ইতিহাস ১ম পত্র ৭ম অধ্যায় mcq প্রশ্ন উত্তর : বাঙালি কর্মকর্তাদের নিয়ে সরকার প্রশাসনিক কাজ পরিচালনা করে। এতে মোট ১২ টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। এগুলো হচ্ছে প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ-শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিবালয়, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য ও কল্যাণ বিভাগ, ত্রাণ ও পুনর্বাসন বিভাগ, প্রকৌশল বিভাগ, পরিকল্পনা কমিশন, যুব ও অভ্যর্থনা শিবিরের নিয়ন্ত্রণ বোর্ড ইত্যাদি। মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরে (কলকাতা,দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক,স্টকহোম) বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করে।
ইতিহাস ১ম পত্র ৭ম অধ্যায় mcq প্রশ্ন উত্তর
১. মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?
ক. ১০ এপ্রিল
খ. ১৫ এপ্রিল
গ. ১২ এপ্রিল
ঘ. ১৭ এপ্রিল
২. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন-
i. প্রধানমন্ত্রী
ii. প্রতিরক্ষা
iii. তথ্য ও বেতার এবং টেলি যোগাযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
• উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
রাজশাহীর জামাল ও পাবনার সুজন মুক্তিযুদ্ধের চেতনায় আজ সমাজসেবায় নিয়োজিত। তারা দেশের সুসন্তান।
৩. জামাল ও সুজনের এলাকা মুক্তিযুদ্ধে কোন সেক্টরের অধীন ছিল?
ক. ১নং
খ. ৫নং
গ. ৭নং
ঘ. ১১ নং
৪. উক্ত সেক্টরের কমান্ডার ছিলেন-
i. মেজর চিত্তরঞ্জন দত্ত
ii. মেজর নাজমুল হক
iii. মেজর কাজী নুরুজ্জামান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান সেনানায়ক কে ছিলেন?
ক. আতাউল গনি ওসমানী
খ. মেজর জিয়াউর রহমান
গ. মেজর শফিউল্লাহ
ঘ. মেজর খালেদ মোশাররফ
৬. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়?
ক. ৯টি
খ. ১০টি
গ. ১১টি
ঘ. ১২টি
৭. মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে?
ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল
খ. ১৯৭১ সালের ১১ এপ্রিল
গ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল
ঘ. ১৯৭১ সালের ২৭ এপ্রিল
৮. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে-
ক. কলকাতার পার্ক সার্কাস এভিনিউয়ে
খ. আগরতলায়
গ. মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলার আম্রকাননে
ঘ. চট্টগ্রামের মুক্ত এলাকায়
৯. ভারত কত তারিখে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে?
ক. ২ ডিসেম্বর
খ. ৩ ডিসেম্বর
গ. ৬ ডিসেম্বর
ঘ. ৪ ডিসেম্বর
১০. কত তারিখে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে?
ক. ১৪ ডিসেম্বর
খ. ১৭ ডিসেম্বর
গ. ১৬ ডিসেম্বর
ঘ. ২০ ডিসেম্বর
১১. পাকিস্তানি হানাদার সেনাবাহিনী কোথায় আত্মসমর্পণ করে?
ক. বগুড়া সেনানিবাসে
খ. যশোর সেনানিবাসে
গ. পল্টন ময়দানে
ঘ. রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)
১২. মুজিবনগর সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল-
i. মুক্তিযোদ্ধাদের সুষ্ঠু প্রশিক্ষণ প্রদান করা
ii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে কার্যকর করা
iii. বিদেশি রাষ্ট্রসমূহের সহযোগিতা ও স্বীকৃতি অর্জন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৩. মুক্তিযুদ্ধের সেক্টর ব্যবস্থাপনা কিরূপ ছিল?
i. প্রথমে বাংলাদেশকে ৪টি সামরিক জোনে এবং পরে ১১টি সামরিক সেক্টরে বিভক্ত করে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়।
ii. প্রত্যেকটি সেক্টরে একজন সেক্টর কমান্ডারের ওপর ন্যস্ত করা হয়।
iii. প্রত্যেকটি সেক্টরের সাথে গেরিলা বাহিনীযুক্ত থাকায় সহজেই হানাদার বাহিনীকে পরাজিত করা সম্ভব হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৪. পাকিস্তানি সেনাবাহিনী কত তারিখে আত্মসমর্পণ করে?
ক. ১৪ আগস্ট
খ. ২১ ফেব্রুয়ারি
গ. ২৬ মার্চ
ঘ. ১৬ ডিসেম্বর
১৫. কবে আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকার গঠিত হয়?
ক. ১০ এপ্রিল
খ. ১৫ এপ্রিল
গ. ২ জুন
ঘ. ৭ জুন
১৬. মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হলো-
ক. অগ্নিশিখা
খ. চরমপত্র
গ. দেশের গান
ঘ. রণসংগীত
১৭. মুক্তিযুদ্ধকালীন গঠিত মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. ক্যাপ্টেন এম. মনসুর আলী
১৮. অস্থায়ী সচিবালয়ের শিক্ষক সমিতির প্রধান কে ছিলেন?
ক. ড. এ আর মল্লিক
খ. মামুনুর রশিদ
গ. আকবর আলি খান
ঘ. সাদত হোসাইন
১৯. মুক্তিবাহিনীকে ১১টি সেক্টরে ভাগ করা হয় কোন মাসে?
ক. ফেব্রুয়ারি
খ. মার্চ
গ. এপ্রিল
ঘ. মে
২০. মুক্তিযুদ্ধে নৌপথে যুদ্ধ পরিচালনার কৃতিত্ব কাদের ছিল?
ক. সেনাবাহিনীর
খ. মুজিব বাহিনীর
গ. নৌ কমান্ডারদের
ঘ. ভারতীয় নৌবাহিনীর
২১. মুক্তিযুদ্ধের সমর্থনে গঠিত বাংলাদেশ ফান্ডের বোর্ড অব ট্রাস্টির সদস্য কে ছিলেন?
ক. রেহমান সোবহান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. আবু সাঈদ চৌধুরী
২২. মুক্তিযুদ্ধের সময় বেসামরিক গভর্নর কে ছিলেন?
ক. ইয়াহিয়া খান
খ. তাজউদ্দীন আহমদ
গ. খাজা নাজমুদ্দিন
ঘ. ডা. মালিক
২৩. মুজিবনগর সরকারের প্রতিনিধিকে জাতিসংঘে ভাষণ প্রদানে বাধা দেয় কোন দেশ?
ক. ভারত
খ. যুক্তরাষ্ট্র
গ. পাকিস্তান
ঘ. চীন
২৪. মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ এলাকা নির্ধারণের জন্য কিসের প্রয়োজনীয়তা দেখা দেয়?
ক. ভারতের সাহায্য লাভের
খ. সেক্টরগুলোকে বিলুপ্ত করার
গ. সেক্টরগুলোকে নতুনভাবে সংগঠিত করার
ঘ. মুক্তিবাহিনীর সাহায্য
২৫. মুক্তিযুদ্ধের সময় ভারত-বাংলাদেশ কেন যৌথ কমান্ড গঠন করে?
ক. পাকিস্তানিদের সুশিক্ষা দেওয়ার জন্য
খ. আক্রমণ সুদৃঢ় করার জন্য
গ. বৈদেশিক সাহায্য লাভের জন্য
ঘ. শরণার্থীদের সাহায্যের জন্য
ইতিহাস ১ম পত্র ৭ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
২৬. মুক্তিযুদ্ধে আমেরিকা রাষ্ট্রীয়ভাবে বিরোধিতা করলেও কীভাবে বাংলাদেশের পক্ষে কাজ করে?
ক. গোপনে
খ. জনগণ ও প্রচার মাধ্যমে
গ. সামরিক বাহিনীর মাধ্যমে
ঘ. পরোক্ষভাবে
২৭. মুক্তিযুদ্ধের সময় বিচারপতি আবু সাঈধ চৌধুরীর নেতৃত্বে ব্রিটেনে কূটনৈতিক তৎপরতার ফলে কী হয়েছিল?
ক. বাঙালিরা অর্থায়ন করেছিল
খ. বাঙালিরা সংঘবদ্ধ হয়েছিল
গ. মুক্তিযুদ্ধে বাঙালিরা অংশগ্রহণ করেছিল
ঘ. বাঙালিরা চুপ থেকেছিল
২৮. ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন-
i. অর্থ
ii. বাণিজ্য
iii. যোগাযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিভিন্ন অঞ্চলে যুদ্ধ শুরু করে-
i. প্রাক্তন ইপিআরের সহায়তায়
ii. পুলিশের সহায়তায়
iii. রাজনীতিকদের সহায়তায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের কার্যক্রম ছিল-
i. মুক্তিবাহিনী গঠন
ii. যুদ্ধ পরিচালনা সংক্রান্ত বিষয়াদি তদারকি করা
iii. মুক্তিযুদ্ধের সেক্টরগুলোর ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩১. মুক্তিযুদ্ধের প্রথম থেকে যৌথবাহিনীর লক্ষ্য ছিল-
i. ঢাকা দখল করা
ii. যুদ্ধজাহাজ লুট করা
iii. পাকিস্তান বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩২. মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর বাংলার স্বাধীনতাকামী জনগণ ভারতে ভিড় জমায়-
i. প্রশিক্ষণ লাভের আশায়
ii. ত্রাণ লাভের আশায়
iii. অস্ত্র সংগ্রহের আশায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
• নিচের উদ্দীপকটি পড় এবং ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করতে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে টাউন হলে একটি পরামর্শ সভার আয়োজন করা হয়। এখানে টমাস জেফারসন, জন অ্যাডামসহ অনেকের উপস্থিতিতে যুদ্ধকে বেগবান করার কিছু নির্দেশনা তৈরি করা হয়।
৩৩. উদ্দীপকের ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন ঘটনাকে মনে করিয়ে দেয়?
ক. সেক্টর ব্যবস্থাপনা
খ. সর্বদলীয় উপদেষ্টা কমিটি গঠন
গ. গেরিলা বাহিনী গঠন
ঘ. মুজিবনগর সরকার গঠন
৩৪. উক্ত কর্মতৎপরতার ফলে-
i. মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বসমর্থন সৃষ্টি হয়
ii. মুক্তিযুদ্ধে তহবিল সংগৃহীত হয়
iii. মুক্তিযুদ্ধের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
• নিচের উদ্দীপকটি পড় এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক জরিপে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দেশের প্রভাব প্রতিপত্তি বজায় রাখা এবং নিজেদের প্রতি জনসমর্থন আদায়ে বিশ্বের বিভিন্ন দেশ সফর করছেন। তার এ সফরে ইতিবাচক সাড়া মিলেছে।
৩৫. উদ্দীপকের ঘটনাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার কোন ব্যক্তির অবদানের কথা মনে করিয়ে দেয়?
ক. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
খ. খন্দকার মোশতাক আহমদ
গ. এম. মনসুর আলী
ঘ. জর্জ হ্যারিসন
৩৬. উক্ত ব্যক্তির কর্মতৎপরতায়-
i. মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বসমর্থন তৈরি হয়
ii. বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টির সম্ভাবনা দেখা দেয়
iii. বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৭. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান কোনটিকে বলা যেতে পারে?
ক. দেশের গান ও রণসংগীত
খ. অগ্নিশিখা
গ. চরমপত্র
ঘ. বাংলা সংবাদ
৩৮. দেশদ্রোহিতার অভিযোগ এনে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা সম্ভব হয়নি কেন?
ক. মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে ভীত হয়ে
খ. বৈদেশিক শক্তির চাপে নতি স্বীকার করে
গ. পশ্চিম পাকিস্তানের নেতৃবৃন্দের অনুরোধে
ঘ. জুলফিকার আলী ভুট্টোর হুমকিতে ভীত হয়ে
৩৯. ১৩ অথবা ১৪ ডিসেম্বর নিয়াজী কী বুঝে গিয়েছিলেন?
ক. মুক্তিযুদ্ধকে দমন করা সম্ভব হবে
খ. পশ্চিম পাকিস্তান থেকে অস্ত্রের সরবরাহ আসবে
গ. মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর তাকে সাহায্য করতে আসবে না
ঘ. তাদের হার অবশ্যম্ভাবী
৪০. মুক্তিযুদ্ধে কে ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
ক. মেজর জিয়াউর রহমান
খ. মেজর খালেদ মোশাররফ
গ. কর্নেল ওসমানী
ঘ. মেজর শফিউল্লাহ
• নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪১ থেকে ৪৩ নং প্রশ্নের উত্তর দাও :
১৮৫৭ সালের মহাবিদ্রোহ ভারতে ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতীয়দের এটিই ছিল প্রথম স্বাধীনতা সংগ্রাম। এ সংগ্রাম আধুনিক জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করে। যদিও সুযোগ্য নেতৃত্বের অভাবে এ বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হয়।
৪১. আগস্ট মাসে কোন চুক্তি স্বাক্ষরের ফলে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে আগের চেয়ে বেশি আগ্রহ দেখাতে শুরু করে?
ক. ইন্দিরা-মুজিব চুক্তি
খ রুশ-ভারত চুক্তি
গ. সিমলা চুক্তি
ঘ. পাক-ভারত চুক্তি
৪২. উদ্দীপকে উল্লিখিত মহাবিদ্রোহের সাথে বাংলাদেশে সংঘটিত মুক্তিযুদ্ধের বৈসাদৃশ্য কী?
i. মহাবিদ্রোহ সুযোগ্য নেতৃত্বের অভাবে ব্যর্থ হয়
ii. সুযোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশে মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়
iii. মহাবিদ্রোহে দেশপ্রেমের অভাব ছিল কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে দেশপ্রেম নিঃশর্ত ছিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে উদ্দীপকে উল্লিখিত মহাবিদ্রোহের সাদৃশ্য হলো-
ক. উভয়ই স্বাধীনতার জন্য যুদ্ধ
খ. উভয়ই সশস্ত্র সংগ্রাম
গ. উভয়ই ব্রিটিশবিরোধী সংগ্রাম
ঘ. উভয় সংগ্রামই সাফল্যমণ্ডিত হয়
৪৪. মুজিবনগর সরকার প্রাথমিক অবস্থায় সমগ্র বাংলাদেশকে কতটি সামরিক অঞ্চলে ভাগ করে?
ক. ১১
খ. ৮
গ. ৫
ঘ. ৪
৪৫. অস্থায়ী সরকার কতটি জেলায় জেলা প্রশাসক নিয়োগ করে?
ক. ১৮
খ. ২০
গ. ২৫
ঘ. ২৯
৪৬. ‘ফ্রিডম ফাইটার্সের’ ক্ষেত্রে প্রযোজ্য-
i. গেরিলা বাহিনী
ii. অনিয়মিত গণবাহিনী
iii. নিয়মিত সামরিক বাহিনী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৭. মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনীর ভূমিকা পড়ার সময় মোহন একটি বিশেষ নৌবহর উদ্বোধনের কথা জানতে পারে। এক্ষেত্রে নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ?
ক. পদ্মা
খ. বঙ্গবন্ধু
গ. বানৌজা
ঘ. সোয়াত
৪৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল। এর যথার্থতা নিরূপণে বলা যায়-
i. কৃষক শ্রমিক ও নানা পেশার মানুষ
ii. রাজনৈতিক দলের কর্মী সমর্থক
iii. ছাত্র, শিক্ষক, নারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৯. মুক্তিযুদ্ধের সময় আঞ্চলিক প্রশাসক নিয়োগের যথার্থ কারণ কোনটি?
ক. সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা
খ. শরণার্থী সমস্যা ও সামরিক-বেসামরিক সুষ্ঠু সমন্বয়সাধন
গ. স্বাস্থ্য, শিক্ষা, তথ্য হিসাব কর্মকর্তা নিয়োগের জন্য
ঘ. সামরিক জোন প্রতিষ্ঠার জন্য
• নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও :
মুজিবনগর সরকার জনাব ‘ক’-কে ব্রিটেনের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়, যিনি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
৫০. অনুচ্ছেদে পাঠ্যবইয়ের কোন চরিত্রের প্রতি ইঙ্গিত রয়েছে?
ক. এম. আর. আখতার মুকুল
খ. বিচারপতি আবু সাঈদ
গ. খালেদ মোশাররফ
ঘ. সৈয়দ নজরুল ইসলাম খান
◉ আরও দেখ: ইতিহাস ১ম ও ২য় পত্রের সকল CQ-MCQ সমাধান
শিক্ষার্থীরা, উপরে একাদশ-দ্বাদশ শ্রেণির ইতিহাস ১ম পত্র ৭ম অধ্যায় mcq প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। আমি আশা করছি, এই প্রশ্নগুলো প্রাকটিস করলে তোমরা পরীক্ষার জন্য শতভাগ কমন পেয়ে যাবে। কোর্সটিকায় আমরা এই অধ্যায় থেকে মোট ৫০টি বহুনির্বাচনী তৈরি করেছি। সবগুলো MCQ প্রশ্নের উত্তর পিডিএফ আকারে সংগ্রহের জন্য উপরে ‘ANSWER SHEET’ অপশনে ক্লিক করো।
Discussion about this post