শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ১১শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত ইতিহাস প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
ইতিহাস ১১শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. তমদ্দুন মজলিশ কী?
উত্তর: তমদ্দুন মজলিশ রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রতিষ্ঠিত ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। ১৯৪৭ সালে অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে এটি প্রতিষ্ঠিত হয়।
২. ১৯৫৬ সালের সংবিধান কত বছর কার্যকর ছিল?
উত্তর: ১৯৫৬ সালের সংবিধান দুই বছর কার্যকর ছিল।
৩. শহিদ মিনার নির্মাণ করেন কে?
উত্তর: ছাত্ররা ১৯৫২ সালের ২৩শে ফেব্রুয়ারি শহিদ মিনার নির্মাণ করেন।
৪. DAC এর পূর্ণরূপ কী?
উত্তর: DAC এর পূর্ণরূপ হচ্ছে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি।
৫. ভাষা আন্দোলনের প্রথম সংগঠন ‘তমদ্দুন মজলিশ’ গঠনে নেতৃত্ব দেন কে?
উত্তর: ভাষা আন্দোলনের প্রথম সংগঠন ‘তমদ্দুন মজলিস’ গঠনে নেতৃত্ব দেন অধ্যাপক আবুল কাশেম।
৬. কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?
উত্তর: ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠিত হয়।
৭. ছয় দফা কর্মসূচি প্রণীত পুস্তিকাটি কী নামে প্রকাশ করা হয়?
উত্তর: ছয় দফা কর্মসূচি প্রণীত পুস্তিকাটি ‘আমাদের বাঁচার দাবি’ নামে প্রকাশ করা হয়।
৮. মুজিবনগর সরকার কোথায় শপথ গ্রহণ করে?
উত্তর: মুজিবনগর সরকার মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় শপথ গ্রহণ করে।
৯. ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম কী?
উত্তর: ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু৷
১০. পাকিস্তানের জনসংখ্যার শতকরা কত ভাগ মানুষের মাতৃভাষা বাংলা ছিল?
উত্তর: পাকিস্তানের জনসংখ্যার শতকরা ৫৬ ভাগ মানুষের মাতৃভাষা বাংলা ছিল।
১১. কত খ্রিষ্টাব্দে আইয়ুব খান সামরিক শাসন জারি করেন?
উত্তর: ১৯৫৮ খ্রিষ্টাব্দে আইয়ুব খান সামরিক শাসন জারি করেন।
১২. ২১ দফার প্রথম দফা কী ছিল?
উত্তর: ২১ দফার প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা।
১৩. ১৯৪৭ খ্রিষ্টাব্দের কত তারিখে ভারত উপমহাদেশ ভাগ হয়?
উত্তর: ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৪ আগস্ট ভারত উপমহাদেশ ভাগ হয়।
১৪. ধীরেন্দ্রনাথ দত্ত কোন পার্টির সদস্য ছিলেন?
উত্তর: ধীরেন্দ্রনাথ দত্ত পূর্ব বাংলা কংগ্রেস পার্টির সদস্য ছিলেন।
শিক্ষার্থীরা, ওপরে ইতিহাস ১১শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post