায়
গ. ঢাকায়
ঘ. রাজশাহীতে
৪৯. ১৯৭১ খ্রিস্টাব্দে প্রথম বাঙালি সেনাবাহিনী ও জনতা সংঘবদ্ধ সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে কোথায়?
ক. চট্টগ্রামে
খ. ঢাকায়
গ. জয়দেবপুরে
ঘ. কুমিল্লায়
৫০. ১৯৭১ খ্রিস্টাব্দে মানুষের শহর ছেড়ে গ্রামে আশ্রয় নেওয়ার কারণ-
ক. মুক্তিবাহিনীর ভয়ে
খ. বিনোদনের জন্য
গ. শহরে কাজের অভাব
ঘ. হানাদার বাহিনীর ভয়
◉ আরও দেখ: ইতিহাস ১ম ও ২য় পত্রের সকল CQ-MCQ সমাধান
শিক্ষার্থীরা, উপরে একাদশ-দ্বাদশ শ্রেণির ইতিহাস ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। আমি আশা করছি, এই প্রশ্নগুলো প্রাকটিস করলে তোমরা পরীক্ষার জন্য শতভাগ কমন পেয়ে যাবে। কোর্সটিকায় আমরা এই অধ্যায় থেকে মোট ৫০টি বহুনির্বাচনী তৈরি করেছি। সবগুলো MCQ প্রশ্নের উত্তর পিডিএফ আকারে সংগ্রহের জন্য উপরে ‘ANSWER SHEET’ অপশনে ক্লিক করো।
Discussion about this post