শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত ইতিহাস প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
ইতিহাস ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. হেলেনিক সংস্কৃতি কী?
উত্তর: গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেলকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে ওঠে তাই হেলেনিক সংস্কৃতি।
২. সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর: সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আদর্শ রাষ্ট্র ও সুনাগরিক গড়ে তোলা।
৩. হায়ারোগ্নিফিক কী?
উত্তর: মিশরীয় চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর।
৪. রোমান সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল কোন ক্ষেত্রে?
উত্তর: রোমান সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল আইনের ক্ষেত্রে।
৫. ‘ইলিয়ড’ ও ‘ওডিসি’ মহাকাব্যের রচয়িতা কে?
উত্তর: ‘ইলিয়ড’ ও ‘ওডিসি’ মহাকাব্যের রচয়িতা হোমার।
৬. ‘রসেটা স্টোন’ কী?
উত্তর: ‘রসেটা স্টোন’ মিশরে আবিষ্কৃত একটি পাথর, যাতে হায়ারোগ্লিফিক ভাষায় প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায়।
৭. কোন সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল?
উত্তর: সিন্ধু সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল।
৮. প্রাচীন মিশরে সূর্য দেবতার নাম কী ছিল?
উত্তর: প্রাচীন মিশরে সূর্য দেবতার নাম ছিল আমনরে।
৯. মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান আবিষ্কার কী ছিল?
উত্তর: হায়ারেগিফিক লিপি আবিষ্কার ছিল মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান আবিষ্কার।
১০. ইতিহাসের জনক কে?
উত্তর: ইতিহাসের জনক হচ্ছেন হেরোডোটাস।
১১. বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে?
উত্তর: বৈজ্ঞানিক ইতিহাসের জনক হলেন থুকিডাইডেস।
১২. কারা ৩৬৫ দিনে বছর গণনার আবিষ্কারক?
উত্তর: মিশরীয়রা ৩৬৫ দিনে বছর গণনার আবিষ্কারক।
১৩. প্রথম পর্যায়ে লিপি ছিল কেমন?
উত্তর: প্রথম পর্যায়ে লিপি ছিল চিত্রভিত্তিক।
১৪. সিন সভ্যতার অধিবাসীরা কী পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল?
উত্তর: সিন্ধু সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল।
১৫. সিন্ধু সভ্যতায় কতটি সিল আবিষ্কৃত হয়েছে?
উত্তর: সিন্ধু সভ্যতায় বিভিন্ন ধরনের প্রায় ২৫০০ সিল আবিষ্কৃত হয়েছে।
শিক্ষার্থীরা, ওপরে ইতিহাস ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post